লিংকডইন কি : লিংকডাইন হচ্ছে প্রফেশনালদের জন্য একটি সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক। যেই নেটওয়ার্ক এ তারা অন্যান্য প্রফেশনাল ইউজিারদের সঙ্গে সংযোগ স্থাপন করা, শেয়ার করা ও শিক্ষা গ্রহণ করার মতো কাজ গুলো সম্পন্ন করে থাকে।
লিংকডইন সম্পর্কে বলতে গেলে বলা যায়, এটি প্রায় ফেসবুকের মতো এটি প্লাটফর্ম। কিন্তু নিজের একটি ভালো ক্যারিয়ার তৈরি কার জন্য আপনি লিংকডইন ব্যবহার করতে পারেন।

অবশ্য লিংকডইন বর্তমান সময়ে সেরা সোশ্যাল মিডিয়ার গুলোর মধ্যে একটি হয়ে দারিয়েছে। যদিও এখানও অনেকে এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের বিষয়ে তেমন ভালো ভালো ভাবে জানেন না।
বিশেষ করে, কেন লিংকডইন ব্যবহার করা হয়। এই প্লাটফর্ম থেকে মানুষ কিভাবে সুবিধা পেতে পারে, সেই বিষয় নিয়ে এখনও অনেকেই বিভ্রান্তির মধ্যে রয়েছেন।
সেই জন্য মূলত আজকের এই আর্টিকেলটি প্রস্তুত করেছি। আমরা বিস্তারিত ভাবে জানিয়ে দেব, লিংকডইন কি এবং লিংকডইন এর বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত। তাই নিচে দেওয়া আলোচনা গুলো মনযোগ দিয়ে পড়ুন।
লিংকডইন কি ?
লিংকডইন হচ্ছে এমন একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম, ওয়েবসাইট। যা মূলত প্রফেশনালদের জন্য তৈরি করা হয়েছে। আপনি বড়, ছোট, জানা অজানা যে কোন কোম্পানির একজন মার্কেটিং এক্সকিউটিভ হতে পারেন।
একজন বিজসেন ওনার কিংবা একজন স্টুডেন্ট যে তার প্রথম চাকরি খুজতেছে, লিংকডইন সেই সকল ব্যক্তিরদের জন্য। যারা নিজের প্রফেশনাল লাইফ ও ক্যারিয়ার নিয়ে প্রচুর আগ্রহী।
এবং যারা নিজের একটি ভালো ক্যারিয়ার তৈরি করার জন্য, নতুন নতুন সুযোগ খুজে থাকে। তাদের জন্য একটি জনপ্রিয় প্লাটফর্ম হলো লিংকডইন।
এছাড়া লিংকডইন এর মাধ্যমে আপনারা অন্যান্য প্রফেশনালদের সঙ্গেও যুক্ত হতে পারবেন। তো লিংকডইন অবশ্যই একটি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট।
যেকানে আপনারা অন্যান্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবেন। শেয়ার করতে পারবেন। চ্যাট করতে পারবেন। ফেসবুক এর মতো পোস্ট করতে পারবেন।
কিন্তু এই প্লাটফর্ম ব্যবহার করার মূলক লক্ষ্য হলো নিজের কর্ম জীবন ও ক্যারিয়ারের জন্য নতুন নতুন সুযোগ এর অনুসন্ধান করা। আপনি লিংকডইনের ব্যবহার করে, নিজের ঘরে বসে বিভিন্ন চাকরির সন্ধান করতে পারবেন।
তাছাড়া এখানে আপারা অন্যান্য প্রফেশনাল ব্যক্তিদের সঙ্গে সংযুক্ত হয়ে, তাদের সঙ্গে কথা বলতে পাবেন। নিজের ও তাদের কাজের বিষয়ে বলতে এবং জানতে পারবেন। সেই সঙ্গে বিজনেস কার্ড আদান প্রদান করতে পারবেন।
ফেসবুক একাউন্ট এর মতো নতুন নতুন ইউজার তৈরি করার জন্য তাদের সঙ্গে যোগাযাগ করতে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে পারবেন। সেই সঙ্গে লিংকডইন প্লাটফর্মে ইউজারদের সঙ্গে প্রাইভেট মেসেজ দিয়েও কথা বলতে পারবেন।
তাছাড়া নিজের প্রোফাইলের মাধ্যমে আপনি প্রফেশনাল অভিজ্ঞতা ও অর্জন গুলো সুন্দর ভাবে উপস্থান করতে পারবেন। যার ফলে আপনার বিষয়ে অন্যান্য ইউজার’রা আপনার বিষয়ে জানতে পারবে।
এখন আশা করি, বুঝতে পারলেন লিংকডইন কি? আর যদি এই বিষয়ে না বুঝেন তবে, উক্ত আলোচনা আরো একবার পড়ুন।
লিংকডইন এর মূল বৈশিষ্ট গুলো কি কি ?
লিংকডউন নাম এর এই বিজনেস প্লাটফর্ম এর মাধ্যমে যেগুলো বেসিক ফিচার দেওয়া হয়। সেগুলো আমরা নিচের অংশে জানিয়ে দিয়েছি। সেই সঙ্গে আপনারা এটিও জানতে পারবেন যে, প্রফেশনালদের মাধ্যমে এই নেটওয়ার্ক কিভাবে ব্যবহার করতে হয়।
Home
আপনারা প্রথমে লিংকডইনের মধ্যে লগইন করার পরে, হোম ফিড যা আসবে সেটিই হলো আপনার নিউজ ফিড।
সেখানে আপনারা সকল নতুন নতুন আপডেট গুলো দেখতে পাবেন। বিশেষ করে, আপনার ফলো করা কোম্পানির পেজ ও কানেক্টেড ইউজারদের করা নতুন পোস্ট গুলো।
Profile
আপনার লিংকডইন প্রোফাইলে মূলত আপনার ব্যক্তিগত তথ্য গুলো দেখানো হবে। যেমন- আপনার নাম, ছবি, ঠিকানা, আপনার কাজের অভিজ্ঞতা ইত্যাদি। এই সকল তথ্য যা সবগুলোই উপরের অংশে দেখানো হবে।
এছাড়া নিচের অংশে আপনাদের বিভিন্ন আলাদা আলাদা বিভাগ গুলো দেখতে পারবেন। যেমন আপনারা নিজের হিসেবে কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন- Work Experience, Education, Short Summary Etc.
My Network
লিংকডইনের মধ্যে আপনারা যতজন প্রফেশনালদের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন। তাদের একটি লিষ্ট আপনারা এখানে দেখতে পারবেন।
তাছাড়া আপনার সঙ্গে কানেক্ট হওয়ার জন্য যারা যারা আপনাকে আমন্ত্রণ পাঠিয়েছ, সেই তালিকা আপনারা Invitations এর নিচের অংশে দেখতে পারবেন।
আপনারা আমন্ত্রণ গুলো গ্রহণ বা রিজেক্ট করে দিতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী।
Job
বিভিন্ন নিয়োগকর্তাদের মাধ্যমে প্রায় সকল প্রকার চাকরি গুলো প্রতিদিন লিংকডইন এর মাধ্যমে পোস্ট করা হয়।
একন লিংকডইন আপনাকে এমন কিছু নির্দিষ্ট কাজ এর সুপারিশ করবে যেগুলো আপনার দেওয়া তথ্য, লোকেশন এবং পছন্দের কাজ ইত্যাদির উপর নির্ভর করে দেখানো হয়।
এছাড়া, আপনি চাইলে সরাসরি জব ট্যাবের মাধ্যমে ক্লিক করে নিচের পছন্দের চাকরির পোস্ট গুলো পড়তে পারবেন।
Interests
বিভিন্ন প্রফেশনালদের সঙ্গে থাকা আপনার সম্পর্কের বাইরে এখানে আপনারা বিভিন্ন Interests গুলো ফলো করতে পারবেন।
যেমন- আপনার লোকেশন ও ইন্টারেস্ট অনুযায়ী আপনি বিভিন্ন কোম্পানির পেজ ও গ্রুপ গুলোর সঙ্গে যুক্ত হতে পারবেন।
বিশেষ করে, আপনি শিক্ষাগত উদ্দেশ্যে বা নতুন নতুন দক্ষতা অর্জন করার জন্য আপনারা লিংকডইনের Lynda প্লাটফর্ম ব্যবহার করতে পারবেন।
এছাড়া, আরো অনেক বৈশিষ্ট্য আছে সেগুলো হলো-
- Search Bar
- Messages
- Notifications
- Pending Invitation ইত্যাদি।
আপনারা উক্ত লিংকডইন এর বৈশিষ্ট গুলো অনুসরণ করে একাউন্ট পরিচালনা করে, অনেক ভালো ভালো সুবিধা ভোগ করতে পারবেন।
শেষ কথাঃ
তো বন্ধুরা, আপনি যদি নিজের ক্যারিয়ার গড়তে চান? তাহলে ফেসবুক একাউন্ট এর পাশাপাশি আপনার ব্যক্তিগত একটি প্রোফাইল তৈরি করার জন্য লিংকডইন প্রোফাইল তৈরি করুন।
কারণ লিংকডইন ফলো করলে, আপনি বিভিন্ন ব্যবসা ও চাকরির সুযোগ পেয়ে যাবেন। তো আশা করি লিংকডইন কি এবং এর বৈশিষ্ট সম্পর্কে সঠিক তথ্য পেয়ে গেলেন।
আর এই বিষয়ে যদি কোন প্রশ্ন থাকে। তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
ধন্যবাদ।