ফ্রিতে মোবাইলের জন্য কিবোর্ড অ্যাপস ডাউনলোড করুন

মোবাইলের জন্য কিবোর্ড অ্যাপস – অনলাইনে আমরা সকলেই কম আর বেশি লেখা-লেখি করে থাকি। হতে পারে, ফেসবুকে যোগাযোগ করার জন্য এবং অনলাইনে কিছু জানার জন্য বাংলায় এবং ইংরেজি লিখে সার্চ করতে হয়।

তো মোবাইল দিয়ে টাইপিং করার জন্য অবশ্যই একটি অ্যাপস দরকার হবে। আপনারা কিবোর্ড অ্যাপস ব্যবহার করে, যারা বাংলা টাইপ করতে পারেন না। তারা চাইলে, ইংরেজি লিখে বাংলায় রুপান্ত করে নিতে পারবেন।

এছাড়া, কিবোর্ড অ্যাপস ব্যবহার করে, ইংরেজি, বাংলা এবং ইংরেজি থেকে বাংলায় টাইপিং করতে পারবেন। তার জন্য প্রথমে আপনার মোবাইলে একটি কিবোর্ড অ্যাপস ডাউনলোড করতে হবে।

ফ্রিতে মোবাইলের জন্য কিবোর্ড অ্যাপস ডাউনলোড করুন
ফ্রিতে মোবাইলের জন্য কিবোর্ড অ্যাপস ডাউনলোড করুন

আমরা আপনাদের সুবিধার জন্য এখানে এমন কিছু জনপ্রিয় কিবোর্ড অ্যাপস সম্পর্কে বলব। যা ব্যবহার করে, বাংলা, ইংরেজি এবং ইংরেজি টাইপ করে বাংলা লিখার সুযোগ পাবেন। হাতে টাইপিং করার পাশাপাশি ভয়েস টাইপিং করতে পারবেন।

আর আমরা যে সকল কিবোর্ড অ্যাপস সম্পর্কে জানাব, সেগুলো গুগল প্লে স্টোর থেকে একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।

এখন ফ্রিতে মোবাইলের জন্য কিবোর্ড অ্যাপস ডাউনলোড করতে চাইলে, নিচে দেওয়া তথ্য গুলো মনযোগ দিয়ে পড়ুন।

ফ্রিতে মোবাইলের জন্য কিবোর্ড অ্যাপস ডাউনলোড করুন

এমনিতে, মোবাইলের জন্য কিবোর্ড অ্যাপস অনেক রয়েছে। কিন্তু কোন ধরণের কিবোর্ড অ্যাপস ব্যবহার করলে, দ্রুত এবং সহজ ভাবে টাইপিং করা যাবে। সেই বিষয়ে জানে না।

তবে চিন্তার কোন কারণ নাই। আমি আপনাকে এখন সহজে টাইপিং করার কিবোর্ড অ্যাপস সম্পর্কে বলে দেব। যা ব্যবহার করে, হাতে বাংলা এবং ইংরেজি টাইপিং করার পাশাপাশি ভয়েস টাইপিংও করতে পারবেন।

তো চলুন আর সময় নষ্ট না করে, কিবোর্ড অ্যাপস সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

রিদ্মিক বাংলা কিবোর্ড অ্যাপস ডাউনলোড – Ridmik Keyboard

মোবাইলের জন্য বাংলা টাইপিং করার জন্য জনপ্রিয় একটি কিবোর্ড অ্যাপস হলো- রিদ্মিক কিবোর্ড। বর্তমান সময়ে এটি এতটা জনপ্রিয়, যা গুগল প্লে স্টোর থেকে, ১০ মিলিয়ন এরও বেশি মোবাইল ইউজার’রা রিদ্মিক কিবোর্ড ব্যবহার করছে।

রিদ্মিক কিবোর্ড অ্যাপস এর রেটিং- 4.3, যা নিয়ে সগৌরবে নিজের জনপ্রিয়তা গড়ে তোলছে।

আপনারা এই কিবোর্ড অ্যাপস ব্যবহার করে, বাংলা টাইপিং করার পাশাপাশি ন্যাশনাল ও প্রভত টাইপিং অপশন রয়েছে রিদ্মিক কিবোর্ড অ্যাপস এ।

রিদ্মিক কিবোর্ড অ্যাপস এ আছে অনেক ধরণের থিম। যেখান থেকে নিজের পছন্দের থিম নিয়ে কিবোর্ড সাজাতে পারবেণ। আমরা আগেই বলেছি হাতে টাইপিং করার পাশাপাশি এটি ব্যবহার করে, ভয়েস টাইপিং করতে পাবেন।

এখন আপনি যদি ফ্রিতে মোবাইলের জন্য কিবোর্ড অ্যাপস ডাউনলোড করতে চান? তাহলে রিদ্মিক কিবোর্ড অ্যাপস টি ডাউনলোড করে নিন।

ডাউনলোড করুন – রিদ্মিক কিবোর্ড অ্যাপস 

জিবোর্ড বাংলা কিবোর্ড অ্যাপস ডাউনলোড – Gboard Bangla Keyboard

বর্তমান সময়ে মোবাইলের জন্য আরো একটি ফ্রি কিবোর্ড অ্যাপস হলো জিবোর্ড। জিবোর্ড এ এমন অনেক ফিচার রয়েছে। যা একদম ফ্রিতে ব্যবহার করা যায়।

জিবোর্ড কিবোর্ড অ্যাপস এ আছে একাধিক টাইপিং করার সুবিধা। এখানে হাতে টাইপিং করার পাশাপাশি ভয়েস টাইপিং করে, যোগাযোগ মাধ্যম আরো দ্রুত করে নিতে পারবেন।

জিবোর্ড অ্যাপসটি গুগল এর এক্সপার্ট টিম দ্বারা তৈরি হয়েছে বলে কিবোর্ড অ্যাপস টি বেশ স্ট্যাবল অভিজ্ঞা প্রদান করে। তাছাড়া কিবোর্ডে ইন-বিল্ট আছে। এই জিবোর্ড দিয়ে গুগল ট্রান্সলেট করার সুযোগ পাবেন।

এছাড়া, জিবোর্ড ব্যবহার করে, চ্যাটিং করার সময় সুন্দর সুন্দর ইমোজি ব্যবহার করতে পারবেন। কিবোর্ড সাজানোর আছে অসংখ্য থিম। যা দিয়ে নিজের পছন্দ মতো কিবোর্ড সাজাতে পারবেন।

এখন মোবাইলের জন্য ফ্রিতে কিবোর্ড অ্যাপস ব্যবহার করতে চাইলে, জিবোর্ড অ্যাপস টি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।

গুগল ইন্ডিক বাংলা কিবোর্ড অ্যাপস ডাউনলোড –  Google Indic Keyboard

গুগল ইন্ডিক কিবোর্ড অ্যাপস ব্যবহার করে, ইংরেজি ভাষা সহ ভারতীয় উপমহাদেশ এর অঞ্চল ভিত্তিক 11 টি ভাষা নিয়ে তৈরি হয়েছে। গুগল ইন্ডিক কিবোর্ড অ্যাপস এ ইংরেজি ও বাংলা তে মোবাইলে স্টাইল করে টাইপিং করতে পারবেন।

আর সরাসরি বাংলায় লিখতে পারবেন। আবার ইংরেজি লিখে বাংলাতেও রুপান্তরীত করে নিতে পারবেন।

টাইপিং করার পাশাপাশি এই অ্যাপস দিয়ে ট্রান্সলেশন, ইমোজি আরো অনেক ফিচার পেয়ে যাবেন।

এখন গুগল ইন্ডিক বাংলা কিবোর্ড অ্যাপস ব্যবহার করতে চাইলে, গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন।

বিজয় এন্ড্রয়েড কিবোর্ড অ্যাপস ডাউনলোড – Bijoy Android Keyboard

বর্তমানে যারা কম্পিউটার টাইপিং করেন। তাদের হাতেখড়ি বিজয় কিবোর্ড ব্যবহার করার মাধ্যমে। এখন যুগ পরিবর্তন এর সঙ্গে সঙ্গে কম্পিউটার এর পাশাপাশি বিজয় কিবোর্ড এখন এন্ড্রয়েড মোবাইলেও ব্যবহার করা যায়।

আপনারা গুগল প্লে স্টোর থেকে খুব সহজেই বিজয় কিবোর্ড অ্যাপস ডাউনলোড করে নিতে পারবেন। এই অ্যাপস দিয়ে কম্পিউটারের মতো বাংলা টাইপিং করতে পারবেন।

আরো দেখুনঃ

শেষ কথাঃ

আজকের এই পোস্টে, আপনাদের জানিয়ে দিলাম ফ্রিতে মোবাইলের জন্য কিবোর্ড অ্যাপস ডাউনলোড করার বিষয়ে।

এখন আপনার এন্ড্রয়েড মোবাইলের জন্য পছন্দের একটি কিবোর্ড অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন।

আর এই পোস্ট সম্পর্কে আরো কিছু যদি জানার থাকে। আমাদের কমেন্ট করে বলতে পারেন।

এই সাইট থেকে মোবাইলের জন্য নতুন কোন অ্যাপস ডাউনলোড করতে চাইলে, ভিজিট করতে পারেন।

ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top