ডিপ ওয়েব : ডিপ ওয়েব এ কি কি কাজ করা যায়- আপনি গুগল এ কোন কিছু জানার জন্য সার্চ করেন কিন্তু যখন আপনি গুগলে সার্চ করবেন তখন আপনার চাহিদা মতো তথ্য খুজে বের করতে পারেন না।
তখন হয়তো আপনি মনে করে থাকবেন যে, গুগলে সার্চ করা সেই তথ্য গুলো গুগলে সঠিক ভাবে দেওয়া হয়নি। তো আপনি যদি উক্ত বিষয়টি চিন্তা করে থাকেন তাহলে ধারণাটি একেবারে ভুল।
তার কারণ হলো আপনাকে ইন্টারনেটের মধ্যে থাকা শুধু মাত্র কয়েকটি % তথ্য আপনাকে প্রদান করা হবে। আর এর বাহিরে কিন্তু আরও অনেক অংশ আছে। যে অংশ গুলোর মধ্যে গুগল পৌছাতে পারে না।
আর সেই সকল কারণেই আপনি আপনার সার্চ করা তথ্য গুলো সম্পর্কে পুরোপুরি ভাবে জানতে পারেন না। আপনি যদি আপনার সার্চ করা তথ্যকে পুরোপুরি ভাবে জানতে চান।
তবে অবশ্যই আপনাকে ইন্টারনেটের আরও গভীরে যেতে হবে। যখন আপনি ইন্টারনেটের গভীরে যাবেন। তখননি মূলত ইন্টারনেটের সেই অংশ পেয়ে যাবেন আর তাকেই বলা হয় ডিপ ওয়েব।
মনে করুন আপনি একটি রাস্তা দিয়ে প্রতিদিন হাটেন, তখন আপনাকে যদি বলা হয় আপনি সেই মুহুর্তে যে রাস্তায় হাটছেন সেই রাস্তার নিচে আরও অনেক রাস্তা আছে।
তবে কিন্তু আপনি স্বাভাবিক ভাবে এই কথা জানার পরে অনেক অবাক হয়ে যাবেন।
তবে, উক্ত রাস্তার সাথে যদি এখন সারফেস ওয়েবের তুলনা করা হয় তাহলে কিন্তু আপনি এর মধ্যে বিশেষ একটি মিল পেয়ে যাবেন।
এর কারণ আমরা প্রতিদিনের জীবনে যে ইন্টারনেট ব্যবহার করে থাকি সেটি মূলত সারফেস ওয়েবের সাথে সম্পর্ক যুক্ত।
কিন্তু ইন্টারনেটের এই অংশকে বাদ দিয়েও আরো একটি অংশ আছে। যা আপনার আমার কাছে প্রকাশ হয় না।
এখন হয়তো আপনার প্রশ্ন হতে পারে উক্ত অজানা ইন্টারনেটের অংশ কত বড়। আপনি যদি এই প্রেশেনর উত্তর জানতে চান তাহলে আমরা আপনাকে কোন সুনির্দিষ্ট ধারণা প্রদান করতে পারবো না।
তার কারণ হলো সারফেস ওয়েবের বাইরে ইন্টারনেট আসলে কতটা বৃহৎ সেই সম্পর্কে এখন পর্যন্ত কোন সুনির্দিষ্ট ধারণা পাওয়া যায় নাই।
তবে হতে পারে একটি হাজার হাজার গুণ বড় আবার এটি হতে পারে কয়েক লক্ষ গুণ বড়। কিন্তু এখন পর্যন্ত এই অংশ কতটা বৃহৎ সে সম্পর্কে কোন ব্যক্তি পরিষ্কার ধারণা দিতে পারে নাই।
কিন্তু ডিপ ওয়েব আসলে কত বড় সেই সম্পর্কে পরিষ্কার ধারণা না জানা থাকলেও আজকের এই পোস্টে আমরা আপনাকে ডিপ ওয়েব কি ডিপ ওয়েবে কি কি কাজ করা হয়, কিভাবে ডিপ ওয়েব প্রবেশ করতে হয় সেই সম্পর্কে জানাব।
তো চলুন সময় নষ্ট না করে বিস্তারিত আলোচনায় ফিরে যাওয়া যাক।
ডিপ ওয়েব কি ? (What is deep web)
আমরা সব সময় যে কোন ডিভাইস দিয়ে ইন্টারনেট ব্যবহার করি। সেগুলো শুধু এক পার্সেট % এর সাথে তুলনা করা হয়।
মনে করুন আমরা যখন কোন কিছু জানার জন্য গুগলে সার্চ দেই। তখন গুগল থেকে কিন্তু ইন্টারনেটের মধ্যে থাকা অনেক শতাংশ % তথ্য প্রদান করে থাকে।
কিন্তু তার বাইরে কিন্তু ইন্টারনেটের আরো একটি বৃহৎ অংশ আছে। যেই অংশতে আমরা কখনও পৌছাতে পারি না।
আমরা ইন্টারনেট এর যে অংশে পৌছাতে পারি না। মূলত সেই অংশকে বলা হয় ডিপ ওয়েব। এই ডিপ ওয়েবের পরবর্তী যে অংশ আছে। সেটিকে বলা হয় ডার্ক ওয়েব।
আপনারা যদি সমুদ্র এর মধ্যে ভেসে থাকা একটি বড় বরফ এর খন্ড’র কথা চিন্তা করেন তাহলে বলতে হবে সই বরফ খন্ডের 70-80 ভাগ জলের মধ্যে ডুবে থাকা অংশ এর মধ্যে আছে। ডিপ ওয়েব ও ডার্ক ওয়েব এরকম। তবে আমরা সেই জলের মধ্যে ভেসে থঅকা সামান্য বরফ খন্ড দেখতে পাই। কিন্তু সেটা হলো World Wide Web.
তাই বলা যায় আমরা প্রতিদিনের জীবনে যে, সারফেস ওয়েব ব্যবহার করি তার আকার অনেক নগণ্য। কিন্তু এর বাহিরে যে অংশ আছে তার পরিমাণ সম্পর্কে আমরা কেও পরিষ্কার ধারণা বিবেচনা করতে পারি না।
আর উক্ত ধারণার বাহিরে ইন্টারনেট এর যে, অংশ সেটি হচ্ছে ডিপ ওয়েব।
আরও দেখুনঃ
- অন্যের ওয়েবসাইট থেকে আর্টিকেল কপি করা কেন ক্ষতিকারক
- ০৫ টি ফ্রি ওয়েব হোস্টিং কোম্পানির তালিকা (বিস্তারিত এখানে)
ডিপ ওয়েব এর মধ্যে কেন প্রবেশ করা যায় না?
ডিপ ওয়েব কি এই বিষয়ে উপরিউক্ত আলোচনায় জেনে নিতে পারছেন। এখন আপনার প্রশ্ন হতে পারে যে, আমরা ডিপ ওয়েব এ কেন প্রবেশ করতে পারি না।
উক্ত প্রশ্নের উত্তর আমরা সহজ ভাবে বুঝানোর চেষ্টা করব। তার জন্য আপনাকে নিজের আলোচিত আলোচনায় একটু নজর দিতে হবে। তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আমরা সাধারণ মানুষ হিসেবে কেন ডিপ ওয়েব এ প্রবেশ করতে পারি না।
আমরা গুগলের মতো বড় সার্চ ইঞ্জিনে যখন কোন কিছু সার্চ করি, সেই সময় অনেক ধরণের সার্চ ইঞ্জিনে থাকা ইন্টারনেট এর মধ্যে থাকা বিভিন্ন প্রকার তথ্য খুজার পরে আমাদের সামনে হাজির করা হয়।
এবং আমরা সরাসরি ভাবে আমাদের সার্চ করা তথ্য গুলো সম্পর্কে জেনে নিতে পারি। তবে ইন্টারনেটের মধ্যে এমন অনেক প্রকার তথ্য লুকানো আছে।
যে গুলো সার্চ ইঞ্জিন গুলোর মধ্যে ইনডেক্স করানো হয় না। হয়তো বা উক্ত ওয়েবসাইট গুলোতে পৌছাতে পারে না।
এছাড়া ওয়েবসাইট গুলো তাদের সাইটে প্রবেশ করা তথ্য গুলোকে ইনডেক্স করার জন্য বাঝঅ দেওয়া হয়।
আর সেজন্য গুগল সার্চ ইঞ্জিন গুলো এই সকল তথ্য কে তাদের নিজের প্লাটফর্মে ইনডেক্স করতে ব্যর্থ।
কিন্তু এখন আপনার মনে হতে পারে যে, আমরা কি তাহলে কোন ভাবেই সেই ডিপ ওয়েবে প্রবেশ করতে পারবো না। আপনি যদি চান তাহলে অবশ্যই ডিপ ওয়েবে প্রবেশ করতে পারবেন।
তার জন্য আপনাকে সেই ডিপ ওয়েব এ প্রবেশ করার জন্য সঠিক লিংক জানা থাকতে হবে। আপনি যখন সেই ডিপ ওয়েবে প্রবেশ করতে সঠিক ওয়েবসাইট লিংক জানতে পারবেন, তখন আপনি ডিপ ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।
কিন্তু বিষয়টি এরকম না যে, আপনি একটি ওয়েবসাইট লিংক দিলেই যে পুরো ডিপ ওয়েবে প্রবেশ করতে পারবেন না।
ডিপ ওয়েব এর মধ্যে কি কি থাকে ?
আমরা উক্ত আলোচনাতে বলেছি সাধারণ মানুষ ডিপ ওয়েব এ প্রবেশ করতে পারে না। তাই এটি অনুমান করে নেওয়া যায় এই ডিপ ওয়েবের মধ্যে সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গুলো সংরক্ষণ করা হয়।
যাতে সেই সংরক্ষিত তথ্য গুলো সম্পর্কে কোন মানুষ সহজেই জানতে না পারে। কিন্তু এখন মনে হতে পারে যে কি এমন তথ্য রয়েছে ডিপ ওয়েব যা মানুষ দেখতে পারবে না।
যে গুলো এই ডিপ ওয়েবের মধ্যে সংরক্ষণ করা হয়, সেগুলো হলো কোন দেশের সরকারি নথিপত্র, কোন বড় বড় সায়েন্স্টি রিসার্চ করা তথ্য, কো স্বনামধণ্য হাসপাতাল এর গুরুত্বপূর্ণ ডাটাবেজ এগুলো ছাড়া আরো অনেক প্রাইভেসি বিষয় গুলো সংরক্ষণ করে রাখা আছে।
আর এই জন্য সাধারণ ভাবে গুগলে সার্চ বা অন্যান্য সার্চ ইঞ্জিনে সার্চ করার সাথে সেই তথ্য গুলা পাওয়া যায় না।
আপনি যদি সেই তথ্য গুলোর বিষয়ে জানতে চান।তাহলে আপনাকে পারমিশন নিতে হবে। আর যখন আপনি সেই তথ্য গুলোর দেখার বা জানার অনুমতি পেয়ে যাবেন। তখনই আপনি উক্ত ডিপ ওয়েবে প্রবেশ করতে পারবেন।
ডিপ ওয়েব এর কি নিরাপত্তা আছে ?
একটি ডিপ ওয়েব এর আয়তন এতটা বড় যে সেই ডিপ ওয়েবের মধ্যে যদি কোন মানুষ প্রবেশ করে তাহলে সেই মানুষটি অনেক কিছু জেনে নিতে পারবে।
কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে, এই ডিপ ওয়েবের মধ্যে কোন প্রকার নিরাপত্তা ব্যবস্থা চালু নাই।
ডিপ ওয়েব এর এক্সেস নেওয়া সম্ভব ?
আপনি যদি ডিপ ওয়েব এর এক্সেস নিতে চান তাহলে অবশ্যই পারবেন। কিন্তু আপনি ডিপ ওয়েব এর মধ্যে থাকা যে অংশ এ এক্সেস নিতে আগ্রহী সেই অংশেদর অনুমতি থাকতে হবে।
আপনি যদি অনুমতি না পান তাহলে আপনি কোন ভাবে ডিপ ওয়েব এর কোন অংশে যেতে পারবেন না।
ডিপ ওয়েব কত বড় ?
আমরা সকলেই ইন্টারনেট ব্যবহার করি। সেই সেই ইন্টারনেট এর চেয়ে 500 গুণ বড় হচ্ছে ডিপ ওয়েব।
আবার অনেক ক্ষেত্রে আপনি উক্ত ডিপ ওয়েব সাধারণ ইন্টারনেটের থেকে 5 লক্ষ গুণ বড় হতে পারে।
আরো দেখুনঃ
- অনলাইন ফটো এডিটর ওয়েবসাইট ২০২২ [Free Online Photo Editor]
- ওয়েব হোষ্টিং কেনার আগে যে বিষয়গুলি জানা উচিৎ
- Browser কি ? একটি ওয়েব ব্রাউজার কিভাবে কাজ করে ?
ডিপ ওয়েব থেকে কি হ্যাকিং সমস্যা থাকে ?
আপনি উক্ত আলোচনা অনুসরণ করে বুঝতে পারছেন যে কোন সাধারণ মানুষ ডিপ ওয়েব অনুমতি ছাড়া প্রবেশ করতে পারে না। কিন্তু তারপরেও উক্ত ডিপ ওয়েবের মধ্যে থাকা ওয়েবসাইট গুলো প্রতিনিয়ত হ্যাক হওয়ার বিষয় ঘটে থাকে।
বিশেষ একটি জরিপরের মাধ্যমে জানা যায়, উক্ত ডিপ ওয়েবের মধ্যে প্রতিদিন ত্রিশ হাজার এর বেশি ওয়েবসাইট হ্যাক হয়।
ডিপ ওয়েবে কোন ধরনের ওয়েবসাইটে বেশি ট্রাফিক থাকে ?
আপনি যদি মনে করেন বা জানতে চান ডিপ ওয়েবের মধ্যে কোন ধরণের ওয়েবসাইট গুলো বেশি পরিমাণেল ট্রাফিক পাওয়া যায়।
ডিপ ওয়েবের মধ্যে যে সকল ওয়েবসাইট চাইল্ড পর্নোগ্রাফি ভিডিও পাবলিশ করা হয়ে থাকে। সেই সকল ওয়েবসাইট গুলোতে সবচেয়ে বেশি ট্রাফিক পাওয়া যায়।
ডিপ ওয়েব এর জনপ্রিয়তা কেমন ?
সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে সারফেস ওয়েবের জনপ্রিয়তা অনেক। তার মধ্যে অধিক জনপ্রিয়তা আছে উক্ত ডিপ ওয়েব এর।
কারণ তরুণ প্রজন্ম সর্বদা নতুন নতুন কিছু জানার আগ্রহী থাকে। আর উক্ত আগ্রহ থেকে মূলত ডিপ ওয়েবের জনপ্রিয়তা ক্রমাগত বেড়ে যাচ্ছে।
ডিপ ওয়েব এর মধ্যে থাকা ওয়েবসাইট ডোমেইন কেমন হয়? উত্তর- ডিপ ওয়েবের মধ্যে থাকা ওয়েবসাইট ডোমেইন এর এক্সটেনশন হিসেবে .onion ব্যবহার করা হয়।
আরো দেখুনঃ
- ডার্ক ওয়েব কি ? ডার্ক ওয়েব কিভাবে কাজ করে ?
- আমার ওয়েবসাইট বা আর্টিকেল গুগল সার্চে Rank হচ্ছেনা (কারণ জেনেনিন)
শেষ কথাঃ
তো বন্ধুরা আমাদের এই পোস্টে আমরা ডিপ ওয়েব কি সেই সম্পর্কে বিস্তারিত ধারণা তুলে ধরেছি। তার পাশাপাশি ডিপ ওয়েব এর মধ্যে থাকা যে সকল ভুল ধারণা ছিল সেগুলো পরিষ্কার ভাবে বিশ্লেষণ করেছি।
আমরা আশা করি, আজকের এই পোস্ট থেকে আপনি ডিপ ওয়েব এর অনেক অজানা বিষয় সম্পর্কে জেনে নিয়েছেন।
ট্যাগঃ ডিপ ওয়েব কি ? Deep web এ কি কি কাজ করা হয় (বিস্তারিত) ডিপ ওয়েব কি ? Deep web এ কি কি কাজ করা হয় (বিস্তারিত) ডিপ ওয়েব কি ? Deep web এ কি কি কাজ করা হয় (বিস্তারিত)
ডিপ ওয়েব কি ? Deep web এ কি কি কাজ করা হয় (বিস্তারিত) ডিপ ওয়েব কি ? Deep web এ কি কি কাজ করা হয় (বিস্তারিত) ডিপ ওয়েব কি ? Deep web এ কি কি কাজ করা হয় (বিস্তারিত)
আমাদের আর্টিকেল আপনার কাছে সত্যি ভালো লেগে থাকলে একটি কমেন্ট করে জানাবেন এবং একটি শেয়ার করবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।