ফেসবুকে স্টাইলিশ নাম লেখার উপায় : আপনারা যারা google সন্ধান করে জানতে চান? ফেসবুকে কিভাবে স্টাইলিশ করে নাম লেখা যায়।
তাই তাদের উদ্দেশ্যে আমরা আজকের এই পোস্টে ফেসবুকে স্টাইলিশ নাম লেখার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করব।
ফেসবুক একাউন্টে স্টাইলিশ আইডির নাম এই বর্তমান সময়ের সকলেই চায়। কিন্তু ফেসবুক ঘোরাঘুরি করে দেখলে, দেখা যায় অনেক কম সংখ্যা মানুষ ফেসবুক আইডির নাম স্টাইলিশ করে লিখতে পারছে।

তবে যে কয়টি ফেসবুকের নাম স্টাইলিশ ভাবে দেখা যায়, যা দেখলে আমাদের সকলের নজর কেড়ে নেয়। তো অনেকেই এ বিষয়ে জানতে অনেক আগ্রহী।
আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা অনেক চেষ্টা করছে। ফেসবুকে স্টাইলিশ করে, নাম লেখার জন্য কিন্তু বারবার চেষ্টা করার পরও ব্যর্থ হয়ে যাচ্ছে।
তো আপনারা যারা ফেসবুকের নাম স্টাইলিশ করে লিখতে চান? তারা আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
আমাদের আজকের এই আর্টিকেলে অনেক সহজভাবে ফেসবুক নাম স্টাইলিশ করে লেখার বিষয়ে সঠিক ধারণা দিয়ে দিব।
আপনি যদি আমাদের লেখা মনোযোগ দিয়ে পড়তে পারেন। তাহলে ইনশাআল্লাহ ফেসবুকে স্টাইলিশ করে লিখতে পারবেন যেকোন লেখা।
তো চলুন আর সময় নষ্ট না করে জেনে নেয়া যাক। ফেসবুকে স্টাইলিশ নাম লেখার উপায় সম্পর্কে বিস্তারিত।
ফেসবুকে স্টাইলিশ নাম
আমরা সাধারণত ফেসবুক একাউন্টে যে, নাম গুলো ব্যবহার করি, সেগুলো ডিফল্ট ফন্ট এর মাধ্যমে লেখা হয়। তবে ফেসবুকে স্টাইলিশ আইডির নাম এবং যেকোন ফান্ট ব্যবহার করা হয়। সে ফন্ট গুলোকে একটু আলাদা বা স্টাইলিশ হিসেবে মনে হয়।
ফেসবুকে স্টাইলিশ নাম দেওয়া হয় মূলত ফেসবুক স্টাইলিস্ট ফন্ট ব্যবহার করে। তো আপনি যদি আপনার ফেসবুক আইডির নাম এত স্টাইলিশ করে আপনার বন্ধুদের তাক লাগিয়ে দিতে চান? তাহলে আপনাকে এ বিষয়ে সঠিক ধারণা অর্জন করতে হবে।
তো চলুন নেচে দেওয়া আলোচনা অনুসরণ করে জেনে নেয়া যাক। ফেসবুক স্টাইলিশ নাম লেখা সম্পর্কে।
ফেসবুকে স্টাইলিশ নাম লেখার উপায়
আপনারা যারা ফেসবুক আইডির নাম স্টাইলিশ করে লিখতে চান? কিন্তু অনেকদিন চেষ্টা করেও পাচ্ছেন না। তারা আমাদের দেওয়া পদক্ষেপ অনুযায়ী খুব সহজেই ফেসবুক স্টাইলিশ নাম লিখতে পারবেন।
তার জন্য আমাদের দেওয়া নিচের প্রতিটি পদক্ষেপ গুলো অনুসরণ করুন।
পদক্ষেপ – ১
ফেসবুকে স্টাইলিশ নাম লেখার জন্য সর্বপ্রথম আপনাকে facebook অ্যাপ বা ফেসবুক লাইটে প্রবেশ করতে হবে। তারপর সবার উপরে ডান পাশে মেনুতে ক্লিক করতে হবে।
পদক্ষেপ – ২
তারপর, Settings & Privacy নামক অপশনে ক্লিক করলে, Settings অপশন আসবে সেখানে সরাসরি ক্লিক করতে হবে।
পদক্ষেপ – ৩
তারপর আপনাদের ভাষা পরিবর্তন করে নিতে হবে। কারণ বাংলা ভাষায় স্টাইলিশ নাম দেওয়ার কোন সিস্টেম ফেসবুক এখনো চালু করেনি।
তো ফেসবুকের ভাষা পরিবর্তন করার জন্য, আপনাদের “Language And Region” এই অপশনটিতে ক্লিক করতে হবে।
পদক্ষেপ – ৪
তারপর সর্বপ্রথম যে ভাষা/ ল্যাংগুয়েজ দেখতে পারবেন, সে অপশনটিতে ক্লিক করবেন।
পদক্ষেপ – ৫
তারপর একটু নিচে গিয়ে, আপনার পছন্দমত স্টাইলিস্ট ভাষা সিলেক্ট করে নেবেন।
পদক্ষেপ – ৬
তারপর কিছুক্ষণ পেজটি লোডিং হবে। পেজ লোডিং হওয়া সম্পন্ন হয়ে গেলে, পদক্ষেপ ১ এবং পদক্ষেপ ২ এর মত পূর্ণরায় Settings অপশনে ফিরে যেতে হবে।
পদক্ষেপ – ৭
তারপর, আপনার ফেসবুক আইডির নাম দেখতে পারবেন সেখানে সরাসরি ক্লিক করবেন।
পদক্ষেপ – ৮
তারপর আপনার ফেসবুক স্টাইলিশ নাম দেওয়ার জন্য দুইটি বক্স দেয়া হবে। উক্ত বক্স দুটিতে আপনার স্টাইলিশ নাম দিয়ে সেভ দিলে আপনার ফেসবুক আইডির নাম স্টাইলিশ হয়ে যাবে।
তো এখন এই নাম স্টাইলিশ করার জন্য আপনার অবশ্যই স্টাইলিশ ফন্ট প্রয়োজন হবে। তাই আমি আপনার সুবিধার জন্য একটি লিংক যুক্ত করে দিয়েছি যে লিংকে ক্লিক করে, coolsymbol.com আপনার পছন্দমত ফেসবুক নাম স্টাইলিশ বেছে নিতে পারবেন।
আপনারা উপরে দেয়া লিংকে প্রবেশ করলে একটি বক্স দেখতে পারবেন। যে বক্সে ফেসবুক স্টাইলিশ নাম ব্যবহার করতে চান? সেটি লিখতে হবে।
আপনার পছন্দ মতো নাম লেখার পরে সেখানে অনেকগুলো স্টাইলিশ নাম চলে আসবে। সেখান থেকে আপনার পছন্দমত একটি নাম কপি করে নিবেন। নামের প্রথম অংশ এবং নামের দ্বিতীয় অংশ।
পদক্ষেপ – ৯
আপনার ফেসবুক আইডির নাম ইস্টাইলিশ পছন্দ করার পরে ফেসবুকে ফিরে গিয়ে প্রথম বক্সে আপনার কপি করার নাম প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ যুক্ত করে দিবেন।
তারপর আপনার নামটি যুক্ত করে, দেওয়ার পর সেভ করে, ফেসবুক অ্যাকাউন্টটি রিফ্রেশ করবেন। তাহলে দেখতে পারবেন আপনার ফেসবুক স্টাইলিশ নাম যুক্ত হয়ে গেছে।
শেষ কথাঃ
তো বন্ধুরা আপনারা যারা ফেসবুকে স্টাইলিশ নাম লেখার উপায় খুঁজছেন। তারা উপরে উল্লেখিত পদক্ষেপ অনুসরণ করে খুব সহজেই ফেসবুকে আপনার পছন্দমত নাম স্টাইলিশ করে লিখতে পারবেন।
আর এই আর্টিকেল সম্পর্কে আপনার যদি আরো কোন প্রশ্ন জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক সংক্রান্ত আরো অন্যান্য পোস্ট পড়তে চাইলে নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।