অ্যানিমেশন কি : এনিমেশন কত প্রকার ও কি কি : আপনি যদি এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান। তাহলে আমাদের দেওয়া আর্টিকেলটি শেষ পর্যন্ত মনযোগ দিয়ে পড়ুন।
আপনি যদি এনিমেশন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন। তাহলে অনলাইনের বিভিন্ন কাজ করার সময় ব্যবহার করতে পারবেন। বিশেষ করে যারা ইউটিউবিং করেন, তাদের জন্য এই অ্যানিমেশন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এনিমেশন এর কাজ করার আগে আপনাকে প্রথমে জানতে হবে, অ্যানিমেশন আসলে কি? তাই আমি এই আর্টিকেল আপনাকে এই সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব।
তো চলুন বিস্তারিত আলোচনায় যাওযা যাকঃ
অ্যানিমেশন কি ? (What Is Animation)
অ্যানিমেশন হচ্ছে গল্পকারদের গল্প বালার নতুন একটি আইডিয়া হিসেবে ধরে নেওয়া হয়। এনিমেশন এর মাধ্যমে যে কোন ঘটনার বর্ণনা করা যায়।
অন্য ভাবে বলতে গেলে, এনিমেশন হলো এক সাথে কিছু ছবি যখন ভিডিও মতো উপস্থাপন হয়ে থাকে তখন তাকে এনিমেশন বলা হয়। আপনি কোন লেখা বা ছবি এক সাথে মানুষের সামনে সুন্দর রুপ দেয়ার জন্য মানে উপস্থাপন করার জন্য এনিমেশন তৈরি করতে পারবেন।
আমরা যারা মাইক্রোসফট অফিস নিয়ে কাজ করি, তারা অবশ্যই জানি মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট নামে একটি প্রোগ্রাম আছে।
যার মাধ্যমে আমরা লেখা, ছবি এবং ভিডিও অ্যানিমেশন করতে পারি মানুষের সামনে উপস্থাপন করার জন্য।
এরকম ভাবে এনিমেশন তৈরি করার পরে, কম্পিউটার বা প্রজেক্টর এর মাধ্যমে উপস্থাপন করা হয়। যা দেখতে অনেক ভালো লাগে।
আপনি যদি উক্ত আলোচনাটি অনুসরণ করে থাকেন। তাহলে, অ্যানিমেশন কি এ বিষয়ে পরিষ্কার ধারণা নিতে পারছেন। যদি না বুঝে থাকেন, তাহলে দয়া করে উক্ত আলোচনা আরো একবার পরে নিন।
অ্যানিমেশনের উৎপত্তি
অ্যানিমেশন শব্দের উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ Anima থেকে। Animate শব্দ এর অর্থ হচ্ছে প্রাণ দান করা বা আত্মা দান করা।
আপনি যখন কোন সফটওয়্যার যেমন মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট থেকে কোন ছবি বা টেক্সট ব্যবহার করে কোন চিত্র তুলে ধরেন তাহলে তাকেই এনিমেশন বলা হবে।
পাওয়ার পয়েন্টর মাধ্যমে এনিমেশন তৈরি করলে, আপনি বিভিন্ন একাধিক ছবি যুক্ত করে, আকর্ষণীয় করে ভিডিও মতো এনিমেশন তৈরি করতে পারবেন।
তাই আপনি কোন ছবি দিয়ে যদি কোন এনিমেশন তৈরি করেন, তাহলে সেখানে নরাচরা করার মতো, এনিমেশন গুলো ব্যবহার করতে পারবেন। তাই অ্যানিমেশন কে আত্মা বা প্রাণ দান এর সাথে তুলনা করা হয়েছে।
অ্যানিমেশন কত প্রকার ও কি কি ?
আপনি উক্ত আলোচনায় জানতে পারলেন, অ্যানিমেশন কি, এনিমেশন এর উৎপত্তি সম্পর্কে। এখন আমরা আপনাকে জানাব, অ্যানিমেশন কত প্রকার ও কি কি ?
আপনি উক্ত তথ্য জানতে নিচে দেওয়া ধাপ গুলো দেখুন তাহলে বিস্তারিত জানতে পারবনে।
আমরা ডিজিটাল যুগে অ্যানিমেশন কে পাঁচ ভাগে ভাগ করতে পারি যেমন-
- ট্রেডিশনাল এনিমেশন
- 2D এনিমেশন
- 3D এনিমেশন
- মোশন গ্রাফিক্স এনিমেশন
- স্টপ মোশন এনিমেশন
আপনি উক্ত যে, ৫ টি ভাগ দেখতে পারছেন, এগুলোই প্রত্যেকটি এনিমেশন সিস্টেম। তো চলুন এই বিষয় গুলো বিস্তারিত ভাবে জানতে নিচের ধাপ গুলো দেখি।
ট্রেডিশনাল এনিমেশন
ট্রেডিশনাল এনিমেশন হচ্ছে একধরণের চলচিত্র ট্রেডিশনাল এনিমেশন প্রাচিন রূপ। উক্ত মাধ্যমে আবার সেল এনিমেশন বলা হয়। ট্রেডিশনাল এনিমেশন ছবি গুলো কে সেলুলয়েডের স্বচ্চ কাগজ এর মধ্যে আকা হয়ে থাকে।
এনিমেটেড সিকোয়েন্স তৈরি করা রজন্য এনিমেটকে অবশ্যই সকল ফ্রেমে আকা হয়। এখানে কিছু ফ্লিপ বুকের মতো কাজ করা হয়। ট্রেনিশনাল এনিমেশন প্রায় 2D এনিমেশন এর মতো দেখা যায়। ট্রেনিশনাল এনিমেশন এর জনপ্রিয় উদাহরণ হলো- দ্য লায়ন কিং।
2D এনিমেশন
2D এনিমেশন ট্রেডিশনাল এনিমেশন এর মধ্যে পড়ে, যেমন: বিউটি এন্ড দ্য বিস্ট এর মতো।
কিন্তু ভেক্টর এনিমেশন এর থেকে কিছুটা আলাদা হয়ে থাকে, 2D অ্যানিমেশন।
এখানে JPG, GIF এর ফরম্যাট এর ছবি গুলো হলো পিক্সেল ছবি। যা ছবির কোয়ালিটি প্রভাবিত হয়। উক্ত ছবি গুরোকে ছোট-বড় করা যায় না এবং এখানে গ্রাফিক্স ও রেজুলেশন নিয়ে চিন্তা করতে হয় না।
ভেক্টর ছবি গুলো ছোট বিন্দুতে পরিপূর্ণ থাকে। যখন গ্রাফিক্স তৈরি করবেন সেই সময় এই বিন্দু গুলো কে যুক্ত করে, সম্পুন্ন ছবি তৈরি করা যায়।
3D এনিমেশন
3D এনিমেশন বর্তমানে কম্পিউটার এনিমেশন করা অনেক সাধারণ একটি ব্যাপার। এখানে হাতে কলমে কোন ছবি না আঁকে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে ছবি আর্ট করা হয়।
কম্পিউটার এ ছবি আঁকার জন্য একটি টুলস ও 3D এনিমেশন একটি প্রগতিশিল প্রক্রিয়া হিসেবে কাজ করে। 3D অ্যানিমেশন মুভি’তে এনিমেট’র চরিত্র কে চার দিকে সরানোর জন্য প্রোগ্রাম লেখা হয়।
উক্ত চরিত্র এর সকল অংশ সঠিক জায়গায় থাকলে সেই ছবি কে ডিজিটাল ফ্রেমে বসিয়ে দেওয়া হয়। প্রতিটি ফ্রেম এর জন্য একই নিযম অনুসরণ করে কাজ করতে হয়। এখানে কম্পিউটার সকল ফ্রেমের মোশন গণনা করে থাকে।
আমরা আশা করি উক্ত আলোচনাতে 3D এনিমেশন কি সে বিষয়ে জানতে পারছেন।
মোশন গ্রাফিক্স
মোশন গ্রাফিক্স গ্রাফিক্স হচ্ছে- ডিজিটাল এনিমেশন এর একটি অংশ। যা সাধারণত এডস (বিজ্ঞাপন), চলচিত্র এর শিরোনাম সিকোয়েন্স এর জন্য ব্যবহার করা হয়ে থাকে।
এনিমেশন এর সকল কিছু মাল্টিমিডিয়া’র সাথে সংযুক্ত। মোশন গ্রাফিক্স সাধারণত ব্যবসা ভিত্তিক এনিমেশন এর জন্য ব্যবহার করা হয়ে থাকে।
স্টপ মোশন
স্টপ মোশন, পিক্সেলেশন, ক্লেমেশন, অবজেক্ট মোশন ইত্যাদি আরো অনেক কিছু আছে। তবে এর প্রধান কাজ ফ্লিপ বুকের মতো।
স্টপ মোশন সকল ফ্রেমে আলাদা আলাদা ছবি নিয়ে একত্রি করে থাকে। 3ডি কম্পিউটার এনিমেশন এর তুলনায় স্টপ গল্প বলার জন্য অনেক পুরোনো একটি রূপ।
এনিমেশন ভিডিও তৈরি করা সফটওয়্যার
আপনি যদি, কম্পিউটার এর মাধ্যমে বিভিন্ন ধরণের ভিডিও এনিমেশন তৈরি করতে চান। তাহলে অনেক ধরণের এনিমেশন সফটওয়্যার ডাউনলোড করে, কাজ করতে পারবেন।
আমরা আপনার সুবিধার জন্য এখানে কিছু এনিমেশন তৈরি করার সফটওয়্যার যুক্ত করে দিয়েছে। যে গুলো ডাউনলোড করে সুন্দর সুন্দর এনিমেশন বানাতে পারবনে, এবং অনলাইনে সরাসরি ফ্রিতে এনিমেশন তৈরি করতে পারবেন। যেমন-
- 3D Max এনিমেশন সফটওয়্যার
- Adobe After Effect এনিমেশন সফটওয়্যার
- Flash এনিমেশন সফটওয়্যার
- Pencil এনিমেশন সফটওয়্যার ইত্যাদি।
উক্ত সফটওয়্যার গুলো ছাড়া আরো অনেক সফটওয়্যার আছে। যে গুলো ব্যবহার করে, আপনি জনপ্রিয় এনিমেশন তৈরি করতে পারবে।
উক্ত আলোচনায় আপনি এনিমেশন এর যে ভাগ গুলো দেখেছেন। সেগুলো অনুযায়ী আপনি উক্ত সফটওয়্যার গুলো ব্যবহার করতে পারবেন।
এনিমেশন কোর্স কোথায় করবেন ?
আপনি যদি এনিমেশন ভিডিও বা এনিমেশন কার্টুন ভিডিও তৈরি করতে চান। তাহলে আপনাকে এই বিষয়ে একটি ভালো কোর্স করতে হবে।
আপনি বর্তমান সময়ে এনিমেশন শেখঅর জন্য অনেক প্রতিষ্ঠান পেয়ে যাবেন, সেখানে আপনি ভালো ভাবে এনিমেশন এর কাজ শিখে, একটি ইউটিউব চ্যানেল তৈরি করে, সেখানে এনিমেশন ভিডিও আপলোড করে ভালো টাকা আয় করতে পারবেন।
এছাড়া আপনি যদি এনিমেশন এর কাজ শিখতে চান, তাহলে ইউটিউব চ্যানেল ব্যবহার করে, ভিডিও কোর্স অনুসরণ করে দ্রুত এনিমেশন কাজ শিখে ভিডিও তৈরি করতে পারবেন।
শেষ কথাঃ
তো বন্ধুরা, আজ আমাদের এই আর্টিকেল থেকে শিখতে পারলেন, এনিমেশন কি ? অ্যানিমেশন কত প্রকার ও কি কি? আপনি যদি উক্ত আলোচনা গুলো অনুসরণ করে থাকেন। তাহলে আপনি এই বিষয়ে পরিষ্কার ধারণা নিতে পারছেন।
আমাদের আর্টিকেল আপনার কাছে যদি, ভালো লাগে তাহলে একটি কমেন্ট করবেন। আর একটি একটি শেয়ার করে দিবেন।
ট্যাগঃ অ্যানিমেশন কি ? এনিমেশন কত প্রকার ও কি কি ? (বিস্তারিত এখানে) অ্যানিমেশন কি ? এনিমেশন কত প্রকার ও কি কি ? (বিস্তারিত এখানে) অ্যানিমেশন কি ? এনিমেশন কত প্রকার ও কি কি ? (বিস্তারিত এখানে)
অ্যানিমেশন কি ? এনিমেশন কত প্রকার ও কি কি ? (বিস্তারিত এখানে) অ্যানিমেশন কি ? এনিমেশন কত প্রকার ও কি কি ? (বিস্তারিত এখানে)অ্যানিমেশন কি ? এনিমেশন কত প্রকার ও কি কি ? (বিস্তারিত এখানে)
আমাদের আর্টিকেল শেষ পর্যন্ত পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন আরো আর্টিকেল পড়তে চাইলে নিয়মিত ভিজিট করুন জে আইটি।