গুগল এডসেন্স পিন ভেরিফাই ছাড়া এড্রেস ভেরিফিকেশন করার নিয়ম সম্পর্কে জানতে চাইলে। আমাদের আজকের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
তো আপনারা যারা ওয়েবসাইট থেকে বা youtube থেকে google এডসেন্স অনুমোদন পেয়েছেন।
তারা এখনো, এড্রেস ভেরিফাই করার জন্য চিঠি পাননি তাদের জন্য করনীয় কি ? সে বিষয়ে আমাদের এই আর্টিকেলে জানিয়ে দেয়া হবে।
- হাই সিপিসি কিওয়ার্ড তালিকা (গুগল এডসেন্স)
- গুগল এডসেন্স এর বিকল্প এড নেটওয়ার্ক সাইট
- এডসেন্স এর জন্য ;High Value Keyword& ক্যাটাগরি নির্বাচন
গুগল এডসেন্স পিন লেটার কি ?
ওয়েবসাইট বা ইউটিউবে গুগল অ্যাডসেন্স ব্যবহার করে টাকা ইনকাম করার জন্য। এডসেন্সের মাধ্যমে আমরা ওয়েবসাইট ও ইউটিউব থেকে আয় করার জন্য গুগল এডসেন্সের অনুমোদনের জন্য আবেদন করি।
- দ্রুত গুগল এডসেন্স পাওয়ার উপায় (জেনেনিন এখানে)
- গুগল এডসেন্স থেকে মাসে কত টাকা আয় হয় [দেখলে চমকে যাবেন]
- গুগল এডসেন্স এর যে ১০টি বিষয় জানা খুবই জরুরী
যখন ওয়েবসাইট এবং ইউটিউব এর জন্য গুগল এডসেন্স এপ্রুভ দেয় তখনই ইনকাম করার সম্ভব হয়।
আমাদের গুগল এডসেন্স একাউন্টে যখন ১০ ডলার যুক্ত হয়। তখন আমাদের এডসেন্স একাউন্ট থেকে একটি পিন ভেরিফাই চিঠি পাঠিয়ে থাকে।
আমরা গুগল এডসেন্স একাউন্টে যে, ঠিকানা যুক্ত করি সে ঠিকানায় google এডসেন্স থাকে চিঠি পাঠান।
যে চিঠির মধ্যে একটি পিন নম্বর দেওয়া থাকে সেই পিন নম্বর ব্যবহার করে, আমরা গুগল এডসেন্স একাউন্ট এর এড্রেস ভেরিফিকেশন করতে পারি।
মানে গুগল এডসেন্স একাউন্ট এর এড্রেস ভেরিফিকেশন করার জন্য চিঠি প্রয়োজন হয়।
আপনার এডসেন্স একাউন্টে ১০ ডলার হলে, যেহেতু চিঠি আসে সেহেতু যদি চিঠি না। আসে সে ক্ষেত্রে কিন্তু আপনার এডসেন্স একাউন্ট এড্রেস ভেরিফিকেশন করতে পারবেন না।
আবার আপনার ওয়েবসাইটে বা ইউটিউব থেকে গুগল এডসেন্স একাউন্টে যদি ১০০ ডলার হয়। তখন আপনারা টাকা উত্তোলন করতে পারবেন।
যদি এড্রেস ভেরিফিকেশন না করা হয়। সেক্ষেত্রে কিন্তু টাকা উত্তোলন করতে পারবেন না।
এডসেন্স একাউন্ট এড্রেস ভেরিফিকেশন করার গুরুত্ব
আমরা যারা গুগল এডসেন্স ব্যবহার করে তারা সকলে জানে গুগল এডসেন্স একাউন্টে যখন ১০ ডলার হয়ে যায়।
তখন আমাদের ঠিকানায় একটি চিঠি পাঠানো হয়। উক্ত চিঠিতে থাকা কোড ব্যবহার করে। আমাদের এডসেন্স একাউন্টের এড্রেস ভেরিফিকেশন করতে হয়।
আমরা যদি এডসেন্স স্পিন লেটার হাতে না পাই তবে কোড জানতে পারবো না এবং আমাদের এডসেন্স একাউন্টের এড্রেস ভেরিফিকেশন করতে পারবো না।
যদি এডসেন্স একাউন্টের এড্রেস ভেরিফাই না করা হয়। সে ক্ষেত্রে আপনার এডসেন্স একাউন্টে হাজার হাজার ডলার জমা হলেও, আপনি কিন্তু সেটি তুলতে পারবেন না।
মানে গুগল এডসেন্স একাউন্ট থেকে ডলার ব্যাংকে নেওয়ার জন্য অবশ্যই এড্রেস ভেরিফিকেশন করতে হবে।
আবার আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাড সেন্স এড্রেস ভেরিফাই না করতে পারেন।
তাহলে আপনার ওয়েবসাইট বা ইউটিউব ভিডিওতে বিজ্ঞাপন দেখানো বন্ধ করে দেবে।
আশা করি আপনারা বুঝতে পারছেন। গুগল এডসেন্স একাউন্ট এড্রেস ভেরিফিকেশন করা কতটা গুরুত্বপূর্ণ।
গুগল এডসেন্স লেটার না পেলে সমাধান
আমরা যারা ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করি, আমাদের গুগল এডসেন্স একাউন্টের এড্রেস ভেরিফিকেশন করার জন্য। যে চিঠি পাঠানো হয় সেটি হাতে না পায়।
সঠিক ঠিকানা দেয়ার পরেও অনেক সময় আমাদের ঠিকানায় গুগল অ্যাডসেন্স পিন লেটার আসে না তখন আমরা চিন্তায় পরে যায়।
কারণ আমরা নির্দিষ্ট কয়েকবার গুগল অ্যাডসেন্স পেন লেটার এর জন্য আবেদন করতে পারি এছাড়া আমাদেরকে একটি নির্দিষ্ট সময় প্রদান করা হয়।
যে সময়ের মধ্যে গুগল এডসেন্স এড্রেস ভেরিফিকেশন না করলে, আমাদের ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখানো হবে না।
সে সময় আপনারা যদি বারবার google এডসেন্স পিন লেটার এর জন্য আবেদন করেও হাতে না পান তাহলে সমাধান কি? এর সমাধান বিকল্প পদ্ধতি অনুসরণ করা।
আমরা যদি গুগল এডসেন্স চিঠি না পাই তবে আমাদের জাতীয় পরিচয় পত্র, এন আইডি কার্ড ব্যবহার করে, খুব সহজেই গুগল এডসেন্স একাউন্টের এড্রেস ভেরিফাই করতে পারবো।
Google আমাদেরকে এই সুযোগটি প্রদান করেছে। তাই আপনি যদি কয়েকবার এডসেন্স পেন লেটার এর জন্য আবেদন করে, জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে গুগল এডসেন্সের অ্যাড্রেস।
তো বন্ধুরা, আমরা আশা করি যে, গুগল অ্যাডসেন্স চিঠি না পেলে সমাধান কি করতে হবে। সে বিষয়ে বুঝতে পেরেছেন।
শেষ কথাঃ
তো বন্ধুরা আপনারা যারা ওয়েবসাইট থেকে বা ইউটিউব থেকে গুগল এডসেন্স অনুমোদন পেয়েছেন।
এবং গুগল এডসেন্সে ১০ ডলার বা তার বেশি আরনিং হয়েছে। সে ক্ষেত্রে অবশ্যই আপনার সঠিক ঠিকানায় পিন লেটার চলে আসার কথা।
কিন্তু দুর্ভাগ্যবশত, যদি গুগল এডসেন্স পিন ভেরিফাই চিঠি আপনার পোস্ট অফিসে না আসে।
সে ক্ষেত্রে দুশ্চিন্তা না করে আপনার জাতীয় পরিচয় পত্র ভোটার আইডি কার্ড ব্যবহার করে এডসেন্স এর এড্রেস ভেরিফাই করে নিতে পারবেন।
তো আমাদের দেওয়া তথ্যটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে। তাহলে আশা করি কমেন্ট করে জানিয়ে দিবেন।
আর বিশেষ করে, আপনার বন্ধুদের এই আর্টিকেলটি পড়ার সুযোগ করে দেয়ার জন্য একটি সোশ্যাল মিডিয়া শেয়ার করুন।
এছাড়া, গুগল এডসেন্স থেকে ইনকাম করার আরো নতুন নতুন টিপস এন্ড টিক্স পেতে, আমাদের ওয়েব সাইটে নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।