নগদ একাউন্ট দেখার নিয়ম | Nagad Account Check (বিস্তারিত জানুন)

নগদ একাউন্ট দেখার নিয়ম : বর্তমান সময়ে মোবাইল ব্যাংকিংয়ের জনপ্রিয় একটি সার্ভিস আছে নগদ। নগদ একাউন্ট ব্যবহার করে আমরা অল্প খরচে টাকা লেনদেন করার সুবিধা পায়।

আর সব থেকে বড় সুবিধা হচ্ছে, আমরা নগদ একাউন্ট সাধারণ বাটন সেট থেকে শুরু করে, যে কোন স্মার্ট ফোনে ব্যবহার করতে পারি। এক্ষেত্রে স্মার্টফোন গুলোতে নগদ একাউন্ট ব্যবহার করা একটু বেশি সুবিধা জনক।

নগদ একাউন্ট দেখার নিয়ম | Nagad Account Check (বিস্তারিত জানুন)
নগদ একাউন্ট দেখার নিয়ম | Nagad Account Check (বিস্তারিত জানুন)

কিন্তু বর্তমান সময়ে আমাদের মাঝে এমন অনেক নতুন ইউজার রয়েছে, যারা নগদ একাউন্ট দেখার নিয়ম জানেনা। তাই তাদের সুবিধার জন্য আজকের এই আর্টিকেলে Nagad Account Check করার প্রক্রিয়া সম্পর্কে জানিয়ে দেয়া হবে।

নগদ একাউন্ট চেক করার নিয়ম জানার পাশাপাশি, আপনারা নগদ একাউন্ট সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন। তাই চলুন আর দেরি না করে নগদ একাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেয়া যাক।

USSD কোড – নগদ একাউন্ট দেখার নিয়ম

আপনারা যারা নগদ একাউন্ট দেখার নিয়ম জানতে চান? তাদের সুবিধার জন্য আমি এখন ইউ এস এসডি কোড ব্যবহার করে কিভাবে নগদ একাউন্ট ব্যালেন্স চেক করা যায় সে বিষয়ে বিস্তারিত ধারণা দেবো।

ইউএসএসডি কোড ব্যবহার করে নগদ একাউন্ট দেখার জন্য আপনার মোবাইলের ডায়াল প্যাড থেকে টাইপ করতে হবে- *167# নম্বরে।

  • USSD Code- *167#

আপনি যখন উপরে দেওয়া ইউএসএসডি কোড ডায়াল করবেন। তখন আপনার সামনে একটি চার্ট চলে আসবে। আপনি সেই চার্ট থেকে MY Nagad (7) প্রেস করে, নগদ একাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে সেটি জেনে নিতে পারবেন।

তো আপনি যখন MY Nagad (7)  প্রেস করবেন, তখন আপনার সামনে আরো একটি পেজ দেয়া হবে। সেখানে আপনারা দেখতে পারবেন, Balance Enquiry সেটি সিলেট করে নিতে হবে নির্দিষ্ট নম্বর প্রেস করে।

Balance Enquiry অপশনটি সিলেক্ট করার পর আপনার সামনে সর্বশেষ আরো একটি পেজ দেয়া হবে।

যেখানে আপনার নগদ একাউন্টের পিন নাম্বার যুক্ত করার জন্য বলা হবে। আপনি সঠিক ভাবে পিন নম্বরটা দিয়ে OK করতে হবে।

তারপর আপনি একটি নতুন পেজে নগদ একাউন্টে কি পরিমাণে টাকা রয়েছে, তা আপনি জেনে নিতে পারবেন।

আপনারা উপরের যে ইউএসএসডি কোড ব্যবহার করেন নগদ একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে জানতে পারলেন। এটি ব্যবহার করে আপনারা কোন প্রকার খরচ ছাড়াই নগদ ব্যালেন্স চেক করতে পারবেন।

আর সবথেকে মজার বিষয় হচ্ছে, আপনারা যে কোন বাটন ফোন থেকে শুরু করে এন্ড্রয়েড ফোনে ইউ এস এ ডি কোড ব্যবহার করে, নগদ একাউন্ট দেখে নিতে পারবেন।

নগদ অ্যাপ দিয়ে Nagad account check করা নিয়ম

আপনারা উপরের যে ইউএসএসডি কোড ব্যবহার করে নগদ একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে জানলেন। তার থেকে আরও একটি জনপ্রিয় এবং সহজ মাধ্যম হচ্ছে, নগদ অ্যাপ দিয়ে নগদ একাউন্ট চেক করার নিয়ম।

আপনারা যারা এন্ড্রয়েড ফোন ব্যবহার করেন? সে মোবাইলে নগদের একটি অ্যাপ ব্যবহার করলে, আপনারা খুব সহজেই নগদ অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন। সেই সাথে আপনার একাউন্টে কত ব্যালেন্স রয়েছে তা আপনারা এক ক্লিকের মাধ্যমে জানতে পারবেন।

এক্ষেত্রে আপনার মোবাইলে নগদ অ্যাকাউন্টের অ্যাপ না থাকলে, আপনারা সরাসরি গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন।

আর আমি আপনাদের সুবিধার জন্য এখানে একটি লিংক প্রস্তুত করে দিয়েছি। যে লিংকে ক্লিক করে, আপনারা এন্ড্রয়েড মোবাইলের জন্য নগদ অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন।

নগদ অ্যাপস- Download Apk

উপরে দেওয়া লিংকে ক্লিক করে, আপনারা সহজেই নগদ অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। তারপর, আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে নগদ একাউন্ট লগইন করে নিতে পারবেন।

মোবাইলে নগদ অ্যাপ লগইন হয়ে যাওয়ার পর আপনি চাইলে নগদ একাউন্টের সম্পূর্ণ এক্সেস নিয়ে নিতে পারবেন। আপনি যেহেতু নগদ একাউন্টের ব্যালেন্স চেক করবেন।

সে ক্ষেত্রে সবার উপরে থাকা ব্যালেন্স অপশন এ ক্লিক করলে আপনার নগদ একাউন্টে কত টাকা আছে সেটি দেখিয়ে দেওয়া হবে।

তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন নগদের অ্যাপ ব্যবহার করে, কতটা সহজ হবে একটি ক্লিক করে ব্যালেন্স জেনে নেয়া যায়। এছাড়া আরো নগদের যে অন্যান্য কার্যক্রম রয়েছে। যেমন- সেন্ট মানে একেক মোবাইল রিচার্জ তা আপনারা এক ক্লিক করেই কার সম্পাদন করতে পারবেন।

এক্ষেত্রে আপনি যখন নগদ অ্যাপ ব্যবহার করে, একাউন্ট পরিচালনা করবেন অবশ্যই মোবাইলে ইন্টারনেট ডাটা কানেকশন থাকতে হবে। ইন্টারনেট ছাড়া আপনি নগদ অ্যাপ একাউন্ট পরিচালনা করতে পারবেন না।

যখন আপনার কাছে ইন্টারনেট ডাটা থাকবে না তখন আপনারা ইউএসএসডি কোড ডায়াল করে, নগদ একাউন্ট পরিচালনা করতে পারবেন।

শেষ কথাঃ

তো বন্ধুরা আপনার যারা নগদ একাউন্ট দেখার নিয়ম জানতে চেয়েছিলেন তারা উপরোক্ত আলোচনা অনুসরণ করে, ইউএসএসডি কোড ব্যবহার করে বা এন্ড্রয়েড মোবাইলে নগদ অ্যাপ ব্যবহার করে সহজেই নগদ একাউন্ট চেক করে নিতে পারবেন।

Nagad Account Check করার বিষয়ে আপনার যদি কোন প্রশ্ন থাকে। তাহলে আমাদের সরাসরি কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ…

আপনার জন্য আরও আর্টিকেল

Leave a Comment