বর্তমানে একটি ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসার অন্যতম একটি মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া। এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক হল অন্যতম। অনেক সময় দেখা যায় ফেসবুক থেকে বিভিন্ন ওয়েবসাইটের ডোমেইনগুলো কে ব্লক করে দেয়া হয়। এতে করে ওয়েবসাইটের লিংক ফেসবুকের কোথাও শেয়ার করা সম্ভব হয় না। ফেসবুকে ডোমেইন ব্লক হয়ে গেলে, কিভাবে ফেসবুক থেকে ডোমেইন খুলবেন, ডোমেইন ব্লক খোলার নিয়ম ও সমাধান নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। (Unblock Domain from Facebook)
যেহেতু ফেসবুক হল ওয়েবসাইটে ভিজিটর আনার ভালো একটি মাধ্যম। যখন ফেসবুক করতে একটি ওয়েবসাইটের ডোমেইন ব্লক করে দেওয়া হয় তখন কিন্তু ফেসবুক থেকে আর ভিজিটর আনা সম্ভব হয় না। এবং এই সমস্যায় পড়ে অনেকেই হন্য হয়ে খুঁজছেন কিভাবে এর প্রতিকার করা যায়।
তো বন্ধুরা প্রথমে আমাদের জানতে হবে ফেসবুক কেন ডোমেইনগুলো কে ব্লক করে দেয়ঃ
ফেসবুকে ডোমেইন ব্লক হয় কেন?
হোক বিভিন্ন কারণে আপনার ওয়েবসাইটের ডোমেইনকে ব্লক করে দিতে পারে। ব্লক করার অন্যতম কারন গুলোর মধ্যে প্রথমেই যে কারণ সেটি হল অতিরিক্ত শেয়ার করা। আমি নিম্নে কিছু কারণ উল্লেখ করছি যেগুলোর কারণে ফেসবুক আপনার ওয়েবসাইটের ডোমেইন ব্লক করে দিতে পারে।
ফেসবুকে ডোমেইন ব্লক হওয়ার কারনঃ
- ফেসবুকে ওয়েবসাইট এর লিংক অতিরিক্ত শেয়ার করলে।
- একই লিংক বারবার শেয়ার করলে।
- ফেসবুকের কমিউনিটি গাইডলাইন এর পরিপন্থী কোনো তথ্য শেয়ার করলে।
- আপনার শেয়ারকৃত প্রশ্ন কেউ রিপোর্ট করলে। এ বিষয়টি বর্তমানে আমাদের বাংলাদেশে খুব বেশি হচ্ছে। যদি কারো সাথে কারণ কোন মতবিরোধ থাকে বা মনোমালিন্য থাকে তাহলে সেই ব্যক্তি ফেসবুকে বিভিন্ন ভাবে ক্ষতি করার চেষ্টা করে। এবং তারই ফলশ্রুতিতে আপনার ওয়েবসাইটের লিংক রিপোর্ট করতে পারে। আপনার কোন লিংকে রিপোর্ট করলে ফেসবুক সেটিকে তাৎক্ষণিকভাবে ব্লক করে দেয়।
- স্প্যাম কোন তথ্য ফেসবুকের মাধ্যমে শেয়ার করলে বা ছড়ালে। কেননা ফেসবুক স্পামিং পছন্দ করেন না।
- মিথ্যা কোনো তথ্য সত্য বলে বিভিন্নভাবে ফেসবুকের মাধ্যমে প্রচার বা প্রসার করলে আপনার ডোমেইনটি ব্লক হয়ে যেতে পারে।
- সমাজ রাষ্ট্র বা কোন ধর্মকে আঘাত করে কোন তথ্য দিয়ে সেটি ফেসবুকে শেয়ার করলেও ফেসবুক আপনার ডোমেইন কে ব্লক করে দিতে পারে।
- রাজনৈতিক অপপ্রচার অথবা কাউকে হেয় প্রতিপন্ন করে কোনো তথ্য ফেসবুকের মাধ্যমে প্রচার করলে আপনার ওয়েবসাইট ব্লক করে দিতে পারে।
বন্ধুরা আমরা এতক্ষন জানলাম ফেসবুকে ডোমেইন ব্লক হয় কেন। উপরে অনেকগুলো তথ্য দেয়া হয়েছে এগুলোর যে কোন একটা কারণে আপনার ডোমেইনটি ফেসবুক ব্লক করে দিতে পারে। এছাড়াও আরো বিভিন্ন কারণ রয়েছে যেগুলোর কারণেও হতে পারে।
ইতোমধ্যে যদি আপনার কোনো ডোমেইন ফেসবুক করতে থাকে তাহলে কিভাবে সেটিকে আনব্লক করবেন তাইতো। চিন্তা নেই যেহেতু একটি সমস্যা হয়ে গেছে সমাধান অবশ্যই আছে। আমি নিচে কিছু টিপস শেয়ার করছি এগুলো ফলো করলে আপনার ওয়েব ডোমেইনটি আনব্লক হয়ে যাবে। যদি তারপরও আনলক না হয় তাহলে চিন্তা নেই আমি আছি তো। আমি আপনার ডোমেইন আমি ব্লক করে দেব।
আরও পড়ুনঃ কিভাবে বাংলা লেখালেখি করে প্রতিদিন 500 থেকে 1000 টাকা আয় করবেন।
ডোমেইন ব্লক হলে কিভাবে আনব্লক করবেনঃ
আপনার ডোমেইনটি যদি ফেসবুক ব্লক করে দেয় তাহলে এটি খোলার দুটি উপায় রয়েছে। আমি নিচে দুটি উপায়ে এক্সপ্লেইন করছি, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটি ফলো করতে পারবেন।
তবে হ্যাঁ আপনি যেভাবেই ফেসবুক আনব্লক এর জন্য চেষ্টা করুন না কেন, সে কাজটি আপনাকে দক্ষতার সাথে করতে হবে অন্যথায় আপনার ডোমেইনটি কিন্তু আনব্লক করতে পারবেন না। “unblock url from Facebook”
ফেসবুকে ডোমেইন ব্লক খোলার নিয়মঃ
ফেসবুক টিম এর কাছে আবেদন করেঃ
দুটি নি আমার মধ্যে প্রথমটি হলো ফেসবুক টিমকে আপনি আবেদনের মাধ্যমে জানাতে পারেন আপনার ডোমেইনটি ব্লক হয়ে গিয়েছে। কিন্তু আপনি ফেসবুক পরিপন্থী কোনো কাজ করেননি, বা ভুলবশত করে থাকলেও সেটি আর পরবর্তীতে করবেন না এই মর্মে একটি আবেদন করুন।
আপনার বন্ধু বান্ধব পরিচিত জন যারা রয়েছে তাদের কেউ বলুন এভাবে একটি আবেদন করে দিতে। এভাবে কয়েকজন আবেদন করলেই আনব্লক হয়ে যাবে।
Read More: অনলাইনে আয় করার কয়েকটি অভিনব কৌশল [ইনকাম হবে 100%]
আবেদন করার নিয়মঃ
স্টেপ #১ঃ ফেসবুক আনব্লক করার জন্য প্রথমে এই লিংক এ ক্লিক করুন। অতপর নিচের মতো একটি পেজ আসবে।
স্টেপ #২ঃ তারপর উপরে লাল চিহ্নিত বক্সে আপনার ডোমেইন লিখুন এবং Debug বাটুনে ক্লিক করুন। নিচের মতো একটি পেজ আসবে।
স্টেপ #৩। তারপর উপরের ইমেজের মতো একটি মেসেজ শো করবে। সেখান থেকে লাল চিহ্নিত Let us know লেখার উপর ক্লিক করুন। নিচের মতো একটি পৃষ্ঠা আসবে।
স্টেপ #৪ঃ তারপর উপরের ছবির মত একটি পৃষ্ঠা আসবে। সেখানে খালি জায়গাটিতে নিচে দেয়া অ্যাপ্লিকেশন ফরমেট ফলো করে একটি এপ্লিকেশন লিখবেন। এবং সেন্ড বাটনে ক্লিক করবেন।
এবং ভিন্ন ভিন্ন ফরমেটে আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন বা অন্যান্য আরো কয়েকজনের অ্যাকাউন্ট থেকে আবেদন করবেন। এতে কয়েকদিনের মধ্যেই আপনার ডোমেইন টি আনলক হয়ে যাবে।
ফেসবুক থেকে ডোমেইন আনব্লক করার আবেদন ফরমেটঃ
ডোমেইন আনব্লক করার জন্য নিচে দেওয়া ফরমেট অনুযায়ী আপনার অ্যাপ্লিকেশনটি লিখতে পারবেন এবং আপনি চাইলে এখানে কোন লাইন যোগ অথবা বিয়োগ করতে পারবেন। নিচে দেওয়া ফরম এটি শুধুমাত্র আপনাদের বোঝার জন্য দেয়া হলো। আপনি চাইলে আপনার নিজের মত করে ও অ্যাপ্লিকেশনটি লিখতে পারবেন এটা সম্পূর্ণই আপনার ইচ্ছা। “website URL unblock application format”
Hello Dear,
My name is “Your Name” from “your country”. I would like to let you know that my website “your domain name” have been blocked on Facebook. Facebook and prohibited me to share my website links over my pages, timeline and message. I firmly believe that my website was blocked mistakenly.I didn’t any activities against Facebook Publication policies and community guidelines. I apologize if I have broken any Facebook policy by mistake. Therefore, I would like to humbly request you to unblock my website and enable sharing.
Thanks By
“Your Name”
Address
Domain: “Website Link“
২য় নিয়মে ফেসবুক থেকে ওয়েবসাইট ইউআরএল আনব্লক করার নিয়মঃ
উপরে উল্লেখিত নিয়মে যদি আপনার ডোমেইনটি আনব্লক না হয় সে ক্ষেত্রে আপনি চাইলে নিচের স্টেপ গুলো ফলো করতে পারেন। এভাবেও আনব্লক করা সম্ভব।
- প্রথমে ফেসবুক ম্যানেজার এ গিয়ে একটি অ্যাড একাউন্ট তৈরি করুন।
- এবং সে এর অ্যাকাউন্ট থেকে কমপক্ষে একটি অ্যান্ড রানিং করুন।
- আপনার অ্যাড একাউন্ট রানিং হয়ে গেলে সেই একাউন্ট এর রেফারেন্স দিয়ে সরাসরি ফেসবুক টিমকে জানান। তারা আপনার ডোমেইন আনব্লক করার প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। এবং আপনার ডোমেইন 2 থেকে 48 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে।
আরও পড়ুন:
- গ্রাফিক্স ডিজাইন করে আয় করার 13 টি জনপ্রিয় উপায়
- অনলাইন ইনকাম এর ট্রাস্টেড সাইট- বিস্তারিত জানুন!!
- Logo Design করতে ডাউনলোড করে নিন 59 ডলার মূল্যের EximiousSoft Logo Designer
ডোমেইন আনব্লক করার পর করনীয়ঃ
আপনার ডোমেইনটি যদি একবার ব্লক হয়ে যায়, এবং সেটি আনব্লক করার পর খুব সতর্কতার সাথে ফেসবুকে শেয়ার করতে হবে।
- বেশি বেশি লিংক শেয়ার থেকে বিরত থাকুন।
- একই লেখা বারবার শেয়ার করা থেকে বিরত থাকুন।
- মিথ্যা অপপ্রচার বন্ধ করুন।
- ভুয়া/স্কেম কোন নিউজ প্রকাশ করা থেকে বিরত থাকুন।
- ফেসবুকের কমিউনিটি গাইডলাইন এর পোস্ট শেয়ার করবেন না।
- কোন ধর্ম, কোন দেশ বা কোন ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করে কোনো পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকুন।
ফেসবুকে ডোমেইন ব্লক হলে কিভাবে শেয়ার করবেনঃ
যখন আপনার ওয়েবসাইটের ডোমেইনটি ফেসবুক ব্লক করে দেবে তখন ফেসবুক মেসেঞ্জার বা চ্যাটিংয়ের মাধ্যমে আপনার ওয়েবসাইটের লিঙ্ক টি কারো সাথে শেয়ার করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার যদি বেশি প্রয়োজন হয় আপনার লিংকটি কারো সাথে শেয়ার করা তাহলে নিচে দেয়া পদ্ধতি গুলো ফলো করে আপনার ওয়েবসাইটের লিংক কিন্তু শেয়ার করতে পারবেন।
ডোমেইন ব্লক হলে লিংক শেয়ার করার উপায়ঃ
- আপনার ওয়েব সাইটের লিংকটি নোটপ্যাডে লিখুন তারপর সেটি যেকোনো একটি নাম দিয়ে সেভ করে সে ফাইলটি সেয়ার করুন।
- আপনার ওয়েব সাইটের লিংকটি গুগোল ড্রাইভ অথবা গুগল সাইট এর যে কোন এক জায়গায় লিংক করুন। তারপর সেই ড্রাইভ বা সাইটের লিংকটি শেয়ার করুন।
- আপনার ওয়েব সাইটের লিংকটি যেকোনো URL Shortner দিয়ে লিংকটি শর্ট করে শেয়ার করুন।
- এছাড়াও আপনি ডক, এক্সেল বা যেকোনো ফাইল করে সে ফাইলটি সেয়ার করতে পারবেন।
ডোমেইন ব্লক ও আনব্লক সম্পর্কে কিছু জরুরী প্রশ্নোত্তর
প্রশ্নঃ ফেসবুক থেকে আমার ওয়েবসাইট এর কমেন্ট ব্লক হয়ে গিয়েছে এখন আমি কি করব?
উত্তরঃ এই আর্টিকেলে আমি যে নিয়ম গুলো দেখেছি সেগুলো ফলো করেন আশাকরি আনব্লক হয়ে যাবে।
প্রশ্নঃ ডোমেইন আনব্লক হতে কতদিন সময় লাগে?
উত্তরঃ ডোমেইন আনব্লক এর জন্য আবেদন করলে 2 ঘন্টা থেকে শুরু করে 48 ঘণ্টার মধ্যে আনব্লক হয়ে যায়।
প্রশ্নঃ ডোমেইন আনব্লক নিয়ে বিভিন্ন জনে অনেক সার্ভিস দিয়ে থাকে সেগুলো সার্ভিস নেব কিনা?
উত্তরঃ আপনি নিজে নিজে চেষ্টা করুন যদি কোনো কারণে আনব্লক না হয় তাহলে যে কোনো একটি সার্ভিস নিতে পারেন।
প্রশ্নঃ ডোমেইন আনব্লক করার জন্য কত টাকা খরচ হয়?
উত্তরঃ ফেসবুকে যদি আপনার ওয়েবসাইটের ডোমেইনটি ব্লক হয়ে যায় তবে সেটা আনব্লক করতে কোন খরচ হয় না। তবে হ্যা আপনি যদি এই কাজটি অন্য কাউকে দিয়ে করিয়ে নেন তাহলে তার পারিশ্রমিক বাবদ 500 টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত লাগতে পারে। কেননা যে কাজটি করবে তার অনেক সময় ব্যয় হবে।
প্রশ্নঃ ডোমেইন একবার আনব্লক হয়ে গেলে পরে কি আবার ব্লক হতে পারে?
উত্তরঃ হ্যাঁ আপনার ডোমেইন একবার আনব্লক করার পর আপনার একটিভিটিস এর ওপর নির্ভর করে আপনার ডোমেইনটি আবার ব্লক হতে পারে। তবে আমার দেখা মতে যেগুলো ডোমেইন ইতিমধ্যে আমরা আনব্লক করে দিয়েছি বা ইউজাররা আনব্লক করেছে তাদের কোনো ডোমেইন এখনো পর্যন্ত দ্বিতীয় বার ব্লক হওয়া দেখা যায়নি।
প্রশ্নঃ ফেসবুক ডোমেইন কেন ব্লক করে দেয়?
উত্তরঃ বেশি শেয়ার, স্পামিং, মিথ্যা প্রচারণা, ইলিগ্যাল কোনো প্রচারণা করলে ফেসবুক আপনার ডোমেইন ব্লক করে দিতে পারে।
প্রশ্নঃ আমি সব সময় লিগেল কাজ করি এবং ফেসবুকের সমস্ত গাইডলাইন মেনে চলি তবুও আমার ডমেইন ব্লক করে দিয়েছে কেন?
উত্তরঃ ফেসবুক হয়তোবা আপনার ডোমেইনটির কোন দিক কোন একটি ত্রুটি পেয়েছিল সে জন্যই আপনার ডোমেইনটি ব্লক করে দিয়েছে যেটি আপনি জানেন না। ফেসবুকে এমন কিছু নীতিমালা বা প্রাইভেসি রয়েছে যেগুলো এখনও আমরা অনেকেই জানি না যার কারণে আমরা মনে করি আমরা কোন দোষ করিনি।
প্রশ্নঃ আমার ডোমেইনটা আপনি কি আনব্লক করে দিতে পারবেন?
উত্তরঃ হ্যাঁ পারব তবে এর জন্য আমাদের যে সময় ব্যয় হবে তার একটি পারিশ্রমিক হিসেবে আপনাকে পে করতে হবে।
প্রশ্নঃ ডোমেইন আনব্লক করতে আপনারা কত টাকা নেন?
উত্তরঃ BDT 1000 ।
ডোমেইন আনব্লক সার্ভিস
আপনার ডোমেইনটির যদি ফেসবুকে ব্লক হয়ে যায় আপনি যদি কোনভাবে আনব্লক করতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 100% গ্যারান্টি সহকারে আপনার ডোমেইনটি 6-48 ঘণ্টার মধ্যে আনব্লক করে দেব। এবং কিছু শর্তসাপেক্ষে আমরা আপনার কাজটা আগে করে দেব এবং পরে আপনাকে পে করতে হবে।
আপনি যদি ডোমেইন আনব্লক করাতে চান তাহলে সরাসরি এখানে ম্যাসেজ করুনঃ
ফেসবুকে আমি, মেসেজ করতে এখানে ক্লিক করুন।
অথবা সরাসরি আপনার মোবাইল নম্বর সহ আমাদের মেইল করুনঃ [email protected]
অথবা আপনার মোবাইল নম্বর সহ কমেন্ট করুন।