কিভাবে ভেরিফাইড স্ক্রিল একাউন্ট খুলবেন | ১০০% ভেরিফাইড স্ক্রিল অ্যাকাউন্ট

বর্তমান সময়ে যারা আউটসোর্সিং/ ফ্রিল্যান্সিং এর কাজ করে সকলের কাছে অনলাইনে পেমেন্ট এর বিষয়টি একটু জটিল মনে হয়। অনেক ওয়েবসাইট আছে সেগুলো স্ক্রিল একাউন্টের মাধ্যমে পেমেন্ট প্রদান করে। আপনার অনেক ওয়েবসাইট আছে যারা পেপাল এর মাধ্যমে পেমেন্ট করে।

যারা স্ক্রিল এর মাধ্যমে পেমেন্ট নিতে আগ্রহী তাদের একটি ভেরিফাইড স্ক্রিল একাউন্ট প্রয়োজন। কারণ আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে কোন মার্কেটপ্লেস কাজ করেন। তাহলে বেশিরভাগ মার্কেটপ্লেস গুলোতে কাজ করে টাকা আয় করার পরে তারা স্ক্রিল একাউন্টে পে- করে থাকে।

তাই আপনি যদি ফ্রিল্যান্সিং করে আয় করেন তাহলে আপনার সবচেয়ে জনপ্রিয় ও ভালো একটি একাউন্ট হবে স্ক্রিল একাউন্ট। তাই আপনি যদি স্ক্রিল একাউন্ট তৈরি করতে চান। তাহরে আমাদের দেওয়া পোস্ট আপনাকে মনযোগ দিয়ে অনুসরণ করতে হবে।

কারণ আমরা এখানে আপনাকে স্ক্রিল একাউন্ট তৈরি করার সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। তো চলুন সময় নষ্ট না করে বিস্তারিত আলোচনায় ফিরে যাওয়া যাক।

কিভাবে ভেরিফাইড স্ক্রিল একাউন্ট খুলবেন | ১০০% ভেরিফাইড স্ক্রিল অ্যাকাউন্ট
কিভাবে ভেরিফাইড স্ক্রিল একাউন্ট খুলবেন | ১০০% ভেরিফাইড স্ক্রিল অ্যাকাউন্ট

স্ক্রিল একাউন্ট খোলা এবং ভেরিফাইড পদ্ধতি

স্ক্রিল এর মাধ্যমে অনেক সহজ উপায়ে একাউন্ট খোলা যায় এবং ভেরিফাইড করা যায়। ফলে যে সকল আউটসোর্সিং ওয়েবসাইট আছে স্ক্রিল এর মাধ্যমে পেমেন্ট প্রদান করে। সেই সকল ওয়েবসাইট থেকে স্ক্রিলে আপনি দ্রুত ও সহজ ‍উপায়ে পেমেন্ট নিতে পারবেন।

আরো পড়ুনঃ

তার জন্য আপনাকে প্রথমে স্ক্রিল এর অফিসিয়াল ওয়েবসাইট যেমন- www.skrill.com প্রবেশ করুন। তারপরে পেজ ওপেন হওয়ার পরে সবার উপরের ডান পাশের অংশে দেখতে পারবেন Register নামে একটি অপশন সেখানে ক্লিক করবেন। নিচে দেওয়া ছবিটি দেখুন।

উপরের ছবির মতো Register অপশনে ক্লিক করার পরে আপনাকে আরো একটি পেজ দেওয়া হবে। আর সেই পেজের মাধ্যমে আপনাকে স্ক্রিল একাউন্ট খোলার জন্য কিছু তথ্য প্রদান করতে হবে। যেমন-

  • First Name
  • Last Name
  • Country
  • Currency
  • E-mail
  • Password

তাররে আপনাকে একটি মেসেজ দেওয়া হবে। সেটি টিক মার্ক দিয়ে নিচের রেজিস্টার অপশনে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাবেন। নিচের ছবিটি দেখুন।

উক্ত ছবিতে দেওয়া রেজিষ্টার বাটনে ক্লিক করার পরে আপনাকে আরো একটি পেজ দেওয়া হবে। সেখানে আপনাকে মেসেজ দেওয়া হবে-Welcome to Skrill নিচের ছবিটি দেখুন।

উপরিউক্ত ছবিতে আপনি দুটি অপশন পেয়ে যাবেন। যেমন- Pay Online এবং Send Money এখন থেকে আপনি যে একাউন্ট তৈরি করতে চান। সেটি সিলেক্ট করুন। যেমন- Pay Online এ ক্লিক করুন। Pay Online  ক্লিক করার পরে আপনাকে আরো একটি পেজ দেওয়া হবে। নিচের ছবিটি দেখুন।

তারপরে উক্ত ছবিতে যে, Get Started অপশন দেখতে পারছেন সেখানে ক্লিক করবেন। তারপরে আপনাকে আরো একটি Complete registration নামে একটি পেজে নিয়ে যাওয়া হবে। নিচের ছবিটি দেখুন।

উক্ত ছবিতে যে, তথ্য গুলো দেখতে পারছেন সেখানে যে তথ্য গুলো চাওয়া হয়েছে সেগুলো সঠিক ভাবে পূরণ করার পরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে।

আরও পড়ুনঃ

উক্ত কাজ শেষ করার পরে, আপনাকে আরো একটি পেজ দেওয়া হবে। সেখানে আপনার যে মোবাইল নম্বরটি প্রদান করেছেন। সেখানে একটি 6 ডিজিট এর কোড যাবে। সেটি নির্দিষ্ট অংশ যুক্ত করে ভেরিভাই অপশনে ক্লিক করবেন। নিচের ছবিটি দেখুন।

উক্ত নিয়ম অনুযায়ী আপনি কাজ করতে পারলে সহজেই স্ক্রিল একাউন্ট তৈরি করে নিতে পারবেন। আর আপনার স্ক্রিল একাউন্ট তৈরি হয়ে গেলে। আপনি Skriller অপশনে আপনার প্রোফাইল নেম দেখতে পারবেন।

উক্ত অপশনে ক্লিক করার পরে আপনাকে একটি পেজ দেওয়া হবে। আর সেখানে তথ্য গুলো দেখতে পারবেন সেগুলো আপনাকে পুরণ করতে হবে। যেমন-

  • Personal details
  • settings
  • Account settings
  • calendar
  • Subscriptions
  • alert-ring
  • Marketing preferences
  • email
  • Notifications
  • padlock
  • Security
  • business
  • Verification

সর্বশেষ যে Verification দেখতে পারবেন। এটি যদি আপনি একাউন্ট তৈরি করার সময় মোবাইল দিয়ে ভেরিফাই কোড দিয়ে করে থাকেন। তাহলে আর কোন ঝামেলা পড়তে হবে না। আর যদি একাউন্ট খোলার সময় না করেন। তাহলে আপনি এই অপশনে এসে ভেরিভাইড করে নিবেন।

আর উক্ত নিয়ম অনুযায়ী আপনি যদি কাজ করতে পারেন। তাহলে দ্রুত যে কোন ডিভাইস দিয়ে আপনার নিজের নামে একটি স্ক্রিল একাউন্ট ১০০% ভেরিভাইড করে নিতে পারবেন।

আপনি যদি আউটর্সোসিং এ বা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন। তাহলে আপনি টাকা নেওয়ার জন্য সঠিক একটি একাউন্ট ব্যবহার করতে পারেন। আর সেই একাউন্ট এর বিষয়ে আপনাকে উপরের আলোচনাতে বলা হয়েছে।

আপনি যদি স্ক্রিল একাউন্ট খোলতে আগ্রহী থাকেন। তাহলে উক্ত নিয়ম গুলো অনুসরণ করে দ্রুত একটি একাউন্ট খোলে নিন। আপনি যদি স্ক্রিল একাউন্ট ছাড়া অন্য কোন একাউন্ট যেমন- পেপাল, পেওনিয়ার ইত্যাদি একাউন্ট খোলে টাকা আদান প্রদান করতে চান। তাহলে আমাদের এই ওয়েবসাইটে উক্ত বিষয়ে আর্টিকেল পাবলিশ করা আছে আপনি চাইলে সেই আর্টিকেল পড়ে নিতে পাবেন।

আরো পড়ুনঃ

শেষ কথাঃ

তো বন্ধুরা আজ আমাদের এই পোস্টের মাধ্যমে আপনাকে জানানো হলো কিভাবে ভেরিভাইড স্ক্রিল একাউন্ট খুলবেন। আমরা আপনার ‍সুবিধার জন্য এখানে স্ক্রিল একাউন্ট তৈরি করার সহজ পদক্ষেপ গিুলো নিয়ে আলোচনা করেছি।

আপনি যদি আমাদের ওয়েবসাইট এর আর্টিকেল পড়ে উপকৃত হোন তাহলে একটি কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই পোস্ট টি আপনার বন্ধুদের জানাতে একটি শেয়ার করে দিবেন।

ট্যাগঃ কিভাবে ভেরিফাইড স্ক্রিল একাউন্ট খুলবেন | ১০০% ভেরিফাইড স্ক্রিল অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাইড স্ক্রিল একাউন্ট খুলবেন | ১০০% ভেরিফাইড স্ক্রিল অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাইড স্ক্রিল একাউন্ট খুলবেন | ১০০% ভেরিফাইড স্ক্রিল অ্যাকাউন্ট

কিভাবে ভেরিফাইড স্ক্রিল একাউন্ট খুলবেন | ১০০% ভেরিফাইড স্ক্রিল অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাইড স্ক্রিল একাউন্ট খুলবেন | ১০০% ভেরিফাইড স্ক্রিল অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাইড স্ক্রিল একাউন্ট খুলবেন | ১০০% ভেরিফাইড স্ক্রিল অ্যাকাউন্ট

এছাড়া আমাদের সাইট থেকে নিয়মিত নতুন নতুন আর্টিকেল পড়তে চাইলে ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top