বর্তমান সময়ে আমরা সকলেই ওয়েবসাইট বিষয়টির সাথে পরিচিত।
এই সময়ে লোকেরা যে কোন ছোট ব্যবসা। তৈরি করার লক্ষ্যে বা অনলাইন আয় এর জন্য এবং লেখালেখি করার জন্য ওয়েবসাসাইট তৈরি করে।
আপনি অনলাইনে যে, কোন ওয়েবসাইট তৈরি করতে চাইলে আপনার একটি ডোমেইন নেম প্রয়োজন হবে। কারণ একটি ডোমেইন হলো একটি ওয়েবসাইট এর পরিচয়। যেমন- আমাদের সাইট ডোমেইন jit.com.bd
তবে আমাদের মধ্যে অনেক লোক আছে যারা এখনও ডোমেইন কি? এ বিষয়ে জানি না। আবার অনেকে ডোমেই কি সেটা জানে, কিন্তু সঠিক ডোমেইন বাছাই করতে পারে না।
তাই আমাদের এই পোস্টে আপনাদের সাথে আলোচনা করব। ডোমেইন কি? ডোমেইন কত প্রকার? সঠিক ডোমেইন নেম নির্বাচন করার উপায় গুলো।
আমি আশা করি আপনি যদি উক্ত পোস্ট সঠিক ভাবে অনুসরণ করেন। তাহলে আপনিও ডোমেইন সম্পর্কে সঠিক তথ্য জেনে নিতে পারবেন। শেষ পর্যন্ত আমাদের লেখা পড়ুন।
ডোমেইন কি?(What is domain)
ডোমেইন হচ্ছে, আপনি যে ওয়েবসাইট তৈরি করবেন তার একটি ঠিকানা।
আপনি পুরো অনলাইন/ইন্টারনেট কে একটি বিশ্ব হিসেবে চিন্তা করতে পারেন।
উক্ত বিশ্ব তৈরি হয়েছে কত গুলো ওয়েবসাইট এর সমন্বয়ে। সকল ওয়েবসাইট এর নিজস্ব একটি ঠিকানা আছে।
উক্ত ঠিকানা দিয়ে আপনি আপনার পছন্দ মতো ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। যেমন- jit.com.bd.
এছাড়া আপনি যদি ফেসবুক এ প্রবেশ করেন তাহলে আপনাকে লিখতে হবে, facebook.com আর এই নামটি হলো ফেসবুক এর ঠিকানা বা ডোমেইন।
আমরা জানি ডোমেইন মূলত দুইটি দিক নিয়ে গঠিত যেমন- মনে করুন, একটি হলো- google.com এখানে google হলো নাম এবং .com হলো এক্সটেনশন।
আপনি এরকম ভাবে আপনার কোম্পানি বা পছন্দ মতো যে কোন নাম দিয়ে এই ধরণের ডোমেইন নেম এক্সটেনশন নিতে পারবেন।
বর্তমান সময়ে ডোমেইন নেম এর অনেক প্রকার এক্সটেনশন আছে। সেগুলো আপনি এই আর্টিকেল থেকে জেনে নিতে পারবেন।
উক্ত আলোচনায় আপনি যদি, ডোমেইন কি? এই বিষয়ে বুঝে থাকেন। তাহলে আপনিও হয়তো একটি সফল ওয়েবসাইট এর জন্যে ডোমেইন কত বেশি ভূমিকা পালন করে।
এত বড় অনলাইন জগতে আপনার ডোমেইন নেম হলো আপনার ওয়েবসাইট এর একটি পরিচয়।
আপনি যদি উক্ত ডোমেইন নেম নির্বাচন করতে ভুল করেন ।তাহলে তার প্রভাব পড়বে আপনার পুরে ওয়েবসাইটে।
আপনি যদি একবার ডোমেইন নিয়ে নেন তাহলে তা পরিবর্তন করার আর কোন উপায় থাকবে না।
তাহলে বুঝতেই পারছেন ডোমেইন নেম নির্বাচন করা কোন সাধারণ ব্যাপার না।
এই ক্ষেত্রে আপনাকে কিছু নির্দ্টি নিয়ম মেনে চলতে হবে।
তো চলুন সময় নষ্ট না করে সঠিক ডোমেইন নেম নির্বাচন করার উপায় সমূহ জেনে নেওয়া যাক।
সঠিক ডোমেইন নেম নির্বাচন করার উপায়
আমরা যখন ডোমেইন নেম নির্বাচন করতে চাই, তখন আমাদের সামনে দুই ধরণের ডোমেইন দেখতে পারি। যেমন-
- নতুন ডোমেইন।
- এবং এক্সপায়ার্ড ডোমেইন।
নতুন ডোমেইন কি?
নতুন ডোমেইন বলতে সেই সকল ডোমেইন গুলোকে বুঝানো হয়। যে গুলো আগে কখনো কোন ওয়েবসাইটে ব্যবহার করা হয় নাই।
ডোমেইন নেম নির্বাচন করার সময় নতুন ডোমেইন নির্বাচন করাই ভালো।
তবে সব সময় এমন ডোমেইন পাওয়া যায় না। যা আপনার পছন্দ সেগুলা আগেই অন্য কোন ওয়েবসাইটে ব্যবহার করা হয়ে গেছে।
সেক্ষেত্রে আপনি যদি ভালো লাগা থেকে পছন্দ মতো একটি ডোমেইন কিনতে চান তাহলে পূর্বে ব্যবহার করা এক্সপায়ার্ড ডোমেইন নেম কিনে নিতে পারবেন।
নতুন ডোমেইন নির্বাচন করার উপায়
আপনি যদি নতুন ডোমেইন নেম নির্বাচন করতে চান? ক্ষেত্রে আপনি বিভিন্ন ডোমেইন এক্সটেশন দেখতে পারবেন। সেগুলো এখানে জানানো হবে। যেমন-
টপ লেভেল ডোমেইন এক্সটেশন
আপনি উক্ত আলোচনায়, ডোমেইন এক্সটেনশন এর বিষয়ে জানতে পারছেন। এখন আপনি জানতে পারবেন টপ লেভেল ডোমেইন এক্সটেশন গুলোর বিষয়ে যেমন-
.com, .net, .org, .ingo ইত্যাদি হলো টপ লেভেল ডোমেইন। এখন কথা হলো এগুলো যেহেতু টপ লেভেল ডোমেইন তাহলে আপনি, কোন এক্সটেনশন ব্যবহার করবেন।
উক্ত যে সকল টপ লেভেল ডোমেইন এক্সটেনশন এর নাম দেখতে পারছেন এগুলোর কিন্তু আলাদা আলাদা অর্থ আছে। যেমন-
- .com এর পূর্ণরুপ হলো- Commercial. এই ডোমেইন এক্সটেনশন এর মাধ্যমে ব্যবসায়িক কাজের ওয়েবসাইট তৈরি করার জন্য ব্যবহার করতে পারেন।
- .org এর পূর্ণরুপ হলো- Organization. এই ডোমেইন এক্সটেশন এর মাধ্যমে কোন প্রতিষ্ঠানের কাজে ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
- .net এর পূর্ণরুপ হলো- network organizations. এর মাধ্যেমে আপনারা নেটওয়ার্ক যুক্ত ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
- .info এর পূর্ণরুপ হলো- এর মাধ্যমে আপনি বিভিন্ন ধরণের তথ্য নিয়ে ওয়েবসাইট বা ব্লগ তৈরি করতে পারবেন।
উক্ত ডোমেইন এক্সটেশন গুলোর পূর্ণরুপ জেনে নিতে পারলেন। এখন আপনার ওয়েবসাইট এর জন্য কোন ডোমেইন নির্বাচন করবেন।
আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আপনি যদি ব্যবসা/অনলাইন আয় করার লক্ষ্যে ওয়েবসাইট তৈরি করেন তাহলে টপ লেভেল এর ডোমেইন এক্সটেনশন .com ব্যবহার করবেন।
এর কারণ হলো- আপনি অনলাইনে যত সব ওয়েবসাইট দেখবেন। সেই সকল ওয়েবসাইট গুলো কিন্তু .com এক্সটেনশন ব্যবহার করেই ওয়েবসাইট তৈরি করেছে।
এছাড়া আপনি চাইলে উক্ত সকল ডোমেইন এক্সটেশন ব্যবহার করে যে কোন ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন।
এক্সপায়ার্ড ডোমেইন এবং কান্ট্রি কোর্ড ডোমেইন এক্সটেনশন
উক্ত আলোচনাতে টপলেভেল ডোমেইন নিয়ে আলোচনা করা হয়েছে।
কিন্তু অনেক ওয়েবসাইট এর ডোমেইন এক্সটেনশন আছে যেগুলোতে কান্ট্রি কোর্ড ব্যবহার করা হয়।
আপনি যখন কোন নির্দিষ্ট দেশকে কেন্দ্র করে ওয়েবসাইট তৈরি করবেন।
তখন সেই সকল ডোমেইন এক্সটেনশন গুলোকে কান্ট্রি কোড (CCTLD) বলা হয়।
মনে করুন- আপনি একটি ওয়েবসাইট তৈরি করবেন। সেটি বাংলাদেশ এর মানুষদের কেন্দ্র করে তৈরি করবেন। মানে আপনার টার্গেটেড অডিয়েন্স লোকেশন হলো- বাংলাদেশ।
সেই সময় আপনি কান্ট্রি কোড ডোমেইন এক্সটেশন হিসেবে .com.bd নিতে পারবেন। যেমন আমাদের ডোমেইন হলো jit.com.bd
অন্যদিকে আপনি যদি ইন্ডিয়া কে কেন্দ্র করে কান্ট্রি কোড এক্সটেনশন ব্যবহার করতে চান তাহলে আপনার এক্সটেনশন হবে .in
এরকম ভাবে লোকাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন, কান্ট্রি কোড ডোমেইন এক্সটেনশন ব্যবহার করে।
আপনি উক্ত আলোচনাতে ডোমেইন এর বিষয়ে অনেক তথ্য জেনে নিয়েছেন। এখন আপনাকে জানতে হবে, ডোমেইন নেম নির্বাচন করার সঠিক নিয়ম গুলো যেমন-
ছোট ডোমেইন নির্বাচন করা
ডোমেইন যেহেতু একটি ওয়েবসাইট এর ঠিকানা। তাই আপনি চেষ্টা করবেন। আপনার ডোমেইন যত বেশি ছোট রাখা যায়।
ছোট ডোমেইন রাখা মানে আপনার ওয়েবসাইট মানুষ সহজেই মনে রাখতে পারবে। এতে করে পরবর্তী কোন তথ্য দরকার হলে সরাসরি আপনার ওয়েবসাইট এর ডোমেইন নেম লিখে প্রবেশ করতে পারবে।
আর যদি আপনি বড় বাক্সের ডোমেইন ক্রয় করেন সেক্ষত্রে ভিজিটর আপনার ওয়েসাইট ঠিকানা মনে রাখতে পারবেন না। তাই ছেট ডোমেইন নেম নির্বাচন করুন। যেমন- jit.com.bd এই ধরণের ডোমেইন মানুষ সহজেই মনে রাখতে পারে।
সহজ ও আর্কষণীয় ডোমেইন নির্বাচন করা
আপনি উপরে জানতে পারছেন ছোট ডোমেইন নিলে দর্শকরা সহজেই আপনার সাইট মনে রাখবে।
এখানে শুধু মাত্র ছোট ডোমেইন নাম রাখলেই হবে না। আপনাকে অবশ্যই সহজ ও আকর্ষণীয় ডোমেইন নির্বাচন করতে হবে।
যাতে করে, ভিজিটর আপনার ওয়েবসাইট এর নাম সাড়া জীবন মনে রাখে। আমাদের ওয়েবসাইট এর ঠিকানার মতো, আকর্ষণীয় করে ডোমেইন নেম নির্বাচন করুন।
ডোমেইন নেম হাইফেন নির্বাচন করবেন না
আপনি যখন কোন ডোমেইন কিনবেন। তখন খেয়াল রাখবেন দাম কম দেখে হাইফেন ডোমেইন নিয়ে নিবেন না।
কারণ হাইফেন মার্কা ডোমেইন ব্যবহার করলে ভিজিটর আপনার সাইট এর নাম লিখতে পারবে না। এবং দর্শক বিরক্ত বুধ করে আপনার সাইট ভিজিট ও করবে না।
এবং উক্ত হাইফেন যুক্ত ডোমেইন গুগল এর কাছেও পছন্দ না। আপনি ডোমেইন নেম সব সময় ছোট ও আকর্ষণীয় নির্বাচন করার চেষ্টা করবেন।
ডোমেইন নেম ক্রয় করার সাইট
আপনি যদি ওয়েবসাইট তৈরি করার জন্য, ডোমেইন নেম ক্রয় করতে চান? তাহলে আপনার একটি কোম্পানির মাধ্যমে কিনতে হবে।
আমাদের বাংলাদেশে অনেক ডোমেইন কোম্পানি আছে। সেই সকল সাইট থেকেও আপনি ডোমেইন কিনতে পারবেন।
তবে, আপনি যদি সাড়া জীবন চিন্তামুক্ত ভাবে, ডোমেইন নেম ক্রয় করে কাজ শুরু করতে চান। তাহলে namecheap.com সাইট থেকে ডোমেইন ক্রয় করবেন।
এখান থেকে আপনি যে কোন ডোমেইন ক্রয় করতে পারবেন। আপনার পছন্দ মতো ডোমেইন নেম নির্বাচন করে অল্প টাকায় কিনতে পারবেন।
আরো দেখুনঃ
- ডোমেইন ব্লক খোলার নিয়ম। ফেসবুকে ডোমেইন আনব্লক করুন মাত্র 2 ঘন্টায়
- ডোমেইন কি এবং কেন কিনতে হয়। প্রকারভেদ সহ বিস্তারিত
- ডোমেইন রেজিস্ট্রেশন করার জন্য যে বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত
শেষ কথাঃ
তো বন্ধুরা, আজকের এই পোস্টে থেকে আপনি জানতে পারলেন, ডোমেইন কি? ডোমেইন এক্সটেশন কত প্রকার এবং সঠিক ডোমেইন নেম নির্বাচন করার উপায়।
আপনি যদি উক্ত লেখা পড়ে উপকৃত হয়ে থাকেন। তাহলে একটি কমেন্ট করবেন এবং একটি শেয়ার করবেন।
আর নতুন নতুন আর্টিকেল পড়তে চাইলে নিয়েমিত www.jit.com.bd সাইট ভিজিট করুন, ধন্যবাদ।