জিএসটি কি : আপনারা যখন কোন জিনিস বা সেবা নিতে যাবেন। সে সময় অনেকবার জিএসটি কথাটি শুনতে পারবেন। কিন্তু এ জি এস টি মানে কি, এ বিষয়ে অনেকেই অজানা।
তাই আজকের এই আর্টিকেলে, আপনাদের জানানোর জন্য হাজির হলাম gst কি? জি এস টি কত প্রকার এবং জিএসটির সুবিধাগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য।

তাই আপনি যদি জিএসটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেতে চান? তাহলে আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
জিএসটি কি?
কোন কিছু কেনাকাটা বিশ্বাস করে পণ্য সামগ্রী বা পরিষেবার উপর অপ্রত্যক্ষভাবে যে, ট্যাক্স বসে সেটি হচ্ছে, জিএসটি।
উৎপাদন এবং সরবরাহ এর উপর প্রতিটি রাজ্যের আলাদা আলাদা কর ব্যবস্থাপনার ফলে, ভারতীয় অর্থনীতিতে যে, বিরূপ প্রভাব পড়ে।
তা বন্ধ করতে এবং জটিল ট্যাক্স ব্যবস্থাকে সরল করতে জিএসটি ব্যবস্থার প্রচলন শুরু করা হয়।
কোন গ্রাহক কোন পণ্য বা সেবা ভোগ করার সময় কিংবা ক্রয় করার সময়। যে পণ্য এবং সার্ভিসের প্রকৃত মূল্যের সঙ্গে জিএসটি কর যুক্ত প্রদান করা হয়। সেই কর বিভিন্ন ক্রেতাদের হাত দিয়ে সরবরাহ এর কাছে পৌঁছে যায়।
ভারতের এই কর জিএসটি নামে পরিচিত থাকলেও, অন্যান্য দেশে এটি মূল্য সংযোজন কর বা ভ্যাট নামে পরিচিত।
তো বন্ধুরা আশা করছি, আপনারা বুঝতে পারলেন জিএসটি হচ্ছে ভারতবর্ষের যে কোন পণ্য ক্রয় করলে, যে কর প্রদান করতে হয়। তাকেই জিএসটি বলা হয়।
জিএসটি মানে কি?
আপনারা উপরোক্ত আলোচনায় জানতে পারলেন জিএসটি কি? এখন আপনাকে খোলাসা করে বলবো gst মানে কি?
তো এ বিষয়ে বোঝানোর জন্য বলতে হবে আগে, বিভিন্ন ধরনের কর ধার্যের জন্য। নির্দিষ্ট কোন পণ্য এবং সেবার উপর বিভিন্ন ধরনের টেক্সট ইনক্লুড করা হতো।
এছাড়া আলাদা আলাদা ভাবে সে গুলো কে প্রদান করতে হতো।
তবে ভারত সরকার ২০১৭ সালের পরের সময় থেকে নতুন একটি কর ধার্য করা শুরু করে দেয়। আর যার মধ্যে সকল প্রকার টেক্সট অন্তর্ভুক্ত আছে। উক্ত এর নাম করণ করা হয়েছে gst.
জিএসটি ফুল ফর্ম (cgst full form)
জি এস টি ফুল ফর্ম হচ্ছে- “Goods and Services Tax” এর বাংলা অর্থ হচ্ছে- পণ্য বা সেবার উপর কর ধার্যকৃত কর বা টেক্স।
Goods and Services Tax যার নির্দিষ্ট পণ্য এবং সেবা ভোগকারী ক্রেতাদের প্রদান করতে হবে। এছাড়া বিক্রেতার মাধ্যমে সেই টেক্স সরকারের কাছে পৌঁছে যাবে।
জিএসটি কাদের কাদের দিতে হয় ?
- যে কোন মানুষ যাদের বছরে ২০ লাখ বা তার বেশি অর্থ লেনদেন করা হয়। তাদেরকে সংশ্লিষ্ট রাজ্যকে জিএসটি প্রদান করতে হবে।
- অন্য রাজ্যের সাথে লেনদেন করলে সেক্ষেত্রে জিএসটি দিতে হবে সেটি ২০ লাখ কম বা বেশি হলেও।
- তাছাড়া অনলাইনে জিনিসপত্র কেনাবেচা করলেও জিএসটি প্রদান করতে হবে।
তো বন্ধুরা আশা করব জিএসটি কাদের কাদের দিতে হয়। মূলত যারা ২০ লাখ টাকার বেশি লেনদেন করেন। তাদেরকে অবশ্যই কর হিসেবে gst প্রদান করতে হবে।
জিএসটি কত প্রকার ও কি কি?
ভারতে জিএসটি ব্যবহার করা হয় চার ধরনের। যা আমি আপনাকে এখানে বিস্তারিত ভাবে জানিয়ে দেব। যেমন-
- CGST
- SGST
- IGST
- UTGST
উক্ত চার ধরনের জিএসটি সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে নিচের অংশ গুলো অনুসরণ করুন।
01. CGST
CGST এর ফুল মিনিং হচ্ছে- “Central Goods and Services Tax”. এই অংশ এর আওতাভুক্ত অর্থকেন্দ্র সরকার নিয়ন্ত্রণ করে থাকে।
02. SGST
SGST এর ফুল মিনিং হচ্ছে- “ State Goods and Services Tax”. এই অংশ এর আওতাভুক্ত অর্থ রাজস্ব সরকার কর্তৃক নিয়ন্ত্রিত।
03. IGST
IGST এর ফুল মিনিং হচ্ছে- “Integrated Goods and Services Tax” এই অংশ এর অন্তর্ভুক্ত অর্থ রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়কেই প্রদান করতে হবে।
04. UTGST
UTGST এর ফুল মিনিং হচ্ছে- “Union Territory Goods and Services Tax”. ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল গুলোকে উক্ত স্তরে অন্তর্ভুক্ত করা হয়।
জিএসটির কিছুর সুবিধা
আপনারা উপরের আলোচনাতে, জিএসটি কি? জিএসটির ফুল ফর্ম এবং জিএসটি কত প্রকার ও কি কি বিস্তারিত জানতে পারলেন।
এখন আমি আপনাদের সুবিধার জন্য এখানে জিএসটির কিছু সুবিধা সম্পর্কে জানাবো। সেগুলো হলো-
- জিএসটিতে কোন প্রকার লুকানো কর থাকে না।
- খুচরা বিক্রেতাদের জন্য, অতিরিক্ত জিএসটি/ কর লাগে না। তাই ব্যবসা করার খরচ কম হয়।
- আগে ভ্যাট এবং সার্ভিস ট্যাক্স ছিল। যা প্রতিটি নিজস্ব রিটার্ন ও কম্প্লায়েন্স ছিল। জিএসটির অধীনে একটি রিটার্ন দাখিল করতে হতো।
- জিএসটির সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইন মাধ্যমে পরিচালনা করা অনেক সহজ।
জিএসটি প্রদানে আরো অসংখ্য সুযোগ সুবিধা রয়েছে। যা আপনারা ভারতবর্ষে বসবাস করলে জানতে পারবেন।
অবশ্যই পড়ুনঃ
- ডিজিটাল মার্কেটিং থেকে কিভাবে আয় করা যায় [বিস্তারিত এখানে]
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আয় [বিস্তারিত এখানে]
- এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবো [বিস্তারিত এখানে]
শেষ কথাঃ
আপনারা যারা উপরে উল্লেখিত আলোচনা মনোযোগ সহকারে অনুসরণ করেছেন। আমি আশা করব, আজকের এই পোস্ট থেকে আপনারা জিএসটি কি? জিএসটি ফুল ফর্ম এবং জিএসটির কিছু সুবিধা সম্পর্কে জানতে পারছেন।
এই জি এস টি সম্পর্কে আপনার যদি কোন বিষয়ে বুঝতে অসুবিধা হয়। তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ…