বর্তমান সময়ে ব্লগিং সেক্টর গুলোতে প্লেজারিজম একটি কমন বিষয় হয়ে গিয়েছে। তবে অনেক মানুষ অর্থাৎ অনেক ব্লগার এখনও জানেন না যে, প্লেজারিজম কি ? প্লেজারিজ করার ফলে ব্লগ এর কি ধরণের ক্ষতি হয়।
তো আপনাদের প্লেজারিজমের বিষয়ে জানানোর জন্য এই পোস্টটি শেয়ার করেছি। প্লেজারিজম এর বিষয়ে আলোচনার করার আগে বলে দেব প্লেজারিজম কি ? প্লেজারিজম বলতে কি বোঝানো হয়।

তো বন্ধুরা, প্লেজারিজম সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে, আমাদের লেখা আর্টিকেল টি শেষ পর্যন্ত মনযোগ দিয়ে পড়ুন।
প্লেজারিজম কি ? প্লেজারিজম বলতে কি বুঝ ?
আমারেদ পৃথিবীতে অনেক তথ্য আছে। এই সকল তথ্য গুলো থেকে হুবহু কোন তথ্য কপি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা কোন তথ্যের আংশিক পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়া কে মূলত প্লেজারিজম বলে।
মোট কথা হলো- অন্য কোন ব্যক্তির তথ্য, কাজ গুলো অর্থাৎ অনলাইন ভিত্তিক আর্টিকেল লেখা গুলোকে চুরি করে/ কপি করে নিয়ে নিজের নামে প্রকাশ করাকেই প্লেজারিজম বলা হয়।
আপনাকে যদি আরো সহজ করে বলা হয়। তাহলে বলা যায়, কেউ যদি কারো ব্যক্তিগত গবেষণা, সাহিত্য ও আইডিয়া গুলোকে হুবহু নকল/ চুরি/ কপি করে সামান্য কিছু তথ্য পরিবর্তন/ সংযোজন করে নিজের কাজে ব্যবহার করে তাকেও প্লেজারিজম বলে।
প্লেজারিজম কারা বেশী করে থাকে ?
বর্তমান সময়ে যারা ব্লগিং সেক্টরে কাজ করে, তারা তাদের আর্টিকেল লেখার স্বার্থে, অনেকে জেনে বা না জেনে প্লেজারিজম করে বসে থাকেন।
আমাদের মধ্যে অনেক ব্লগার রয়েছে। যারা ইচ্ছা করেই মূলত অন্য ব্যক্তিদের আর্টিকেল লেখা চুরি/ কপি করে করে নিজের ব্লগে প্রকাশ করে নিজের নামে চালিয়ে থাকে।
অন্য দিকে অনেক ব্লগার আছে, যারা মূলত না জেনে বুঝে প্লেজারিজম করে থাকে। প্লেজারিজম কাজটি জেনে হোক আর না জেনে হোক এটি পুরোপুরি অনৈতিক কাজ।
প্লেজারিজম করলে অনেক বড় বড় বিপদে পড়েছেন অনেকেই। বিশেষ করে, প্লেজারিজম করার ফলে অনেক ব্লগার আইনি জটিলতার মতো সমস্যার মুখোমুখি হয়েছেন।
তাই আশা করা যায়, বর্তমানে যারা ব্লগিং নিয়ে কাজ করেন। এছাড়া মার্কেটিং নিয়ে কাজ করে থাকেন। তারাই মূলত এই প্লেজারিজম গুলো বেশি করে থাকেন।
প্লেজারিজম করলে কি কি ক্ষতি এবং সমস্যা হয় ?
প্লেজারিজম (Plagiarism) করার ফলে আপনি নিজের বিপদ নিজে ডেকে আনবেন। অর্থাৎ আপনি বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন।
তার মধ্যে আপনি যদি ব্লগিং সেক্টরে আয় করার উদ্দেশ্যে লেখা লেখি করেন। সেক্ষেত্রে, প্লেজারিজম করার ফলে আর্টিকেল লিখলে আপনার আয়ের জন্য বাধা হয়ে দাড়াতে পারে।
আপনারা যারা ব্লগে/ ওয়েবসাইটে গুগল এডসেন্স ইউজ করেন। সেক্ষেত্রে, আপনাকের আয়ের মাধ্যমে অর্থাৎ গুগল এডসেন্স ডিজেবল হওয়ার সম্ভাবনা থাকবে।
তাই আপনি গুগল এডসেন্স এর মাধ্যমে, আপনার ব্লগ বা ওয়েবসাইটে কোন প্রকার ইনকাম করতে পারবেন না। সেই সঙ্গে আপনাকে আইনি জটিলতায় পড়তে হবে।
এরকম ভাবে অনেক ব্লগার আছে, যারা প্লেজারিজম করে আইনি জটিলতায় পড়ে ভোগান্তির শিকার হচ্ছে। এক্ষেত্রে আপনি হয়তো চাইবেন না যে, এই ধরণের সমস্যার সাথে লিপ্ত হয়ে যান।
প্লেজারিজম (Plagiarism) থেকে বাঁচার উপায়
প্লেজারিজম থেকে বাঁচতে চাইলে, আপনাদেরকে ব্লগ বা ওয়েবসাইটের পোস্ট অর্থাৎ লেখা গুলো পাবলিশ করার আগে যাচাই কের নিতে হবে যে, আপনার লেখাতে কোন প্রকার প্লেজারিজম আছে কিনা।
বর্তমান সময়ে প্লেজারিজম চেক করার অসংখ্য ফ্রি প্লেজারিজম চেকার ওয়েবসাইট টুলস রয়েছে।
আপনারা চাইলে ব্লগ বা ওয়েবসাইটে লেখা শেষ করে, সেটি প্লেজারিজম চেক করার জন্য আমাদের দেখানো প্লেজারিজম চেকার ওয়েবসাইট গুলো ব্যবহার করতে পারেন।
আপনার লেখা আর্টিকেল গুলো চেক করার পরে যদি কোন প্রকার প্লেজারিজম ধরা পড়ে সেক্ষেত্রে, আপনাকে % হিসেবে দেখানো হবে। কত % লেখা ইউনিক এবং কত % লেখা প্লেজারিজম।
মনে করুন আপনার লেখা আর্টিকেল প্লেজারিজম চেক করার পরে ১০০% এর মধ্যে ১০% প্লেজারিজম ধরা পড়েছে। তখন আপনি সেই লেখা গুলো চেঞ্জ করে আরো গুছিয়ে নিজের মতো করে লিখবেন। তাহলেই ১০০% ইউনিক হয়ে যাবে।
এরকম ভাবে ব্লগে পোস্ট করার সময় প্লেজারিজম চেক করে নিলে আপনারা নিরাপদে ব্লগিং সেক্টরে টিকে থাকতে পারবেন। সেই সঙ্গে অনলাইন ইনকামের ক্ষেত্রে কোন বাধা আসবে না।
প্লেজারিজম চেক করার নিয়ম
প্লেজারিজম চেক করতে চাইলে আপনাকে কিছু অনলাইন টুলস ব্যবসার করতে হবে। আপনি চাইলে নিজের লেখা গুলো ম্যানুয়ালি প্লেজারিজম চেক করতে পারবেন।
কিন্তু প্লেজারিজম চেক করার জন্য ফ্রি টুলস ব্যবার করার চেয়ে পেইড টুলস ব্যবহার করলে আপনার ইচ্ছা মতো ওয়ার্ড সংখ্যা প্লেজারিজম যাচাই করতে পারবেন। কিন্তু ফ্রিতে প্লেজারিজম চেক করলে ১০০০ ওয়ার্ড এক সঙ্গে চেক করতে পারবেন এর বেশি নয়।
এই ক্ষেত্রে, চিন্তার কোন কারণ নেই। আপনার ফ্রি প্লেজারিজম চেকার দিয়ে ১০০০ ওয়ার্ড চেক করতে পারলেই অনেক। তো যারা জানতে চান, প্লেজারিজম চেক করার উপায় কি? এটি অনেক সহজ কাজ।
আপনাকে শুধূ একটি প্লেজারিজম চেকার ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপরে আপনার ব্লগে বা ওয়েবসাইটের লেখা গুলো পুরো কপি করে, সেই প্লেজারিজম চেকার সাইটে পেস্ট করতে হবে। তারপর একটু সময় পরে, % হিসেবে জানিয়ে দেওয়া হবে। আপনার লেখা কত % ইউনিক এবং কত % প্লেজারিজম।
এক্ষেত্রে, যদি আপনার নিজের লেখা হয় সেক্ষেত্রে, ১০০% ইউনিক দেখাবে আর প্লেজারিজম ০% দেখাবে।
প্লেজারিজম চেক করার সেরা 5 টি ফ্রি প্লেজারিজম চেকার ওয়েবসাইট
আমরা জানি ব্লগে আর্টিকেল লেখার সময় অনেক কথা অন্য ব্লগ আর্টিকেলের সাথে মিলে যেতে পারে। তাই আপনি নিজের লেখার সঠিকতা এবং ইউনিক এর সঠিকতা পেতে প্লেজারিজম চেক করে দেখতে হবে।
তাই আমি আপনাদের এখানে সেরা 5 টি ফ্রি প্লেজারিজম চেকার ওয়েবসাইট এর সাথে পরিচয় করিয়ে দেব। যা অনুসরণ করে আপনার লেখা কত % ইউনিক জেনে নিতে পারবেন। যেমন-
- duplichecker.com
- smallseotools.com
- plagiarismdetector.net
- quetext.com
- searchenginereports.net/plagiarism-checker
উক্ত Plagiarism চেকার গুলোর মধ্যে যে কোন একটি সাইট বেছে নিয়ে ফ্রিতে প্লেজারিজম যাচাই করে দেখতে পারবেন।
শেষ কথাঃ
আপনার যারা ব্লগিং নিয়ে কাজ করেন। তারা উক্ত আলোচনা অনুসরণ করে, জানতে পারলেন যে, প্লেজারিজম কি ? প্লেজারিজম চেক করার ফ্রি ওয়েবসাইট কোন গুলো।
এখন এই প্লেজারিজম চেকার সম্পর্কে আপনার যদি কোন প্রশ্ন থাকে। অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। আর ব্লগিং সম্পর্কে নতুন কোন আপডেট পেতে চাইলে আমাদের ওয়েবসাইট টি ভিজিট করুন ধন্যবাদ।