লিংকডইন কি ? লিংকডইন এর বৈশিষ্ট সমূহ (জেনেনিন এখানে)

লিংকডাইন কি : লিংকডইন হচ্ছে, প্রফেশনালদের জন্য একটি সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক। যেখানে তারা অন্যান্য প্রফেশনালদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে, শেয়ার করে ও শিক্ষা গ্রহণ করার মতো কাজ গুলো সম্পন্ন করতে পারে।

তো বলা যায় লিংকডইন প্রায় ফেসবুক এর মতো। কিন্তু নিজের একটি ভালো ক্যারিয়ার গড়ার জন্য আপনি লিংকডইন ব্যবহার করতে পারেন।

লিংকডইন বর্তমানে সেরা সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম হিসেবে পরিচিত হয়েচে। যদিও এখনো অনেক লোক এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এর বিষয়ে জানে না।

বিশেষ করে, লিংকডইন কেন ব্যবহার করা হয়। এবং এখানে থেকে লোকেরা কিভাবে সুবিধা নিতে পারে। সেই বিষয় নিয়ে মানুষের মধ্যে অনেক বিভ্রান্তির সৃষ্টি হয়।

তাই আজ আমি আপনাদের জানিয়ে দেব লিংকডইন কি এবং লিংকডইন এর বৈশিষ্ট এবং সুবিধা সমূহ। এই বিষয়ে বিস্তারিত তথ্য পেতে নিচে দেওয়া আলোচনা গুলো মনযোগ দিয়ে পড়ুন।

লিংকডইন কি ?

লিংকডাইন (LinkedIn) হচ্ছে, এমন একধরণের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম বা ওয়েবসাইট। যা মূলত প্রফেশনালদের জন্য ডিজাইন করা হয়েছে।

আপনি ছোট- বড়, জানা- অজানা যে কোন কোম্পানির একজন মার্কেটিং কার্যনির্বাহি হতে পারবেন।

একজন বিজনেস এর মালিক বা একজন কলেজ শিক্ষার্থী যে তার প্রথম চাকরি খুজছে। লিংকডইন সেই প্রতিটি ব্যক্তির জন্য নিজের প্রফেশনাল লাইফ ও ক্যারিয়ার নিয়ে অনেক আগ্রহী।

এছাড়া যারা নিজের একটি ভালো ক্যরিয়ারের উদ্দেশ্যে নতুন সুযোগ গুলো খুজে নিতে পারে।

এছড়া, লিংকডাইনের মাধ্যমে আপনারা অন্যান্য পেশাদার এর সঙ্গে ‍যুক্ত হতে পারবেন।

তাই লিংকডইন অবশ্যই একটি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট যেখানে আপনি অন্যান্য ব্যক্তিরদের সঙ্গে যোগাযোগ করতে, শেয়ার করতে, মেসেজ করতে এবং পোস্ট করতে পারবেন।

কিন্তু উক্ত ওয়েবসাইট ব্যাবহার এর মূল উদ্দেশ্য হচ্ছে নিজের কর্মজীবন ও ক্যারিয়ারের জন্য নতুন নতুন সুযোগ এর সন্ধান করা।

আপনি লিংকডইনের ব্যবহার করে, নিজর ঘরে বসে চাকরির সন্দান পেতে পারবেন।

তাছাড়া, এখানে আপনারা অন্যান্য প্রফেশনালদের সঙ্গে যোগাযোগ করে, তাদের সঙ্গে করা বলতে পারবেন। নিজর ও তাদের কাজের বিষয সম্পর্কে বলতে ও জানতে পারবেন।

ফেসবুক এর মধ্যে নতুন ব্যবহারকারীদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য বা তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য যে, ভাবে আমরা ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে থাকি।

সেই ভাবে লিংকডইনেরমধ্যে নতুন ব্যবহারকারীদের সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য আপনাকে তাদের কে, কানেক্ট রিকুয়েস্ট পাঠানোর মাধ্যমে নিজের নেটওয়ার্ক এর মধ্যে যুক্ত করতে হবে।

এখানে আপনারা অন্যান্য ব্যবহারকারীদের সঙ্গে প্রাইভেট মেসেজের মধ্যমে কথা বলতে পারবেন। তাছাড়া নিজের প্রোফাইল এর মাধ্যমে আপনার প্রফেশনাল দক্ষতা ও অর্জন গুলো ভালো ভাবে উপস্থাপন করতে পারবনে।

লিংকডইন (LinkedIn) এর বৈশিষ্ট গুলো কি কি ?

লিংকডইন নাম এর এই বিজনেস প্লাটফর্ম ব্যবহার করে, যে গুলো বেসিক ফিচার দেওয়া হয়। সেগুলো নিচের অংশে আলোচনা করা হলো।

সেই সঙ্গে আপনারা জানতে পারবেন যে, প্রফেশনালদের দ্বারা উক্ত নেটওয়ার্ক কিভাবে ব্যবহার করা হয়।

হোম (HOME)

এবার লিংকডইনের মধ্যে লগইন করার পরে হোম ফিড হলো আপনার নিউজ ফিড। এখানে আপনারা সকল নতুন আপডেট গুলো পেয়ে যাবেন।

যেমন- আপনার ফলো করা কোম্পানির পেজ এবং কানেক্টটদের দ্বারা নতুন পোস্ট গুলো আরো ইত্যাদি।

প্রোফাইল (PROFILE)

আপনার প্রোফাইলে আপনার ব্যক্তিগত তথ্য গুলো দেখানো হবে। যেমন- আপনার নাম, আপনার ছবি, আপনার ঠিকানা, আপনার কাজ ইত্যাদি।

মাই নেটওয়ার্ক (MY NETWORK)

লিংকডাইনের মধ্যে আপনারা যতজন প্রফেশনালদের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন। তাদের একটি লিস্ট আপনারা এখানে দেখতে পারবেন।

চাকরি (JOBS)

নিয়োগ কর্তাদের দ্বারা প্রায় সকল প্রকার চাকরি গুলো প্রতিদিন লিংকডইন এর মধ্যে পোস্ট করা হয়। যে গুলো আপনার দিয়ে দেওয়া তথ্য, লোকেশন, পছন্দ এর কাজ ইত্যাদির উপর ভিত্তি করে করতে পারবেন।

আগ্রহ (INTERESTS)

বিভিন্ন প্রফেশনালদের সঙ্গে থাকা আপনার সম্পর্ক এর বাইরে এখানে আপনারা বিভিন্ন আগ্রহ গুলো ফলো করতে পারবেন।

যেমন- আপনার লোকেশন ও আগ্রহ অনুসরণ করে বিভিন্ন কোম্পানির পেজ ও গ্রুপ গুরোর সঙ্গে যুক্ত হতে পারবেন।

তাছাড়া, শিক্ষাগত উদ্দেশ্য বা নতুন দক্ষতা অর্জন করার জন্য আপনারা লিংকডইন এর Lynda প্লাটফর্ম ব্যবহার করতে পারেন।

সার্চ (SEARCH BAR)

লিংকডইনের মধ্যে আছে সার্চ নামে একটি শক্তিশালী বৈশিষ্ট। সার্চ বার এর মাধ্যমে আপনারা নিজের হিসেবে ও নির্দিষ্ট প্রফশনালদের, কোম্পানি চাকরি ইত্যাদি গুলো খুজতে পারবেন।

মেসেজ (MESSAGES)

লিংকডইনের মধ্যে থাকা প্রাইভেট মেসেজ অপশনের মাধ্যমে, আপনি অন্যান্য প্রফেশনাল বা ব্যবহাকারীদের সঙ্গে সারাসরি যোগাযোগ করতে পারবনে।

নোটিফিকেশন (NOTIFICATIONS)

যে কোন সোশ্যাল মিডিয়াতে নোটিফিকেশন ফিচার আছে। আপনাকে যখন লিংকডইন এর এই প্লাটফর্মে অন্যের মাধ্যমে অনুমোদন করা হবে আর সেটি আপননি উক্ত নোটিফিকেশন এর মাধ্যমে জানতে পারবেন।

শেষ কথাঃ

আমাদের আজকের পোস্টে আপনাকে লিংকডইন কি? লিংকডই এর বৈশিষ্ট সমূহ সম্পর্কে বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হলো। আপনি যদি ফেসবুক এর মতো সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে চান।

তাহলে আপনি লিংকডইন ব্যবহার করতে পারেন। কারণ এটি ব্যবহার করে, আপনি অনেক ধরণের সুবিধা ভোগ করতে পারবনে। সেই বিষয়ে আমি আপাকে উপরের আলোচনাতে জানিয়ে দিয়েছি।

সেই সঙ্গে আজকের লিংকডইন কি এই বিষয়ে পোস্ট টি এখানে শেষ করা হলো। আর্টিকেলটি ভালো লাগলে একটি শেয়ার করবেন। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top