ব্লগ তৈরি করার নিয়ম : বর্তমান সময়ে একটি ফ্রি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করা অনেক সহজ হয়ে গেছে। কারণ আজ আমরা সহজেই গুগলের প্রোডাক্ট blogger.com এর মাধ্যমে একটি প্রফেশনাল ব্লগ তৈরি করে নিতে পারি।
আর আপনি যদি ব্লগার দিয়ে ফ্রি ব্লগ তৈরি করার নিয়ম জানতে চান? তাহলে আমি আপনাকে ব্লগার সিএমএস এর কথাই বলব।
কারণ এই প্লাটফর্ম ব্যবহার করে, একটি ওয়েবসাইট তৈরি করতে চাইলে, অন্য কারো সহযোগিতা ছাড়াই নিজে নিজেই ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন।

অন্যদিকে আপনি যদি কিছু টাকা খরচ করে, ওয়েবসাইট বা ব্লগ তৈরি করতে চান? সেক্ষেত্রে আপনাকে বেছে নিতে হবে, ওয়ার্ডপ্রেস সিএমএস।
কিন্তু আজকে আমরা টাকা খরচ করে, কোন ওয়েবসাইট তৈরি করার বিষয়ে আলোচনা করব না।
শুধুমাত্র ব্লগার দিয়ে ফ্রী ব্লগ তৈরি করার নিয়ম জানিয়ে দেব। এ বিষয়ে বিস্তারিত তথ্য পেতে আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
আপনি যদি ব্লগার দিয়ে, একটি ব্লগ তৈরি করেন। তাহলে সেখানে প্রোফেশনাল ভাবে কাজ করতে পারলে, গুগল এডসেন্স দ্বারা এবং আরো অন্যান্য উপায়ে টাকা রোজগার করতে পারবেন।
আর এই ব্লগার দিয়ে একদম বিনামূল্যে ব্লগ তৈরি করে নিতে পারবেন। বিশেষ করে, একটি ওয়েবসাইট তৈরি করতে, ডোমেইন এবং হোস্টিং প্রয়োজন হয়।
এই ব্লগার সিএমএস এ আপনারা সাব-ডোমেইন একদম বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। সেই সঙ্গে 15 জিবি হোস্টিং ব্যবহার করে আপনার ওয়েবসাইটের সকল ডাটা সংরক্ষিত করে রাখতে পারবেন।
তো ব্লগার দিয়ে ফ্রি ব্লগ তৈরি করার নিয়ম, জানতে আমাদের লেখা আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
ব্লগার কি? এবং ব্লগার এ ব্লগ বানানোর জন্য কি প্রয়োজন?
গুগল তারা প্রকাশিত ব্লগার সিএমএস এমন একটি ফ্রি ওয়েবসাইট বা সার্ভিস। যা ব্যবহার করে যে কেউ নিজের ব্যক্তিগত বা ব্যবসার জন্য ওয়েবসাইট তৈরি করে নিতে পারবে।
গুগলের প্রোডাক্ট হওয়ার জন্য ব্লগার অনেক ভরসাযোগ্য। ব্লগার দিয়ে ফ্রী ব্লগ তৈরি করার জন্য অনেক কার্যকরি, আমি নিজেও ব্লগার সিএমএস ব্যবহার করি।
আর সে ব্লগার সিএমএসে বিভিন্ন ধরনের আর্টিকেল রাইটিং করে, গুগল এডসেন্স দ্বারা ইনকাম করা যাচ্ছি।
তো আপনি যদি ব্লগার দিয়ে ফ্রি ব্লগ তৈরি করতে চান? শুধুমাত্র আপনার জিমেইল একাউন্ট প্রয়োজন হবে। আপনার যদি জিমেইল অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে জিমেইল একাউন্ট তৈরি করে নিয়ে, ব্লগার এ ব্লগ খুলতে পারবেন।
ব্লগেরে ব্লগ বানানোর জন্য আপনার কোন টাকা খরচ করার প্রয়োজন হবে না। এখানে ওয়েবসাইট তৈরি করার জন্য, ডোমেইন, হোস্টিং এবং ওয়েবসাইট ডিজাইন করার জন্য জনপ্রিয় থিম গুলো একদম বিনামূল্যে পেয়ে যাবেন।
ফ্রি তে ব্লগ তৈরি করার পরেও আপনারা অনলাইনে আনলিমিটেড ইনকাম করতে পারবেন, গুগল এডসেন্স দ্বারা।
তো আপনারা বুঝতে পারলেন, ব্লগার কি এবং ব্লগারের ব্লগ বানানোর জন্য শুধুমাত্র একটি জিমেইল একাউন্টের প্রয়োজন হয়।
ব্লগার দিয়ে ফ্রি ব্লগ তৈরি করার নিয়ম
ব্লগার সিএমএস এ ব্লগ তৈরি করার জন্য, আপনার কাছে একটি ডিভাইস থাকতে হবে, যা হতে পারে, স্মার্টফোন, কম্পিউটার বা ল্যাপটপ। আর আপনার ডিভাইসে থাকতে হবে ভালো ইন্টারনেট কানেকশন।
আমরা আগেই আপনাকে ধারণা দিয়েছি ব্লগার এ ফ্রী ব্লগ তৈরি করার জন্য আপনার একটি জিমেইল একাউন্ট প্রয়োজন হবে। আপনার কাছে যদি এই সকল জিনিসগুলো থাকে।
তাহলে আমরা যে পদক্ষেপ গুলো আপনাকে বলব। সেগুলো ফলো করে খুব সহজে নিজের ব্যক্তিগত বা ব্যবসার জন্য ব্লগ বানিয়ে নিতে পারবেন।
তো চলুন ব্লগ তৈরি করার নিয়ম জেনে নেওয়া যাক।
পদক্ষেপ- ১
গুগল/জিমেইল একাউন্ট লগইন করুনঃ সর্বপ্রথম আপনার নিজের স্মার্টফোন, কম্পিউটার বা ল্যাপটপ থেকে Blogger.com ওয়েবসাইটে প্রবেশ করুন।
উক্ত ওয়েবসাইটে প্রবেশ করার পরে, আপনারা যে ওপরে ছবিটি দেখতে পারছেন, সেখানে আপনারা Create Your Blog নামে একটি অপশন দেখতে পারছেন।
নতুন করে ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে সরাসরি- “Create Your Blog” এই অপশনে ক্লিক করতে হবে। “Create Your Blog” অপশন এ ক্লিক করার পরে আপনার জিমেইল একাউন্ট লগইন পেজে নিয়ে যাওয়া হবে।
অ্যাকাউন্ট লগ ইন পেজে আপনার নিজের জিমেইল একাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। আপনাকে আলাদাভাবে কোন জিমেইল একাউন্ট দিয়ে লগইন করার দরকার হবে না।
পদক্ষেপ- ২
জিমেইল একাউন্ট দিয়ে ব্লগার সাইট লগইন হলে, আপনাকে প্রোফাইল নেম “Choose a name for your blog” সেট করার জন্য বলা হবে। আপনারা নিচে দেওয়া ছবি টাইটেল অপশনে, আপনার ওয়েবসাইটের নামটি লিখতে হবে।
উপরোক্ত নিয়মে আপনার ওয়েবসাইটের নাম লেখা শেষ করে, নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর আপনাকে আরও একটি ডায়লগ বক্স দেয়া হবে।
সেই বক্সে বলা হবে, আপনি যে নামে ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন, তার একটি নাম লিখুন। “Choose a URL for your blog” আপনারা এই অপশনের একটু নিচে বক্সে দেখতে পারবেন Address + .blogspot.com লেখা রয়েছে। নিচের ছবিটা দেখুন…
উক্ত ছবিতে আপনি যে টাইটেল অপশনটি “Address + .blogspot.com” অপশনটি দেখতে পারছেন। Address অপশনে মূলত, আপনি যে নামে ওয়েবসাইট বানাবেন, তার একটি নাম লিখতে হবে।
আমি লিখেছি- “blogsitebdfor” আপনি এখানে বিভিন্ন নামে ওয়েবসাইট লিংক ব্যবহার করতে পারবেন।
তো আমি যেহেতু ওয়েবসাইট url হিসেবে, blogsitebdfor এই নামটি দিয়েছি, সেহেতু আরএল এর, মানে ওয়েবসাইটের সম্পন্ন ইউআরএল লিংক হবে- “blogsitebdfor.blogspot.com”.
এরকমভাবে ইউআরএল যুক্ত করার পরে, সেভ বাটনে ক্লিক করতে হবে। তারপর পুরোপুরি ভাবে আপনার ব্লগারের মাধ্যমে ফ্রি ব্লগ তৈরি করার কাজ সম্পন্ন হয়ে যাবে।
পদক্ষেপ- ৩
ব্লগার ড্যাশবোর্ডঃ উপরোক্ত সকল পদক্ষেপ অনুসরণ করে, আপনি যখন কাজ সম্পন্ন করতে পারবেন। তখন আপনার ব্যক্তিগতভাবে ব্যবসার জন্য ব্লগ তৈরি হয়ে যাবে।
তো ব্লগ তৈরি হয়ে যাবার পর, আপনাকে ব্লগার ড্যাশবোর্ড দেওয়া হবে। উপরোক্ত ওয়েবসাইট ইউআরএল ব্যবহার করা হয়ে গেলে, সে বাটনে ক্লিক করলে, আপনাকে ব্লগার ড্যাশবোর্ড প্রদান করবে নিচের ছবিটি দেখুন।
এখন আপনারা উপরোক্তর ড্যাশবোর্ড ব্যবহার করে, সকল অপশন কাজে লাগিয়ে ব্লগার ব্লগ পরিচালনা করতে পারবেন। তো আমরা শুধু আপনাকে কিভাবে ব্লগার দিয়ে ফ্রী ব্লগ তৈরি করা যায় সে বিষয়ে জানিয়ে দিলাম।
পরবর্তী একটি আর্টিকেলে আপনাকে জানিয়ে দেবো ব্লগার ব্লগ কিভাবে সেটিং করতে হয়। এবং কিভাবে ব্লগার ব্লগে আর্টিকেল লিখতে হয়।
শেষ কথাঃ
তো বন্ধুরা আপনারা যারা ব্লগার দিয়ে ব্লগ তৈরি করার নিয়ম জানতে চেয়েছিলেন। তাদের জন্য উপরে উল্লেখিত আলোচনা আমরা কিছু পদক্ষেপের মাধ্যমে জানিয়ে দিলাম, কিভাবে ব্লগ তৈরি করার নিয়ম।
এখন ব্লগ তৈরি করা নিয়ে, আপনার যদি কোন প্রশ্ন থাকে, তাহলে আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন।
ধন্যবাদ।