প্রিন্টার কি ? প্রিন্টার কত প্রকার ও কি কি ?

বন্ধুরা আজ আমাদের এই আর্টিকেলে আপনাকে জানিয়ে দেবো প্রিন্টার কি ? প্রিন্টার কত প্রকার ও কি কি?

প্রিন্টার সম্পর্কে বিস্তারিত জানার আগে আপনাকে স্পষ্টভাবে জানতে হবে আসলে প্রিন্টার কি ধরনের ডিভাইস।

প্রিন্টার এমন একটি ডিভাইস যা বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় ডকুমেন্ট গুলো প্রিন্ট করার জন্য।

প্রিন্টার কি ? প্রিন্টার কত প্রকার ও কি কি ?
প্রিন্টার কি ? প্রিন্টার কত প্রকার ও কি কি ?

তো বর্তমান সময়ে যেকোন অফিস দপ্তর বা কর্মস্থানে কম্পিউটার এর ব্যবহার অবশ্যই রয়েছে।

আর যখনই আমরা আমাদের কম্পিউটার থাকা যেকোন ডকুমেন্ট ছাপা কাগজ এর মধ্যে নিতে চাই। তখন আমরা সেই প্রিন্টারের ব্যবহার করে থাকি।

প্রিন্টার অনেক গুরুত্বপূর্ণ এবং অতিক ব্যবহার হয় একটি আউটপুট ডিভাইস।

যা কম্পিউটার থেকে টেক্সট, ক্যারেক্টার, ইমেজ হিসেবে, কমান্ড গ্রহণ করে এবং সেই তথ্যগুলো কাগজে স্থানান্তর করে, কাগজ এর মধ্যে আউটপুট প্রদান করে থাকে।

তো আপনারা যারা প্রিন্টার কি? এবং প্রিন্টার কত প্রকারের ও কি কি ? এ বিষয়ে বিস্তারিত তথ্য পেতে চাইলে, আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।

প্রিন্টার কি ?

প্রিন্টার হচ্ছে একটি ইলেকট্রনিক্স ডিভাইস যার কাজ হচ্ছে, একটি কম্পিউটার থেকে টেক্সট এবং গ্রাফিক্সের আউটপুট প্রাপ্ত করা।

এবং প্রাপ্ত করার তথ্য গুলোকে একটি ব্ল্যাংক পেপার এর মধ্যে ছাপা বা প্রিন্ট আউট করা।

প্রিন্টারের মাধ্যমে উৎপন্ন হওয়া প্রিন্ট আউটপুট কপিটি কে হার্ডকপি বলা হয় যা মূলত যে কোন ইলেকট্রনিক্স ডকুমেন্ট এর একটি ফরম।

একটি কম্পিউটারের সাথে সম্পর্কিত করে দেখা যায় তাহলে প্রিন্টার হচ্ছে একটি হার্ডওয়ার আউটপুট ডিভাইস।

যার কাজ হচ্ছে, কম্পিউটার থেকে গ্রহণ করা আউটপুট বা ডাটা এবং তথ্যগুলোকে কাগজ এর মধ্যে ছাপিয়ে দেওয়া।

মানে হচ্ছে হার্ডকপি তৈরি করা বা যে কোন ডকুমেন্ট গুলো প্রিন্ট করা কে বুঝানো হয়। একটি ডকুমেন্ট বলতে সেটি একটি টেক্সট ফাইল বা ছবির ফাইল একসাথে একটি ফাইল ও হতে পারে।

যে কোন প্রিন্টারের মান এবং কোয়ালিটি DPI এর উপর মাপা হয়। তবে কিছু কিছু প্রিন্টার ব্যবহার করা হয় সেগুলো শুধুমাত্র ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট করতে পারে।

কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আধুনিক প্রিন্টার গুলো ব্যবহার করা হয়। যেগুলো মাধ্যমে কালার প্রিন্ট করা যায়। তো আমরা আশা করছি যে, আপনি প্রিন্টার কি এ সম্পর্কে সঠিক ধারণা পেয়ে গেছেন।

প্রিন্টার কত প্রকারের ও কি কি ?

বর্তমান সময়ে বিভিন্ন প্রকারের প্রিন্টারগুলো আছে। যে গুলো মানুষ ব্যবহার করতে পারেন। কিন্তু inkje ও লেজার প্রিন্টার এর ২ ধরনের প্রিন্টার গুলো অধিক পরিমাণে ব্যবহার করা হয় বিভিন্ন কাজে।

তাছাড়া কম্পিউটার প্রিন্টার গুলো কে মুখ হরফে দুইটি আলাদা আলাদা ভাবে বিভাজিত করা যায়।

যেমন-

  1. Impact printers
  2. Non impact printers

তো চলুন, প্রিন্টারের এই প্রকার সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নেয়া যাক।

Impact printers

Impact printer গুলো নিজের কাজ টাইপ্রাইটার এর মত করে থাকেন। এ সকল প্রিন্টার গুলো অক্ষর গুলো কে কাগজে ছাপার জন্য কালী সম্পন্ন রিবন এর ওপর জোরে জোরে চাপ দিয়ে থাকে। যার জন্য অক্ষরগুলো কাগজের মধ্যে ছেপে যায়।

তাই এই ধরনের প্রিন্টারের ক্ষেত্রে ইনক রিবন এবং পেপারের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করা হয়ে থাকে।

এ ধরনের প্রিন্টার গুলোর থেকে অধিক শব্দ বের হয়ে থাকে যদি এগুলো অনেক জনপ্রিয় ও বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে এই প্রিন্টার গুলো ব্যবহার করে যাচ্ছে।

Impact printer প্রিন্টার গুলোর কিছু বৈশিষ্ট্য 

  • এ প্রিন্টার গুলো অনেক শব্দ হয়।
  • প্রিন্টিং এর খরচ অনেক কম হয়।
  • ব্লাক প্রিন্টিং এর জন্য এ ধরনের প্রিন্টার গুলো অনেক জনপ্রিয়।

Impact printer এর প্রকার সমূহ

  • ডট ম্যাট্রিক্স
  • ক্যারেক্টার প্রিন্টার
  • লাইন প্রিন্টার
  • ড্রাম প্রিন্টার

Non impact printer

Non impact printer এর ক্ষেত্রে প্রিন্ট হ্যাট এর সাথে কোন সম্পর্ক থাকে না। এখানে প্রিন্টিংগুলো মূলত লেজার টেকনিকের দ্বারা করা হয়।

এ ধরনের প্রিন্টারের কোয়ালিটি অনেক ভালো এবং প্রিন্ট করার সময় কোন প্রকার শব্দ হয় না।

কিন্তু impact printer এর সাথে যদি Non impact printer এর খরচ অনেক বেশি। এ ধরনের প্রিন্টার গুলোর সহায়তায় গ্রাফিক্স প্রিন্টিং অনেক সহজে করা যায়।

Non impact printer এর প্রকার সমূহ

  1. লেজার প্রিন্টার
  2. ইনকজেট প্রিন্টার

এছাড়া আরো অন্যান্য প্রকার সমূহ

  • থারমাল প্রিন্টার
  • বহুমুখী প্রিন্টার
  • ফটো প্রিন্টার

শেষ কথাঃ

আমাদের এই পোস্টে আপনাকে জানানো হলো প্রিন্টার কি এবং প্রিন্টার কত প্রকার ও কি কি এ সম্পর্কে। বর্তমান সময়ে আমরা আগে জানিয়েছে।

যে কোন কম্পিউটার কাজ করার পর অবশ্যই সে, ডকুমেন্ট প্রিন্ট করার দরকার হয়। আর তাই আমাদের প্রিন্টার ব্যবহার করতে হয়।

আপনি যদি প্রিন্টার কি এবং প্রিন্টার কত প্রকার ও কি কি? বিষয়ে উপরোক্ত আলোচনা পড়ে থাকেন। তাহলে আশা করা যায় সে বিষয়ে আপনি পরিষ্কার ধারণা পেয়েছেন।

তো আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার পর আপনার কাছে কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন।

এছাড়া আমাদের এই ওয়েবসাইট থেকে কম্পিউটার ডিভাইস সংক্রান্ত আরো নতুন নতুন তথ্য জানতে, নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top