মাইক্রোসফট ওয়ার্ড হলো একটি ওয়ার্ড প্রসেসিং ও ডকুমেন্ট প্রসেসিং এর জন্য জনপ্রিয় সফটওয়্যার। যেটি মাইক্রোসফট কর্পোরেশন দ্বারা নির্মিত। মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে প্রায় সব ধরনের লেখালেখির কাজ সম্পন্ন করা যায়। এখানে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে ফুল গাইডলাইন এবং ভিডিও টিউটোরিয়াল দেওয়া হল। আপনি যদি এই টিউটোরিয়ালটি ফলো করেন আশা করি আপনি মাইক্রোসফট ওয়ার্ডের বস হয়ে যাবেন।
কথা না বাড়িয়ে চলুন কাজে অগ্রসর হওয়া যাক।
মাইক্রোসফট ওয়ার্ড কি
Microsoft Word is a word processor developed by Microsoft. It was first released on October 25, 1983 under the name Multi-Tool Word for Xenix systems
অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড হলো একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়ার যা মাইক্রোসফট দ্বারা ডেভেলপ করা হয়েছে। যা 25 অক্টোবর 1983 সালে মাল্টি টুল ওয়ার্ড নামে জেনিক্স সিষ্টেমের জন্য প্রথম রিলিজ করা হয়েছিল।
লিংকঃ অনলাইনে আয়ের মাধ্যমগুলো
বর্তমানে মাইক্রোসফট ওয়ার্ড বিভিন্ন বার্সনে রিলিজ হয়েছে এবং সর্ব শেষ ভার্সন 2016 পর্যন্ত চলে এসেছে।
মাইক্রোসফট ওয়ার্ড কেন ব্যবহার করা হয়
মাইক্রোসফট ওয়ার্ড সাধারণত বিভিন্ন ধরনের ওয়ার্ডপ্রসেসিং সহ নানান ডকোমেন্ট তৈরির কাজে ব্যবহার হয়ে আসছে। এবং এটি ওয়ার্ড প্রসেসিসিং এর জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। যেহেতু সফটওয়্যার টি সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে ওয়ার্ড প্রসেসিং এর ক্ষেত্রে তাই বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্ট সহ ফুল সিরিজ একটি ভিডিও টিউটোরিয়াল তৈরী করেছি। নিচে দেওয়া হলঃ
লিংক: ঘরে বসে আয় করুন অনলাইন থেকে।
মাইক্রোসফট ওয়ার্ড এর Home / Screen পরিচিতি
মাইক্রোসফট ওয়ার্ড এর Home / Screen পরিচিতি সহ বিস্তারিত নিচের ভিডিওতে। এবং আপনি চাইলে ভিডিওটি ভালোভাবে দেখে নিতে পারেন এবং ডাউনলোড করে নিতে পারেন।
মাইক্রোসফট ওয়ার্ড এর Menu bar/ Ribbon
মাইক্রোসফট ওয়ার্ড এর ভিতর মেনু বার হলো উপরে যে অপশন রয়েছে সেটা। নিম্নে মেনুবার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত নিচের ভিডিওতে—
লিংকঃ ওয়েব সাইট কি? কিভাবে ওয়েবসাইট থেকে আয় হয়।
মাইক্রোসফট ওয়ার্ড এর File memu and word option
মাইক্রোসফট ওয়ার্ড এর ফাইল মেনু বা ওয়ার্ড অপশন সম্পর্কে বিস্তারিত আলোচনা নিচের ভিডিওতে—-
মাইক্রোসফট ওয়ার্ড এর Home মেনু
মাইক্রোসফট ওয়ার্ড এর Home মেনু বা তার Under এ যে Sub-menu রয়েছে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে নিচের ভিডিওতে——–
মাইক্রোসফট ওয়ার্ড Insert মেনু
মাইক্রোসফট ওয়ার্ড এর Insert মেনু বা তার Under এ যে Sub-menu রয়েছে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে নিচের ভিডিওতে——–
মাইক্রোসফট ওয়ার্ড এর Page layout মেনু
মাইক্রোসফট ওয়ার্ড এর Page Layout মেনু বা তার Under এ যে Sub-menu রয়েছে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে নিচের ভিডিওতে——–
মাইক্রোসফট ওয়ার্ড এর References menu
মাইক্রোসফট ওয়ার্ড এর references Menu বা তার Under এ যে Sub-menu রয়েছে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে নিচের ভিডিওতে।
লিংকঃ আয় করুন ইউটিউব থেকে
মাইক্রোসফট ওয়ার্ড Mailing Menu
মাইক্রোসফট ওয়ার্ড এর Mailing Menu বা তার Under এ যে Sub-menu রয়েছে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে নিচের ভিডিওতে।
মাইক্রোসফট ওয়ার্ড Review Menu
মাইক্রোসফট ওয়ার্ড এর Review Menu বা তার Under এ যে Sub-menu রয়েছে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে নিচের ভিডিওতে।
লিংকঃ বাংলা ভাষায় ব্লগিং করে ঘরে বসে আয়।
মাইক্রোসফট ওয়ার্ড View Menu
মাইক্রোসফট ওয়ার্ড এর View Menu বা তার Under এ যে Sub-menu রয়েছে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে নিচের ভিডিওতে।
মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যেভাবে একটি CV / সিভি তৈরি করবেন
মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যেভাবে একটি আকর্ষণীয় সিভি তৈরি করবেন তার বিস্তারিত নিচের ভিডিওতে আলোচনা করা হয়েছে। এবং ভিডিওর নিচে সিভির ফরমেট ডাউনলোড লিংক আকারে দেওয়া হয়েছে আপনি চাইলে এখান থেকে সিভি ফরম্যাট ডাউনলোড করে নিজের কাজে বা যেকোন কাজে ব্যবহার করতে পারবেন। বিস্তারিত দেখুন ভিডিওতে——–
মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যেভাবে একটি Application লিখবেন
মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যেভাবে একটি এপ্লিকেশন লিখতে হয় এখানে বিস্তারিত দেওয়া হয়েছে। এবং অ্যাপ্লিকেশনটি ফরম্যাট আকারে ভিডিও ডিসক্রিপশন লিংক দিয়ে দেওয়া হয়েছে আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে এটা থেকে আপনি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। বিস্তারিত ভিডিওতে——-
মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যেভাবে একটি Company pad/ Institute Pad তৈরি করবেন
মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কিভাবে একটি গ্রাফিক্স ডিজাইন এর মত কোম্পানি বা ইনস্টিটিউট এর পেড ডিজাইন করবেন। পেটের একটি ফর্মুলা বা নমুনা ফরমেট দিয়ে দেওয়া হয়েছে আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে সেটাকে এডিট করেই বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন প্রতিষ্ঠানের আকারে ব্যবহার করতে পারবেন। বিস্তারিত নিচের ভিডিওতে—
মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যেভাবে একটি Delivery Chalan/ Cash Memo তৈরি করবেন
মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যেভাবে একটি ডেলিভারি চালান তৈরি করতে হয় তার নিয়মকানুন প্রত্যেকটি খোলাখুলিভাবে নিচের ভিডিওতে দেওয়া হয়েছে। আপনি ভিডিওটি দেখলে যেকোনো ধরনের কোম্পানির বা প্রতিষ্ঠান ডেলিভারি চালান অনায়াসেই তৈরি করতে পারবেন। এবং যদি চান এখান থেকে ক্যাশ মেমো ফরমেট ডাউনলোড করে এটা এডিট করে আপনি যে কোন প্রকারের ডেলিভারি চালান অথবা ক্যাশ মেমো তৈরি করে নিতে পারবেন। বিস্তারিত ভিডিওতে———
মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যেভাবে একটি প্রত্যয়ণপত্র তৈরি করবেন
বর্তমানে বিভিন্ন কাছে প্রত্যয়ন পত্র হরহামেশাই প্রয়োজন হয়ে থাকে। এবং একটি প্রত্যয়ন পত্রের জন্য যখন চেয়ারম্যানের কাছে চাওয়া হয় তখন তাদের কাছে ফরম্যাট থাকে না বা অনেক সময় তাদের কাছে লিখে নেওয়ার মতো জায়গা বা পরিবেশ থাকেনা। তাই আপনি চাইলে নিচের ভিডিওটি ফলো করে একটি প্রত্যয়ন পত্র তৈরি করে নিয়ে যেতে পারবেন এবং সেটিতে শুধুমাত্র চেয়ারম্যান কর্তৃক অথবা পৌর কাউন্সিলর কর্তৃক সিগনেচার এবং সীল করে নিলেই কিন্তু সেটা যে কোন জায়গায় প্রযোজ্য হবে্। বিস্তারিত নিচের ভিডিওতে-
মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যেভাবে একটি স্কুল বা কলেজের প্রসংশাপত্র তৈরি করবেন
মাইক্রোসফ্ট ওয়ার্ডে কিভাবে স্কুল বিশ্ববিদ্যালয় বা কলেজের একটি প্রশংসা পত্র তৈরি করতে হয় এর একটি নমুনা ফরম্যাট তৈরি করে নিচের ভিডিওতে দেখানো হলো: আপনি চাইলে ফরমেট থেকে ডাউনলোড করে এডিটিং করে নিজের কাজে ব্যবহার করতে পারবেন। তবে হ্যাঁ এই প্রত্যয়ন পত্র টি বা প্রশংসাপত্র টি কোন স্কুল প্রধান বা কলেজের প্রধান শিক্ষক কর্তৃক এবং সিগনেচার ছাড়া কিন্তু কোন কাজেই ব্যবহার করা যাবে না এটা অবৈধ বলে গণ্য হবে। বিস্তারিত নিচের ভিডিওতে———-
মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যেভাবে একটি চুক্তিপত্র/বিক্রয়ের দলিল বা Deed তৈরি করবেন
বর্তমানে দেখা যায় বিভিন্ন জায়গায় ব্যবসা করতে গেলে একটি দোকান ভাড়া নিতে হয় এবং তার জন্য একটি চুক্তিপত্র তৈরি করতে হয় অথবা কোথাও বাসা ভাড়া নিয়ে থাকতে গেলেও সেখানেও কিন্তু চুক্তিপত্র করতে হয়। কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে একটি চুক্তিপত্র বা একটি ডিড তৈরি করবেন এখানে বিস্তারিত দেওয়া হল। আপনি এই ভিডিওটি ফলো করে যেকোনো ধরনের চুক্তিপত্র বা কোন বস্তু গাড়ি মেশিন বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় নামা বা কোন কিছু বন্ধক রাখলে সে বন্ধকনামা দলিল হিসেবেও এটি ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে ফরম্যাটে ডাউনলোড করে এখান থেকে এডিটিং করে কিন্তু সকল কাজ করতে পারবেন। বিস্তারিত নিচের ভিডিওতে ————
For more information about Microsoft Word just follow the
YouTube channel.
Microsoft Word Bangla tutorial full course. I want to learn Microsoft word in Bangla language so let’s see the tutorial which is named Microsoft Word Bangla tutorial full course step by step tutorial.
MS Word Bangla tutorial full course help you to learn the Microsoft Word processing system With the lots of formats. here are we have described some format with Microsoft Word. For example, how to learn Microsoft Word with Bangla language? How to get Microsoft Word Bangla tutorial on YouTube? How to find Microsoft Word easy learning system? Microsoft Word Bangla tutorial easy and easiest way to learn what processing system with Microsoft Word ful Bangla tutorial available on this page and also YouTube.