সিভি লেখার নিয়মঃ আপনি যদি আপনার কোন চাকরির প্রয়োজনে বা অন্যান্য প্রয়োজনে সিভি তৈরি করতে চান?
সেক্ষেত্রে আপনাকে কম্পিউটার দোকান গুলোতে গিয়ে ঘুরতে হয়।
আপনি যদি নিজে থেকে সিভি বানাতে পারেন, তাহলে আপনি অনেক সহজেই যে, কোন প্রয়োজনে কাজে লাগাতে পারবেন।
আপনি যদি, কিভাবে একটি সিভি লিখতে হয় জানতে চান? তাহলে সঠিক একটি ওয়েবসাইটে প্রবেশ করেছেন।
আমাদের আজকের এই আর্টিকেলে আপনাকে জানাব কিভাবে একটি সিভি লিখতে হয় এবং সিভি লেখার নিময় সম্পর্কে।
তো আমাদের দেওয়া লেখা গুলো শেষ পর্যন্ত অনুসরণ করুন।
আমরা এখানে সিভি লেখার সকল প্রক্রিয়া জানানোর চেষ্টা করব।
তো চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত তথ্য গুলো।
- কিভাবে একটি সিভি লিখতে হয় | সিভি (CV) লেখার করার নিয়ম
কিভাবে একটি সিভি লিখতে হয় | সিভি (CV) লেখার করার নিয়ম
আপনি কিভাবে একটি সিভি লিখবেন সেই বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া চেষ্টা করব।
একটি CV তৈরি লেখার জন্য কিছু নিয়ম আছে। আপনি সেই নিময় গুলো ফলো করে দ্রুত একটি জনপ্রিয় সিভি তৈরি করে নিতে পারবেন।
তো চলুন সিভি লেখার নিয়ম গুলো ধাপে ধাপে জেনে নেওয়া যাকঃ
আরো দেখুনঃ
- পূর্ণাঙ্গ ব্লগিং টিউটরিয়াল (গাইড)। [ব্লগিং শিখে আয় করুন]
- প্রতিদিন 1500 টাকা। অনলাইনে আয়ের সেরা মাধ্যামগুলো অনলাইন ইনকাম
সিভি (CV) লেখার জন্য কত পেজ রাখতে হবে?
সিভি লেখার জন্য প্রথম একটি ধাপ হলো- সিভি লেখার জন্য কত পেজ তৈরি করতে হবে। আপনি যদি প্রথম বারের মতো সিভি তৈরি করেন।
তাহলে আপনি এক পেজ বা দুই পেজ এর সিভি তৈরি করুন।
কিন্তু সিভি তৈরি করার জন্য বেশির ভাগ মানুষ পছন্দ করে দুই পেজের সিভি। আর আপনি যদি হাই এডুকেটেড লোক হয়ে থাকেন।
তাহলে আপনি যদি অন্যান্য বিষয়ে পারদর্শী থাকেন বা সিভিতে লেখার জন্য আপনার অনেক কিছু থাকে তাহলে তিন পাতাও ব্যবহার করতে পারবেন।
এছাড়া আপনি যদি চাকরি এক্সপেরিয়েন্স ৫ বছর বা তার চেয়ে বেশি থাকে। তাহলে তিন পেজের সিভি তৈরি করে নিতে পারবেন।
আরো পড়ুনঃ
- কিওয়ার্ড রিসার্চ কি? কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়?
- ব্ল্যাক হ্যাট এবং হোয়াইট হ্যাট এসইও কি? বিস্তারিত দেখুন
মোট কথা আপনার যদি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বেশি থাকে। সেই ক্ষেত্রে আপনি, বেশি পেজ ব্যবহার করে সিভি তৈরি করতে পারবেন।
আর আপনি যদি পারফেক্ট করে সিভি তৈরি করতে চান তাহলে অবশ্যই দুই পেজের মাধ্যমে একটি সিভি তৈরি করবেন। এতে আপনার সিভির সুন্দর্য সুষ্টি হবে।
সিভি (CV) লেখার জন্য ফ্রন্ট কেমন হবে?
আপনি যখন কোন সিভি লিখবেন। তখন সিভি ফ্রন্ট সব সময় স্ট্যান্ডার্ড রাখতে হবে।
এর মানে হলো- আপনি যে ফ্রন্টে লিখবেন, সিটি যেন সকল শ্রেণির মানুষ পড়তে পারে সেরকম ফ্রন্ট দিয়ে লেখা শুরু করবেন।
আপনি যদি ইংরেজিতে সিভি লিখতে চান তাহলে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে Time New Roman ফ্রন্ট ব্যবহার করে সিভি লিখবেন। এবং ফ্রন্ট সাইজ ১২-১৪ এর মধ্যে দিবেন।
এছাড়া, আপনি যে ফ্রন্ট দিয়ে সিভি লিখবেন। সেটি লেখার স্বার্থে বিভিন্ন হেডিং গুলোতে বোল্ড, ইতারিক, আন্ডার লাইন, বোলেট এন্ড নাম্বারিং ব্যবহার করতে পারেন।
সিভি এলাইনমেন্ট কেমন থাকবে?
সিভি লেখার সময়, একটু ডিজাইন করার জন্য সিভি কে আবার পেজ এর মাঝখানে থেকে বা সিভি সেন্টার থেকে লেখা শুরু করবেন।
আপনি সিভি লেখা শুরু করার সময় সব সময় Left সাইট থেকে লেখা শুরু করবেন। এটি সিভি লেখার গুরুত্বপূর্ণ একটি পার্ট।
তাই সিভি লেখার জন্য বাম পাশ থেকে লেখা শুরু করার বিষয়টি খেয়াল রাখবেন।
আরো পড়ুনঃ
- মাসে 70,000 টাকা আয় করুন ইমেইল মার্কেটিং করে
- গুগল এডসেন্স থেকে মাসে $১৫০০ ডলার আয় করার উপায় । পূর্ণাঙ্গ গুগল এডসেন্স এর নিয়ম
সিভিতে কেমন ছবি দিতে হবে?
সিভি লেখার জন্য অনেক সময় দেখা যায়, সিভিতে ছবি দেওয়ারজন্য একটি সেল্ফি দিয়ে থাকে, কিংবা অনেক আগের পুরাতন ছবি যুক্ত করে।
একটি সিভিতে যে, জিনিস গুলো জনপ্রিয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো ছবি।
সিভিতে সব সময় নতুন ছবি ব্যবহার করার চেষ্টা করবেন। এবং সিভিতে আপনি যে ছবি ব্যবহার করেন।
সেটি যেন, পাসপোর্ট সাইটজ এবং মার্জিত ছবি হয়। ছবি সিভির জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। সিভিতে ছবি ব্যবহার করলে, সিভি অনেক স্মার্ট দেখায়।
সিভি’তে কন্টাক্ট ইনফরমেশন যুক্ত করার নিয়ম
সিভি লেখার সময় অবশ্যই সঠিক নজর দিয়ে দেখবেন যে, আপনার কন্টাক্ট ইনফরমেশন সঠিক ও একটিভ আছে কিনা।
অনেক সিভিতে কন্টাক্ট information-এ ভুল নাম্বার দিয়ে থাকে এটা কখনো করবেন না।
আপনি যখন সিভিতে কন্টাক্ট নাম্বার যুক্ত করবেন। তখন অবশ্যই যেকোনো দুটি নাম্বার দেয়ার চেষ্টা করবেন।
এতে করে আপনার যদি একটি নাম্বার বন্ধ থাকে। তাহলে আরেকটি নাম্বার সচল থাকবে।
যার মাধ্যমে আপনার সাথে লোকেরা যোগাযোগ করতে পারবে যে, জায়গায় আপনি সিভি জমা দেবেন।
এছাড়া সিভি লেখার সময় অনেকেই ইমেইল এড্রেস ভুলভাবে দিয়ে থাকে।
কিন্তু আপনার যদি ইমেইল এড্রেস না থাকে তাহলে কোনভাবেই ফেক ইমেইল ব্যবহার করবেন না।
সিভি তৈরির ফরম্যাট কেমন হবে?
সিভি লেখার সময় একটি জরুরী বিষয় হলো* সিভি ফরম্যাট কেমন হবে।
আমপনি যদি কোন চাকরির জন্যে সিভি জমা দিতে চান তাহলে আপনাকে সিভি ফরম্যাট সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে।
আপনি যদি সিভি না সাজাতে পারেন তাহলে চিন্তার কারণ নাই।
আপনি গুগলে সার্চ করে অনেক সুন্দর মার্জিত সিভি ফরমেট পেয়ে যাবেন।
এছাড়া আপনার সুবিধার জন্য আমি নিচের অংশে সিভি ফরমেট প্রস্তুত করে দিয়েছি।
আপনি চাইলে সেই ফরম্যাট ব্যবহার করেও সুন্দর সিভি প্রস্তুত করতে পারবেন।
সিভি সুন্দর ভাবে বিশ্লেষণ করা?
বর্তমান সময়ে অনেক লোক আছে, যারা সিভি লেখার সময় অনেক অবহেলা করে সিভি লিখে।
যেমন কেউ যদি কোন চাকরির জন্যে আবেদন করতে চাই সেই সময় তাড়াহুড়ো করে, একটি সিভি তৈরি করে ফেলে।
যে সিভি তাড়াহুড়ো করে লেখা হয়। সেখানে সুন্দর ভাবে বিষয় বস্তু বিশ্লেষণ করা থাকে না।
আমরা নে করি cv মানে তো না ঠিকানা, যেমন ইচ্ছা তেমন করে লিখে দিলেই হবে। কিন্তু না।
আপনি যদি বিশ্লেষণ ছাড়া একটি সিভি তৈরি করেন, তাহলে আপনি যে জায়গায় আপনার সিভি জমা দিবেন তারা সেটি বুঝতে পারবে।
আর আপনার বিশ্লেষণ ছাড়া সিভি দেখেই আপনাকে রিজেক্ট করবে।
আপনি যখন সিভি লিখবেন তখন সঠিক বিষয়বস্তু দিয়ে সিভি লিখার চেষ্টা করবেন।
সিভি তে কন্টাক্ট রেফারেন্স যুক্ত করুন
আপনি যদি কোন চাকরির জন্য সিভি জমা দিতে চান। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন রেফারেন্স দিতে হবে।
রেফারেন্স দেওয়া মানে, চাকরি পাওয়ার বিষয়টি একটু সহজ হয়।
তবে আপনি যার নামে রেফারেন্স দিবেন, তার সাথে আগে আলোচনা করে নিবেন।
কারণ আপনি যার রেফারেন্স দিবেন সে যদি আপনার বিষয়ে না জানে তাহলে কিন্তু আপনি কোন ভালো ফলাফল পাবেন না।
তাই আপনাকে রেফারেন্স দাতার সাথে যোগাযোগ করে তার কনটাক্ট নম্বর সঠিক নাম আপনার সিভিতে যুক্ত করে দিবেন।
আপনি যেখানে সিভি জমা দিবেন। সেখান থেকে যদি আপনার রেফারেন্স দাতাকে ফোন দিয়ে, আপনার বিষয়ে জানতে চাইলে যেন সঠিক তথ্য দিতে পারে।
সিভিতে নিজের তথ্য যুক্ত করার নিয়ম
আমরা যখন সিভি তৈরি করি তখন অনেক সময় সিভির প্রথম পেজে আমাদের পার্সোনাল তথ্য দিয়ে থাকি।
কিন্তু আপনি সব সময় সিভি লেখতে গেলে সিভির শেষ পাতায় পার্সোনাল তথ্য দেওয়ার চেষ্টা কবেন।
আপনার সিভি যদি চার বা পাচ পেজের হয় সেক্ষেত্রে আপনি প্রথম পেজে নিজের তথ্য যুক্ত করবেন।
আর যদি দুই বা তিন পাতার সিভি হয়, তাহলে শেষের পাতায় আপনার নিজের তথ্য যুক্ত করবেন।
নিচের ছবি দেখে একটি জীবন বৃত্তান্ত (CV) তৈরি করে ফেলুনঃ
আরো পড়ুনঃ
- চাকরি ছাড়াই আয় করুন আপনার মোবাইল ফোন দিয়ে। বিস্তারিত আলোচনা করা হলো
- এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম (বিস্তারিত)
শেষ কথাঃ
আমাদের এই পোস্ট থেকে শিখতে পারলেন, কিভাবে সিভি লিখতে হয়, সিভি লেখার নিয়ম সম্পর্কে।
আমাদের লেখা আপনার যদি ভালো লাগে, তাহলে এটি আপনার বন্ধুদের কাছে একটি শেয়ার করুন, ধন্যবাদ।