টাকা কে আবিষ্কার করেন : তোমার সময়ে চলার পথে টাকা কিন্তু সকলের প্রয়োজন। আপনার কাছে যদি টাকা পয়সা না থাকে।
তাহলে, আপনি জীবনের, অনেক মূল্যবান চাহিদা এবং সুযোগ-সুবিধা গুলো ভোগ করতে পারবেন না।
কিন্তু টাকা আবিষ্কার এর পেছনে কাদের অবদান রয়েছে। বা টাকা কে আবিস্কার করেছেন। এ সম্পর্কে আমাদের আজকের এই আর্টিকেলের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব।
তো আমরা যে টাকা খরচ করি, কখনো কি চিন্তা করে দেখেছি। টাকা আবিষ্কার করেছেন। টাকা আবিষ্কার করার বিষয়ে যদি আপনার না জানা থাকে।
তাহলে আজকের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন। আমরা এখানে টাকা আবিষ্কার করেন কে এবং টাকা আবিষ্কারের ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা দেব। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।
- পাকিস্তানের ১ টাকা বাংলাদেশের কত টাকা
- কুয়েত ১ দিনার বাংলাদেশের কত টাকা
- রাশিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা
টাকা কে আবিষ্কার করেন ?
মানুষের চাহিদা পরিবর্তন এর সঙ্গে সঙ্গে একদিন টাকা আবিষ্কার করা হয়। যেহেতু এটি বিবর্তনের ধারা অনুযায়ী সৃষ্টি হয়েছে। তাই টাকাকে আবিস্কার করেছেন, এটি সঠিক ভাবে বলা সম্ভব না।
কিন্তু আমরা বলতে পারি টাকা কোন নির্দিষ্ট ব্যক্তি আবিষ্কার করেন। কোন একটি দেশ বা কোন একটি একক সংগঠন একত্রিত / মিলিত হয়ে টাকা আবিষ্কার করেছেন।
কাগজের টাকা সর্বপ্রথম কে আবিষ্কার করেন ?
আমরা আপনাকে কাগজের টাকা সর্বপ্রথম কে আবিষ্কার করেন। এ বিষয়ে জানাতে পারব। তো কাগজের টাকা সর্বপ্রথম চালু করে চীন এর তাং রাজবংশীয়রা। তারা কাগজের নোট ব্যবহার শুরু করেন।
উক্ত রাজ বংশীয়রা প্রথম কাগজ এর নোট তৈরি করার পরে থেকে। পরবর্তীয় সময়ে এটি পুরো চীন দেশ জুড়ে ব্যবহার করা শুরু করে। এই টাকা আস্তে আস্তে সারা বিশ্বে ব্যাপী টাকার মাধ্যমে লেন দেন শুরু হয়।
টাকা আবিষ্কার এর ইতিহাস
টাকা আবিষ্কার কারা পূর্বে মানুষ বিভিন্ন দ্রব্য’র বিনিময়ে বিভিন্ন জিনিস লেন দেন করতেন। তারপরে মানুষ আস্তে আস্তে সকল পণ্য দ্রব্য’র বিনিময়ে লেন দেন বাদ দিয়ে, শুধু মাত্র চাহিদাপূর্ণ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সহায়তায় লেন দেন করা শুরু করেন।
তার পরে, মানুষ পর্যায় ক্রমে বিভিন্ন ধাতুর মুদ্রা তৈরি করা শুরু করে দেন। সেই গুলো মধ্যে লেন দেন শুরু করেন। তবে বিভিন্ন মুদ্রার বিভিন্ন সাইজ ও গঠন হওয়ার ফলে তারা অসুবিধার সম্মূখীন হয়ে পড়েন।
তার পরবর্তীয় সময়ে উক্ত অসুবিধা থেকে মুক্তি পাওয়ার জন্যে। তারা ঢালাই করা মুদ্রা তৈরি করতে শুরু করেন। কোন কোন দেশেে সোনার মুদ্রা প্রচলন শুরু করে। আবার কোন কোন দেশে রুপার মুদ্রা চালু করেন।
এই গুলো ঢালাই করা মুদ্রা হওয়ার ফলে, সব কয়টির ওজন প্রায় সমান ও খাটি মুদ্রা দিয়ে তৈরি করা হতো।
প্রতিটি মুদ্রার পেছনে মোহর অংকিত করা ছিল। যে মুদ্রার পিছনে মোহর অংকিত থাকতো। সেই মুদ্রা কে বৈধ ও যে মুদ্রার পিছনে মোহর অংকিত থাকত না সেগুলো কে অবৈধ হিসেবে গণ্য করা হতো।
তারপরে, প্রতিটি দেশে আস্তে আস্তে সোনার মুদ্রা ও রুপোর মুদ্র কে এক সঙ্গে ব্যবহার করা শুরু করা হয়। বিভিন্ন মুদ্রার গঠন এবং আকৃতি অনুযায়ী তাদের আলাদা আলাদা দাম নির্ধারণ করা হতো।
এরকম ভাবে যখন যুগ পরিবর্তন হওয়া শুরু করে, তথ্য মানুষ উক্ত সোনা ও রুপোর মুদ্রা অনেক ভারী বিধায়। মুদ্রা পরীবর্তন করার চিন্তা করেন।
তারপরে, উক্ত সোনা ও রুপোর মুদ্রা বাদ দিয়ে কাগজের নোট তৈরি করা শুরু করেন। আর বর্তমান সময়ে সারা বিশ্বের কাগজের নোট প্রচলন রয়েছে।
আমরা জানি, পৃথিবীতে অসংখ্য দেশ আছে। আর প্রতিটি দেশের টাকার মান আলাদা এবং টাকার রং, ডিজাইন সব কিছুই আলাদা।
আমরা আপনার সুবিধার জন্য এই সাইটে বিভিন্ন দেশের টাকার রেট বাংলাদেশ কত টাকা সেই বিষয়ে আলাদা আলাদা পোস্ট করেছি। আপনারা চাইলে আপনার পছন্দের দেশের টাকার নাম, টাকার দাম ইত্যাদি জানতে পারবেন।
শেষ কথাঃ
তো আপনারা যারা টাকা কে আবিষ্কার করেন জানতে চান? তারা উক্ত আলোচনা অনুসরণ করে, বুঝতে পারলেন। টাকা আবিষ্কার এর নাম একক ভাবে বলা সম্ভব না।
কারণ টাকা একজন ব্যক্তি আবিষ্কার করতে পারে নি। অনেক গুলো মানুষ একত্রিত হয়ে, দলবদ্ধ ভাবে কাজ করে টাকা আবিষ্কার করেন।
তবে আমরা আপনাকে জানানোর চেষ্টা করেছি। বিশ্বে সর্বপ্রথম, চীন দেশে কাগজের টাকার নোট আবিষ্কার করা হয়।
তো আমাদের আজকের আর্টিকেল টাকা কে আবিষ্কার করেন। এই বিষয়ে যদি আরো কোন প্রশ্ন থাকে। তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আমাদের সাইট থেকে টাকা সম্পর্কে আরো অন্যান্য পোস্ট পড়ে ভিজিট করুন ধন্যবাদ।