কিভাবে বানাবেন একটি ফ্রি লোগো : আপনারা যারা অনলাইনে ব্লগিং করেন, বা ইউটিউবিং করেন। সেক্ষেত্রে অবশ্যই আপনি নিজের অনলাইন ব্যবসার জন্য, লোগো তৈরি করার কথা চিন্তা করছেন।
তাই আপনি যদি কিভাবে লোগো তৈরি করতে হয়। জানতে চান? তাহলে সঠিক একটি আর্টিকেলে চলে এসেছেন। আপনার যদি মনে করেন, যেকোন ভাবে, ফ্রি লোগো তৈরি করা অনেক সোজা। তাহলে কিন্তু ভুল।

তবে আমরা আপনাকে যে, উপায়টি জানিয়ে দেবো, তার মাধ্যমে আপনারা একদম নিখুঁতভাবে প্রফেশনালি লোগো তৈরি করে নিতে পারবেন।
এক্ষেত্রে আপনার যদি একটি ওয়েবসাইট থাকে বা ইউটিউব চ্যানেল থাকে। তাহলে তার জন্য, হাই কোয়ালিটির একটি ফ্রি লোগো বানিয়ে নিতে পারবেন।
কিভাবে বানাবেন একটি ফ্রি লোগো। এ বিষয়টি সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে। আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
কিভাবে বানাবেন একটি ফ্রি লোগো ?
বর্তমান সময়ে অনলাইন সেক্টরে এমন কতগুলো ওয়েবসাইট রয়েছে, যেগুলোতে বিনামূল্যে লোগো তৈরি করার জন্য, বলা হয়।
কিন্তু লোগো তৈরি করার পর সে গুলো ডাউনলোড করার জন্য কোন অপশন দেয়া হয় না। তখন তারা সেই লোগোটি কিছু টাকার বিনিময়ে ডাউনলোড করার অপশন দিয়ে থাকে।
তাই আপনাকে জেনে শুনে একটি ফ্রি লোগো তৈরি করতে হবে। তাই আমি আপনাকে এমন একটি ফ্রি লোগো তৈরি করার ওয়েবসাইট সম্পর্কে বলবো।
যেখানে আপনারা পছন্দ মত যে, কোন ভিডিও হাই কোয়ালিটি, ফুল এইচডিতে ডাউনলোড করে নিতে পারবেন, একদম ফ্রিতে।
আবার আপনি যদি প্রফেশনাল এভাবে, ফ্রিল্যান্সার হিসেবে লোগো ডিজাইনের কাজ করতে চান? তাহলে এই ওয়েবসাইট ব্যবহার করে, আপনারা খুব সহজেই লোগো বানাতে পারবেন।
হাই কোয়ালিটি ফুল এইচডি তে আকর্ষণীয় লোগো তৈরি করার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন, canva.com. এই ওয়েবসাইট ব্যবহার করে আপনারা লোগো ডিজাইন এর পাশাপাশি।
ইউটিউব চ্যানেলের জন্য এবং ওয়েবসাইটের জন্য, একদম বিনামূল্যে কনটেন্ট রিলেটেড থাম্বনেইল তৈরি করতে পারবেন। আপনার যখন ক্যানভা ডটকম দিয়ে একটি ফ্রি লোগো তৈরি করবেন। সেটি একদম বিনামূল্যে ডাউনলোড করার লিংক পেয়ে যাবেন।
তো চলুন জেনে নেয়া যাক। কিভাবে বানাবেন একটি ফ্রি লোগো canva.com ব্যবহার করে।
প্রফেশনাল লোগো তৈরি করুন ক্যানভা (Canva) দিয়ে
ক্যানভা এমন একটি অনলাইন ওয়েবসাইট টুলস যা ব্যবহার করে, আপনারা প্রয়োজনীয় যে কোন গ্রাফিক ডিজাইন তৈরি করতে পারবেন একদম বিনামূল্যে।
কেনবা ব্যবহার করে আপনারা হাই কোয়ালিটির লোগো, সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স, স্টাইলিশ নেম, ইনভাইটেশন কার্ড, ইউটিউব চ্যানেল এর থাম্বনেইল তৈরি করার জন্য সবথেকে সেরা।
তাই আমি আপনাকে পরামর্শ দেবো। আপনি যদি গ্রাফিক্স রিলেটেড বিশেষ করে লোগো তৈরি করতে চান? তাহলে canva.com বেছে নিন।
Canva.com দিয়ে লোগো তৈরি করার নিয়ম
আমরা আগেই বলেছি camper.com একটি অনলাইন ওয়েবসাইট বা সফটওয়্যার। তাই এই প্লাটফর্ম ব্যবহার করার জন্য আপনার একটি কম্পিউটার বা স্মার্টফোনের দরকার হবে, যেখানে থাকতে হবে ইন্টারনেট কানেকশন।
তো কিভাবে ফ্রি তে কম্পিউটার দিয়ে কিভাবে লোগো তৈরি করবেন। সে বিষয়ে জানতে নিজে দেওয়া পদক্ষেপ গুলো অনুসরণ করুন।
পদক্ষেপ- ১
সর্বপ্রথম আপনাকে ফ্রি লোগো বানানোর জন্য canva.com ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর সেখানে আপনারা দেখতে পারবেন, New to canva” signup নামে একটি অপশন দেয়া রয়েছে।
তার একটু নিচে গেলে আপনারা একটি একাউন্ট রেজিস্ট্রেশন ফর্ম দেখতে পারবেন। যেমন- Sign up for Canva account. আপনি সরাসরি সেখান থেকে small business অপশনে ক্লিক করে দিবেন।
পদক্ষেপ- ২
তারপর canva.com সাইন আপ করার জন্য আপনাকে দুইটি অপশন দেয়া হবে। আপনি যদি কোন জিমেইল একাউন্ট ব্যাবহার করে সাইন আপ করতে চান?
তাহলে, Sign up with email সিলেক্ট করতে হবে। আবার আপনি যদি ফেসবুকের মাধ্যমে canva.com সাইন আপ করতে চান? তাহলে যারা, Sign up with facebook সিলেক্ট করতে পারেন।
যেকোনো একটি অপশন ব্যবহার করে আপনারা খুব সহজেই ক্যানভা সাইন আপ করতে পারবেন।
পদক্ষেপ- ৩
Canva website সাইন আপ করার জন্য আপনাকে একটি ফর্ম দেয়া হবে, সেখানে নতুন করে আপনাদের-
- নাম
- ই-মেইল এড্রেস
- পাসওয়ার্ড যুক্ত করতে হবে
এখন সবকিছু ঠিকঠাক ভাবে লেখা হয়ে গেলে, সাইন আপ বাটনে ক্লিক করলেই, আপনার নামে একটি ক্যানভা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে যাবে।
পদক্ষেপ- ৪
Canva একাউন্ট তৈরি করে নেয়ার পরে, আপনারা সেখানে অনেক গুলো অপশন দেখতে পারবেন। সেই অপশন গুলো থেকে আপনি যেহেতু লোগো ডিজাইন করবেন তাই I want to create a Logo অপশনে ক্লিক করতে হবে।
তারপর লোগোতে ক্লিক করার পরে, লোগোর অনেক ধরনের ক্যাটাগরি, ডিজাইন দেখানো হবে। আপনি যে ধরনের লোগো ক্যাটাগরি বাছাই করবেন। সেই ক্যাটাগরি অনুযায়ী লোগো তৈরি করতে পারবেন।
তাই প্রথমে আপনার কাজ হবে লোগো ডিজাইন বাছাই করা। যেমন-
- Computer logo
- Fashion logo
- Brand logo
- Education logo ইত্যাদি।
আপনি এখন যেকোনো একটি লোগো ডিজাইন বেছে নিয়ে নিজের ব্লগ বা ইউটিউব চ্যানেলের জন্য ব্র্যান্ড লোগো বানাতে চান? তাহলে সরাসরি Brand logo অপশনে ক্লিক করতে হবে।
পদক্ষেপ- ৫
তারপর আপনারা Brand logo অপশন থেকে যেকোনো একটি ক্যাটাগরি বেছে নিয়ে লোগো এডিটর অপশন পেজে প্রবেশ করতে পারবেন।
সেখানে বাম পাশে ক্যানভার অনেক ধরনের সুন্দর সুন্দর লোগো ডিজাইন দেওয়া রয়েছে। আপনাকে শুধুমাত্র বামদিক থেকে নিজের পছন্দমত একটি লোগো ডিজাইন নির্ধারণ করতে হবে।
তারপর, পছন্দের লোগোতে ক্লিক করে লোগোটি এডিট করতে হবে। তো আপনার প্রয়োজনীয় লোগো ডিজাইনের কাজ সম্পন্ন হয়ে গেলে, সবার উপরে থাকা শেয়ার বাটনে ক্লিক করে, আপনার তৈরি করার লোগোটি ফুল এইচডিতে ডাউনলোড করে নিতে পারবেন।
শেষ কথাঃ
তো বন্ধুরা আপনারা যারা ফ্রি লোগো তৈরি করার কথা চিন্তা করছেন। তারা উপরে উল্লেখিত ক্যানভা ডটকম ব্যবহার করে, প্রয়োজনীয় পদক্ষেপ লক্ষ্য করে কাজ করতে পারলে, খুব সহজেই প্রফেশনালি ফ্রি লোগো বানিয়ে ফেলতে পারবেন।
আর লোগো ডিজাইন সম্পর্কে, আপনার যদি আরো কোন কিছু জানার থাকে। তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।
ধন্যবাদ।