FM whatsapp কি : এফ এম হোয়াটসঅ্যাপ হল- whatsapp এর একটি সংস্করণ বা মডিফাইড ভার্সন। যা ফাউন্ড অ্যাপ দ্বারা ডেভেলপ করা হয়।
এখানে অনেক ধরনের নতুন ফিচার গুলো যোগ করা হয়েছে। যেগুলো রেগুলার হোয়াটসঅ্যাপ এর মধ্যে আপনারা পাবেন না।
এফএম whatsapp আপনারা সরাসরি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার সুযোগও পাবেন না। এফএম হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে চাইলে, থার্ড পার্টি কোন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

হোয়াটসঅ্যাপের এই মোডেড ভার্সন ব্যবহার করলে, আপনারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। বিশেষ করে, এফএম হোয়াটসঅ্যাপ ব্যবহার করে, আপনারা যে সুবিধা ভোগ করতে পারবেন। সেগুলো হচ্ছে- লাস্ট সিন হাইড করা, অ্যাপ এর থিম পরিবর্তন করা, কালার এবং আইকন ইত্যাদি পরিবর্তন করা।
তাছাড়া, সরাসরি থিম স্টোরে থাকা বিভিন্ন ধরনের থিম গুলোকে ব্যবহার করে, হোয়াটসঅ্যাপ কে সহজে কাস্টমাইজ করে নিতে পারবেন।
আর যেহেতু ডিজাইন থেকে শুরু করে, নতুন নতুন ফিচার সবকিছুই এখানে দেওয়া রয়েছে। তাই বর্তমানে হাজার হাজার মানুষ এই এফ এম হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে আগ্রহী।
কিন্তু এটি অফিসিয়াল whatsapp এর একটি মডেড ভার্সন। তার জন্য নিরাপত্তা নিয়ে ভয় অবশ্যই রয়েছে। আর যেহেতু এটি একটি অফিসিয়াল ভার্সন নয়। তাই এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে পাঠানো মেসেজ গুলো Encrypted থাকেনা। আর এফএম হোয়াটসঅ্যাপ ডেভলপাররা ব্যবহারকারীদের পাঠানো মেসেজগুলো পড়ার সুযোগও কিন্তু পেয়ে যায়।
তো আমরা আশা করব আপনারা উপরে লেখা অনুসরণ করে বুঝতে পারছেন, এফএম whatsapp মূলত কি। তো চলুন এখন আমরা এই এফএম whatsapp সম্পর্কে আরও বিস্তারিত ধারণা জানিয়ে দিচ্ছি।
FM WhatsApp এর কিছু বৈশিষ্ট
আমরা উপরের আলোচনাতে আগেই বলে দিয়েছি এফএম whatsapp ব্যবহার করলে, নতুন নতুন অনেক ফিচার ব্যবহার করতে পারবেন। তবে সে ফিচার গুলো আমি এখন আপনাকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করছি। যেমন-
এফএম whatsapp কাস্টমাইজেশন
আপনারা যদি রেগুলার হোয়াটসঅ্যাপ ভার্সন ব্যবহার করতে, পছন্দ না করেন। সে ক্ষেত্রে অবশ্যই একবার এফএম whatsapp ব্যবহার করে দেখতে পারেন।
এখানে অনেক ধরনের থিম অপশন দেওয়া রয়েছে, যে গুলো ওয়ান ক্লিক করার সাথে সাথে ব্যবহার করার সুযোগ পাবেন। এই এফএম হোয়াটসঅ্যাপে থাকা থিম স্টোর এ প্রত্যেক দিন নতুন নতুন ফিম গুলো সংযুক্ত করে আপলোড করা হয়।
তো আপনারা চাইলে প্রতিদিন একটি নতুন লুক এবং ডিজাইন সংযুক্ত করে, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন ইচ্ছামত।
এফএম হোয়াটসঅ্যাপে মোবাইল নম্বর সেভ করার দরকার নেই
আপনি যদি এফএম whatsapp ব্যবহার করেন। তবে যে কোন ব্যক্তি কে মেসেজ পাঠানোর জন্য, আপনাকে তার মোবাইল নাম্বার সেভ করার দরকার হবে না।
এর মানে, মোবাইল নাম্বার সেভ না থাকলেও আননোন নাম্বার গুলোতে আপনি সরাসরি এসএমএস পাঠাতে পারবেন। তো যেকোনো প্রয়োজনে আপনি যদি কাউকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে চান, তাহলে তার নাম্বার আপনার সেভ করতে হবে না।
এফএম হোয়াটসঅ্যাপে এন্টি ডিলিট মেসেজ
এফএম whatsapp এর মাধ্যমে আপনারা একটি জনপ্রিয় ফিচার ব্যবহার করতে পারবেন। যা হল- anti delete message. এই ফিচার দিয়ে আপনি যদি whatsapp এর মাধ্যমে, কাউকে মেসেজ পাঠান সেক্ষেত্রে, ইউজার কোন ভাবেই সে মেসেজটি ডিলিট করে দিতে পারবে না।
আপনারা হোয়াটসঅ্যাপে এই ফাংশনটি একবার চালু করলে, যে কাউকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালে, সেন্ড মেসেজ গেল কোন ভাবে ডিলেট হবে না। যদিও delete for every one থাকবে, সে ক্ষেত্রে মেসেজ ডিলিট হয়ে গেল আপনি সেই মেসেজ গুলো দেখতে পারবেন।
তো আপনি যদি এই অপশনটি চালু করে রাখেন। তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজগুলো কোন ভাবেই ডিলিট হবে না।
এফএম হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর লিমিট
আপনারা সকলেই জানেন যে, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে, আপনারা সর্বমোট ২৫০ জনকে মেসেজ পাঠাতে পারবেন। কিন্তু আপনি যদি এফএম whatsapp ব্যবহার করেন, তাহলে সর্বোচ্চ ৫০০ জনকে মেসেজ পাঠাতে পারবেন।
এছাড়া অফিসিয়াল whatsapp এ আপনারা ৩০ টি ছবি/ইমেজ পাঠাতে পারবেন। কিন্তু এফএম whatsapp ব্যবহার করলে আপনারা সর্বোচ্চ ৬০ টি ছবি বা ইমেজ পাঠাতে পারবেন একসঙ্গে।
হোয়াটসঅ্যাপে অ্যান্টি ডিলিট স্ট্যাটাস
হোয়াটসঅ্যাপে অ্যান্টি ডিলিট স্ট্যাটাস হচ্ছে, এফএম হোয়াটসঅ্যাপের একটি মুখ্য বৈশিষ্ট্য। অফিশিয়াল হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যখন কোন ব্যবহারকারী কোন স্ট্যাটাস দিয়ে সেটি ডিলেট করে দেন। সেটা ডিলিট হওয়ার পরে, আপনি আর দেখতে পারবেন না।
কিন্তু আপনি যদি whatsapp এর মাধ্যমে কোন স্ট্যাটাস দিয়ে ডিলিট করে দেন, সেটি ডিলিট করলেও পুনরায় ফিরিয়ে নিতে পারবেন। এ ছাড়া কেউ যদি এফএম হোয়াটসঅ্যাপে কোন স্ট্যাটাস আপলোড করে ডিলিট করে দেয়। সেই স্ট্যাটাস গুলো আপনি দেখতে পারবেন।
হোয়াটসঅ্যাপে নতুন নতুন ইমোজি
ইমোজি ব্যবহার করে, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করার মজাই কিন্তু আলাদা হয়। whatsapp এর এই মডিফাইড ভার্সনের মাধ্যমে আপনারা পাবেন, নতুন নতুন জনপ্রিয় ইমোজি গুলো।
এখানে আপনারা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম গুলোর মধ্যে থাকা ইমোজি যুক্ত করার অপশন দেখতে পারবেন। যেমন- ফেসবুক। কিন্তু এই নতুন ইমোজি কালেকশন ব্যবহার করার জন্য আপনার কাছে লেটেস্ট এফএম হোয়াটসঅ্যাপ ভার্সন ডাউনলোড করা থাকতে হবে।
তো বন্ধুরা আশা করছি, আপনারা এফএম whatsapp কি? এবং এফএম whatsapp এর বৈশিষ্ট্য গুলো সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন। এখন আপনারা যারা জানতে চেয়েছিলেন হোয়াটসঅ্যাপ কিভাবে কোথায় থেকে ডাউনলোড করতে হয়। সে বিষয়ে বিস্তারিত জানতে, নিচে দেওয়া আলোচনা অনুসরণ করুন।
এফএম হোয়াটসঅ্যাপ কিভাবে ডাউনলোড করবেন ?
আপনারা যদি ওপারের আলোচনা গুলো মনোযোগ দিয়ে অনুসরণ করেন। তাহলে বুঝতে পারছেন এফএম হোয়াটসঅ্যাপ ব্যবহার করা কতটা জনপ্রিয়।
তো এখন যদি আপনি এই অ্যাপটি ডাউনলোড করতে চান? কিভাবে ডাউনলোড করবেন, সে বিষয়ে জানতে, আমাদের লেখা গুলো ধাপে ধাপে অনুসরণ করুন।
এফ এম হোয়াটসঅ্যাপ মোবাইলের জন্য অ্যাপটি ডাউনলোড করতে চাইলে, আপনাকে APK file ডাউনলোড করে নিতে হবে। কারণ আমি আগে আপনাকে বলেছি এই এফএম whatsapp আপনারা গুগল প্লে স্টোর থেকে কোন ভাবে ডাউনলোড করতে পারবেন না।
আপনাকে সরাসরি গুগল প্লে স্টোর এর বিপরীতে, অনলাইনে কোন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। তো আমি আপনার সুবিধার জন্য এখানে, এফএম whatsapp ডাউনলোড করার একটি লিংক যুক্ত করে দেবো। যেখানে ক্লিক করলে সরাসরি আপনার মোবাইলে ডাউনলোড করতে পারবেন।
FM WhatsApp APK file ডাউনলোড করতে ক্লিক করুন।
শেষ কথাঃ
তো বন্ধুরা আপনারা যারা FM WhatsApp কি এবং FM WhatsApp কিভাবে ডাউনলোড করবেন, সে বিষয়ে জানতে চেয়েছিলেন।
তারা উপরে উল্লেখিত আলোচনা অনুসরণ করে, বিস্তারিত তথ্য জানার পর, ডাউনলোড লিংকে ক্লিক করলে, সরাসরি আপনার কম্পিউটার বা মোবাইলের জন্য, এফএম হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন।
আর এই আর্টিকেল সম্পর্কে আপনাদের যদি আরো কোন কিছু জানার থাকে। তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া আমাদের এই ওয়েবসাইট থেকে আরও বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপ সম্পর্কে জানতে নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ..