মোবাইলের জন্য সেরা 5টি ছবি কালার করার অ্যাপস – Photo Coloring Apps

আপনি যদি এন্ড্রয়েড মোবাইল ইউজ করে থাকেন। তাহলে সেখানে ছবি এডিটিং করার বিভিন্ন প্রফেশনাল ফটো এডিটিং অ্যাপ ইন্সটল করার মাধ্যমে আপনারা যে, কোন ছবি এডিট করে নিতে পারেন।

তাছাড়া আপনি যদি মোবাইলে ছবি কালার করার অ্যাপ ব্যবহার করেন। সে ক্ষেত্রে আপনাকে ভালো ফটো এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে হবে। কারণ ফটো এডিটিং সফটওয়্যার ছাড়া আপনি কোনভাবেই ছবি কালার করতে পারবেন না।

বর্তমান সময়ে গুগল প্লে স্টোরে এমন অসংখ্য ফটো এডিটিং অ্যাপস রয়েছে। যেগুলো ব্যবহার করে ছবিতে বিভিন্ন কালার effect যুক্ত করে আকর্ষণীয় করে তোলা যায়।

তাই আপনার মোবাইলে তোলা ছবি গুলো আকর্ষণীয়ভাবে কালার করতে চাইলে, আজকের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।

মোবাইলের জন্য সেরা 5টি ছবি কালার করার অ্যাপস - Photo Coloring Apps
মোবাইলের জন্য সেরা 5টি ছবি কালার করার অ্যাপস – Photo Coloring Apps

মোবাইলের জন্য সেরা 5টি ছবি কালার করার অ্যাপস

তো আমরা এখন আপনাদের সাথে মোবাইলের জন্য সেরা পাঁচটি ছবি কালার করার অ্যাপ সম্পর্কে জানিয়ে দেব। এখন আমাদের দেখানো প্রতিটি অ্যাপ আপনারা গুগল প্লে স্টোর থেকে একদম বিনামূল্যে ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারবেন।

তাই মোবাইল দিয়ে যে কোন ছবি কালার করতে চাইলে, ছবি কালার করার অ্যাপ সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

01. Colorize – Color to Old Photos – ছবি কালার করার অ্যাপস

বর্তমান সময়ে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি এক মিলিয়নের বেশি অ্যান্ড্রয়েড কেউ যারা ব্যবহার করে তাদের ছবি আকর্ষণীয়ভাবে কালার করছেন।

এই ছবি কালার করার অ্যাপটি ব্যবহার করে সহজেই যে কোন পুরাতন কালো বা সাদা ছবি গুলোকে রঙিন কালারে কনভার্ট করতে সুবিধা দেয়।

তার মানে আপনাকে শুধুমাত্র একটি পুরাতন অর্থাৎ সাদা কালো ছবি রঙিন করতে চাইলে। অ্যাপ এ প্রবেশ করে ছবি আপলোড করতে হবে। তারপর একটি ক্লিক করার মাধ্যমে আপনার পুরাতন ছবিকে নিমেষের মধ্যেই রঙিন করে নিতে পারবেন।

তো আপনার কাছে যদি এমন কোন পুরাতন ছবি থাকে। সেটিকে কালারের রূপান্তরিত করতে চান। তাহলে এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করে নেন ফ্রিতে।

02. Color Pop Effects Photo Editor – ছবি কালার করার অ্যাপস

আপনি যদি মোবাইলে তোলা কোন ছবিকে আকর্ষণীয়ভাবে কালার করতে চান। তাহলে আপনারা ছবি কালার করার জন্য এই অ্যাপটি বেছে নিতে পারেন।

এই এন্ড্রয়েড অ্যাপটি মূলত recolor photo editor হিসেবে কাজ করে। যা গুগল প্লে স্টোর থেকে এ পর্যন্ত ১০ মিলিয়নের মানুষ ডাউনলোড করে ব্যবহার করছে।

আপনার কাছে যদি পূর্বের কোন সাদাকালো ছবি থাকে। সেই ছবিকে রঙিন কালারের রূপান্তরিত করার জন্য, এই অ্যাপের প্রবেশ করে বিভিন্ন ফিচার ব্যবহার করতে পারবেন।

এখন ছবি কালার করতে চাইলে, গুগল প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটি ডাউনলোড করে নিন।

03. Snapseed – ছবি কালার করার অ্যাপস

Snapseed হচ্ছে একটি জনপ্রিয় ফটো এডিটিং অ্যাপস। যা মূলত এন্ড্রয়েড মোবাইলে জন্য সহজে ব্যবহার করা যায়।

এই অ্যাপ ব্যবহার করে আপনার ডিজিটাল ফিল্টার গুলো এপ্লাই করার মাধ্যমে, ছবিকে আকর্ষণীয় করে তুলতে পারবেন।

গুগল প্লে স্টোরে থেকে এই অ্যাপটি আজ পর্যন্ত ১০০ মিলিয়নেরও বেশি মানুষ ডাউনলোড করে ব্যবহার করছে। এই অ্যাপ ব্যবহার করে আপনারা একাধিক কালারের মাধ্যমে, পুরাতন ছবিগুলোকে সুন্দর করে সাজাতে পারবেন।

04. Colorize Images – ছবি কালার করার অ্যাপস

Colorize Images android অ্যাপ ব্যবহার করে আপনারা যে কোন পুরাতন ছবিকে রঙিন ছবিতে রূপান্তরিত করতে পারবেন।

এখানে এমন কিছু এআই পাওয়ার প্রযুক্তি রয়েছে। যা ব্যবহার করে ছবি ফ্রেশ করে, মডার্ন কালার যুক্ত করতে পারবেন। এখন এই অ্যাপটি ডাউনলোড করতে চাইলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।

05. Picsart Color – ছবি কালার কারার অ্যাপস

যেকোনো ছবি কালার করার জন্য, লোকেরা গুগল প্লে স্টোর থেকে আজ পর্যন্ত এই অ্যান্ড্রয়েড অ্যাপটি ৫০ মিলিয়নের বেশি মানুষ ডাউনলোড করেছে।

এই অ্যাপ ব্যবহার করে আপনারা কালার মিক্সার দিয়ে নিজের ইচ্ছামত যে কোন ছবিতে রং করতে পারবেন। তাছাড়া ছবি কে আকর্ষণীয় করে তোলার জন্য আরো অসংখ্য ফিচার রয়েছে। যা আপনারা একদম ফ্রিতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

আরো দেখুন…

শেষ কথাঃ

তো বন্ধুরা আপনারা যারা কোন পুরাতন সাদাকালো ছবিকে রঙিন/ কালার করতে চান? তাহলে আমরা আজকে যে অ্যাপ গুলো সম্পর্কে বলেছি।

সেগুলোর মধ্যে যে কোন একটি ছবি কালার করার অ্যাপস google প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন।

আর আমরা জানি, গুগল প্লে স্টোর থেকে কোন অ্যাপ ডাউনলোড করতে গেলে কোন টাকা পে করতে হয় না। ফ্রিতেই সকল প্রকার অ্যাপ ডাউনলোড করা যায়।

সে অনুযায়ী আপনারা ছবি কালার করার অ্যাপ গুলো ফ্রিতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।

এখন সম্পূর্ণ আর্টিকেল পড়ার পরে আপনার যদি আরও কোন কিছু জানার থাকে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন।

ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top