দরখাস্ত লেখার নিয়ম : বর্তমান সময়ে, আমাদের দৈনন্দিন কাজে বিভিন্ন দরখাস্ত লেখার প্রয়োজন হয়। তবে আমরা অনেকে সঠিকভাবে দরখাস্ত লেখার নিয়ম জানি না।
দরখাস্ত লেখার নিয়ম না জানার কারণে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা জানি একটি দরখাস্ত সেই আদি যুগ থেকেই প্রচলিত।
প্রাচীন ইতিহাস দেখলে দেখতে পারবেন। বিভিন্ন ভাষায় বিভিন্ন ধরনের আবেদন পত্রের উৎস খুঁজে পাওয়া যায়।
তাই আজকের এই আর্টিকেলে দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়ার চেষ্টা করব। আপনি যদি এ বিষয়ে ধারণা পেতে চান তাহলে আমাদের লেখাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
দরখাস্ত কিভাবে লিখব ?
দরখাস্ত লেখার অনেক ধরনের নিয়ম আছে। অনেকেই চাকরির দরখাস্ত লিখেন, কেউ অফিসের বিশেষ প্রয়োজনের দরখাস্ত লিখেন, আবার কেউ কেউ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছুটি নেওয়ার জন্য দরখাস্ত লিখেন।
যারা শিক্ষার্থী অবস্থায় রয়েছে তারা স্কুল এবং কলেজ থেকে, প্রতিষ্ঠান প্রধানের কাছে বিভিন্ন বিষয়ে দরখাস্ত লিখেন।
তো দরখাস্ত যে বিষয়ে হোক না কেন ? যার কাছেই হোক না কেন? দরখাস্ত লেখার একটি নিয়ম রয়েছে। তবে কাজের ধরন অনুযায়ী দরখাস্ত লেখার নিয়ম আলাদা হয়ে থাকে।
আপনি যদি দরখাস্ত লেখার একটি নিয়ম অনুসরণ করতে পারেন। তাহলে খুব সহজে যেকোনো ধরনের দরখাস্ত লিখতে পারবেন।
কেন দরখাস্ত লেখার নিয়ম জানা প্রয়োজন ?
বর্তমানে শিক্ষা জীবন থেকে শুরু করে, চাকরির পর্যন্ত বিশেষ কিছু দরখাস্ত লেখার প্রয়োজন পড়ে। বিশেষ করে, আপনি যদি কোন প্রতিষ্ঠান হাতে, ছুটি নিতে চান? সেক্ষেত্রে অবশ্যই ছুটির দরখাস্ত লিখতে হবে। ছুটির দরখাস্ত না লেখা পর্যন্ত ছুটি মঞ্জুর হবে না।
তবে আমাদের দরখাস্তে সঠিক দরখাস্ত লেখার নিয়ম না জানার কারণে, আমরা অনেকে দরখাস্ত লিখতে পারি না। আবার অনেকে আছে, দরখাস্ত লিখতে পারেন। কিন্তু সঠিক নিয়মে দরখাস্ত লিখতে পারেন না।
আবার অনেকেই আছে যারা লোক লজ্জার ভয়ে, অন্য কারোর সহযোগিতা নিতেও পারে না। অনেক সময় যারা চাকরি যত অবস্থায় থাকে বিভিন্ন দরখাস্ত লেখার দরকার হয়। তখন দরখাস্ত না লেখার কারণে, তাদের চাকরিগত অনেক সমস্যার সৃষ্টি হয়।
দরখাস্ত লেখার নিয়ম
বর্তমান সময়ে প্রযুক্তির কল্যাণে এখন আপনারা চাইলে, যেকোনো সময় দরখাস্ত সঠিক নিয়মে লিখতে পারবেন। তো আপনারা যারা দরখাস্ত লেখার নিয়ম জানতে চান?
তারা সঠিক একটি ওয়েবসাইটে প্রবেশ করেছেন। আমরা এখানে বিভিন্ন ক্যাটাগরির দরখাস্ত লেখার নিয়ম জানিয়ে দেব।
যে নিয়ম গুলো অনুসরণ করে আপনারা ইস্কুল জীবন থেকে শুরু করে চাকরি জীবন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
দরখাস্ত লেখার নিয়ম 2023
দরখাস্ত লেখার নির্দিষ্ট নিয়ম আছে। যে নিয়ম গুলো বাদ দিয়ে দরখাস্ত লিখলে বাতিল হয়ে যাবে। আপনার যে কোন ক্যাটাগরির দরখাস্ত লিখেন না কেন? দরখাস্ত লেখার সময আপনাকে অবশ্যই সঠিক নিয়ম অবলম্বন করতে হবে। যেমন-
- দরখাস্তের প্রথমে সঠিক ভাবে তারিখ লিখতে হবে।
- প্রাপক, যার কাছে দরখাস্ত লিখবেন তার নাম, পদবী এবং ঠিকানা লিখতে হবে।
- দরখাস্তের বিষয় লিখতে হেব।
- জনাব, স্যার, ম্যাডাম, মহোদয়, মহাত্মন ইত্যাদি লিখতে হবে।
- দরখাস্তের বিষয়ে গঠন মূলক বর্ণনা করতে হবে।
- আবেদনকারীর নাম এবং ঠিকানা উল্লেখ করতে হবে।
দরখাস্ত লেখার নিয়ম (নমুনা)
আপনাদের কাজের ধরণ অনুযায়ী বাংলা দরখাস্ত লেখার নিয়ম আলাদা আলাদা হবে। কেউ চেষ্টা করলে সব ধরণের দরখাস্ত একই নিয়মে ব্যবহার করতে পারবেন না।
কিন্তু দরখাস্ত লেখার ফরমেট কিন্তু একই রকম। তারপরেও সকলের সুবিধার জন্য সব থেকে বেশি ব্যবহার করা, কয়েকটি দরখাস্তের নমুনা আপনাকে জানাব।
বিভিন্ন দরখাস্ত লেখার নিয়ম ও নমুনা জানতে নিচের অংশ টি মনযোগ দিয়ে পড়ুন।
দরখাস্ত লেখার নিয়ম (১)
তারিখঃ ১২/০৬/২০২৩ ইং
বরাবর
প্রধান শিক্ষক
এখানে স্কুলের নাম ও ঠিকানা লিখতে হবে।
বিষয়ঃ বড় বোনের বিয়ের জন্য ছুটির আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি (এখানে আবেদনকারীর নাম), শ্রেণীঃ দশম, রোল নংঃ ১২। আপনার বিদ্যালয়ের নিয়মিত একজন ছাত্র। আমার বড় বোনের বিয়ে উপলক্ষ্যে আগামী ১৩ জুন ২০২৩ ইং তারিখ হতে ১৭ জুন ২০২৩ ইং পর্যন্ত ছুটির প্রয়োজন। তাই আপনার নিকট একখানা আবেদন করিলাম।
অতএব, মহোদয় সমীপে আকুল আবেদন যে, উপরিউল্লিখিত বিষয়ে সু-দৃষ্টি রেখে আমাকে ০৫ দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।
নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
আবেদনকারীর নাম
শ্রেণীঃ দশম
রোল নংঃ ১২
দখাস্ত লেখার নিয়ম (২)
তারিখঃ ১২/০৬/২০২৩ ইং
বরাবর
প্রধান শিক্ষক
স্কুলের নাম লিখতে হবে
স্কুলের ঠিকানা লিখতৈ হবে।
বিষয়ঃ ছাড়পত্রের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি মোঃ শফিকুল ইসলাম, আমি আপনার বিদ্যালয়ের ৯ম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী। আমার বাবা একজন ব্যাংক অফিসার। তার বদলি জনিত কারণে, ঢাকা হতে ময়মনসিং বদলি হওয়ায় আপনার স্কুলের আর অধ্যয়ন করা সম্ভব হচ্ছে না।
অতএব, মহোদয়ের নিকট সবিনয় আবেদন এই যে, আমার বাবার বদলি জনিত কারণে আমাকে একখানা ছাড়পত্র প্রদানের আপনার সু-আজ্ঞা হয়।
নিবেদন
আপনার একান্ত অনুগত ছাত্র
মোঃ শফিকুল ইসলাম
শ্রেণিঃ ৯ম
রোল নংঃ ২১
দরখাস্ত লেখার নিয়ম (৩)
তারিখঃ ১২ জুন ২০২৩ ইং
বরাবর,
সভাপতি
ঢাকা, বাংলাদেশ।
বিষয়ঃ কম্পিউটার অপারেটর পদের জন্য আবেদন।
মহোদয়,
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, গত ১২ জুন ২০২৩ ইং তারিখ প্রথম আলো অনলাইন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি’র মাধ্যমে জানতে পারলাম, “কম্পিউটার অপারেটর” পদে আপনার প্রতিষ্ঠানে ১ জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে।
আমি উক্ত পদের জন্য একজন আগ্রহী প্রার্থী। আর ব্যক্তিগত তথ্য এবং শিক্ষাগত যোগ্যতার যাবতীয় তথ্য মহোদয়ের নিকট উপস্থাপন করা হলো
জীবন বৃত্তান্ত
নাম : কককককককককক
পিতার নাম : খখখখখখখখ
মাতার নাম : গগগগগগগগ
জন্ম তারিখ : ১২/১২/১৯৯০ ইং
বর্তমান ঠিকানা : গ্রামের নাম : , ডাকঘরের নাম : , উপজেলার নাম : , জেলার নাম : ।
স্থায়ী ঠিকানা : গ্রামের নাম : , ডাকঘরের নাম : , উপজেলার নাম : , জেলার নাম : ।
জাতীয়তা : বাংলাদেশী
ধর্ম : ইসলাম
বৈবাহিক অবস্থা : বিবাহিত
মোবাইল নম্বর : ০১৯******১০
ই-মেইল : [email protected]
শিক্ষাগত যোগ্যতা :
পরীক্ষার নাম | বোর্ড এর নাম | পাশের সাল | প্রাপ্ত জিপিএ/সিজিপিএ |
এসএসসি | ঢাকা | ২০১৪ | ৪.২০ |
এইচএসসি | ঢাকা | ২০১৬ | ৩.৮৮ |
অনার্স | জাতীয় বিশ্ববিদ্যালয় | ২০২০ | ৩.৩৩ |
মাস্টার্স | জাতীয় বিশ্ববিদ্যালয় | ২০২১ | ৩.২৮ |
অতএব, মহোদয় সমীপে আকুল আবেদন যে, আমাকে আপনার প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ প্রদানে আপনার একান্ত সু-আজ্ঞা হয়।
সংযুক্তি কাগজপত্র :
- ০২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ফটোকপি।
- চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্বের সনদপত্র।
নিবেদক
আবেদনকারীর নাম ও স্বাক্ষর
মোবাইল নম্বর।
শেষ কথাঃ
আপনারা যারা স্কুল, কলেজ থেকে চাকরির আবেদন করার দরখাস্ত লেখার নিয়ম জানতে চান? তারা উপরে উল্লিখিত আলোচনা অনুসরণ করে, দরখাস্ত লেখার নিয়ম অনুযায়ী যে কোন দরখাস্ত লিখতে পারবেন।
আর দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে আপনার যদি কোন প্রশ্ন থাকে। তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ…