জাতীয় পরিচয়পত্র অনলাইন কপি ডাউনলোড (National ID Card Download): আপনি কোন একটি জরুরী কাজে বাসা থেকে বাজারে অথবা দূরে কোথাও চলে গিয়েছেন। কিন্তু আপনার এনআইডি কার্ড/National ID Card পেয়ে বাসায় রেখে চলে গেছেন।
এমত অবস্থায় আপনার এনআইডি//National ID Card কার্ডের খুবই প্রয়োজন। তখন আপনি কি করবেন? তখন একটাই উপায় থাকে বাসায় ফোন করে ইমেইল করে আপনার আইডি কার্ড টা আনতে হবে। অথবা ফেসবুক মেসেঞ্জার বা মোবাইল থেকে ছবি তুলে সেটাকে বের করতে হবে।
কিন্তু আমি আজকে আপনাদেরকে যে পদ্ধতিটি দেখিয়ে দিব সেটা হচ্ছে আপনার এনআইডি/National ID Card কার্ডের হুবহু একটি কপি অনলাইন থেকে ডাউনলোড করা যায় তাহলে কেমন হয়।
বর্তমানে জাতীয় পরিচয় পত্র/National ID Card অফিশিয়াল ওয়েবসাইটে রয়েছে সেখানে বেশ কিছু আপডেট এনেছে। আপনি চাইলে সেখানে একটি রেজিস্ট্রেশন করে আপনার এনআইডি কার্ড/ National ID Card ডাউনলোড করতে পারবেন।
দেখতে নিচের ছবির মত দেখাবেঃ
অনলাইন রেজিস্ট্রেশন করতে কি কি লাগবে?
আপনি যদি ন্যাশনাল আইডি কার্ডের জন্য আবেদন করে থাকেন এবং এখনো পর্যন্ত আপনি কোনো কপি বা কার্ড পাননি। সেক্ষেত্রে আপনার ভোটার আইডির নাম্বার রয়েছে সে স্লিপ নাম্বার দিয়ে কিন্তু আপনি আপনার সকল তথ্য এবং আপনার একটি ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি ডাউনলোড করে নিতে পারবেন। এবং সেটিকে চালিয়ে দিতে পারবেন।
আরও পড়ুনঃ জতীয় পরিচয় পত্রটি হারিয়ে গেলে কি করবেন? সমাধান
অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য যে যে জিনিস গুলো লাগবে তা হলঃ
- এনআইডি নাম্বার/ অথবা এনআইডি/National ID Card স্লিপ নাম্বার
- জন্মতারিখ
- একটি মোবাইল নাম্বার
এই জিনিসগুলো থাকে তাহলে আপনি নিচের লিংকে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন এর কাজ শুরু করতে পারেন।
ন্যাশনাল আইডি অনলাইন রেজিস্ট্রেশন
উপরের লিংকে ক্লিক করার পর নিচের ইমেজের মত একটি পেজ আসবেঃ
এক্ষেত্রে আপনার যদি ভোটার আইডি নাম্বার ইতিপূর্বে পেয়ে থাকেন তাহলে আপনি শুধুমাত্র অনলাইন রেজিস্ট্রেশন এ ক্লিক করে রেজিস্ট্রেশন করে কিন্তু আপনার সকল তথ্য পেতে পারেন।
আর যদি ইতিপূর্বে আপনার এনআইডি কার্ড /National ID Card বা আইডি নাম্বার না পেয়ে থাকেন শুধুমাত্র ফর্ম নাম্বার থাকে তাহলে উপরে ফরমটি ইউজ করে আপনি আপনার এনআইডি নাম্বার টা পেয়ে যাবেন।
উপরে ফরমটি পূরণ করে ভোটার তথ্য দেখুন ক্লিক করার সাথে সাথে নিচের পেজ এর মত একটি চিত্র চলে আসবে এখান থেকে আপনি আপনার এনআইডি নাম্বার দিয়ে কালেকশন করবেন এবং পরবর্তীতে এই NID No দিয়ে রেজিস্ট্রেশন করবেনঃ
আরোও বিস্তারিত জানতে আপনি চাইলে আমাদের এই ভিডিওটি দেখে নিতে পারেন
মনে রাখবেন রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আপনি একটি পাসওয়ার্ড সেট করে দিবেন। কেননা যদি আপনি আপনার পাসওয়ার্ড সেট না করে দেন তাহলে পরবর্তীতে আপনার এনআইডি কার্ড /National ID Card ডাউনলোড করতে গেলে সেক্ষেত্রে আপনাকে একটি পাসওয়ার্ড রিসেট করে তারপর কিন্তু আপনার এনআইডি ডাউনলোড করতে হবে।
আর যদি আপনি রেজিস্ট্রেশন করার সময় একটি পাসওয়ার্ড সিলেক্ট করে দেন সেক্ষেত্রে আপনার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করেই আপনার এনআইডি /National ID Card ডাউনলোড করতে পারবেন।
আপনার রেজিস্ট্রেশন শেষ হয়ে গেলে লগইন অপশন এ ক্লিক করে লগইন করুন।
লগিন করার পর আপনার পেজটি এরকম দেখাবেঃ
অতঃপর আপনি আপনার ছবি ডান পাশে নিচে ডাউনলোড লেখা অপশনে ক্লিক করে আপনার এনআইডি কার্ড টি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন। এবং আপনি চাইলে এই ডাউনলোড করা এনআইডি কার্ড আপনি যেকোন কাজে ব্যবহার করতে পারবেন এবং চাইলে এটাকে লেমিনেটিং করে মূল কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন।
মোবাইল SMS এর মাধ্যমে NID Card ডাউনলোড
বর্তমান নির্বাচন কমিশনার একটি নতুন নিয়ম চালু করেছে যে যে কেউ তার স্লিপ নম্বর দিয়ে এনআইডি কার্ড /National ID Card ডাউনলোড করে নিতে পারবেন তাও আবার মোবাইলে এসএমএসের মাধ্যমে।
আপনি যদি চান মোবাইল এসএমএস এর মাধ্যমে আপনার এনআইডি কার্ডের /National ID Card ডাউনলোড করবেন তাহলে নিম্নোক্ত দেওয়া স্ট্রাকচার অনুযায়ী ডাউনলোড করে নিতে পারবেন
প্রথমে আপনাকে মোবাইল এসএমএস অপশনে গিয়ে এসএমএসের টাইপ করতে হবেঃ
NID <space> form no <space> Date of birth তার পর পাঠিয়ে দিতে হবে 105 নম্বরে।
উদাহরণঃ NID xxxxxxxxx dd-mm-yyyy
তারপর রিপ্লাই এসএমএস এর মাধ্যমে আপনি আপনার মোবাইলে আপনার আইডির সকল তথ্য পেয়ে যাবেন।
জাতীয় পরিচয়পত্রের/National ID Card বিষয়ে জরুরী কিছু বিষয়ঃ
শুধুমাত্র যেসকল ইউজাররা 2017/2018/2019/ এবং 2020 সালে জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করেছেন এবং তাদের এনআইডি কার্ড /National ID Card কমপ্লিট হয়েছে তারাই এই প্রসেসে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবেন।
উল্লেখ্য যে, জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে অবশ্যই 18 বছর পূর্ণ হতে হবে অন্যথায় আপনার জাতীয় পরিচয় পত্র কার্ডটি ডাউনলোড করতে পারবেন না।
যে সকল ব্যক্তিরা অনেক পূর্বে জাতীয় পরিচয় পত্র কার্ড এর জন্য আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত তাদের কার্ডটি হাতে পাননি তারাও এখান থেকে তাদের কার্ড ডাউনলোড করতে পারবেন। এখানে আরো উল্লেখ্য যে, যে সকল ব্যক্তির জাতীয় পরিচয় পত্র কার্ডটি ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে স্থানীয় নির্বাচন কমিশনে স্থানান্তর করেছে তারা কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন না।
এমতাবস্থায় যদি আপনার জাতীয় পরিচয় পত্র কার্ডটি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই রি-ইস্যুর জন্য আবেদন করে তারপর আপনার কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন।
জাতীয় পরিচয়পত্রের /National ID Card বিষয়ে জরুরী প্রশ্নোত্তরঃ
জাতীয় পরিচয় পত্র এর ব্যাপারে প্রয়োজনীয় কিছু প্রশ্ন ও উত্তরঃ
প্রশ্নঃ আমার কার্ডটি হারিয়ে গেছে এখন কি করব?
উত্তরঃ যদি আপনার জাতীয় পরিচয় পত্র (National ID Card) কার্ডটি হারিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্থানীয় থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করতে হবে। অতঃপর নির্ধারিত ফি দিয়ে অনলাইনে রি-ইস্যুর জন্য আবেদন করতে হবে।
এক্ষেত্রে 7 থেকে 10 কর্মদিবসের মধ্যে আপনার কার্ডটি অনলাইনে জেনারেট হয়ে যাবে, এবং আপনি আপনার জাতীয় পরিচয় পত্র কার্ডটি সেখান থেকে ডাউনলোড করে লেমিনেটিং করে অরিজিনাল কার্ডের মত ইউজ করতে পারবেন। অথবা তাৎক্ষণিক ব্যবহার করার জন্য আপনি নিকটস্থ নির্বাচন কমিশন অফিসে গিয়ে একটি সার্ভার কপি নিয়ে নিতে পারেন এবং সেটা দিয়ে সমস্ত কাজ চালাতে পারবেন।
প্রশ্নঃ জাতীয় পরিচয় পত্র (National ID Card) কার্ডের তথ্য ভুল এসেছে এখন কি করবো?
উত্তরঃ জাতীয় পরিচয় পত্র (National ID Card) কার্ডটিতে যদি কোন তথ্য ভুল থাকে তাহলে আপনি নির্ধারিত ফি রকেট এর মাধ্যমে পরিশোধ করে অনলাইনে নিজে নিজেই সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।
আবেদন করার পর তিন থেকে সাত কর্মদিবসের মধ্যে আপনার কার্ডটি সংশোধন হয়ে যাবে এবং আপনি আপনার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনার জাতীয় পরিচয় পত্র (National ID Card) কার্ড টি ডাউনলোড করে নিতে পারবেন। এমতাবস্থায় আপনার জাতীয় পরিচয় কার্ডটি অরিজিনাল কার্ডের আকৃতিতে ডাউনলোড করতে পারবেন।
প্রশ্নঃ তথ্য সংশোধনের জন্য কত টাকা ফি দিতে হয়?
উত্তরঃ আপনি যদি আপনার জাতীয় পরিচয় পত্র (National ID Card) সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে 230 টাকা রকেটের মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করে তারপর আবেদন করতে হবে।
প্রশ্নঃ আমি এখনো পর্যন্ত ভোটার হয়নি নতুন করে ভোটার হতে চাই কিভাবে করব?
উত্তরঃ আপনি যদি এখনও পর্যন্ত ভোটার হয়ে না থাকেন এবং আপনার বয়স 18 বছর হয়ে থাকে, তাহলে আপনি স্থানীয় ওয়ার্ড কমিশনার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, অথবা উপজেলা পরিষদ চেয়ারম্যান কর্তৃক একটি প্রত্যয়ন পত্র নিয়ে নিজে নিজেই অনলাইনে আবেদন করতে পারবেন।
এবং আবেদন করার পর আবেদনের কপি, একাডেমিক সার্টিফিকেট, জন্ম নিবন্ধন সনদ, ও প্রত্যয়ণপত্রসহ স্থানীয় নির্বাচন কমিশনে জমা দিন। অতঃপর স্থানীয় নির্বাচন কমিশন থেকে আপনার মোবাইলে একটি এস.এম.এস এর মাধ্যমে জানিয়ে দেবে যে আপনার আবেদনটি সম্পন্ন হয়েছে এবং সেই সাথে আপনাকে একটি তারিখ দেবে সেই তারিখে স্থানীয় নির্বাচন কমিশন অফিসে গিয়ে আপনার এনআইডি কার্ডের জন্য ছবি, এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসতে হবে।
তারপর এক বা দেড় মাসের মধ্যে আপনার আপনার জাতীয় পরিচয় পত্র (National ID Card) কার্ডটি প্রস্তুত হয়ে যাবে। এবং আপনি সেটা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
প্রশ্নঃ থানায় জিডি করার জন্য কোন টাকা পয়সা দিতে হবে কিনা?
উত্তরঃ আপনার এনআইডি কার্ড যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই থানায় জিডি করতে হবে, এক্ষেত্রে আপনাকে কোন রকম টাকা দিতে হবে না।
প্রশ্নঃ আমি ভুলক্রমে একাধিক জায়গায় আমার এনআইডি কার্ড এর জন্য আবেদন করেছি?
উত্তরঃ আপনি যদি একাধিক বার জাতীয় পরিচয় পত্র (National ID Card) কার্ডের জন্য আবেদন করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে স্থানীয় নির্বাচন কমিশন অফিসে গিয়ে আপনার যেকোনো একটি কার্ড ডিএক্টিভেট অর্থাৎ রিমুভ করে দিতে হবে। অন্যথায় পরবর্তীতে আপনি যেকোন সমস্যার সম্মুখীন হতে পারেন।
প্রশ্নঃ আমার জাতীয় পরিচয় পত্রের কার্ডের ছবি পরিবর্তন কিভাবে করব?
উত্তরঃ আপনি যদি আপনার জাতীয় পরিচয় পত্র (National ID Card) কার্ডের ছবি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে অনলাইনে 230 টাকা পেয়ে করে আবেদন করতে হবে। আবেদন সম্পন্ন হওয়ার পর আপনাকে মোবাইলে এস.এম.এসের মাধ্যমে একটি তারিখ জানিয়ে দেওয়া হবে। সে তারিখে স্থানীয় নির্বাচন কমিশন অফিসে গিয়ে আপনার ছবিটি উঠিয়া আসবেন। অতঃপর আপনার জাতীয় পরিচয় পত্র কার্ডটি নতুন ছবি দিয়ে প্রস্তুত হয়ে যাবে।
জাতীয় পরিচয় পত্র এর ব্যাপারে যদি আরো কোন তথ্য জানার থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন, আমরা যত দ্রুত সম্ভব আপনার জাতীয় পরিচয় পত্র কার্ডের ব্যাপারে তথ্য দেব।
some searh quary for NID Online Copy
nid bd, nid card, Online nid bd, nid online copy, nid bd online, nid online, nid card download, nid registration
Yes
সুমন খান
Thank You
কিভাবে লিংক এ প্রবেশ করব।
Amr voter slip ta harai gece ami kivabe I’d card pabo
Thank you for you important information. I knew how to download NID card form online. But I new think I have known for this blog that How to download NID card by SMS.
WELCOME
Thanks for Your Valuable Information Sir. Have Known many Things form this Post.
ভাই আমার nid কপি অনলাইনে নেই।।ফরম নাম্বার দিয়ে চেষ্টা করেছি। কিন্তু পাই নাই৷ এখন আমার কি করনীয়
আমার আইডি কার্ডের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এখন আমার করণীয় কি??? আমার বয়স ২১ বছর ৮ মাস আমি জাতীয় পরিচয়পএ ছাড়া করোনার ভ্যাকসিন নিতে পারছি না এখন আমি কি করবো?????
আর্টিকেলটি ভালো করে পড়ুন। সকল কিছু দেয়া আছে।
এখন আপনি নতুন NID এর জন্য আবেদন করতে পারেন। কারণ আপনি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি।
আসসালামু আলাইকুম
আমার বয়স যখন ১৮ হয় ঠিক তখনই আমি প্রবাসে আসি,,, আর আমার ভোটার কার্ড ও করা হয় নি
তো আমি কি করতে পারি কাইন্ডলি যদি ইনফরমেশন দিতেন উপকার হতো
এই ব্লগ রাইটারকে অসংখ্য ধন্যবাদ সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য।
আমার এন আই ডি ভুল সংশোধন করে আমি যদি স্মার্ট কার্ড নিতে চাই তাহলে কি করতে হবে আমাকে জানালে উপকৃত হবো।