আমরা যখন এন্ড্রয়েড মোবাইলে ইউটিউব অ্যাপ ওপেন করি, তখন আমাদের ডিসপ্লেতে অসংখ্য পরিমাণের YouTube শর্টস গুলো চলে আসে।
একের পর এক আকর্ষণীয় YouTube শর্টস দেখতে শুরু করলে, সময় যেন কিভাবে কেটে যায় আমরা বুঝতেই পারি না।
কিন্তু ইউটিউবে প্রতিদিন লাখ লাখ ভিডিও শর্টস গুলো মানুষ আপলোড দিয়ে কি সুবিধা পাচ্ছে। কেন লোকেরা এত কষ্ট করে, YouTube শর্টস ভিডিও গুলো তৈরি করছে।
কারণ, YouTube শর্টস এর মাধ্যমে বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ এখনো নিজের মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করতে পারছে।
তো আপনিও যদি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে, YouTube শর্টস বানিয়ে ইনকাম করতে চান। তাহলে কিভাবে YouTube শর্টস মনিটাইজ করে ইনকাম করবেন সে বিষয়ে জেনে আসা যাক।
YouTube শর্টস কি মনিটাইজ করা যায়?
২০০৫ সাল থেকে শুভ যাত্রা শুরু করে ইউটিউব। আর এটি এখন সারা বিশ্বে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।
ইউটিউবে একটি সময় আমরা লং ভিডিও গুলো দেখতে অভ্যস্ত হয়েছিলাম। তারপর টিকটক এর মত শর্ট ভিডিও প্ল্যাটফর্মকে টক্কর দিতে ২০২১ সালের দিকে YouTube শর্টস প্ল্যাটফর্মের জন্য বিখ্যাত সেগমেন্ট YouTube শর্টস নিয়ে আসেন।
তারপর ২০২২ সাল থেকে ইউটিউবে এই শর্ট ভিডিও ব্যাপক ভাবে ভাইরাল হওয়া শুরু করে দেয়। এক একটা মাইক্রো ভিডিওতে, বিলিয়ন ভিউস আসা শুরু করতে থাকে।
এখন অনেকেই প্রশ্ন করতে পারেন ইউটিউবের যে সকল লং ভিডিও গুলো মনিটাইজেশন করা যায়। তেমনভাবে YouTube শর্টস ভিডিওগুলো কি মনে টেনশন করা সম্ভব হয়।
YouTube শর্টস ভিডিও বানিয়ে কি টাকা ইনকাম করার সুযোগ আছে। এখন আপনার যদি এই প্রশ্নগুলোই হয়ে থাকে তাহলে বলব হ্যাঁ অবশ্যই আপনারা চাইলে, YouTube শর্টস ভিডিও বানিয়ে খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন।
ইউটিউব পার্টনার প্ল্যাটফর্মের অধিভুক্ত YouTube শর্টস ভিডিও থেকে ইনকাম করা যাবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই মনিটাইজেশনের সকল শর্তাদি পূরণ করে কাজ করতে হবে।
YouTube শর্টস কি?
YouTube শর্টস হতে ইউটিউবে একটি প্ল্যাটফর্ম। বলা যায় এটি একটি ইউটিউবের নতুন ভিডিও ফরমেট। এই প্লাটফর্মে আপনি নিজের ইউটিউব চ্যানেলে শর্ট ফর্মে কিংবা অল্প ডিউরেশনে ভিডিও তৈরি করে শেয়ার করতে পারবেন।
বর্তমানে YouTube শর্টস বা তার কম ডিউরেশনে ভিডিও আপলোড করা যায়।
এ সকল ভিডিও স্মার্টফোনের মাধ্যমে তৈরি করে সহজেই শেয়ার করা যায়। এছাড়া এই শর্ট ভিডিও গুলো খুবই জনপ্রিয়তা পেয়েছে, যা মোবাইলে খুব সহজে দেখা যায়।
YouTube শর্টস ভিডিওর মত মাইক্রো ভিডিও কনটেন্ট এতটাই জনপ্রিয় হয়েছে। যা ইনস্টাগ্রাম এবং ফেসবুকে এই ধরনের ফরমেটে ভিডিও কন্টেন্ট তৈরি করা হচ্ছে।
তাছাড়া ভিডিওগুলো সহজে শেয়ার করা যায়, YouTube শর্টস ভিডিও এর মূল উদ্দেশ্য হচ্ছে- একাধিক প্ল্যাটফর্মে বিভিন্ন ব্র্যান্ড। এবং বিজনেস গুলোর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বা এংগেজমেন্ট বাড়িয়ে তোলার জন্য কাজ করে।
YouTube শর্টস থেকে কিভাবে ইনকাম করবেন?
শহর ভাষায় বলতে গেলে কোন মানুষ ফ্রিতে ইউটিউব চ্যানেল তৈরি করেন নির্দিষ্ট পরিমাণের ভিউ এবং কন্টেন্টের ভিত্তিতে ১০০% নিশ্চিন্তে YouTube শর্টস আপলোড করে টাকা ইনকাম করতে পারবে।
YouTube শর্টস রেভিনিউ শেয়ারিং প্রোগ্রাম এর মাধ্যমে যেকোনো শর্ট ফর্ম ভিডিও কনটেন্ট গুলোকে মনিটাইজ করা যায়।
আপনার ইউটিউব চ্যানেল যদি YouTube শর্টস মনিটাইজেশন এর জন্য যোগ্য হয় তবে ইউটিউব থেকে প্রতি মাসের নির্দিষ্ট পরিমাণের টাকা প্রদান করবে।
YouTube শর্টস কিভাবে পাবলিশ করেন?
YouTube শর্টস পাবলিশ করার জন্য আপনারা তিনটি উপায় ব্যবহার করতে পারবেন। তার মধ্যে উল্লেখযোগ্য-
- কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে
- স্মার্টফোনের মাধ্যমে
- ইউটিউব থেকে সরাসরি শর্টস ভিডিও রেকর্ড করে
আপনার এই তিনটি উপায় নিয়ে সহজেই YouTube শর্টস ভিডিও আপলোড/ পাবলিশ করতে পারবেন।
YouTube শর্টস মনিটাইজেশন করার নিয়ম
YouTube শর্টস মনিটাইজেশনের জন্য বিভিন্ন ক্ষেত্রে আপনাকে প্রতিটি শর্ট এর এর আগে এবং পরে দেখানো বিজ্ঞাপনের ভিত্তিতে টাকা প্রদান করবে।
যেকোনো শর্টস মনিটাইজেশন করার নিয়ম নিচের অংশে উল্লেখ করা হলো-
- ৫০০ থেকে ১০০০ জন সাবস্ক্রাইবার লাগবে।
- চলতি 90 দিনে তিনটা পাবলিক ভিডিও আপলোড করতে হবে।
- 10 মিলিয়ন পাবলিক শার্ট ভিউ থাকতে হবে। লং ফ্রম ভিত্তিতে ৩৬৫ দিনে ৪ হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে।
- YouTube শর্টস চ্যানেল মনিটাইজেশন করতে প্রথমে সকল ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি অনুসরণ করতে হবে।
- YouTube শর্টস থেকে ইনকাম করার জন্য অবশ্যই শর্টস মনিটাইজেশন মডিউল পারমিশন পেতে হবে।
- Youtube এর বিজ্ঞাপন ফ্রেন্ডলি কনটেন্ট গাইড ফলো করে শর্টস ভিডিও যুক্ত করতে হবে।
- কোন ধরনের ডুপ্লিকেট, পাইরেটেড কিংবা ফেক ভিডিও কনটেন্ট মনিটাইজেশন হবে না।
- ইউটিউব পার্টনার প্রোগ্রাম অনুসারে কনটেন্ট ক্রিয়াটাররা পেইড প্রিমিয়াম সাবস্ক্রিপশন থেকে সরাসরি টাকা ইনকাম করতে পারবে।
শেষ কথাঃ
তো বন্ধুরা আপনার যারা YouTube শর্টস মনিটাইজেশন করে টাকা ইনকাম করা যাবে কিনা জানতে চেয়েছিলেন। তারা প্রতিটি প্রশ্নের উত্তর উপরে উল্লেখিত আলোচনায় জানতে পেরেছেন।
এখন আপনি যদি YouTube শর্টস থেকে টাকা ইনকাম করতে চান? তাহলে ইউটিউব এর শর্ত অনুযায়ী ভিডিও আপলোড করা শুরু করুন।
যখন শর্ত গুলো সঠিকভাবে পূরণ করতে পারবেন, তখন YouTube শর্টস মনেটাইজেশন নিয়ে ইনকাম করা শুরু করতে পারবেন।
ধন্যবাদ।