বর্তমান সময়ে অনলাইন থেকে আয় করার জন্য গ্রাফিক্স ডিজাইন শেখা জনপ্রিয় একটি মাধ্যম। উক্ত গ্রাফিক্স ডিজাইন শিখে আপনার ক্যারিয়ার সৃষ্টি করতে পারবেন।
তাই আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান? সেক্ষেত্রে আপনার কম্পিউটার বা ল্যাপটপ এর জন্য একটি ভালো গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার দরকার পড়বে।
আমাদের জানামতে, অনেক লোক আছে গ্রাফিক্স ডিজাইন শিখে অনলাইনে আয় করতে চাই।
কিন্তু অনেকের কাছে টাকা খরচ করে গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার কেনার মতো সামর্থ থাকে না।
তাই আজ আমাদের এই আর্টিকেলে আপনাকে জানাব, ফ্রিতে গ্রাফিক্স সফটওয়্যার ডাউনলোড করার উপায় জানাব।
আপনি যদি উক্ত বিষয়টি জানতে চান, তাহলে নিচে দেওয়া তথ্য গুলো মনযোগ দিয়ে পড়ুন।
বর্তমান সময়ে অনলাইনে সার্চ করলে প্রচুর, গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার পাওয়া যায়।
কিন্তু আমরা যে, সকল গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার দেখাব। সেগুলো বাছায় করে প্রস্তুত করা হয়েছে।
আপনি উক্ত গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার ব্যবহার করে ভালো ভাবে গ্রাফিক্স ডিজাইন এর কাজ শিখতে পারবেন।
বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইন কাজ শেখার জন্য এডবি’র অনেক গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার প্রোগম আছে।
যে গুলো সব চেয়ে ভালো ও শক্তিশালী।
কিন্তু এডবি’র গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার গুলো ডাউনলোড করে, ব্যবহার করার জন্য আপনাকে কিছু টাকা খরচ করে পার্সোনাল ভাবে কিনে নিয়ে তার পর ব্যবহার করতে হবে।
তাই আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ নতুন করে শুরু করতে চান।
তাহলে এই ধরণের ডিজাইন সফটওয়্যারের জন্য টাকা বাচাঁতে চান।
তাহলে আমরা আপনাকে কিছু জনপ্রিয় ফ্রি গ্রাফিক্স ডিজাইন এর সফটওয়্যার গুলো ডাউনলোড করার পরামর্শ দেব।
তো চলুন ফ্রি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার গুলো বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার ডাউনলোড করার তালিকা
আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার বা ডিজাইনিং এর কাজ করার জন্য একটি ফ্রি গ্রাফিক্স সফটওয়্যার ডাউনলোড করতে চান। তাহলে আপনাকে নিচে দেওয়া সেরা সফটওয়্যার এর তালিকা গুলো দেখতে হবে।
আপনি উক্ত গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার গুলো অনলাইন এবং অফলাইন এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন।
তো চলুন জেনে নেওয়া যাক ফ্রি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার সম্পর্কে।
আরো পড়ুনঃ
Canva (ফ্রি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার)
বর্তমান সময়ে যারা, গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে কাজ করে তারা বিভিন্ন কাজ করার জন্য ক্যানভা সফটওয়্যার ব্যবহার করে থাকে।
কারণ উক্ত সফটওয়্যার ব্যবহার করে, গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন প্লাটফর্ম এর জন্য থাম্বনেইল তৈরি করা যায়।
আর সব চেয়ে ভালো কথা হলো আপনি ক্যানভা সফটওয়্যার ব্যবহার করে ফ্রিতে, সরাসরি অনলাইনের মাধ্যমে যে কোন প্রকার ডিজাইন করতে পারবেন।
আমরা ব্লগিং করি, ব্লগিং করার ক্ষেত্রে আমরা আর্টিকেল রিলেটেড যে থাম্বনেইল প্রয়োজন হয়, সেটি আমরা ক্যানভার সাহায্যে তৈরি করে নিতে পারি একদম ফ্রিতে।
তাছাড়া, আপনি যদি নিজের উইন্ডোজ কম্পিউটারে ক্যানভা সফটওয়্যার ডাউনলোড করেন তাহলে সেই সুবিধা পেয়ে যাবেন।
আপনি যদি অনলাইন সোশ্যাল মিডিয়া গুলোতে কোন কিছু পাবলিশ করতে চান। তাহলে ক্যানভা ব্যবহার করে, গ্রাফিক্স ডিজাইন এখান থেকে করতে পারবেন।
উক্ত সফটওয়্যারে বিভিন্ন ধরণের ইউনিভারসাল টুল, অনেক গুলো টেমপ্লেট ইত্যাদি গুলো ব্যবহার করে, যে কোন ডিজাইন তৈরি করতে পারবেন।
উক্ত সফটওয়্যার ব্যবহার করে আপনি যে সকল চিত্র ডিজাউন করতে পারবেন। সেগুলো হলো-
- Whiteboard
- Logo
- Facebook Post
- Website
- Flyer (portrait)
- Business Card
- Facebook Cover
- Video
- News letter
- Poster (portrait)
- Resume ইত্যাদি।
উক্ত সকল মাধ্যম ব্যবহার করে জনপ্রিয় ডিজাইন গুলো তৈরি করা যায়।
আপনি যদি এটি ব্যবহার করতে চান। তাহলে আজই সফটওয়্যারটি ডাউনলোড বা সরাসরি অনলাইনে কাজ করুন।
আরো পড়ুনঃ
- লোগো ডিজাইন সফটওয়্যার , লগো ডিজাইন করে ঘরে বসে আয় করুন
- ওয়েব ডিজাইন কি, কিভাবে, কোথায় শিখবেন, খুটিনাটি বিষয় [অনলাইনে আয়]
Vector Graphics (ফ্রি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার)
Vectr গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এখানে আপনি বিভিন্ন ধরণের প্রজেক্ট তৈরি এবং ডিজাইন তৈরি করতে পারবেন।
আপনার ওয়েবসাইট এর জন্য যদি কোন প্রকার গ্রাফিক্স ডিজাইন করতে হয়, তাহলে উক্ত সফটওয়্যার ব্যবহার করে অনলাইন এবং অফলাইন এরমাধ্যমে করতে পারবেন।
এছাড়া এই সফটওয়্যার ব্যবহার করে টি-শার্ট প্রিন্ট এর মতো এডভার্স গ্রাঢিক্স ডিজাইন এর কাজ গুলো করতে পারবেন।
উক্ত সফটওয়্যার অনেক সহজ। যে কোন লোক এই সফটওয়্যার ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইন এর কাজ করতে পারবে।
আপনি উক্ত সফটওয়্যার নিয়ে গ্রাফিক্স ডিজাইন করতে চাইলে। আলাদা করে কোন কিছু শিখতে হবে না।
তাই আপনি টাকা নষ্ট না করে, উক্ত সফটওয়্যার আপনার কম্পিউটারে ডাউনলোড করুন বা সরাসরি অনলাইনে গ্রাফিক্স ডিজাইন এর কাজ করুন।
Gravit Designer (ফ্রি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার)
Gravit designer সফটওয়্যারটি আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন।
বর্তমানে যারা, নতুন করে গ্রাফিক্স ডিজাইন এরকাজ শুরু করছে চান। তাদের জন্য অনেক কিছু শেখার উপায় এই সফটওয়্যারে আছে।
Import ও Export এর জন্য এই সফটওয়্যার jpeg, pdf, Svg ইত্যাদি ফরম্যাট সাপোর্ট করে।
একটি কম্পিউটার ও অনলাইন ভার্সন দুই ভাবে ব্যবহার করা যাবে।
আপনার উইন্ডোজ, নিলাক্স, ক্রোম ওএস, ওয়েব সকল প্লাটফর্ম এর জন্য ব্যবহার করতে পারবেন।
আপনি Gravit designer সফটওয়্যারে Badges, Emojis, Form ও Illustrations ইত্যাদি পেয়ে যাবেন। যেগুলো কে নিজের হিসেবে এডিট করতে পারবেন।
আপনি যদি গ্রাফিক্স ডিজাইন করতে আগ্রহী থাকেন। তাহলে উক্ত গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার ডাউনলোড করুন। বা সরাসরি অনলাইনে কাজ করুন।
GIMP (ফ্রি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার)
GIMP ফ্রি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার অনেক শক্তিশালী গ্রাফিক্স এডিটর। যা আপনি একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন।
উক্ত সফটওয়্যারের ইউজার ইন্টারফেস অনেক সহজ ও ভালো।
এই সফটওয়্যারটি মূলত একটি Open source image editor এর মাধ্যমে ছবি দিয়ে বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারবেন।
উক্ত সফটওয়্যারটি প্রায় এডবি ফটোশপ এর মতো।
আরো পড়ুনঃ
- ওয়েব ডিজাইন কি, কিভাবে, কোথায় শিখবেন, খুটিনাটি বিষয় [অনলাইনে আয়]
- অনলাইনে মাসে কত টাকা আয় করা যায়। (দেখে চমকে যাবেন)
গ্রাফিক্স ডিজাইন এর কাজ করার জন্য এখানে বিভিন্ন টুল আইকন, কাস্টমাইজেশন অশপন ও লেয়ার সেটআপ অপশন পেয়ে যাবেন।
আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান। তাহলে এখনি উক্ত সফটওয়্যারটি আপনার কম্পিউটারের জন্য ডাউনলোড করুন।
Easel.ly (ফ্রি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার)
Easel.ly একটি ইনফগ্রাফিক্স মেকার। যেখানে আমরা রিপোর্ট, প্রেজেন্টেশন ইত্যাদি তৈরি করতে পারি।
আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন। তাহলে উক্ত টুলস আপনার কাছে লাগবে।
এখানে ইনফগ্রাফিক্স তৈরি করার জন্য আপনার অনেক Moving People, Various Lines ও Diagrams এর আইকন পেয়ে যাবেন।
উক্ত সফটওয়্যারের মাধ্যমে আপনারা অনেক আলাদা আলাদা ইনফগ্রাফিক্স তৈরি ও এডিট করতে পারবেন। এবং পিডিএফ, জেপিইজি ফরম্যাট করে ডিসপ্লে করতে পারবেন।
আপনি উক্ত সফটওয়্যার ব্যবহার করে, বেসিক কাজ গুলো ফ্রিতে করতে পারবেন। আপনি যদি প্রিমিয়াম ভাবে কাজ করতে চান। তাহলে আপনাকে কিছু টাকা খরচ করতে হবে।
উক্ত সফটওয়্যার গুলো ছাড়া আপনি আরো, বিভিন্ন ধরণের গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার পেয়ে যাবেন। যা একদম বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
আমরা আপনাকে বাছাইকৃত কিছু জনপ্রিয় গ্রাফিক্স ডিজাইন এর সফটওয়্যার বিষয়ে বলেছি।
আপনি যদি উক্ত সফটওয়্যার ব্যবহার করে, গ্রাফিক্স ডিজাইন এর কাজ করা শুরু করুন তাহলে অল্প সময়ে মধ্যে শিখে নিতে পারবনে।
আরো পড়ুনঃ
- গ্রাফিক্স ডিজাইন কি? গ্রাফিক্স ডিজাইন এর চাহিদা ও চাকরির সুযোগ
- গ্রাফিক্স ডিজাইন করে আয় করার 13 টি জনপ্রিয় উপায়
শেষ কথাঃ
তো বন্ধুরা, আজ আমাদের এই আর্টিকেল থেকে শিখতে পারলেন, গ্রাফিক্স ডিজাইন এর সফটওয়্যার ফ্রিতে কোন গুলো ব্যবহার করা যায়।
আপনি যদি গ্রাফিক্স ডিজাইন পুরোপুরি ভাবে শিখতে পারেন। তাহলে গ্রাফিক্স ডিজাইনিং করে অনলাইন থেকে ভালো পরিমাণের টাকা আয় করতে পারবেন।
ট্যাগঃ ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার ডাউনলোড করুন ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার ডাউনলোড করুন ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার ডাউনলোড করুন
ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার ডাউনলোড করুন ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার ডাউনলোড করুন ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার ডাউনলোড করুন
আমাদের দেওয়া আর্টিকেল আপনার কাছে কেমন লাগলো অবশ্যই একট কমেন্ট করে জানাবেন। আমাদের সাইট থেকে নিয়মিত নতুন নতুন আর্টিকেল পড়তে চাইলে জে-আইটি ভিজিট করুন।