অফিসিয়াল ফোন চেনার উপায় – অফিসিয়াল ফোন চেক করার কোড

অফিসিয়াল ফোন চেনার উপায় : বর্তমান সময়ে, অনেকেই স্মার্ট ফোন কেনার সময় সেটি অফিশিয়াল নাকি আন অফিসিয়াল তা বুঝতে পারে না।

সেজন্য অনেকেই জানতে চাই অফিশিয়াল ফোন চেক করার কোড কত? এক্ষেত্রে অফিশিয়াল এবং আন অফিসিয়াল ফোন চেনার কয়েকটি উপায় রয়েছে।

যেগুলো অবলম্বন করে, আপনারা যাচাই করতে পারবেন। আপনার ব্যবহার করা ফোনটি অফিসিয়াল কিনা আন অফিসিয়াল।

অফিসিয়াল ফোন চেনার উপায় - অফিসিয়াল ফোন চেক করার কোড
অফিসিয়াল ফোন চেনার উপায় – অফিসিয়াল ফোন চেক করার কোড

আমরা আপনাকে এখানে কয়েকটি উপায় বলে দেব। যে উপায় গুলো অনুসরণ করে কাজ করতে পারলে, অফিসিয়াল ফোন চেনার উপায় জানা যাবে।

বিশেষ করে আমি আপনাকে বলব, অফিশিয়াল ফোন চেক করার জন্য কোড ব্যবহার করুন। তো অফিসিয়াল ফোন চেনার জন্য কোন ধরনের কোড রয়েছে।

এখন এই বিষয়ে জানতে, আমাদের লেখাটির শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।

আরো পড়ুনঃ

অফিসিয়াল ফোন কি?

অফিসিয়াল ফোন হচ্ছে বৈধ মোবাইল ফোন। অন্য দেশ থেকে আমাদের বাংলাদেশের যে সকল মোবাইল সরকারকে টেক্স প্রদান করে, দেশে নিয়ে আসা হয়।

মানে যে ফোন গুলো সরকার কর্তৃক অনুমোদিত সেই সকল ফোনকে অফিশিয়াল ফোন বা বৈধ ফোন বলে গণ্য করা হয়।

আশা করি বুঝতে পারছেন। অফিসিয়াল ফোন কোন গুলো।

অফিসিয়াল ফোন চেনার উপায়

আপনার ব্যবহার করা স্মার্টফোনটি অফিশিয়াল নাকি আনঅফিসিয়াল সে বিষয়ে আপনারা বিভিন্ন উপায় অবলম্বন করে জানতে পারবেন।

তো আসুন এমন কিছু সহজ প্রক্রিয়া জেনে নেয়া যাক। যার ফলে আপনারা অফিসিয়াল ফোন চিনতে পারবেন।

অফিশিয়াল ফোন চেনার জন্য আপনার মোবাইল এ 15 ডিজিট এর আইএমইআই (IMEI) নাম্বার সংগ্রহ করবেন। উক্ত IMEI নম্বর টি আপনারা মোবাইলের ব্যাটারির নিচে বা মোবাইল এর প্যাকেটে কিংবা মোবাইলের কভার এর উপরে দেখতে পারবেন।

এক্ষেত্রে আপনি যদি মোবাইলের আইএমইআই নাম্বার কোথাও খুঁজে না পান। সেক্ষেত্রে মোবাইল ডায়াল প্যাড অপশন থেকে *#06# ডায়াল করতে পারেন।

আরও দেখুনঃ

অফিসিয়াল ফোন চেক করার এই কোড ব্যবহার করে, আপনারা আইএমইআই নাম্বার পেয়ে যাবেন।

এরপর আপনার মোবাইলে ডায়াল প্যাড হতে KYD <Space> 15 ডিজিট এর IMEI নাম্বার লিখে 16002 নম্বরে এসএমএস পাঠিয়ে দিবেন।

এখন আপনার এসএমএসটি পাঠানো হয়ে গেলে। মোবাইল অপারেটর আপনার ফোনে এটি এসএমএস পাঠাবে। সেখানে বলে দেয়া হবে আপনার মোবাইলটি অফিসিয়াল (বৈধ) নাকি আনঅফিসিয়াল (অবৈধ)।

আপনার যখন অন্য কারো পুরাতন মোবাইল কিনবেন। কিংবা নতুন মোবাইল কিনবেন। তখন এই পদ্ধতিটি অবলম্বন করে, যাচাই করে নিতে পারবেন, মোবাইলটি অফিশিয়াল নাকি আনঅফিসিয়াল।

অফিসিয়াল ফোন চেক করার কোড

বর্তমানের যে কোন এন্ড্রয়েড মোবাইল অফিশিয়াল কিনা সেটা যাচাই করার জন্য একটি কোড রয়েছে।

তো আপনি যদি জানতে চান আপনার মোবাইলটি অফিশিয়াল কিনা। সে ক্ষেত্রে মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে। *#06# টাইপ করে আই এম ই আই নম্বরটি জেনে নিতে পারবেন।

তারপর, আইএমইআই নম্বরটি সংগ্রহ করে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে- KYD <Space> 15 ডিজিট IMEI কোড যুক্ত করে, মেসেজটি পাঠিয়ে দিবেন 16002 নাম্বারে।

আরো দেখুনঃ

তাহলেই আপনারা জানতে পারবেন, আপনার ব্যবহৃত ফোনটি অফিশিয়াল নাকি আন অফিসিয়াল।

অফিসিয়াল ফোন ব্যবহারের সুবিধা

আপনি যদি অফিসিয়াল ফোন ব্যবহার করেন। তাহলে অনেক সুবিধা ভোগ করতে পারবেন। আমরা আপনার সুবিধার্থে অফিসিয়াল ফোন ব্যবহারের সুবিধাগুলো উল্লেখ করেছি। যেমন-

  • আপনার ব্যবহার করা মোবাইলটা যদি অফিসিয়াল হয় সে ক্ষেত্রে। ফোন হারিয়ে গেলে আপনি খুব সহজে টাইপিং করে ফোন বের করে নিতে পারবেন।
  • আপনি যদি অফিশিয়াল ফোন কিনেন তাহলে ফোনের মালিকের নাম লিখিতভাবে আপনার নামটি সংযুক্ত থাকবে।
  • অফিশিয়াল ফোনের দাম আনঅফিসিয়াল এর থেকে একটু বেশি হয়।
  • আপনি অফিসিয়াল ফোন কিনলে একটি অরিজিনাল ফোন পাবেন।
  • অফিশিয়াল মোবাইলে আপনি সকল প্রকার আপডেট দেখতে পারবেন।

এই সুবিধা গুলো ছাড়া আরো অসংখ্য অসুবিধা রয়েছে। আপনারা চাইলে, অফিসিয়াল ফোন ব্যবহার করে দেখতে পারেন।

ব্যবহার করা মোবাইলের বর্তমান অবস্থা যাচাই

আপনি যদি ব্যবহার করে মোবাইলের বর্তমান অবস্থা জানতে আগ্রহে থাকেন। তাহলে নিচে দেওয়া পদ্ধতি গুলো অনুসরণ করুন।

  • সর্বপ্রথম আপনার মোবাইলে ডায়াল অপশন এ গিয়ে টাইপ করুন- *16161# নম্বরে।
  • এরপর আপনার স্কিনে অনেকগুলো অপশন দেখানো হবে। সেখান থেকে “Status Check” সিলেক্ট করুন।
  • তারপর একটি অটোমেটিক ভাবে বক্স চলে আসবে। সেখানে আইএমইআই নাম্বার যুক্ত করুন।
  • এরপর হ্যাঁ/না বিষয় একটি বক্স দেখতে পারবেন সেখানে হ্যাঁ সিলেক্ট করুন।
  • সর্বশেষ আপনাকে একটি এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে আপনার মোবাইলের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত।

আপনার ব্যবহার করা স্মার্টফোনের বিস্তারিত তথ্য পেতে চাইলে বিটিআরসি এর অফিসিয়াল ওয়েবসাইট neir.btrc.gov.bd ভিজিট করতে পারেন।

অবশ্যই পড়ুনঃ

শেষ কথাঃ

আমাদের আজকের এই আর্টিকেল থেকে শিখতে পারলেন। কিভাবে অফিশিয়াল ফোন জানা যায়। কারন আমরা আপনাদের সুবিধার্থে অফিশিয়াল ফোন চেক করার কোড সম্পর্কে বলে দিয়েছি।

এখন এই পোস্ট সম্পর্কে আপনার যদি আরো কিছু জানার থাকে আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন।

ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top