যে কোনো মোবাইলের লক খুলুন : আপনারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন। কিন্তু কোন কারণে, পাসওয়ার্ড ভুলে গেলে অনেক ভোগান্তের শিকার হয়।
তাই আপনি যদি এন্ড্রয়েড ফোনের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, তাহলে আর চিন্তার কারণ নেই। কারণ আজকের এই আর্টিকেলে আপনাদের জানাবো। এন্ড্রয়েড ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে খুলবেন?

তাই আপনি যদি এ বিষয়ে বিস্তারিত ধারণা পেতে চান? তাহলে আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন। আমরা আশা করব,
আমাদের দেওয়া দিকনির্দেশনা অনুসরণ করে কাজ করতে পারলে। খুব সহজেই যে, কোন মোবাইলের লক খুলতে পারবেন।
বর্তমানে একটি অ্যান্ড্রয়েড ফোন কেনার সঙ্গে সঙ্গে আমরা সেখানে, একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করি। এরকম অনেক মানুষ আছে, যারা পাসওয়ার্ড মনে রাখতে পারে না, সেইজন্যে পাসওয়ার্ড দিয়ে লক করেন না।
আবার যারা মনে না রাখতে পারলেও স্মার্টফোন গুলোতে পাসওয়ার্ড ব্যবহার করে, অনেক সময় সে পাসওয়ার্ড ভুলে গিয়ে, অনেক ঝামেলায় করা যায়।
একটি ফোনে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড প্রটেকশন অপশন দেওয়া রয়েছে। যেমন- ফেস লক, ফিঙ্গারপ্রিন্ট লক, নাম্বার পাসওয়ার্ড এবং প্যাটার্ন পাসওয়ার্ড সহ আরো অন্যান্য লক করার প্রটেকশন অপশন রয়েছে।
যার ফলে, লোকেরা ফেসলক এবং ফিঙ্গারপ্রিন্ট লক ছাড়া নাম্বার পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড দেয়ার ফলে, অনেক সময় পাসওয়ার্ড ভুলে যায়।
Android ফোনে পাসওয়ার্ড ছাড়া মোবাইল আনলক করা সহজ হয়ে ওঠেনা। তাই আপনি যদি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করেন। আর পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন।
তাহলে, আমাদের দেওয়া আলোচনা অনুযায়ী খুব সহজেই পাসওয়ার্ড থাকা অ্যান্ড্রয়েড ফোন গুলো আনলক করতে পারবেন।
এন্ড্রয়েড ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে খুলবেন?
আপনার যদি আমাদের দেখানো উপায় গুলো অনুসরণ করে কাজ করেন। তাহলে অ্যান্ড্রয়েড ফোনের পাসওয়ার্ড ভুলে গেলেও সমস্যা নেই। খুব সহজেই আপনার লক হওয়া ফোনটি আনলক করে নিতে পারবেন।
বিশেষ করে অনেকেই এন্ড্রয়েড ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে, বিভিন্ন মোবাইল টেকনিশিয়ান এর কাছে ছোটাছুটি করেন। তাই আপনি যদি আমাদের দেওয়া পরামর্শ অনুযায়ী কাজ করতে পারেন। তাহলে, যে কোন মোবাইলের লক খুলুন।
তো চলুন আর বেশি সময় নষ্ট না করে জেনে নেয়া যাক। কি কি পদ্ধতি অবলম্বন করে, আপনারা এন্ড্রয়েড ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে, কিভাবে খুলবেন এই সম্পর্কে।
Factory Reset এর মাধ্যমে ফোন আনলক করুন
সাধারণত আমরা যখন মোবাইলে স্ক্রিন লক এর পাসওয়ার্ড মনে হারিয়ে যায়। তখন factory reset এর মাধ্যমে পাসওয়ার্ড মুছে ফেলার সবথেকে জনপ্রিয় মাধ্যম।
Factory Settings এর মাধ্যমে ফ্যাক্টরি রিস্টার্ট করার পরে, আপনার মোবাইল আনলক হওয়ার সঙ্গে সঙ্গে মোবাইলটি একদম নতুন অবস্থায় ফিরিয়ে নিতে পারবেন।
বিশেষ করে আগের তুলনায় আপনার মোবাইল দ্রুত গতিতে চলবে। factory reset করে ফোন আনলক করার নিয়ম জানতে নিচে দেওয়া ধাপ গুলো অনুসরণ করুন।
ধাপ-১
সর্বপ্রথম আপনাকে এন্ড্রয়েড ফোনের সুইচ অফ করে দিতে হবে। তার জন্য পাওয়ার বাটন কে লং প্রেস করলেই কাজটি হয়ে যাবে।
ধাপ-২
তারপর আপনাকে আপনার মোবাইলের hard reset করতে হবে। যার জন্য রিকভারির মোডের দরকার হবে। আপনার এন্ড্রয়েড মোবাইলটি রিকভারি মোড চালু করার জন্য। আপনাকে মোবাইলের ভলিউম ডাউন বাটনটি এবং পাওয়ার বাটনটি একসঙ্গে চেপে ধরে রাখতে হবে।
যে পর্যন্ত আপনি মোবাইলের লোগোটি স্ক্রিনে দেখতে না পান। সে পর্যন্ত দুটি বাটন চেপে ধরে রাখতে হবে।
ধাপ-৩
তারপর আপনারা রিকভারি screen এর মধ্যে যাওয়ার পর আপনারা Reset + Format + factory reset এই অপশন গুলো দেখতে পারবেন।
উপরে থাকা অপশন গুলো থেকে আপনারা factory reset অপশনে ক্লিক করবেন।
ধাপ-৪
তারপর কিছু মুহূর্তের মধ্যে আপনার মোবাইলের পুরাতন ডাটা গুলো ডিলিট করে দেয়া হবে। তারপর পরবর্তীতে আপনি কোন পাসওয়ার্ড ছাড়া নিজের মোবাইল, ব্যবহার করা শুরু করতে পারবেন।
তো এই চারটি ধাপ পূরণ করতে, পারলেই আপনার মনে হারিয়ে যাওয়া পাসওয়ার্ড আনলক করে মোবাইল ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আপনার মোবাইলে পুরাতন যে, ফাইল গুলো ফোনস্টোরেজে সংরক্ষিত করে রেখেছিলেন।
সেগুলো কিন্তু পুরোপুরি ডিলিট হয়ে যাবে বিশেষ করে কন্টাক্ট নাম্বার গুলো। তাই আপনারা মোবাইল স্টোরে যে কখনোই প্রয়োজনীয় জিনিসগুলো সংরক্ষিত করে রাখবেন না।
আলাদা করে একটি মেমোরি কার্ড ব্যবহার করে সেখানে আপনার যাবতীয় ডাটা সংরক্ষিত করবেন।
Android Device Manager এর মাধ্যমে মোবাইল আনলক করুন
অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার ব্যবহার করে, আপনারা মোবাইলে ব্যবহার করা পুরাতন সকল ডাটা রিমুভ করে দিতে পারবেন।
মোবাইলের পুরাতন ডাটা গুলো রিমুভ হওয়ার সাথে সাথে, আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ডটি ও রিমুভ হয়ে যাবে।
এক্ষেত্রে মনে রাখবেন, আপনার মোবাইলে স্টোরেজে সকল ডাটা সংরক্ষিত করে রেখেছিলেন। সেগুলো মূলত রিমুভ হয়ে যাবে। আপনার মোবাইলের প্রয়োজনীয় অ্যাপস গুলো, আবার পুনরায় ডাউনলোড করে ব্যবহার করতে হবে।
কিন্তু আপনি যদি নিজের মোবাইলের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন। সেক্ষেত্রে ডাটাগুলো মুছে যাওয়ার সাথে সাথে। নিজের মোবাইলটি আনলক করে নিতে পারবেন।
ধাপ-১
এই কাজটি করার জন্য সর্বপ্রথম যে কোন ডিভাইস থেকে একটি ওয়েব ব্রাউজার চালু করতে হবে। তারপর ওয়েব ব্রাউজার থেকে Google find my device এর ওয়েবসাইটে যেতে হবে।
ধাপ-২
তারপর আপনাকে নিজের গুগল একাউন্ট লগইন করার জন্য বলা হবে। এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন। আপনাকে শুধুমাত্র গুগল একাউন্ট দিয়ে লগইন করতে হবে। যে গুগল একাউন্ট দিয়ে নিজের মোবাইলটি লগইন করে রেখেছিলেন।
ধাপ-৩
জিমেইল একাউন্টের লগইন হয়ে যাওয়ার পর আপনারা তিনটি অপশন দেখতে পারবেন। যেমন-
- PLAY SOUND
- SECURE DEVICE
- ERASE DEVICE
এখন আপনাকে সরাসরি Erase Device অপশনটিতে ক্লিক করতে হবে।
ধাপ-৪
সর্বশেষ আপনাকে আপনার জিমেইল একাউন্টের পাসওয়ার্ড প্রদান করার জন্য বলা হবে। তাহলেই আপনার মোবাইল থেকে পুরনো ডাটাগুলো ডিলিট করে দেয়া হবে সে সঙ্গে আপনার পাসওয়ার্ড রিমুভ হয়ে যাবে।
মার্কেট থেকে যেরকম মোবাইলটি কিনেছিলেন। ঠিক সে রকম দেখাবে একদম নতুন।
শেষ কথাঃ
তো বন্ধুরা আপনারা যারা এন্ড্রয়েড ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে খুলবেন, জানতে চান? তারা উপরে উল্লেখিত আলোচনা অনুসরণ করে, যে কোন মাধ্যম অবলম্বন করে, যে কোন মোবাইলের লক খুলুন।
আর এন্ড্রয়েড মোবাইলের যেকোনো পাসওয়ার্ড আনলক করতে, ভালো যদি কোন প্রশ্ন জানা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ…