নিজের ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম (ডিলিট বা ডিএক্টিভেট)

নিজের ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম : আপনারা যারা ফেসবুক ইউজার রয়েছেন, তারা চাইলে, খুব সহজেই নিজের ফেসবুক আইডি নষ্ট করে দিতে পারবেন।

একটি ফেসবুক আইডি নষ্ট করার বিভিন্ন কারণ হতে পারে। তো নিজের ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম বলতে বোঝানো হচ্ছে ডিলিট করা বা ডিএক্টিভেট করা।

একটি ফেসবুক আইডি ডিলিট করার বিভিন্ন কারণ হতে পারে, পড়াশোনা জনিত কারণে, তথ্য চুরি হওয়ার কারণে, আবার আপনার ইচ্ছা করে না সোশ্যাল মিডিয়া আসক্তি এড়াতে, আরো ইত্যাদি কারণে।

নিজের ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম (ডিলিট বা ডিএক্টিভেট)
নিজের ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম (ডিলিট বা ডিএক্টিভেট)

তো নিজের ফেসবুক আইডি নষ্ট করার যে, কোন কারণ হোক না কেন আমরা আপনাকে জানাবো।

কিভাবে আপনারা ফেসবুক আইডি ডিলিট বা ডিএকটিভেট করবেন। তাই এ বিষয়ে বিস্তারিত ধারণা পেতে, আমাদের লেখা টি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।

আরো দেখুন…

বর্তমান সময়ে একটি নিজের ফেসবুক আইডি নষ্ট করার উপায় অনেক সহজ। কিন্তু এজন্য আপনি আপনার কম্পিউটার বা মোবাইলে থাকা ফেসবুক সফটওয়্যার ব্যবহার করে, নিজের ফেসবুক আইডি নষ্ট করে দিতে পারবেন।

আপনারা অবশ্যই মনে রাখবেন ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম দুই ধরনের। একটি হচ্ছে, আপনার নিজের ফেসবুক আইডি পার্মানেন্টলি ডিলিট করা। আর দ্বিতীয়টি হচ্ছে ডিএক্টিভেট করা। এই দুটির মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে।

এক্ষেত্রে আপনি যদি ফেসবুক আইডি নষ্ট করার জন্য পার্মানেন্টলি ডিলিট করেন সেক্ষেত্রে পুনরায় আপনার ফেসবুক আইডিটি আর ফিরিয়ে আনতে পারবেন না।

অন্যদিকে আপনি যদি ফেসবুক আইডি নষ্ট করার জন্য ডিএক্টিভেট করেন। সে ক্ষেত্রে আপনি চাইলে, এক মাসের মধ্যে আপনার ফেসবুক আইডি পুনরায় রিকভার করে নিতে পারবেন।

প্রচলন এখন নিজের ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম। বিস্তারিত ভাবে জেনে নেয়া যাক।

মোবাইলে নিজের ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম (ডিলিট বা ডিএক্টিভেট)

আপনারা চাইলে মোবাইলের মাধ্যমে নিজের ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম দুইটি উপায় ব্যবহার করে, ডিলিট বা ডিএক্টিভেট করতে পারবেন।

আপনাদের ফেসবুক একাউন্ট ডিএক্টিভেট এর অপশন এবং ডিলিট অপশন দেয়া রয়েছে, আপনি যে কোন অপশন ব্যবহার করে নিজের ফেসবুক আইডি নষ্ট করতে পারবেন।

আরো পড়ুন…

এক্ষেত্রে আপনারা যারা নিজের ফেসবুক আইডি নষ্ট করার জন্য ডিলিট অপশন ব্যবহার করবেন। সে ক্ষেত্রে সারা জীবনের জন্য আপনার ফেসবুক আইডি নষ্ট হয়ে যাবে।

অন্যদিকে আপনি যদি একটি ফ্যাট অপশন ব্যবহার করে, ফেসবুক আইডি নষ্ট করেন সে ক্ষেত্রে, আপনার আইডিটি ফিরে পাওয়ার সম্ভাবনা থাকবে এক মাসের মধ্যে।

তো নিজের ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম জানতে, নিচে দেওয়া ধাপ গুলো অনুসরণ করুন।

ধাপ- ১

সর্বপ্রথম আপনার মোবাইলের ফেসবুক অ্যাপ চালু করে, সেটির লগইন করতে হবে।

ধাপ- ২

তারপর আপনার মোবাইল অ্যাপের ডান পাশে, সবার উপরে থাকা থ্রি ডট অপশন এ ক্লিক করতে হবে। যার ফলে আপনার মোবাইলে একটি মেনু দেখানো হবে।

তার একটু নিচে গেলে দেখতে পারবেন, settings & privacy নামে, একটি অপশন দেওয়া রয়েছে। আপনারা সরাসরি সেই অপশনটিতে ক্লিক করবেন।

ধাপ- ৩

settings & privacy অপশনটিতে ক্লিক করা হয়ে গেলে। পুনরায় আপনাকে settings নামে একটি অপশন দেওয়া হবে যেখানে সরাসরি ক্লিক করতে হবে।

আরো পড়ুনঃ

ধাপ- ৪

তারপর আপনারা সেটিং মানেতে, প্রবেশ করে একটু নিচে গেলে, account ownership & control নামে অপশনটি দেখতে পারবেন সেখানেও ক্লিক করবেন।

ধাপ- ৫

তারপর দ্বিতীয় অপশনে থাকা Deactivation & Deletion নামে এই দুইটি অপশন দেখতে পারবেন, আপনারা সরাসরি ক্লিক করবেন।

ধাপ- ৬

সর্বশেষ, আপনি যে দুটি অপশন দেখতে পারবেন যেমন-

  1. Deactivate account.
  2. Delete account.

এখন আপনি কোন অপশন ব্যবহার করে. আপনার ফেসবুক আইডি ডিলিট করবেন সেটি বাছাই করে নেবেন।

আপনার নিজের ফেসবুক আইডি সম্পূর্ণভাবে ডিলিট করতে চাইলে, Delete account অপশনে ক্লিক করে দিবেন। তারপর নিচে থাকা continue to account deletion অপশন এ ক্লিক করবেন।

ধাপ- ৭

সর্বশেষ আপনারা একটি ফাইল পেজ দেখতে পারবেন। সেখানে মূলত আপনার ফেসবুক আইডির সাথে জড়িত প্রয়োজনীয় তথ্য এবং ডাটা গুলো ডাউনলোড করার জন্য বলা হবে।

আরো দেখুন…

আপনি যদি প্রয়োজন মনে করেন, আপনার ফেসবুকে থাকা ছবি এবং ভিডিও অন্যান্য তথ্য ডাউনলোড করবেন। তাহলে সে অপশনটিতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আর প্রয়োজন না হলে তো কোন কথাই নেই।

ধাপ- ৮

আপনারা খান সরাসরি ডিলেট একাউন্ট অপশন এ ক্লিক করার সাথে সাথে, আপনার অ্যাকাউন্টটি সারা জীবনের জন্য নষ্ট হয়ে যাবে। যা কেউ সার্চ করেও খুঁজে পাবে না।

আপনারা একই ধাপ অনুসরণ করে delete না করে যদি ডিএক্টিভেট করেন। সে ক্ষেত্রে ডিলিট একাউন্ট এর জায়গায় আপনারা ডিএক্টিভেট সিলেক্ট করলেই কাজটি সম্পন্ন হয়ে যাবে।

অবশ্যই দেখুন…

শেষ কথাঃ

তো বন্ধুরা আপনারা যারা নিজের ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম সম্পর্কে জানতে চেয়েছিলেন। তারা উপরে উল্লেখিত আলোচনা অনুসরণ করে নিজের ফেসবুক আইডি নষ্ট করার জন্য। কিভাবে ডিলিট বা ডিএক্টিভেট করতে হয় সে বিষয়ে জানতে পারলেন।

এখন ফেসবুক আইডি ডিলিট বা ডিএক্টিভেট করা নিয়ে কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।

আপনার জন্য আরও আর্টিকেল

Leave a Comment