কিভাবে youtube এর video Audio আকারে প্লে করব

প্রিয় পাঠক আশা করি ভাল আছেন ।

আপনাদের মনকে আরো ভালো করতে আজকে আমি হাজির হয়েছি অ্যান্ড্রয়েড এর অসাধারণ একটি টিউটোরিয়াল নিয়ে , আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সর্ব প্রথম টিউটিরিয়াল হিসেবে আমার টিউটোরিয়ালটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে জানাবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল –

আজকের বিষয়ঃ প্রিয় পাঠক বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে কিভাবে আপনি ইউটিউব এর যেকোন ভিডিও আপনার লক স্ক্রিনে প্লে করে রাখবেন অডিও আকারে ।

কিছু কথাঃ যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন এবং ইউটিউব ব্যবহার করেন তাদের এই ট্রিক্সটি অসংখ্য কাজে লাগবে , আপনারা হয়তো অনেকেই জানেন যে ইউটিউব এর কোন ভিডিও থেকে যদি আপনি বেরিয়ে পড়েন অথবা আপনি ইউটিউবে কোন ভিডিও দেখতেছেন এমন সময় যদি আপনি এটাকে লক করে রাখেন তাহলে ভিডিওটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায় ।
অথবা আপনি যদি মিনিমাইজ করে রাখেন তাহলেও কিন্তু অডিও এবং ভিডিও দুটোই বন্ধ হয়ে যায় । আজকে আমরা জানব যে কিভাবে এই সমস্যা থেকে সমাধান পাবেন সমাধান পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিচের পদক্ষেপগুলো ধাপে ধাপে অনুসরণ করুন আশা করি আমাদের টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লাগবে ।

কিভাবে ইউটিউব এর ভিডিও অডিও আকারে প্লে করবেনঃ

আপনি যদি ইচ্ছা করেন যে আপনি ইউটিউব এর কোন ভিডিও , অডিও আকারে অথবা আপনি আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে সেই মিউজিক ভিডিওটি প্লে করে রাখবেন তাহলে আপনাকে সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে এবং সাইন-ইন করতে হবে ।

গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাকে url এ প্রবেশ করতে হবে ।
url এ যাওয়ার পর আপনাকে টাইপ করতে হবে – m.youtube.com
m.youtube.com এ যাওয়ার পর আপনাকে ভিডিও সিলেক্ট করে নিতে হবে ।

ইউটিউব থেকে ভিডিও সিলেক্ট করা হয়ে গেলে আপনি গুগল ক্রোম ব্রাউজার এর ডান সাইডে থ্রি ডট নামে একটি আইকন পাবেন সেখানে ক্লিক করুন আপনাদের বোঝার সুবিধার্থে নিচে স্ক্রিনশট দেয়া হল –

youtube video play in audio
youtube video play in audio

তারপর আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে ইউটিউব এর ভিডিও ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যাবহার করার জন্য ডেস্কটপ সাইটে ক্লিক করবেন সেখানে টিকমার্ক দেয়ার পর আপনি ভিডিওটা কে আবারও প্লে করবেন প্লে করার পর আপনি আপনার ফোনটা কে স্ক্রীন লক করুন দেখেন অটোমেটিকলি আপনার সেই কাঙ্খিত ভিডিওটি আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনার এন্ড্রয়েড ফোনে প্লে হচ্ছে –

youtube video play in audio
youtube video play in audio

তাহলে বন্ধুরা সর্বপ্রথম পোস্ট হিসেবে আমার পোস্টটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাতে ভুলবেন না তাহলে আজকে পর্যন্তই সকলে ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top