কিভাবে পিডিএফ ফাইল থেকে পাসওয়ার্ড সারাতে হয় : লক থাকা পিডিএফ ফাইল হতে পাসওয়ার্ড সরাতে চাইলে, আপনি “Adobe Acrobat” ‘র মত পিডিএফ রিডার সফটওয়্যার ব্যবহার করতে পারবেন।
তাছাড়া, গুগল প্লে স্টোরের মতে অনেক থার্ড পার্টি অ্যাপস আছে। যেগুলো ব্যবহার করে, যে কোন পিডিএফ ফাইল থেকে পাসওয়ার্ড সরানো যায়।

তাই আপনারা যারা বিভিন্ন কাজের সময় পিডিএফ ফাইল গুলো লক/ পাসওয়ার্ড দেওয়া থাকে, তাহলে সেগুলো কিভাবে আনলক করবেন। সে বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব।
তাই কিভাবে পিডিএফ ফাইল থেকে পাসওয়ার্ড সরাতে হয়, এ বিষয়ে বিস্তারিত তথ্য পেতে, আমাদের লেখা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে পড়তে থাকুন।
আমাদের প্রয়োজনীয় কাজের সময় ইমেইল এড্রেসে বিভিন্ন পিডিএফ স্টেটমেন্ট ফাইল পেয়ে থাকি। যে গুলোতে প্রবেশ করতে গেলে পাসওয়ার্ড চাওয়া হয়।
তাছাড়া, অনেক সময় আমরা সেই পিডিএফ ফাইল এর পাসওয়ার্ড জানা সত্বেও, ফাইলটি খোলার জন্য নিয়মিত পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়।
পাসওয়ার্ড দিয়ে লক করে, রাখা পিডিএফ ফাইল গুলো সম্পূর্ণ ভাবে নিরাপত্তায় থাকে।
কিন্তু pdf ফাইল গুলো চালু করার জন্য পাসওয়ার্ড মনে রাখা অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এই পিডিএফ ফাইল এর পাসওয়ার্ড মনে রাখা ঝামেলা থেকে মুক্তি পাওয়ার উপায় আছে।
আর সেই উপায়টি হচ্ছে পিডিএফ ফাইল থেকে পাসওয়ার্ড সরিয়ে ফেলা। আপনারা শুনলে খুশি হবেন, বর্তমানে আপনি অনেক সহজে যে, কোন পিডিএফ ফাইল থেকে পাসওয়ার্ড রিমুভ করে দিতে পারবেন।
পাসওয়ার্ড সুরক্ষার প্রক্রিয়া নির্ভর করে, পিডিএফ ফাইল থেকে পাসওয়ার্ড সরানোর বিভিন্ন উপায় আছে। তো সেই উপায় গুলো আমি আপনাকে ধাপে ধাপে জানিয়ে দেব।
PDF Reader : পিডিএফ ফাইল পাসওয়ার্ড সরানোর নিয়ম
আপনি যদি পিডিএফ ফাইল এর মধ্যে, অনার পাসওয়ার্ড ব্যবহার করা হয়ে থাকে, তাহলে আপনি এডিটিং, প্রিন্টিং কপিরাইটিং এর মত অপশন গুলো ব্যবহার করতে পারবেন না।
সে ক্ষেত্রে আপনি অনেক সহজে সেগুলো রিমুভ করে দিয়ে Adobe Acrobat কিংবা Foxit Reader এর মত একই pdf reader ব্যবহার করে পিডিএফ ফাইল পাসওয়ার্ড সরাতে পারবে। তার জন্য নিচে দেওয়া পদক্ষেপ গুলো অনুসরণ করতে হবে। যেমন-
- Acrobat Pro পিডিএফ রিডারের মধ্যে পাসওয়ার্ড যুক্ত পিডিএফ ফাইলটি চালু করবেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করতে হবে।
- তারপর আপনাকে, Tools + Protect + Encrypt + Remove Security অপশনের যেতে হবে।
- আপনার পিডিএফ ফাইলে ডকুমেন্ট ওপেন পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে এটিকে রিমুভ করার জন্য ওকে অপশনে ক্লিক করতে হবে।
- আবার আপনার পিডিএফ ফাইলে পারমিশন পাসওয়ার্ড ব্যবহার করা হলে, Enter Password box এ সঠিক পাসওয়ার্ড যুক্ত করুন।
- এখন আপনি সঠিক পাসওয়ার্ড দেয়া হয়ে গেলে ডকুমেন্ট থেকে সারা জীবনের জন্য পাসওয়ার্ড সরিয়ে দেওয়া হবে।
গুগল ক্রোমের মাধ্যমে পিডিএফ পাসওয়ার্ড সরানোর নিয়ম
আপনি যদি গুগল ক্রোম ব্যবহার করে, পিডিএফ ফাইল এর পাসওয়ার্ড সরাতে চান? তাহলে নিম্নক্ত পদক্ষেপ গুলো অনুসরণ করতে হবে। যেমন-
- সর্বপ্রথম আপনাকে পিডিএফ ফাইল গুগল ক্রোমে চালু করতে হবে।
- তারপর পিডিএফ ফাইল ওপেন করার জন্য আপনাকে পাসওয়ার্ড প্রবেশ করাতে হবে।
- তার জন্য সরাসরি Print + Save as PDF অপশনে যেতে হবে।
- সর্বশেষ পিডিএফ ফাইল নতুন নাম এর সাথে সেভ করতে হবে।
- উক্ত সেভ করার নতুন ফাইল থেকে পরিপূর্ণ পাসওয়ার্ড মুছে যাবে।
মোবাইলের প্রিন্ট অপশনের মাধ্যমে পাসওয়ার্ড সরানোর নিয়ম
আপনি যদি স্মার্টফোনের মাধ্যমে কোন পিডিএফ ফাইল এর পাসওয়ার্ড সরাতে চান? সে ক্ষেত্রে সহজে আপনারা কাজটি সম্পন্ন করতে পারবেন। যেমন-
- সর্বপ্রথম আপনার স্মার্টফোনের built in PDF viewer এর মাধ্যমে ফাইলটি চালু করতে হবে।
- তারপর পিডিএফ ফাইলটি চালু করার জন্য পাসওয়ার্ড দিতে হবে।
- তারপর পিডিএফ ভিউয়ার এর মধ্যে থাকা- menu icon + Share + Print icon অপশনে প্রবেশ করতে হবে।
- সর্বশেষ Save as PDF বা Print to Pdf অবসর নির্বাচন করে, যে কোন ফোল্ডারে ফাইলটি সেভ করে, রেখে দিতে পারবেন। এখন আপনাদের সেভ করা নতুন পিডিএফ ফাইল পাসওয়ার্ড ছাড়াই প্রবেশ করতে পারবেন।
অনলাইন টুল ব্যবহার করে পাসওয়ার্ড সরানোর নিয়ম
অনলাইনের মধ্যে অনেক পিডিএফ পাসওয়ার্ড রিমুভার টুলস আছে। যে টোল গুলো ব্যবহার করে পাসওয়ার্ড সারানো যায়। আমি আপনাদের সুবিধার জন্য এখানে এমন কিছু জনপ্রিয় অনলাইন টুল বলে দেবো।
যেগুলো ব্যবহার করে পিডিএফ ফাইল এর পাসওয়ার্ড সরিয়ে নিতে পারবেন। বিশেষ করে, আপনি যদি পিডিএফ ফাইলের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন। সেক্ষেত্রে এই পদ্ধতি গুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তো পিডিএফ ফাইল পাসওয়ার্ড সারানোর অনলাইন টুলস কিভাবে কাজ করবেন। সে বিষয়ে জানতে, নিচের পদ্ধতি অনুসরণ করুন।
- সর্বপ্রথম আপনাকে www.ilovepdf.com এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- তারপর আপনারা অনেক ধরনের অনলাইন টুল দেখতে পারবেন।
- আপনারা সরাসরি সে টোল গুলো থেকে Unlock PDF অপশনে ক্লিক করবেন।
- তারপর আপনারা সিলেক্ট পিডিএফ ফাইল এর অপশনটি দেখতে পারবেন। এখানে সরাসরি ক্লিক করবেন।
- তারপর আপনার পিডিএফ ফাইল সিলেক্ট করে ওপেন করতে হবে।
- এখন টুলের মধ্যে থাকা আনলক পিডিএফ অপশনে ক্লিক করুন।
- তারপর সেটি দোল দ্বারা কাজ হয়ে, পিডিএফ ফাইল ডাউনলোড করার অপশন দেখানো হবে।
- আপনারা সরাসরি ডাউনলোড করে, পিডিএফ ফাইল এর পাসওয়ার্ড সরিয়ে নিতে পারবেন।
উক্ত পদ্ধতি গুলো অবলম্বন করে, খুব সহজে পিডিএফ পাসওয়ার্ড সরিয়ে ফেলতে পারবেন।
শেষ কথাঃ
আপনিও যারা কিভাবে পিডিএফ ফাইল থেকে পাসওয়ার্ড সরাতে হয় জানতে চান? তারা উপরে উল্লেখিত বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে, খুব সহজেই পিডিএফ ফাইল হতে পাসওয়ার্ড ডিলিট করে দিতে পারবেন।
আর পিডিএফ ফাইল থেকে পাসওয়ার্ড সরানোর বিষয়ে, আপনার যদি আরো কোন প্রশ্ন থাকে। তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন।
ধন্যবাদ।