এসসেন্স ডিজেবল হওয়ার কারণ কি : বর্তমান সময়ে অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য, ওয়েবসাইট বা ইউটিউব প্লাটফর্মে গুগল এডসেন্স ছাড়া ভালো ইনকামের বিকল্প নেই।
তার কারণ গুগল এডসেন্স এর মত, সিপিসি এবং সিটিআর অন্য কোন এডভারটাইজ প্ল্যাটফর্ম প্রদান করতে পারবে না।

অনেক ভালো হাই সিপিসি প্রদান করে বিধায়, গুগল এডসেন্স বিশ্বের জনপ্রিয়তা ধরে রেখেছেন। গুগল এডসেন্স যেমন ভালো সিটিসি প্রদান করেন, ইনকাম করার জন্য ঠিক তেমনি ভাবে কঠোর নিয়ম পাবলিশারদের কে বেধে দেন।
পাবলিশার’রা যদি ইউটিউবের নীতিমালা ভঙ্গ করে কাজ করে তাহলে, তাদের ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলের এডসেন্স একাউন্ট 100% নিশ্চিন্তে ডিজেবল করা দেয়া হয়।
তো অনেকেই google সন্ধান করে, জানতে চাই। কেন এডসেন্স ডিজেবল হয়। তাই তাদের উদ্দেশ্যে আজকের এই আর্টিকেলে, ডিজেবল হওয়ার কারণ কি এবং কেন এডসেন্স ডিজেবল হয়, সে বিষয়ে বিস্তারিত জানানোর জন্য হাজির হয়েছি।
তাই আপনি যদি অ্যাডসেন্স সম্পর্কে সঠিক ধারণা পেতে চান? তাহলে আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে পড়ুন।
এডসেন্স ডিজেবল হওয়ার কারণ কি?
Google এডসেন্স account গেছে বল হওয়ার পিছনে, অনেকগুলো কারণ রয়েছে। কিন্তু google এডসেন্স একাউন্ট ডিজেবল হওয়ার পেছনে মূল কারণ রয়েছে দুইটি। যেমন-
- Self Click (নিজে নিজে এক ক্লিক করা)।
- PTC Click (ভাড়া করে নিয়ে আসা ভিজিটর দিয়ে ক্লিক করা)।
মূলত উপরে দেওয়া দুইটি কারণের জন্য গুগল এডসেন্স ডিজেবল করে দেয়া হয়। কিন্তু এ দুটি কারণ ছাড়া আরো অনেক কারণ আছে। তবে এই দুইটি কারণ সবথেকে প্রধান।
তো চিন্তার কোন কারণ নেই, আমি এখন আপনাকে এডসেন্স ডিজেবল হওয়ার কারণ গুলো আরো বিস্তারিত ভাবে বলার চেষ্টা করছি।
সেলফ ক্লিক কি?
Self Click হচ্ছে নিজের বিজ্ঞাপনে নিজে নিজে ক্লিক করা। এক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন, আপনার ওয়েবসাইটে বা youtube এর বিজ্ঞাপনে নিজে ক্লিক করে, ইনকাম বাড়িয়ে নিবেন।
তবে, এটি হবে আপনার এডসেন্স একাউন্ট হওয়ার সবথেকে বড় কারণ।
Self Click এর মাধ্যমে সরাসরি গুগল এডসেন্স পলিসির বিপক্ষে চলে যায়। Self Click ক্লিক করার জন্য এডসেন্স একাউন্টে এড লিমিট প্রদান করা হয়, এবং পর্যায়ক্রমে এডসেন্স একাউন্টে ডিজেবল করে দেয়া হয়।
গুগল এডসেন্সের নীতিমালা তে স্পষ্টভাবে বলা হয়েছে। নিজের বিজ্ঞাপনে নিজে নিজে ক্লিক করা থেকে বিরত থাকুন। অন্যথায় এডসেন্স একাউন্ট ডিজেবল করা দেয়া হবে। যা থেকে আপনারা কখনোই ইনকাম করতে পারবেন না।
পিটিসি ক্লিক কি?
এখন আসুন দ্বিতীয় নাম্বার কারণ জেনে নেই। পিটিসি এর ফুল ফর্ম হলো- পেইড টু ক্লিক। পিটিসি ক্লিককে মূলত ভাড়া করা ক্লিক বোঝানো হয়।
এ বিষয়ে যদি বুঝতে সমস্যা হয় তাহলে, মনে করুন এমন কিছু পাবলিশার বা ওয়েবসাইটের মালিক রয়েছে। যারা ইচ্ছা করে, বিভিন্ন মানুষদের টাকার বিনিময়ে নিজের ওয়েবসাইটে নিয়ে এসে, বিভিন্ন হাই সিপিসি বিজ্ঞাপনে ক্লিক করিয়ে নেয়।
যার বিনিময়ে ওয়েবসাইটের মালিক, প্রতি বিজ্ঞাপন ক্লিক এর উপর টাকা প্রদান করে। মানে বিজ্ঞাপন ক্লিক করানোর জন্য তাদের টাকা দিয়ে ক্লিক করাতে বাধ্য করেন বিজ্ঞাপন গুলোতে।
পিটিসি ক্লিক এর কাজটি গুগল এডসেন্সের পলিসির পুরোপুরি বাইরে। পিটিসি ক্লিক করার ফলে, গুগল এডসেন্স ইনভেলিড ক্লিক মনে করে থাকেন।
এভাবে নিয়মিত যখন, ভাড়া করা ভিজিটর দিয়ে বিজ্ঞাপন ক্লিক করানো হয়, তখন google যত দ্রুত সম্ভব, সেই এডসেন্স একাউন্ট করে দেয়।
কিন্তু এডসেন্স ডিজেবল করার আগে, ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলের মালিকদের একটি ওয়ার্নিং হিসেবে এড লিমিট প্রদান করে।
যদি অ্যাড লিমিট শেষ হওয়ার পরেও, কোন পাবলিশার ইলিগ্যাল কাজ করে তখন, সে পাবলিশারদের google এডসেন্স একাউন্ট সারা জীবনের জন্য ডিজেবল করে দেয়া হয়।
তো বন্ধুরা আশা করব, আপনারা google এডসেন্স ডিজেবল হওয়ার কারণ কি? এ বিষয়ে দুইটি প্রধান কারণ জানতে পারলেন, বিস্তারিত ভাবে।
বিশেষ করে যারা গুগল পাবলিশার হিসেবে কাজ করেন, তারা কখনোই গুগলকে কাঁচা বা বোকা মনে করবেন না। কারণ গুগল অনেক স্মার্ট।
আপনারা উপরে দেওয়া মূল দুটি কারণ ছাড়া, আরও কিছু কারণে সম্মুখীন হয়ে গুগল এডসেন্স ডিজেবল পেতে পারেন। এডসেন্সের ডিজেবল হওয়ার জন্য আরো যে অতিরিক্ত কারণ গুলো রয়েছে, সেগুলো আমরা নিচে কিছু পয়েন্ট আকারে প্রস্তুত করেছি।
সে গুলো দেখে জেনে নিন গুগল এডসেন্স ডিজেবল হওয়ার কারণ গুলো।
গুগল অ্যাডসেন্স ডিজেবল হওয়ার আরা কিছু কারণ
- Website বা youtube এ নিজের বিজ্ঞাপনে ক্লিক করলে এডসেন্স ডিজেবল হবে।
- কোন মানুষকে বা কোন যন্ত্রের মাধ্যমে, টাকার বিনিময়ে অ্যাডসেন্স বিজ্ঞাপনে ক্লিক করলে ডিজেবল হবে।
- ইউটিউব চ্যানেল বা ওয়েব সাইটে 18+কন্তেন্স শেয়ার করা, যা হতে পারে টেক্স, ভিডিও বা ইমেজ। এই ধরনের পোস্ট শেয়ার করলে এডসেন্স ডিজেবল হবে।
- অন্যের সাইট থেকে কপি কন্টেন নিজের ওয়েবসাইটের শেয়ার করার ফলে এডসেন্স ডিজেবল হবে।
- Google সাপোর্ট করে না এমন কোন ভাষায় কনটেন্ট শেয়ার করলে এডসেন্স ডিজেবল হবে।
- নিজের ওয়েবসাইটে ব্ল্যাক এসইও করলে এডসেন্স ডিজেবল হবে।
- অটোমেটিক টাকার বিনিময়ে ভিজিটর নিয়ে আসার ফলে হবে।
- একটিভ বেশি এডসেন্স একাউন্ট থাকলে, সেটি ডিজেবল হবে।
তো বন্ধুরা উপরোক্ত কিছু পয়েন্ট জানতে পারলেন। যেগুলো আপনার ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলের সাথে হয়ে থাকে তাহলে, নিশ্চিন্তে আপনার এডসেন্স হয়ে যাবে।
আপনারা সঠিক নিয়ম গুলো এবং এডসেন্সের নীতিমালা অনুযায়ী কাজ করলে, কখনোই গুগল এডসেন্স ডিজেবল হবে না।
শেষ কথাঃ
তো বন্ধুরা আপনারা যারা জানতে চেয়েছিলেন এডসেন্স ডিজেবল হওয়ার কারণ কি? এবং কেন এডসেন্স ডিজেবল হয়। তাদের সুবিধার জন্য আমরা কিছু পয়েন্ট প্রস্তুত করে জানিয়ে দিয়েছি।
আপনি যদি এই ধরনের কাজগুলো করে থাকেন। তাহলে অবশ্যই আপনার এডসেন্স একাউন্ট দিতে বল হবে। তাই এডসেন্স থেকে সুরক্ষিত ভাবে ইনকাম করতে চাইলে, উপরোক্ত পয়েন্ট গুলো ব্যতিরেকে কাজ করুন।
এছাড়া গুগল এডসেন্স সংক্রান্ত আরো অন্যান্য আর্টিকেল পড়তে চাইলে, নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।