পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেছে (সমাধান এখানে)

পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেছে : আপনার যদি পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে যায় তাহলে নিকটস্থ থানায় জেডি করে পাসপোর্ট গ্রহণ করতে হবে।

তো আমাদের মধ্যে এমন অসংখ্য লোক রয়েছে। যাদের পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেছে কিন্তু থানায় কিভাবে, যেটি লিখতে হয়। সেই নিয়ম জানেনা।

পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেছে (সমাধান এখানে)
পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেছে (সমাধান এখানে)

আপনার যদি ই পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে যায় তাহলে চিন্তা করার কোন কারণ নেই। আমরা এখানে জানিয়ে দেবো পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে কি করবেন এবং কিভাবে পাসপোর্ট পুনরায় সংগ্রহ করবেন।

তো বন্ধুরা আপনারা যারা পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে ফেলেছেন। তারা আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

আমরা এ বিষয়ে প্রথমে বলে রাখছি, পাসপোর্ট এর ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। সব পরিস্থিতিতে কোন না কোন সমাধান রয়েছে।

পাসপোর্ট ডেলিভারী স্লিপ

পাসপোর্ট ডেলিভারি স্লিপ হলো, পাসপোর্ট বই সংগ্রহ করার জন্য একটি অফিসিয়াল ডকুমেন্ট।

এই পাসপোর্ট ডেলিভারি স্লিপটি প্রমাণ করে যে, আপনি উক্ত পাসপোর্ট এর একটি আবেদন করেছেন। এখানে পাসপোর্ট আবেদনের সকল তথ্য ইংরেজিতে প্রিন্ট করা থাকে।

আপনারা হয়তো জানেন যে, বর্তমান সময়ে এই ই পাসপোর্ট এর আবেদন অনলাইনে করা যায়। অনলাইনের মাধ্যমে আবেদন করার পরে, আবেদন আপনার সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে সাবমিট করতে হয়।

পাসপোর্ট আবেদন জমা দেওয়ার পরে পাসপোর্ট অফিস আপনার বায়োমেট্রিক তথ্য যেমন- ফিঙ্গারপ্রিন্ট, চোখের আইরিশের ছবি এবং আপনার নিজের ছবি সংগ্রহ করে, পাসপোর্ট এর Enrolment সম্পূর্ণ করবেন।

সম্পূর্ণভাবে আবেদন গ্রহণ এবং বায়োমেট্রিক তথ্য নেওয়ার পরে একটি পাসপোর্ট ডেলিভারি স্লিপ প্রদান করা হবে। সে ডেলিভারি স্লিপ দেখিয়ে পরবর্তীতে আপনাকে পাসপোর্ট বই সংগ্রহ করতে হবে।

পাসপোর্ট ডেলিভারি সিলেটে হারিয়ে যাওয়া অস্বাভাবিক কোনো ঘটনা না। অনেকের সাথে এমন ঘটনা ঘটতে পারে। তাই জেনে রাখুন আপনার সাথে যদি এই সমস্যাটি হয়ে থাকে তাহলে কি করবেন।

পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে যা করবেন

আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে প্রথমে আপনাকে নিকটস্থ থানায় একটি হারানোর জিডি করতে হবে।

জিডিতে অবশ্যই পাসপোর্ট আবেদনে দেওয়া নাম ঠিকানা জাতীয় পরিচয় পত্র নম্বর এবং মোবাইল নম্বর পাসপোর্ট এর মেয়াদ এবং পৃষ্ঠা সংখ্যা এবং OID নম্বর উল্লেখ করতে হবে। তারপর যত দ্রুত সম্ভব নিয়ে, পাসপোর্ট অফিসে জানাবেন।

থানাতে সাধারণ ডায়েরি/ জিডির কপি দিয়ে আপনাকে পাসপোর্ট ডেলিভারি দিতে পারে। এছাড়া জিডির কপি দেখিয়ে। আপনি নতুন একটি ডেলিভারি স্লিপ সংগ্রহ করতে পারবেন।

পাসপোর্ট এর ডেলিভারি স্লিপ হারানোর বিষয়ে থানায় জিডি করতে গেলে, আপনার যে সকল তথ্য প্রয়োজন হবে।

সেগুলো হচ্ছে-

  • পাসপোর্ট আবেদনের অ্যাপ্লিকেশন আইডি নাম্বার/ পাসপোর্ট ডেলিভারি স্লিপ নাম্বার। যে কোন একটি হলে চলবে।
  • আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং জন্ম নিবন্ধন নাম্বার যা পাসপোর্ট আবেদনে ব্যবহার করেছিলেন।
  • পাসওয়ার্ড আবেদনের সময় ব্যবহৃত মোবাইল নাম্বার।
  • আপনার নাম এবং পূর্ণ ঠিকানা।

পাসওয়ার্ড অ্যাপ্লিকেশন আইডি নাম্বার আপনার যদি মনে না থাকে তাহলে, ই পাসপোর্ট ওয়েবসাইটে আপনার প্রোফাইল লগইন করে দেখতে পারবেন।

আর আপনারা কিভাবে, ই পাসপোর্ট চেক করবেন সে বিষয়ে আমাদের ওয়েবসাইটে পূর্বে একটি আর্টিকেল পাবলিশ করে রয়েছে আপনারা চাইলে সেই আর্টিকেলটি অনুসরণ করে সহজেই পাসপোর্ট চেক করতে পারবেন।

আপনারা পাসপোর্ট এর অফিসিয়াল এই epassport.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে, আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন।

তাছাড়া অন্য সকল তথ্য আপনার জানা থাকার কথা এখন কিভাবে জেডির আবেদন লিখবেন। আপনি যদি নিজে লিখতে পারেন।

আর না হলে এলাকার যে কোন কম্পিউটার সার্ভিস দোকান থেকে একটি GD লিখে নিতে পারেন। তা না হলে সরাসরি হাতেও লিখতে পারেন।

যেটি আবেদন অবশ্যই দুই কপি করে থানায় নিয়ে যেতে হবে। কারণ একটি কপি থানায় সংরক্ষিত থাকবে আরেকটি কপি স্বাক্ষর করে এবং সীল যুক্ত করে আপনাকে প্রদান করা হবে।

পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে জিডি’র আবেদন লেখার নিয়ম

তো বন্ধুরা আপনাদের যাদের পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেছে তাদের জন্য আমি এখানে ডেলিভারি স্লিপ হারানোর যেটির নমুনা নিচে উল্লেখ করেছি।

আপনারা সেই জিডিতে, অবশ্যই আপনার পাসপোর্ট আবেদনে যে সকল তথ্য দিয়েছেন সে তথ্যগুলো হুবহু মিল রেখে লিখবেন।

তারিখঃ —-/—–/২০২৩ ইং

বরাবর
অফিসার ইনচার্জ
থানার নাম লিখুন
উপজেলার নাম, জেলার নাম।

বিষয়ঃ সাধারন ডায়েরির জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি (এখানে আপনার নাম লিখুন), পিতা/ স্বামীঃ (এখানে আপনার পিতার নাম এবং মহিলা হলে স্বামীর নাম লিখুন), গ্রামঃ (এখানে আপনার গ্রামের নাম লিখবেন), ডাকঘরঃ (এখানে আপনার ডাকঘরের নাম), উপজেলাঃ (আপনার উপজেলার নাম), জেলাঃ (আপনার জেলার নাম), আমি থানায় হাজির হয়ে এই মর্মে লিখিত ভাবে জানাচ্ছি যে, গত (এখানে পাসওয়ার্ড ডেলিভারি স্লিপ হারানোর তারিখ উল্লেখ করবেন)  তারিখে আমার নিজ বাসা হতে (যেকোনো একটি জায়গার নাম লিখবেন যেমন- বাজারে) যাওয়ার পথে অজ্ঞাত স্থানে আমার পাসপোর্টের ডেলিভারি স্লিপটি হারিয়ে যায়। যার বিস্তারিত নিম্নরূপ-

  • পাসপোর্ট ডেলিভারী স্লিপের নম্বর / পাসপোর্ট OID Number / পাসপোর্ট Application ID – 12xxxxxxxxx10
  • আবেদনকারীর নাম – (এখানে আপনার নাম লিখবেন যা পাসপোর্ট তথ্যের ব্যবহার করেছেন)
  • আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র নম্বর – 123xxxxxxxxxxxxx17
  • মোবাইল নম্বর – 019xxxxxx11

আমি উক্ত পাসপোর্ট ডেলিভারি স্লিপ সম্ভাব্য কিছু স্থানে অনেক খোঁজাখুঁজি করার পরেও পাওয়া যায়নি। এমতাবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা একান্ত প্রয়োজন।

অতএব, মহোদয় সমীপে আকুল আবেদন যে, উপরোক্ত বিষয়ে সাধারণ ডায়েরিভুক্ত করতে আপনার সদয় মর্জি হয়।

নিবেদক
এখানে স্বাক্ষর

(এখানে আপনার নাম)

ঠিকানাঃ

মোবাইল নাম্বার

শেষ কথাঃ

বন্ধুরা আপনারা যারা পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে ফেলেছেন তারা উপরে দেওয়া আবেদনটি লিখে সংশ্লিষ্ট থানায় জিডি করতে পারবেন।

আর আপনার যেটি অনুমোদন হয়ে গেলে, আপনারা সরাসরি পাসপোর্ট অফিসে গিয়ে সেটি জমা দিয়ে। পাসওয়ার্ড ডেলেভার স্লিপ আবার পুনরায় সংগ্রহ করতে পারবেন।

তো বন্ধুরা আজকের আর্টিকেলটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।

আর আপনার বন্ধুদের পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গিয়ে থাকলে তাদেরকে এ বিষয়ে জানাতে নিতে দেওয়া যে কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি শেয়ার করে দিবেন।

এছাড়া আমাদের এই ওয়েবসাইট থেকে পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন টিপস এন্ড টিপস পেতে চাইলে, নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top