গুগল এডসেন্স ভেরিফিকেশন পিন কি : আমাদের মধ্যে অনেকেই হয়তো জানেন, যখন আমাদের নিজের গুগল এডসেন্স একাউন্টে প্রথমবারের জন্য ১০ ডলার ইনকাম সম্পন্ন হয়।
তখন google এডসেন্স দ্বারা একটি পিন ভেরিফিকেশন কোড আমাদের ঠিকানায় পাঠিয়ে দেয়।
উক্ত ভেরিফিকেশন পিন কোড একটি চিঠির মাধ্যমে আপনার পোস্ট অফিসে প্রেরণ করা হয়। তারপর গুগল এডসেন্স এর পাঠানো সেই এড্রেস ভেরিফিকেশন চিঠিতে থাকা পিন কোড টি ভেরিফাই করতে হয়।
- গুগল এডসেন্স থেকে মাসে কত টাকা আয় হয় [দেখলে চমকে যাবেন]
- গুগল এডসেন্স এর যে ১০টি বিষয় জানা খুবই জরুরী
- হাই সিপিসি কিওয়ার্ড তালিকা (গুগল এডসেন্স)
যার ফলে আপনার নিজের গুগল এডসেন্স একাউন্টে দেওয়া, আপনার ঠিকানা গুগল দ্বারা যাচাই করা হয়।
আপনি যখন আপনার পোস্ট অফিসের চিঠির মাধ্যমে আশা পিন কোড দিয়ে google এডসেন্স ভেরিফাই করবেন।
তখন এডসেন্স একাউন্টে দেওয়া আপনার ঠিকানায় যে সঠিক সেটা প্রমাণ করা হবে।
মনে রাখবেন, এই এড্রেস ভেরিফিকেশন লেটার বা পিন ভেরিফিকেশন চিঠি এর মাধ্যমে আপনি যতদিন না পর্যন্ত।
নিজের গুগল এডসেন্স একাউন্ট ভেরিফাই করছেন। ততদিন গুগল অ্যাডসেন্সে কোটি-কোটি টাকা ইনকাম করলেও। কিন্তু আপনি সেই টাকা গ্রহণ করতে পারবেন না।
তাই গুগল এডসেন্স থেকে ইনকাম করা টাকা তোলার জন্য। অবশ্যই পিন ভেরিফিকেশন চিঠি সঠিক ঠিকানায় পাওয়া অনেক জরুরি বিষয়।
কিন্তু যদি আপনার প্রিনসহ চিঠি পাচ্ছেন না। তাহলে পিন ছাড়া এড্রেস ভেরিফাই করে নিতে পারবেন খুব সহজে।
তো আমাদের আজকের এই আর্টিকেলে গুগল এডসেন্স পিন ভেরিফাই লেটারের বিষয়ে যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করব।
আপনি যদি গুগল এডসেন্সের তরফ থেকে ভেরিফিকেশন চিঠি না পান। তাহলে পিন ভেরিফিকেশন ছাড়াই, এডসেন্স ভেরিফিকেশন কিভাবে করবেন। সেটিও জেনে নিতে পারবেন।
তাই গুগল এডসেন্স এড্রেস পিন ভেরিফিকেশন চিঠি কি ? এই সম্পর্কে জানতে, আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
এডসেন্স এড্রেস পি ভেরিফিকেশন চিঠি কি ?
আপনাদের গুগল এডসেন্স একাউন্ট সুরক্ষিত রাখার জন্য গুগল বা এডসেন্স আপনার দেওয়া ঠিকানায়। ঠিকানা যাচাই করার জন্য একটি চিঠি আপনার পোস্ট অফিসে পাঠিয়ে থাকে।
উক্ত চিঠিতে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে। যা আপনি আপনার গুগল এডসেন্স একাউন্টে সাবমিট করে নিজের ঠিকানা নির্ভুলভাবে প্রমাণিত করতে পারবেন।
সবশেষে এই পার্সোনাল আইডেন্টিটি নাম্বার (পিন) একাউন্টে সাবমিট করার পর গুগল এডসেন্স আপনার ইনকাম করা টাকা আপনার নির্দিষ্ট ব্যাংকে প্রদান করবে।
এডসেন্স এড্রেস ভেরিফিকেশন পিন আসতে কত দিন সময় লাগে ?
সাধারণত ব্যবহার করা মেইল এবং কুরিয়ার সার্ভিস কিংবা পোস্ট অফিসের মাধ্যমে ভেরিফিকেশন লেটার আপনাকে পাঠানো হবে।
এক্ষেত্রে মনে রাখবেন, ভেরিফিকেশন পিন আপনাকে তখনই পাঠানো হবে। যখন আপনার গুগল এডসেন্সে সর্বনিম্ন ১০ ডলার জমা হবে।
আর আপনার গুগল এডসেন্স একাউন্টের ডলার পূর্ণ করার পর আপনার নির্দিষ্ট পোস্ট অফিসে, এড্রেস ভেরিফিকেশন পিন আসতে দুই সপ্তাহ থেকে শুরু করে চার সপ্তাহ পর্যন্ত লাগতে পারে। কিন্তু এই সময়টি কম বেশি হতে পারে।
আপনারা মনে রাখবেন google এডসেন্স দ্বারা চিঠি পাঠানো চার মাসের ভেতরে। সেই পিন নাম্বার আপনার google এডসেন্স একাউন্টে জমা দিতে হবে। এবং এড্রেস ভেরিফাই করতে হবে।
যদি আপনারা সেটি না করেন। তাহলে আপনার ওয়েবসাইট গুলোতে গুগল এডসেন্সের বিজ্ঞাপন দেখানো বন্ধ হয়ে যেতে পারে।
তাই আপনাকে গুগল এডসেন্সে যখন ১০ ডলারআয় দেওয়া হবে।
তখন আপনারা নির্দিষ্ট পোস্ট অফিসে খোঁজখবর নিয়ে এড্রেস ভেরিফিকেশন পিন কোডটি নিয়ে এসে এডসেন্সের সাবমিট করে দিবেন।
AdSense Verification pin চিঠি না আসলে কি করবেন ?
আপনার ঠিকানা অনুযায়ী নির্দিষ্ট পোস্ট অফিসে এড্রেস ভেরিফিকেশন চিঠি বা পিন এক মাসের মধ্যে না আসলে হতে পারে আপনার দেওয়া এড্রেস গুগল অ্যাডসেন্স একাউন্টে ভুল করা হয়েছে।
তার জন্য সবার আগে নিজের গুগল এডসেন্স একাউন্ট লগইন করে, Payments + manage settings + payments profile + Name & address অপশনে প্রবেশ করে। নিজের ঠিকানা সঠিক আছে কিনা।
সেটি যাচাই করে নিয়ে ভুল থাকলে সঠিক করে দিবেন।
তারপর এড্রেস ভেরিফিকেশন চিঠি পোস্ট অফিসে না আসলে আপনার কাছে দুটো জিনিস করতে হবে। যেমন-
১। নতুন করে গুগল এডসেন্সে ঠিকানা যোগ করে ভেরিফিকেশন এর জন্য আবেদন করতে হবে।
এক্ষেত্রে মনে রাখতে হবে। আপনাকে প্রথম চিঠি পাঠানোর প্রায় চার সপ্তাহ বা এক মাস পরে আপনি আবার চিঠি পাঠানোর জন্য আবেদন জানাতে পারবেন।
তো নতুন চিঠি আবেদন করার জন্য আপনাকে যেতে হবে, settings + account information + address verification পেইজে।
তারপর এড্রেস ভেরিফিকেশন পেজ এর সবার নিচের দিকে আপনারা Resend pin অপশন দেখতে পারবেন।
সরাসরি আপনারা সেখানে ক্লিক করে দিবেন। তাহলেই পুনরায় এডসেন্স অ্যাড্রেস চিঠি পাঠিয়ে দিবে।
২। পেন ভেরিফাই ছাড়া এড্রেস ভেরিফিকেশন করা সম্ভব। আপনি যদি কোন ভাবেই google এডসেন্স পিনভেরিফাই চিঠি না পান।
তবে নিজের যেকোনো সরকারি আইডেন্টিটি কার্ড বা ব্যাংক স্টেটমেন্ট এবং পাসপোর্ট আপলোড করে, এড্রেস ভেরিফাই করতে পারবেন।
আপনার আপলোড করার আইডি কার্ডে আপনার সঠিক নাম এবং এড্রেস উল্লেখ করা থাকতে হবে। যা আপনারা গুগল এডসেন্স একাউন্টের পেমেন্ট এড্রেস হিসেবে যুক্ত করেছিলেন।
তো আপনার ঠিকানায় যদি গুগল এডসেন্স ভেরিফাই চিঠি না আসে। সেক্ষেত্রে আপনার জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্ট ব্যবহার করে। খুব সহজেই এড্রেস ভেরিফাই করে নিতে পারবেন কোন ঝামেলা ছাড়াই।
শেষ কথাঃ
তো বন্ধুরা আপনারা যারা গুগল এডসেন্স এড্রেস ভেরিফিকেশন চিঠি কি ? এ বিষয়ে জানতে চেয়েছিলেন। তারা উপরোক্ত আলোচনা থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন।
আর আপনার গুগল এডসেন্সের এড্রেস ভেরিফিকেশন পিন নির্দিষ্ট পোস্ট অফিসে না। আসলে আপনার জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্ট ব্যবহার করে খুব সহজেই এড্রেস ভেরিফাই করে নিতে পারবেন।
তো বন্ধুরা আজকের লেখা আর্টিকেলটি এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন। আর আমাদের এই ওয়েবসাইট থেকে গুগল এডসেন্স সংক্রান্ত নতুন নতুন সকল পোস্ট পড়তে, নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।