চাকরির আবেদন পত্র লেখার নিয়ম : বর্তমান সময়ে, স্কুল জীবন থেকে শুরু করে, চাকরি ক্ষেত্র পর্যন্ত বিভিন্ন ধরনের, আবেদন পত্র লেখার প্রয়োজন পড়ে।
তো আমরা যদি স্কুল জীবন থেকে আবেদনপত্র লেখার নিয়ম, শিখে ফেলতে পারি। তাহলে, বিভিন্ন চাকরির আবেদন, কোম্পানি চাকরির আবেদন, স্কুল চাকরির জন্য আবেদন করতে পারব।
এছাড়া, অন্যান্য চাকরির আবেদন পত্র লেখার সময় কোন সমস্যার সম্মুখীন হতে হবে না।
আপনার যদি কোন চাকরির জন্য আবেদন করেন। সে চাকরির আবেদনে কোন ভুল ত্রুটি থাকে। তাহলে কিন্তু সেই আবেদন পত্রটি দাখিল করার পর বাতিল করে দেয়া হবে।
এক্ষেত্রে, কখনোই নিজের ইচ্ছা মতো আবেদন পত্র লিখা যাবে না। চাকরির আবেদন লেখার সময় কোন নিয়ম ভঙ্গ করা যাবে না। যে কোন আবেদন লেখার সময় শুদ্ধভাবে আবেদন লিখতে হবে।
তাই আপনারা যারা চাকরির আবেদন পত্র লেখার নিয়ম জানতে চান? তারা সঠিক একটি ওয়েবসাইটে প্রবেশ করেছেন। কারণ আজকে আপনারা জানতে পারবেন বিভিন্ন চাকরির আবেদন পত্র কিভাবে লিখতে হয়।
আর চাকরির আবেদন পত্র লেখার নিয়ম সম্পন্ন জানতে, আমাদের লেখাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
আবেদন পত্র লেখার নিয়ম
বর্তমান সময়ে আপনারা যে, কোন আবেদন লিখতে চাইলে, অবশ্যই কিছু নিয়ম অনুসরণ করে লিখতে হবে। কারণ আবেদনের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। যেগুলো ছাড়া আবেদন পত্র এর মান থাকে না।
এ ধরনের আবেদন করতে কোন ব্যক্তিগত। যা ইচ্ছাকৃত ভাবে লেখা যায় না। এ ধরনের আবেদন পত্র চিঠির মত কোন আবেগের প্রকাশ করা সম্ভব হয় না।
যথাযথ নিয়ম কানুন অনুসরণ করে, ভদ্রতা বজায় রেখে, শিষ্টতা বজায় রেখে, অল্প কথায় বক্তব্য উপস্থাপিত করে, সৌজন্যতা’র সঙ্গে আবেদন পত্র লেখা শেষ করতে হবে।
আবেদনপত্র লেখার গঠন সমূহ
আপনি যদি আবেদন পত্র লিখতে চান? সেক্ষেত্রে কিছু গঠন অনুসারে লিখতে হবে। তো একটি আবেদনপত্রে কি কি গঠন থাকে। সে বিষয়ে জানতে নিচের তথ্যগুলো অনুসরণ করুন।
- আবেদনপত্র এর প্রথমে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের পদমর্যাদা এবং তা ঠিকানা লিখতে হবে।
- আবেদন পত্রের বিষয়টি এক কথায় সংক্ষেপে লিখতে হবে।
- আবেদন পত্রটি জনাব/ মহোদয়/ মহাত্মন লিখে সম্ভাষণ জানাতে হবে।
- তারপর আবেদন লেখার সময়, সবিনয় নিজের পরিচয় দেওয়ার বিষয়ের স্বল্প পরিমাণ এর বর্ণনা করতে হবে। এবং নিজের বক্তব্যের সাথে সমর্থনে যুক্তিগুলো উল্লেখ করতে হবে।
- সর্বশেষ, আপনার আবেদনের বিষয়ের উপর মঞ্জুর করার জন্য আবেদন করতে হবে।
- তারপর আবেদনের ডান পাশে শিষ্টাচার এর সঙ্গে আবেদনকারীর নাম এবং ঠিকানা লিখতে হবে। পরবর্তীতে বাম পাশের জায়গাতে, স্থান এবং তারিখ লিখতে হবে।
- তারপর আপনার আবেদন পত্রটি খামের ওপর বাম পাশে, প্রেরক এর নাম, পদবী এবং ঠিকানা উল্লেখ করতে হবে। ঠিক সে রকম ভাবে ডান পাশের অংশে প্রাপকের নাম, পদবী এবং ঠিকানা উল্লেখ করতে হবে। উপরোক্ত পদ্ধতি অনুযায়ী আপনারা খুব সহজেই আবেদনপত্র লেখা শেষ করতে পারবেন।
তো বন্ধুরা আপনারা যারা এই নিয়ম গুলো অনুসরণ করে, আবেদন পত্র লিখতে পারেন। তাহলে অনেক নিখুঁত একটি আবেদন পত্র তৈরি হবে।
আর যদি এই নিয়ম গুলো অনুসরণ না করে, নিজের ইচ্ছায় আবেদন পত্র লিখেন। সে ক্ষেত্রে কিন্তু আবেদন লেখার নিয়ম ভঙ্গ হয়ে যাবে আপনি সেই আবেদন পত্র দাখিল করলেও কোন কাজে আসবে না।
আমরা জানি আবেদনের শেষ নেই বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের আবেদন পত্র লিখতে হয়। কিন্তু আপনি যখনই আবেদন পত্র লিখেন না কেন ?
আমাদের দেওয়া এই আবেদনের গঠন গুলো অনুসরণ করে, লিখলে আবেদনের সকল নিয়ম মান্য করা হবে।
আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা উচ্চশিক্ষিত, তারাও কিন্তু সঠিকভাবে আবেদন পত্র লেখার নিয়ম জানেনা।
সে ক্ষেত্রে তাদেরকে চাকরি পাওয়ার পরেও, বিভিন্ন আবেদন লেখার সময় যখন এই ধরনের ভুলভাল করে থাকে। তখন কিন্তু তাদের অপমানের শিকার হতে হয়। তাই সব সময় উপরোক্ত আবেদন পত্র লেখার গঠন অনুসরণ করে আবেদন পত্র।
চাকরির আবেদন পত্র
এখন আপনারা যারা চাকরির জন্য আবেদন পত্র লেখার নিয়ম জানতে চান? তারা এ বিষয়ে সঠিক তথ্য জানতে পারবেন।
আমরা উপরে উল্লেখিত আলোচনায় যে সকল আবেদনের গঠন সম্পর্কে জানিয়েছি। সে সকল আবেদনের বিষয় গুলো কার্যকর হবে। আপনারা অন্যান্য যে আবেদন পত্র লিখেন ঠিক সেরকম ভাবে চাকরির আবেদন লিখতে হবে।
তো আমি আপনাদের সুবিধার জন্য এখানে, চাকরির আবেদন লেখার জন্য একটি নমুনা প্রস্তুত করেছি। যা অনুসরণ করে আপনারা খুব সহজে চাকরির জন্য, আবেদন পত্র দাখিল করতে পারবেন বিভিন্ন প্রতিষ্ঠানে।
আমরা চাকরির আবেদন হিসেবে যে নমুনা দেখাবো, সেগুলো আপনারা বিভিন্ন চাকরি পদের জন্য আবেদন করতে পারবেন। যেমন-
- প্রভাষক পদে চাকরির আবেদন।
- সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন।
- স্কুল এর চাকরির আবেদন।
- সমাজকল্যাণ দপ্তরে চাকরির আবেদন।
- অফিস সহকারী পদে চাকরির আবেদন।
- কোম্পানি চাকরির আবেদন।
- এনজিও চাকরির আবেদন।
- ঔষধ কোম্পানিতে চাকরির আবেদন।
- সরকারি চাকরির আবেদন, ইত্যাদি।
উপরোক্ত চাকরির পদ গুলো ছাড়া, একই নিয়মে আপনারা আরও, বিভিন্ন পদের চাকরির জন্য আবেদন করতে পারবেন।
চাকরির আবেদন পত্র লেখার নিয়ম (নমুনা)
আমরা এখানে আপনাকে কলেজের প্রভাষক পদে চাকরির আবেদন কিভাবে করতে হয়। সে বিষয়ে নমুনা জানিয়ে দেব। তার জন্য নিচে দেওয়া পদক্ষেপ গুলো অনুসরণ করুন।
তারিখঃ ২৬/০৫/২০২৩ ইং
বরাবর
অধ্যক্ষ
এখানে কলেজের নামটি লিখবেন।
এখানে কলেজের ঠিকানাটি লিখবেন।
বিষয় : সহকারী প্রভাষক পদে চাকরির আবেদন।
জনাব,
যথা বিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, গত ২৬ মে ২০২৩ ইং তারিখে “প্রথম আলো” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম, আপনার কলেজে “ইতিহাস” বিভাগের পারদর্শীর সহকারী প্রভাষক প্রয়োজন। আমি উক্ত পদের জন্য একজন আগ্রহী প্রার্থী। আমার শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য নিজের অংশে প্রস্তুত করা হলোঃ
জীবন বৃত্তান্ত
০১। নামঃ (এখানে আবেদনকারীর সম্পূর্ণ নাম লিখতে হবে)
০২। পিতার নামঃ (এখানে আবেদনকারীর পিতার নাম লিখতে হবে)
০৩। মাতার নামঃ (এখানে আবেদনকারীর মাতার নাম লিখতে হবে)
০৪। স্থায়ী ঠিকানাঃ (আবেদনকারের স্থায়ী ঠিকানা লিখতে হবে) যেমন- গ্রাম : ………………….., ডাকঘর : ……………….,
উপজেলা : ……………………………………, জেলা : ……………………………………………………………………………….।
০৫। বর্তমান ঠিকানাঃ (আবেদনকারের বর্তমান ঠিকানা লিখতে হবে) যেমন- গ্রাম : ………………….., ডাকঘর : ……………….,
উপজেলা : ……………………………………, জেলা : ……………………………………………………………………………….।
০৬। জন্মতারিখঃ (জাতীয় পরিচয় পত্র অনুযায়ী জন্মতারিখ উল্লেখ করতে হবে)
০৭। ধর্মঃ (আবেদনকারী যে ধর্মালম্বী সে ধর্মটি উল্লেখ করতে হবে)
০৮। জাতীয়তাঃ বাংলাদেশী।
০৯। শিক্ষাগত যোগ্যতাঃ
পরীক্ষার নাম বিভাগ/বিষয় | বিভাগ | জিপিএ | বোর্ড/বিশ্ববিদ্যালয় | পাশের সন |
এসএসসি | মানবিক | ৪.৩০ | ঢাকা | ২০১৩ |
এইচএসসি | মানবিক | ৪.০০ | ঢাকা | ২০১৫ |
স্নাতক ডিগ্রি | বিএ | ৩.৫০ | জাতীয় বিশ্ববিদ্যালয় | ২০১৮ |
স্নাতকোত্তর | এমএ | ৩.৩২ | জাতীয় বিশ্ববিদ্যালয় | ২০২০ |
১০। অভিজ্ঞতাঃ ১০/১০/২০২০ ইং থেকে শিক্ষকতা কাজে নিয়োজিত আছি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন যে, সকল দিক বিবেচনা করে আমাকে নিয়োগ দিলে নিষ্ঠার সাথে কর্তব্য পালন করব। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, কলেজের সার্বিক উন্নতি এবং কর্তৃপক্ষ এর সন্তুষ্টি বিধানে সর্বশক্তি নিয়োগ করব এ বিষয়টি নিশ্চিত প্রদান করছি।
নিবেদক
আবেদনকারীর নাম লিখতে হবে
সহকারী প্রভাষক
ঠিকানা লিখতে হবে।
শেষ কথাঃ
তো বন্ধুরা আপনার যারা বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির আবেদন পত্র লেখার নিয়ম জানতে চান? তারা উপরে উল্লেখিত চাকরির আবেদন পত্র নমুনা অনুসরণ করে খুব সহজেই আবেদন সাবমিট করতে পারবেন।
তো চাকরির আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে আপনার যদি কোন প্রশ্ন থাকে। তাহলে আমাদের কমেন্ট করে, জানাতে পারেন।
ধন্যবাদ।