ওয়াইফাই কলিং কি : বর্তমান যুগ হচ্ছে মোবাইল যুগ। যেখানে বিভিন্ন ডেভেলপাররা নতুন নতুন ফিচার, নিয়মিত যুক্ত করছেন।
এরমধ্যে জনপ্রিয় একটি হচ্ছে ওয়াইফাই কলিং। যে ওয়াইফাই কলিং এর মাধ্যমে,cellular network নেটওয়ার্ক ছাড়াই মোবাইল এর ওয়াইফাই এর মাধ্যমে যে, কোন ফোন কল করা সম্ভব।

আপনি যদি এই ওয়াইফাই কলিং সম্পর্কে না জেনে থাকেন। তবে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। আমরা আপনাকে এখানে জানাবো ওয়াইফাই কলিং কি এবং ওয়াইফাই কলিং কিভাবে ব্যবহার করবেন।
এই ওয়াইফাই কলিং সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেতে, আমাদের লেখা আর্টিকেলটির শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন। আপনাদের এন্ড্রয়েড মোবাইল গুলোতে ওয়াইফাই কানেক্ট করে যেকোনো নম্বরে কল করতে পারবেন।
WiFi Calling করার জন্য কি প্রয়োজন?
আপনি যদি ওয়াইফাই কলিং করতে চান তাহলে শুধুমাত্র আপনার ওয়াইফাই কলিং সাপোর্টেড একটি মোবাইল দরকার হবে।
যার মাধ্যমে আপনি jio সিম বা airtel সিম যুদ্ধ করে, একদম বিনামূল্যে ওয়াইফাই কলিং এর মাধ্যমে যে, কোন নম্বরে কল করে যোগাযোগ করতে পারবেন।
এক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে, আপনার কাছে যদি এয়ারটেল সিম থাকে। তাহলেই আপনারা কিন্তু এই ওয়াইফাই কলিং এর মজা গ্রহণ করতে পারবেন।
ভারতে বসবাসকারীরা জিও সিম, আর বাংলাদেশে বসবাসকারীরা এয়ারটেল সিম ব্যবহার করে এই ওয়াইফাই কলিং ব্যবহার করে বিনামূল্যে কল করতে পারবেন।
ওয়াইফাই কলিং কি? (Whts is Wi-Fi Calling)
ওয়াইফাই কলিং সাধারণত মোবাইলের মতোই এক ধরনের ফোন কল সার্ভিস। ওয়াইফাই এর মাধ্যমে এ ধরনের কল করার জন্য এটিকে ওয়াইফাই কলিং বলা হয়।
ওয়াইফাই কলিং এর মাধ্যমে আপনি সিম কার্ড ছাড়া শুধুমাত্র ওয়াইফাই এর মাধ্যমে খুব সহজেই ফোন কল করতে পারবেন।
এছাড়া সাধারণ ফোন কল করার মতোই অন্যান্য ব্যক্তিদের নম্বরে, কল করার সময় আপনার নাম অন্য ডিভাইসের দেখানো হবে।
ওয়াইফাই কলিং এর মাধ্যমে, কল করার জন্য মোবাইলে অন্য কোন থার্ড-পার্টি অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন হবে না।
কারণ ওয়াইফাই কলিং আপনাদের মোবাইলে সেটিং এর মাধ্যমে অন্তর্ভুক্ত থাকবে। ওয়াইফাই কলিং করার জন্য মোবাইল ডিভাইসকে হোম ওয়াইফাই বা পাবলিক ওয়াইফাই কিংবা হটস্পট এর মাধ্যমে সংযুক্ত করতে হবে।
ওয়াইফাই কলিং মোবাইলে সাপোর্ট করবে কিনা! কিভাবে জানবেন?
আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ওয়াইফাই কলিং সাপোর্ট করবে কিনা এটি জানতে চাইলে, আপনার মোবাইল সেটিং অপশন থেকে নেটওয়ার্ক সেটিং অপশনে প্রবেশ করতে হবে।
সেখান থেকে নির্দিষ্ট সিম কার্ড info অপশনে যেতে হবে। তারপর সর্বশেষ ওয়াইফাই কলিং অপশন দেখতে পারবেনG আপনি যদি সেটি অন করে দেন তাহলে আপনার ডিভাইসে ওয়াইফাই কলিং চালু হয়ে যাবে।
ওয়াইফাই কলিং অপশনটি যদি আপনার মোবাইলে না থাকে। তাহলে এই ওয়াইফাই কলিং ফিচার পাওয়ার জন্য আপনার মোবাইলকে আপডেট করতে হবে।
ওয়াইফাই কলিং এর সুবিধা
ওয়াইফাই কলিং এর মাধ্যমে, আপনারা অনেক ধরনের সুবিধা পেয়ে যাবেন। বিশেষ করে আপনি খুব কম নেটওয়ার্কের, ওয়াইফাই কলিং এর মাধ্যমে অনেক স্পষ্টভাবে ফোন কল করতে পারবেন।
তার জন্য আপনার নেটওয়ার্ক প্রোভাইডার’রা আপনার সিম থেকে একটি টাকাও চার্জ কাটবেনা। সেই সাথে সাথে ওয়াইফাই কলিং করার জন্য আপনাকে অন্য কোন অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন হবে না।
আপনি যদি ওয়াইফাই এর রাউটার রিচার্জ না করতে চান? সে ক্ষেত্রে একদম বিনামলে ওয়াইফাই কলিং ব্যবহার করার জন্য।
অন্য কোন অ্যান্ড্রয়েড মোবাইল থেকে আপনার ডিভাইসে হটস্পট এর মাধ্যমে। ওয়াইফাই কানেকশন সেটআপ করে, নিয়ে ব্যবহার করতে পারবেন।
এন্ড্রয়েড মোবাইলে ওয়াইফাই কলিং কিভাবে করবেন?
আপনি যদি এন্ড্রয়েড ফোনের ইউজার হয়ে থাকেন। তাহলে আপনার ডিভাইসে ওয়াইফাই কলিং এর মাধ্যমে, অন্য যে, কোন নম্বরে ফোন কল করতে চান? তাহলে নিচে দেওয়া পদক্ষেপ গুলো অনুসরণ করতে হবে।
পদক্ষেপ- ১
সর্বপ্রথম আপনার মোবাইলের সেটিং অপশনে গিয়ে সেখান থেকে Sim Card বা Mobile Data অপশনটি চালু করতে হবে।
পদক্ষেপ- ২
তারপর আপনার সামনে, Sim Info & Setting নামের একটি অপশন দেখানো হবে। যেখানে সিম কার্ড অপশনটি দেখতে পারবেন।
আপনার ডিভাইসের যে, সিম Solt এ jio sim or airtel sim কার্ড সংযুক্ত করা রয়েছে। সেখানে ক্লিক করুন।
তারপর নতুন একটি পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে প্রবেশ করে, একটু নিচে যাওয়ার পরে, ওয়াইফাই কলিং অপশন দেখতে পারবেন। আপনারা সরাসরি সেই অপশনে ক্লিক করে দিবেন।
- অনলাইন ডেটিং অ্যাপস (ফ্রিতে ডাউনলোড করুন)
- FM WhatsApp কি ? এবং এফএম হোয়াটসঅ্যাপ কিভাবে ডাউনলোড করবেন?
- অন্যের কল লিস্ট বের করা সফটওয়্যার
পদক্ষেপ- ৩
ওয়াইফাই কলিং করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় একটি ওয়াইফাই কলিং অপশন দেখানো হবে। সরাসরি সেই অপশনটি enable করে দেবেন।
তাহলেই কাজ শেষ আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলে খুব সহজেই ওয়াইফাই কলিং ব্যবহার করে। যে কাউকে ফোন করতে পারবেন।
iOS এ ওয়াইফাই কলিং কিভাবে করবেন?
iOS ডিভাইস গুলোতে ওয়াইফাই কলিং করার জন্য নিচের দেওয়া পদক্ষেপ গুলো অনুসরণ করতে হবে। যেমন-
- সর্বপ্রথম কোন রাউটারের সাথে আইওএস ডিভাইস ওয়াইফাই এর সাথে সংযুক্ত করতে হবে।
- তারপর ডিভাইসের সেটিং অপশনে প্রবেশ করতে হবে।
- সেখান থেকে cellular/network অপশন চালু করতে হবে।
- তারপর নেটওয়ার্ক অপশনে যাওয়ার পর ওয়াইফাই কলিং On This Phone Option টি show হবে। আই ও এস ডিভাইসে ওয়াইফাই কলিং করার জন্য enable করে দিবেন।
তারপর আপনি ডিভাইসে ওয়াইফাই সংযুক্ত করে যে কোন মোবাইল নাম্বারে কল করে, সে ফোন কল ওয়াইফাই এর মাধ্যমে ফরওয়ার্ড হবে।
আপনি যদি ওয়াইফাই কল অফ করে পুনরায় আগের নিয়মে ফিরে যেতে চান? তাহলে ডিভাইস ওয়াইফাই অফ করে দিবেন।
বন্ধুরা আপনারা যারা ভারত থেকে ওয়াইফাই কলিং ব্যবহার করে ফ্রি কল করতে চান? তাদেরকে জিও সিম ব্যবহার করতে হবে।
আর যারা বাংলাদেশ থেকে ওয়াইফাই কলিং এর মাধ্যমে, ফ্রি কল করতে চান? তাদেরকে এয়ারটেল সিম ব্যবহার করতে হবে।
শেষ কথাঃ
তো বন্ধুরা আপনারা যারা ওয়াইফাই কলিং কি? এবং ওয়াইফাই কলিং কিভাবে করবেন। সে বিষয়ে উপরোক্ত আলোচনায় বিস্তারিত জানতে পেরেছেন।
এখন আপনি যদি টাকা পয়সা খরচ না করে, যে কোন নম্বরে যোগাযোগ করতে চান? তাহলে ওয়াইফাই কলিং ব্যবহার করা শুরু করতে পারেন।
আর এই ওয়াইফাই কলিং সম্পর্কে আপনার যদি কোন প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন।
ধন্যবাদ।