মোবাইল দিয়ে টিকটক বানানোর সফটওয়্যার ডাউনলোড করুন।

বর্তমানে মোবাইল দিয়ে টিকটক ভিডিও তৈরি করার জনপ্রিয় বিভিন্ন টুলস এবং সফটওয়্যার রয়েছে। উক্ত ভিডিও এডিটিং টুল ব্যবহার করে আমরা সহজে টিক টক ভিডিও এডিট করার জন্য সাউন্ড ইফেক্ট, ভিডিও ইফেক্ট, স্টিকার, ব্যাকগ্রাউন্ড, অ্যানিমেশন সহ আরো বিভিন্ন অপশন পেয়ে যায়।

কিন্তু tiktok ব্যবহার করে, অল্প কিছুদিন সাধারণ ভিডিও তৈরি করার পরে, এখন হয়তো সেই একই ধরনের tiktok ভিডিও গুলো বানিয়ে আপনি বিরক্ত বোধ করছেন।

এক্ষেত্রে চিন্তার কোন কারণ নেই। আজকের এই আর্টিকেলে আমরা আপনাকে এমন কয়েকটি মোবাইলের জন্য টিকটক ভিডিও বানানোর সফটওয়্যার সম্পর্কে বলব।

মোবাইল দিয়ে টিকটক বানানোর সফটওয়্যার ডাউনলোড করুন।
মোবাইল দিয়ে টিকটক বানানোর সফটওয়্যার ডাউনলোড করুন।

যা ব্যবহার করে সম্পূর্ণ প্রফেশনাল ভাবে টিকটক বানাতে পারবেন।

আমরা আজকের আর্টিকেলে যে সকল টিকটক ভিডিও তৈরি, করার সফটওয়্যার সম্পর্কে বলব। সেগুলো একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। সেই সাথে আপনাদের সুবিধার্থে, আমরা বলে দেবো। গুগল প্লে স্টোর থেকে টিকটক বানানোর অ্যাপস গুলো ডাউনলোড করার বিষয়ে।

তো চলনা সময় নষ্ট না করে, মোবাইল দিয়ে tiktok ভিডিও বানানোর সফটওয়্যার ডাউনলোড সম্পর্কে জেনে নেয়া যাক।

মোবাইল দিয়ে টিকটক বানানোর সফটওয়্যার ডাউনলোড করুন

অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে টেক টক ভিডিও বানানোর যে সকল সফটওয়্যার সম্পর্কে বলব। সেগুলো টিকটক এর মত শর্ট ভিডিও তৈরি করার জন্য জনপ্রিয়।

তাছাড়া এ সফটওয়্যার গুলো ব্যবহার করে টিক টক এবং অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য ভিডিও আকর্ষণীয়ভাবে তৈরি করতে পারবেন।

তো চলুন, নিচের আলোচনা অনুসরণ করে, টিকটক ভিডিও তৈরি করার সেরা সফটওয়্যার গুলো সম্পর্কে জেনে নেয়া যাক।

Funimate Video Editor & Maker – টিকটক বানানোর সফটওয়্যার

Funimate সাথে জনপ্রিয় টিক টক ভিডিও এডিটিং সফটওয়্যার। যা ব্যবহার করে বিভিন্ন ভিডিও ইফেক্ট গুলোর পাশাপাশি টেক্সট ইফেক্ট সহজেই ব্যবহার করা যায়।

টিকটক ভিডিওতে আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে চাইলে এ সফটওয়্যারটি আপনার জন্য ভালো হবে।

সেই সাথে মাল্টিপ্লেয়ার এডিটিং এর মত উন্নতমানের ফিচার এখানে রয়েছে। এই অ্যাডভান্স মাল্টি লেয়ার দ্বারা ভিডিও এডিটিং এর কোন অভিজ্ঞতা ছাড়াই, প্রফেশনাল ভাবে টিকটক ভিডিও তৈরি করা যায়।

তাই আপনি যদি টিকটক ভিডিও এডিট এর কোন অভিজ্ঞতা ছাড়াই, প্রফেশনাল ভাবে tiktok ভিডিও বানাতে চান? তাহলে এই সফটওয়্যারটি গুগল প্লে স্টোর থেকে একদম বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারেন।

CapCut – Video Editor – tiktok বানানোর সফটওয়্যার

CapCut হচ্ছে tiktok ভিডিও এডিট করার জনপ্রিয় একটি সফটওয়্যার/ অ্যাপস। আপনারা চাইলে এই tiktok ভিডিও এডিটর সফটওয়্যারটি একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন।

বর্তমান সময়ে এই টিক টক ভিডিও এডিটিং সফটওয়্যারটি শুধুমাত্র এন্ড্রয়েড এর জন্য রয়েছে। এটি ব্যবহার করে আকর্ষণীয় tiktok ভিডিও তৈরি করার জন্য- স্পিড চেঞ্জার, স্টিকার, ফিল্টার, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং অডিও ক্যাপশনিং ইত্যাদি সহ বিভিন্ন অডিও এফেক্ট গুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন।

এছাড়া এই সফটওয়্যারে মিউজিক লাইব্রেরী যুক্ত করা রয়েছে। আপনার এটি ব্যবহার করে অনেক ধরনের ফ্রি মিউজিক ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তবে এ সফটওয়্যার দিয়ে আপনারা সর্বোচ্চ ১৫ মিনিট এর ভিডিও তৈরি করতে পারবেন।

এখন আপনি যদি tiktok বানানোর সফটওয়্যার খুজেন। তাহলে এই সফটওয়্যারটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেন।

InShot Video Editor – tiktok বানানোর সফটওয়্যার

InShot Video Editor আরো একটি জনপ্রিয় এডিটিং অ্যাপস। আপনি চাইলে টাকার বিনিময়ে এটি কিনে নিয়ে, ভিডিও এডিটিং এর জন্য সকল ফিচার ব্যবহার করতে পারবেন।

কিন্তু আপনি যদি শুধুমাত্র টিক টক ভিডিও তৈরি করতে চান? তাহলে ফ্রি ভার্সন ব্যবহার করলেই আপনারা পর্যাপ্ত পরিমাণে ভিডিও এডিটিং করে আকর্ষণীয় বানাতে পারবেন।

আপনি যদি এই ভিডিও এডিটর সফটওয়্যারটি ব্যবহার করেন। তাহলে আপনার ইচ্ছাধীনভাবে যত ইচ্ছা তত মিনিটের ভিডিও বানাতে পারবেন যার কোন লিমিটেশন নেই।

তাই অন্যান্য ভিডিও অ্যাপের মতো এটিও আপনারা গুগল প্লে স্টোর থেকে একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন।

YouCut – Make TikTok video – tiktok বানানোর সফটওয়্যার

YouCut আরও একটি নতুন ভিডিও এডিটর অ্যাপ হিসেবে লোকেরা ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক ইত্যাদি প্লাটফর্মের জন্য জনপ্রিয় ভিডিও তৈরি করতে পারছে।

Tiktok ভিডিওর জন্য এই সফটওয়্যার ডাউনলোড করলে আপনারা আকর্ষণীয় শর্ট ভিডিওগুলো বানাতে পারবেন। এই ভিডিও এডিটর সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন ইউনিক ইফেক্ট এবং অডিও সহ ভিডিও তৈরি করতে পারবেন।

আবার আপনারা চাইলে, তৈরি করা সুন্দর সুন্দর ভিডিও টেমপ্লেট গুলো ব্যবহার করে, শুধু কিছু মিনিটেই tiktok ভিডিও ভাইরাল হওয়ার মত কোয়ালিটি সম্পন্ন করে তুলতে পারবেন।

তাই চাইলে এই সফটওয়্যারটি ডাউনলোড করে টিকটক বানাতে পারেন।

শেষ কথাঃ

তো বন্ধুরা আজকের এই আর্টিকেলে বলা টিকটক ভিডিও তৈরি করার জনপ্রিয় অ্যাপস/ সফটওয়্যার গুলো সম্পর্কে আলোচনা করা হলো।

এখন আপনি যদি ভাইরাল টিক টক ভিডিও তৈরি করতে চান? তাহলে এই সকল সফটওয়্যার গুলোর মধ্যে যেকোনো একটি সফটওয়্যার ডাউনলোড করে ভিডিও এডিটিং শুরু করতে পারেন।

এখন এই পোস্ট সম্পর্কে আপনার যদি আরো কোন কিছু জানা থাকে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।

ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top