ম্যালওয়্যার কি ? ম্যালওয়্যার কিভাবে কাজ করে এবং এর প্রকার গুলো

ম্যালওয়্যার কি : ম্যালওয়্যার কিভাবে কাজ করে এর সকল প্রকার নিয়ে আজকের এই আর্টিকেলটি প্রস্তুত করা হয়েছে। বর্তমান আধুনিক ডিজিটাল যুগে ম্যালওয়ার একটি পরিচিত শব্দ। যা বেশির ভাগ সময় একটি কম্পিউটার নেটওয়ার্ক এবং সিস্টেম গুলোকে ক্ষতি করার জন্য দায়ী থাকে।

ম্যালওয়্যার হচ্ছে, এমন একটি ক্ষতিকারক সফটওয়্যার যা নেটওয়ার্ক বা সিস্টেম গুলোর মধ্যে, অনু-প্রবেশ করে ক্ষতি সাধান করে থাকে।

ম্যালওয়্যার কি ? ম্যালওয়্যার কিভাবে কাজ করে এবং এর প্রকার গুলো
ম্যালওয়্যার কি ? ম্যালওয়্যার কিভাবে কাজ করে এবং এর প্রকার গুলো

ম্যালওয়্যার প্রোগ্রামে থাকতে পারে, ভাইরাস, র‌্যানসমওয়্যার, স্পাইওয়্যার বিজ্ঞাপন, হর্স সহ আরো অনেক ধরণের ক্ষতিকারক প্রোগ্রাম। উক্ত ম্যালওয়্যার গুলোর জন্য, আপনার ডাটা ‍চুরি, সিস্টেম ক্র্যাশ ও পরিচয় চুরি ইত্যাদির মতো সমস্যা গুলোর সম্মুখিন হতে পারেন।

তো বর্তমানে প্রত্যেক কম্পিউটার ইউজারদের জন্যে ম্যালওয়্যার কি? ম্যালওয়্যার কিভাবে কাজ করে এবং এর প্রকার গুলো সম্পর্কে জেনে নেওয়া উচিত।

তাই আজকের এই আর্টিকেলে বিস্তারিত জানতে, আমাদের আলোচনা শেষ পর্যন্ত মনযোগ দিয়ে পড়ুন।

ম্যালওয়্যার কি ?

প্রথমেই বলে রাখি ম্যালওয়্যার (Malware) গুলো Malicious Software নামে পরিচিত। তো ম্যালওয়্যার হলো- এমন একটি প্রোগ্রাম বা সফটওয়্যার যা মূলত কম্পিউটার সিস্টেম এর ক্ষতি সাধণ এর জন্য তৈরি করা হয়।

ম্যালওয়্যার শব্দ টি Malicious ও Software উক্ত দুইটি শব্দের মিশ্র এর দ্বারা তৈরি করা হয়েছে। কিন্তু সাধারণ ম্যালওয়্যার প্রোগ্রাম গুলো হচ্ছে- কম্পিউটার ভাইরাস, spyware, worms, ransomware ইত্যাদি।

উক্ত সকল দূষিত প্রোগ্রাম গুলো’র মূল কাজ হচ্ছে, সংবেদনশীল তথ্য গুলো চুরি করা, ডিলিট করে দেওয়া, মূল কম্পিউটিং ফাংশন গুলো পরিবর্তন করা, কম্পিউটার কার্যকলাপ নিরীক্ষণ করা, কম্পিউটার ভাইরাস ইত্যাদি।

ম্যালওয়্যারের মাধ্যমে আপনার কম্পিউটার সিস্টেম সংক্রমিতহ হওয়ার কিছু সাধারণ করণ হলো- সংক্রমিত সফটওয়্যার ডাউনলোড, ফিশিং ইমেইল, সংক্রমিত ওয়েবসাইট ইত্যাদি।

ম্যালওয়্যার এর কাজ কি ?

ম্যালওয়্যার অনেক সহজেই আপনার ডিভাইসে ও নেটওয়্যার্ক গুলো কে সংক্রমিত করতে পারে। ডিভাইস, নেটওয়্যার্ক বা এ গুলো ব্যবহার করা ব্যক্তিদর কোন না কোন ভাবে ক্ষতি সাধন করার লক্ষ্যে উক্ত সকল ক্ষতিকর প্রোগ্রাম গুলো তৈরি করা হয়।

ম্যালওয়্যারের প্রকার ও এটিকে তৈরি করার উদ্দেশ্য কি? সেটির উপর নির্ভর করে, ম্যালওয্যার গুলো আলাদা আলাদা ইউজারদের আলাদা আলাদা ভাবে, ক্ষতি সাধন করে। অনেক সময় কিছু কিছু ম্যালওয়্যার গুলোর মাধ্যমে হওয়া ক্ষতি অনেক সামান্য এবং সাধারণ হতে পারে।

আবার অনেক সময় এগুলোর জন্য ভয়াবহ ক্ষতি বা অনেক বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

কিন্তু ম্যালওয়্যার এর প্রকার যা হোক না কেন? এ গুলো কে ইউজার কারী ডিভাইস গুলো কে সংক্রমিত করে, সেগুলো কে কাজে লাগিয়ে কোন না কোন ভাবে হ্যাংকারদের লাভের জন্য তৈরি করা হয়ে থাকে।

ম্যালওয়্যার কিভাবে কাজ করে ?

উপরের আলোচনায় জানতে পারলেন, হ্যাকার’রা ম্যালওয়্যার ছড়ানো বিভিন্ন ভার্চুয়াল ও ফিজিক্যাল উপায় গুলো করে থাকে। যাতে করে এগুলোর মাধ্যমে বিভিন্ন ডিভাইস ও নেটওয়্যার্ক গুলো কে সহজেই সংক্রমিত করা যায়।

মনে করুন, একটি ম্যালওয়্যার প্রোগ্রাম অনেক সহজে একটি ইউএসবি ডিভাইস এর সহায়তায় যে, কোন সিস্টেম এর মধ্যে যুক্ত করা যায়।

আবার অনলাইন/ ইন্টারনেটে এরকম অনেক টুল বা ওয়েবসাইট আছে। যে গুলোর মাধ্যমে, ব্যবহারকারীর অনুমোদন বা জ্ঞান ছাড়া তাদের সিস্টেম স্বয়ংক্রিয় ভাবে উক্ত ম্যালওয়্যার প্রোগ্রাম গুলো ডাউনলোড হয়ে যায়।

কম্পিউটার ডিভাইস এ ম্যালওয়্যার ছড়ানোর কিংবা সংক্রমনের আরেক টি কারণ হতে পারে ফিশিং আক্রমন। উক্ত প্রক্রিয়াতে ইমেইল গুলো কে কিছু আকর্ষণ পূর্ণ বার্তা হিসেবে পাঠানো হয়। যেখানে কিছু দূষিত লিংক বা সংক্রমিত এটাচমেন্ট যুক্ত করা তাকে।

এছাড়া এই লিংক ও এটাচমেন্ট গুলো’র মাধ্যমে ম্যালওয়্যার এক্সিকিউটেবল ফাইল প্রেরণ করা হয়ে থাকে। এ গুলো কে ক্লিক করলেই সংক্রমিত ম্যালওয়্যার ফাইল গুলো সক্রিয় হয়ে উঠে ও আপনার সিস্টেম ছড়িয়ে যায়।

যে বিষয় সম্পর্কে আমি উপরের আলোচনায় আরো একবার বলেছি। যেমন- আপনার কম্পিউটার ডিভাইস এ ম্যালওয়্যার ছড়িয়ে পড়লে, সেই তথ্য চুরি, সিস্টেম নিয়ন্ত্রন, সিস্টেম হওয়া কার্যকলাপ এর উপর নজর রাখা ইত্যাদি মাধ্যমে, সিস্টেম ও সিস্টেম ব্যবহারকারীর ক্ষতি কার জন্য দায়ী হতে পারে ম্যালওয়্যার।

আশা করি উক্ত আলোচনা অনুসরণ করে বুঝতে পারলেন, ম্যালওয়্যার কিভাবে কাজ করে। যদি না বুঝেন তাহলে আলোচনাটি আরো একবার পড়ুন।

ম্যালওয়্যার কত প্রকার ও কি কি ?

উপরের আলোচনায় ম্যালওয়্যার সম্পর্কে অনেক ধারণা দিলাম। এখন আপনাকে ম্যালওয়্যার কত প্রকার ও কি কি এই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। যেমন-

Virus

ভাইরাস হচ্ছে অধিক প্রচলিত ম্যালওয়্যারের একটি প্রকার। যা মূলত কোডিং’র মাধ্যমে তৈরি করা হয়। উক্ত ভাইরাস গুলো নিজের প্রতিলিপি তৈরি করার মাধ্যমে, অনেক সহজ একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারে ছড়িয়ে পড়ে।

Worm

ওয়ার্ম হচ্ছে এক ধরণের ভাইরাস। যা মূলত কম্পিউটার নেটওয়্যার্ক এর মাধ্যমে ছড়ায়। কোন প্রকার হোস্ট প্রোগ্রাম ছাড়া উক্ত ভাইরাস গুলো নিজে নিজে প্রতিলিপি তৈরি করে।

এবং ইউজারকারী ইন্টারভেশন ছাড়া নিজে কে অনুকরণ করতে সক্ষম। উক্ত ম্যালওয়্যার ভাইরাস গুলো ব্যান্ড-উইথ ব্যবহার করার ফলে নেটওয়্যার্ক ট্রাফিক স্লো করার মাধ্যমে, ক্ষতি করে থাকে।

Trojan Horse

Trojan Horse এমন একধরণের ম্যালওয়্যার যা নিজে কে একটি স্বাভাবিক, বৈধ ও ন্যায্য সফটওয়্যার হিসেবে প্রকাশ করে। যাতে করে সহজে সিস্টেম এক্সেস অর্জন করতে পারে।

মনে করুন- এটি একটি গেম বা একটি ইউটিলিটি প্রোগ্রাম। যেখানে আসালে যুক্ত আছে কিছু ম্যালওয়্যার কোড। যা অবশ্যই আপনার সিস্টেম এর ক্ষতি হতে পারে।

Ransomware

এই ধরণের ম্যালওয্যার ইউজার এর সিস্টেম কে সংক্রমিত করে, সিস্টেমে থাকা সকল ডাটা গুলো কে এনক্রিপ্ট করে দেয়। এর মানে আপনার সিস্টেমে থাকা সকল ডাটা, ফাইল গুলোর নিয়ন্ত্রণ ছিনিয়ে নেয়।

Spyware

Spyware হচ্ছে এমন একটি ম্যালওয়্যার যা মূলত ইউজারের দ্বারা সিস্টেমে করা সকল কার্যকলাপ এর উপর নজরদারি করার জন্য তৈরি করা হয়। যেমন- কিবোর্ড টাইপিং করার তথ্য, ভিডিও রেকর্ড, স্ক্রিনশট নেওয়া সহ আরো অন্যান্য তথ্য গুলোর নজরদারি করে।

Adware

Adware বর্তমানে অনেক ব্যবহুত এমন একটি ম্যালওয়্যার যার ফলে, কম্পিউটার সিস্টেম গুলোতে, অপ্রয়োজনীয় ও অনাবশ্যক বিজ্ঞাপন গুলো দেখানো হয। যার ফলে, কম্পিউটার অনেক স্লো কাজ করে।

এছাড়া আরো কিছু ম্যালওয়্যার হলো-

  • Rootkit
  • Botnet
  • Keyloggers

উক্ত সকল ম্যালওয়্যার গুলো ক্ষতি সাধনের জন্য তৈরি করা হয়েছে।

শেষ কথাঃ

তো আপনারা উক্ত আলোচনা থেকে ম্যালওয়্যার কি? ম্যালওয়্যার এর কাজ কি? ম্যালওয়্যার কিভাবে কাজ করে, ম্যালওয়্যার কত প্রকার ও কি কি এর বিস্তারিত ধারণা নিতে পারলেন।

এখন এই পোস্ট সম্পর্কে আপনার যদি আরো কোন প্রশ্ন থাকে। তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।

আপনার জন্য আরও আর্টিকেল

Leave a Comment