ছবি এডিট করার নিয়ম : আপনি যখন কোন ছবি এডিট করার নিয়ম জানতে চাচ্ছেন? তাহলে এর উত্তর বিভিন্ন মানুষের জন্য আলাদা আলাদা উত্তর হতে পারে।
তার কারণ অনেকে হয়তো মোবাইল বা কম্পিউটারের ছবি কিভাবে এডিট করতে হয় সে বিষয়ে জানতে চায়।

আবার অনেকে আছে ছবি এডিট করার জন্য কি করা প্রয়োজন। কোন সফটওয়্যার ব্যবহার করে, ছবি এডিট করা যায়। এই বিষয়গুলো সম্পর্কে জানতে চাই।
তো চিন্তার কোন কারণ নেই আমরা এই আর্টিকেলে, ছবি এডিট করার নিয়ম এবং কৌশল গুলো কি তার বিস্তারিত বর্ণনা করব।
তো এ বিষয়ে সঠিক তথ্য পেতে আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে পড়তে থাকুন।
কিভাবে ছবি এডিট করবেন?
আপনি যদি নিজে ছবি এডিট করতে চান তবে দুই ভাবে ছবি এডিটিং করতে পারবেন। নিজের ল্যাপটপ বা কম্পিউটারে ছবি এডিট করার সফটওয়্যার ব্যবহার করে। আবার নিজের মোবাইলে ছবি এডিট করার এডিটর অ্যাপ ব্যবহার করে।
বর্তমান সময়ে অনলাইন সেক্টরে কম্পিউটার এবং মোবাইলের জন্য অনেক আকর্ষণীয় ফটো এডিটর সফটওয়্যার এবং অ্যাপস রয়েছে।
আপনারা চাইলে, একদম বিনামূল্যে ফটো এডিটর সফটওয়্যার এবং অ্যাপ ব্যবহার করতে পারবেন।
আর ছবি এডিট করার জন্য আপনারা যে কোন অ্যাপ ডাউনলোড করলে, সেখানে বিভিন্ন ধরনের ফিচার এবং ইফেক্ট পেয়ে যাবেন।
এক্ষেত্রে আপনি যদি নিয়মিত নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের জন্য ফটো এডিটিং করতে চান? তাহলে মোবাইলে এডিট করাই সবথেকে ভালো হবে।
তো যাই হোক, আপনারা কম্পিউটার এবং মোবাইল দিয়ে, কোন অ্যাপ ব্যবহার করে, ছবি এডিট করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত ধারণা দেবো।
আপনার প্রয়োজন অনুযায়ী এবং সুবিধায় হিসেবে কোন সফটওয়্যার ব্যবহার করতে হবে। সে বিষয়ে নিচে দেওয়া তথ্য গুলো অনুসরণ করুন।
কম্পিউটার দিয়ে ছবি এডিট করার সফটওয়্যার
আপনি যদি কোন ছবি এডিট করতে চান? তাহলে, কম্পিউটারের জন্য অবশ্যই ছবি এডিটিং সফটওয়্যার ডাউনলোড করতে হবে।
আর অনলাইনে সার্চ করলে, নতুন নতুন জনপ্রিয় সফটওয়্যার গুলো আপনারা একদম বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।
তো কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করে, আপনারা কম্পিউটার দিয়ে ছবি এডিট করতে পারবেন। সেই সফটওয়্যার গুলোর নাম জানতে নিচের অংশটি দেখুন।
- Canva
- PhotoScape
- PixTeller
- Adobe Photoshop Express Editor
- Darktable
- Inpixio
উক্ত প্রতিটি কম্পিউটার সফটওয়্যার আপনারা, গুগলে সার্চ করে, একদম বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন।
তবে আমরা আপনাকে যে, কম্পিউটার সফটওয়্যার গুলো সম্পর্কে জানালাম, এ সফটওয়্যার গুলো ছাড়া আর অসংখ্য ছবি এডিট করার সফটওয়্যার আপনারা পেয়ে যাবেন।
তবে আমি আপনাকে পরামর্শ দেবে আপনি যদি আকর্ষণীয় করে ছবি এডিটিং করতে চান? তবে উপরে দেয়া যেকোনো একটি সফটওয়্যার ব্যবহার করুন।
মোবাইল দিয়ে ছবি এডিট করার অ্যাপস
উপরের আলোচনায় আমরা আপনাকে জানিয়ে দিলাম, ছবি এডিট করার কম্পিউটার সফটওয়্যার সম্পর্কে। এখন আপনি যদি একজন মোবাইল ইউজার হয়ে থাকেন।
সে ক্ষেত্রে আপনার মোবাইল দিয়ে, কোন ধরনের ছবি এডিটর অ্যাপ ব্যবহার করা উচিত। সে বিষয়ে জানতে নিচু দেওয়া সফটওয়্যার গুলোর নাম জেনে নিন।
মোবাইল দিয়ে ছবি এডিট করার অ্যাপ গুলো হল-
- Photo Director.
- YouCam Perfect.
- Pixlr.
- PicsArt.
- Snapseed.
- Adobe Photoshop Camera.
- Prisma.
আপনারা উপরে দেয়া যেকোন ছবি এডিটর অ্যাপ ব্যবহার করে, মোবাইল দিয়ে আকর্ষণীয়ভাবে ছবি এডিট করতে পারবেন।
আর এখান থেকে এই অ্যাপ গুলো আপনারা বেশির ভাগ গুগল প্লে স্টোর থেকে একদম বিনামূল্যে ডাউনলোড করার লিংক পেয়ে যাবেন।
প্রফেশনালি ছবি এডিট করার নিয়ম এবং কৌশল
তো আপনি যদি কোন ছবি প্রফেশনাল ভাবে প্রস্তুত করতে চান? তাহলে আপনাকে ছবি এডিট করার নিয়ম এবং কৌশল গুলো সম্পর্কে বিশেষভাবে জানতে হবে।
আপনি যদি আগে কখনো ছবি এডিটের কাজ না করে থাকেন। তাহলে এই কৌশল গুলো ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ুন। যেমন-
Color correction করুন।
আপনি যখন একটি ছবি এডিটিং এর কাজ শুরু করবেন তখন সেখানে কিছু এডজাস্টমেন্ট করতে হবে। আর সেই এডজাস্টমেন্ট গুলো র মধ্যে একটি হচ্ছে কালার কারেকশন।
যেকোনো ছবিতে ফটো এডিটিং টুল গুলোতে এই ফিচার গুলো আপনারা পেয়ে যাবেন। যা ব্যবহার করে আপনার ছবির কালার গুলো আরো উজ্জ্বল এবং পরিষ্কার করে নিতে পারবেন।
Creating and HDR image
HDR হচ্ছে- High dynamic Range. আপনাকে সহজভাবে বলতে গেলে আপনার ছবিতে থাকা লাইট এবং dark tones এর পরিসীমা কে বোঝানো হয়।
HDR আপনার ছবিতে একেবারে সঠিকভাবে লাইট এবং ডার্ক সংযুক্ত করতে সহায়তা করবে। তো আপনি যখন ছবি তুলবেন। তখন চেষ্টা করবেন HDR মোড চালু করে ছবি তোলার।
Cleaning up backgrounds
অনেক ক্ষেত্রে সবই অনেক সুন্দর হয়ে থাকে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু একেবারে অপছন্দনীয় লাগে।
এক্ষেত্রে আপনারা বিভিন্ন এডিটিং টুল ও ইফেক্ট গুলো ব্যবহার করে ছবির ব্যাকগ্রাউন্ড কালার ইত্যাদি আপনার পছন্দমত করে নিতে পারেন।
White balance
যেকোন ফটো এডিটিং টুলের মধ্যে এই বেসিক ফিচারটি অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আপনি যখন ছবি তুলবেন তখন আপনার ক্যামেরা অবশ্যই ছবিতে কিছু পরিমাণের হোয়াইট ব্যাল্যান্স অ্যাপ্লাই করে থাকবে।
কিন্তু ক্যামেরার হোয়াইট ব্যালেন্স এর বাইরে আলাদা এডজাস্টমেন্ট এর দরকার হয়।
সঠিকভাবে হোয়াইট ব্যালেন্স এপ্লাই করার পরে আপনার ছবিতে একদম বাস্তব জীবনের মত সাদা ভাব দেখানো হবে।
Boost the contrast
একটি ছবিতে অন্ধকার ও আলো এর পরিমাণ উক্ত contrast এর মাধ্যমে মিলিয়ে নেয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে ছবিগুলোতে হালকা অন্ধকার ভাব থাকে।
তাই আপনার ছবিটি জাঁকজমক বা উজ্জ্বল করার জন্য এই অপশনটি ব্যবহার করতে পারেন।
শেষ কথাঃ
আমরা আশা করব ছবি এডিট করার নিয়ম এবং কৌশল গুলো কি কি? এই বিষয় সম্পর্কে সঠিক ধারণা পেয়ে গেছেন।
আপনি যদি একটি ছবি আকর্ষণীয় ভাবে প্রস্তুত করতে চান? তাহলে উপরে দেওয়া পদক্ষেপ গুলো অনুসরণ করে কাজ করতে পারেন।
এই আর্টিকেল ছাড়া আমাদের এই ওয়েবসাইট থেকে ছবি এডিটিং থেকে শুরু করে, মোবাইলের জন্য আরো প্রয়োজনীয় সফটওয়্যার সম্পর্কে জানতে নিয়মিত ভিজিট করুন।
ধন্যবাদ।