ওয়েব রেডিও কি ? অনলাইনে এফএম রেডিও শোনার সেরা ওয়েবসাইট

আপনি যদি অনলাইনে রেডিও শুনতে চান। তাহলে আজকের এই আর্টিকেলটি অনুসরণ করে জানতে পারবেন অনলাইন এফএম রেডিও ওয়েবসাইট গুলো সম্পর্কে।

বর্তমান সময়ে মিডিয়া যতই অগ্রগতি হোক না কেন? রেডিও চাহিদা এখনো অনেক বেশি। ২০১৮ সালের দিকে একটি গবেষণায় জানা গিয়েছে সারা পৃথিবীতে প্রায় ৩০০ কোটি মানুষ সাপ্তাহিক ভিত্তিতে এফএম রেডিও শুনে থাকেন।

সময় পাল্টানোর সঙ্গে সঙ্গে শ্রোতাদের রেডিয়েশনার ধারাটাও পাল্টে গিয়েছে। রেডিয়েশন এর প্রতি ভালোবাসা বিন্দুমাত্র মানুষের কমেনি।

তাই চলুন এই ডিজিটাল দুনিয়ায়, ওয়েব রেডিও কি ? এবং অনলাইনে এফএম রেডিয়েশন এর সেরা ওয়েবসাইট কোনগুলো সে বিষয়ে জেনে নেই।

ওয়েব রেডিও কি ? অনলাইনে এফএম রেডিও শোনার সেরা ওয়েবসাইট
ওয়েব রেডিও কি ? অনলাইনে এফএম রেডিও শোনার সেরা ওয়েবসাইট

ওয়েব রেডিও কি?

এ সময়ে রেডিও মানে আগের সময়গুলোতে অ্যান্টেনেওয়ালা ব্যাটারি চালিতা যন্ত্র গুলো নেই। এ সময়ে রেডিও মানে আপনি আপনার ইন্টারনেট সংযোগের মাধ্যমে, আপনার পছন্দের রেডিও চ্যানেলগুলো শুনতে পারবেন।

আর অনলাইনে যে রেডিও গুলো শোনা যায়। তাকেই মূলত ওয়েব রেডিও বলা হয়।

তো আপনারা ওয়েব রেডিওর নামটি শুনেই বুঝতে পারছেন এটি ইন্টারনেটের মাধ্যমে সহজেই ব্যবহার করা যাবে।

ওয়েব রেডিওর বিশেষত হচ্ছে, অনলাইনের মাধ্যমে আপনারা সাধারণ রেডিওর মতো এফএম তরঙ্গের মাধ্যমে প্রেরিত হবে না।

বরং এই মাধ্যমটির সম্পন্ন ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন হবে।

মানে ইন্টারনেট সংযোগ না থাকলে আপনি কোনভাবেই ওয়েব রেডিও ব্যবহার করতে পারবেন না।

আপনার ডিভাইসে ওয়াইফাই কানেকশন বা মোবাইল ডাটা ব্যবহার করলে ওয়াইফ রেডিওগুলো, অনলাইন এফ এম রেডিও স্টেশন গুলোতে কানেক্ট হয়ে যাবে।

শুধুমাত্র আপনার মোবাইলে ইন্টারনেট থাকলেই, যে কোন জায়গায় বসে ওয়েব রেডিও স্ট্রিমিং ‍গুলো শুনতে পারবেন।

অনলাইন/ ইন্টারনেটে কত গুলো অনলাইন রেডিও স্টেশন আছে?

গত ২০২০ সালের অনুসন্ধানে জানা গিয়েছে সারা বিশ্বে প্রায় 197 টি দেশের বাইশটি ভাষায় এক লাখেরও বেশি ইন্টারনেট রেডিও স্টেশন আছে।

আমি আপনাকে ওয়েব রেডিওর সম্পর্কে কিছু সংক্ষিপ্ত ইতিহাস বলার চেষ্টা করছি।

মার্কোনি রেডিওর জনক হলেও এটি DAB রেডিও পরিষেবার অবতারণা করেন কার্ল মালমুড। অন 1993 সালে কম্পিউটার বিশেষজ্ঞদের নিয়ে। ইন্টারনেট টক রেডিও নামে একটি সাপ্তাহিক সাক্ষাৎকার অনুষ্ঠান আরম্ভ করেন।

তারপর রেডিও উমাং কে এশিয়ার প্রথম ইন্টারনেট রেডিও হিসেবে বিবেচিত করা হয়। তাছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে একে একে প্রচার এবং প্রসার শুরু হয় স্থানীয় ওয়েব রেডিও স্টেশন গুলোর মাধ্যমে।

অনলাইনে এফএম রেডিও শোনার সেরা ওয়েবসাইট

আমরা আপনাদের সুবিধার্থে এখন অনলাইনে এফ এম রেডিও শোনার সেরা ওয়েবসাইটগুলো সম্পর্কে জানিয়ে দেব।

সেগুলো আপনারা মোবাইলে ইন্টারনেট এবং ওয়াইফাই ইন্টারনেট দ্বারা। সহজেই ওয়েবসাইট ভিজিট করে, আপনার পছন্দের এফ এম রেডিও শুনতে পারবেন।

Bongonet.net

কলকাতার এ জনপ্রিয় এফ এম রেডিও ওয়েবসাইটে সারা বিশ্বের ৫০ লাখেরও বেশি বাঙালি কানেক্টেড রয়েছে। বাংলা বৈচিত্র্যময় সংগীত জগতকে সারা পৃথিবীর বাঙ্গালীদের কাছে পৌঁছে দেয়ার জন্য, এখানে ১২টি আলাদা জেনার এর অনলাইন স্ট্রিমিং এর সম্প্রচার করা হয়।

আপনারা যে কোন ডিভাইস ব্যবহার করে এই ওয়েবসাইটে প্রবেশ করে, আপনার পছন্দের এফ এম রেডিও শুনতে পারবেন।

Radio.net

এটি হল একটি ব্রিটেনের জনপ্রিয় ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ১৪ টি অনলাইন বাংলা রেডিও স্টেশন।

বিশেষ করে এই ওয়েবসাইটে বাংলাদেশের বিখ্যাত রেডিও স্টেশনের লাইভ স্ট্রিমিং প্রদান করে থাকে। এগুলো ছাড়া এখানে আপনি ৪০ হাজারের বেশি রেডিও স্টেশন এবং ২১ লাখ এর বেশি পডকাস্ট পেয়ে যাবেন।

Streema.com

রেডিও শুনার জন্য আরো একটি জনপ্রিয় স্টেশন হলো এটি। এখানে আপনি দেশ ভিত্তিক, রেডিও শুনতে পারবেন।

এছাড়া এখানে টিভি প্রোগ্রামগুলো রয়েছে। বিশেষ করে সর্বমোট টেস্ট বাংলা রেডিও স্টেশন এখানে পেয়ে যাবেন।

বাংলাদেশ এবং ভারত মিলিয়ে বেশ কয়েকটি নিউজ, এন্টারটেইনমেন্ট ভিত্তিক অডিও চ্যানেল এই ওয়েবসাইটে পাবেন।

Onlinebanglaradio.com

এই ওয়েবসাইট ভিজিট করে বাংলাদেশ এবং ভারত এর নাগরিকরা খুব সহজেই অনলাইনে বাংলা রেডিও অডিও স্টেশনগুলো উপভোগ করতে পারবে।

এছাড়া এই ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের বাংলা অডিও হিস্টরি এবং পডকাস্ট শোনা যায়।

Tunein.com

বাংলাদেশের আঞ্চলিক ভাষায় অসংখ্য রেডিও স্টেশন খুঁজে পেতে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন।

আপনি যদি এই ওয়েবসাইট ব্যবহার করেন তাহলে বাংলাদেশের- ঢাকা, খুলনা, রাজশাহী, চট্টগ্রামের মত বিভিন্ন জায়গার অনলাইন বাংলা রেডিও প্রোগ্রাম গুলো লাইভ শুনতে পারবেন।

অনলাইন জগতে টিকে থাকার জন্য, এই ওয়েবসাইটটি ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে। যেখানে আপনার পছন্দের সকল এফএম রেডিও শুনতে পারবেন।

আপনার জন্য আরো লেখা…

শেষ কথা

তো বন্ধুরা আজকের এই পোষ্টের মাধ্যমে আপনারা ওয়েব রেডিও কি? এবং অনলাইনে এফ এম রেডিও শুনার সেরা ওয়েবসাইট কোনগুলো সে বিষয়ে জানতে পারলাম।

এখন আপনি যদি বাংলাদেশ থেকে নিজের মোবাইলে বা কম্পিউটারে এফএম রেডিও শুনতে চান তাহলে উপরোক্ত যেকোনো একটি ওয়েবসাইট ভিজিট করে, আপনার পছন্দের এফ এম রেডিও গুলো শুনতে পারেন।

আর এই পোস্ট সম্পর্কে আপনার যদি কিছু জানা থাকে আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন।

ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top