পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে করণীয় কি? জানুন এখানে!

পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে করণীয় কি : আপনাদের পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে, নিকটবর্তী থানায় জিডি করে, পাসপোর্ট সংগ্রহ করতে হবে।

বর্তমান সময়ে আপনারা যারা ই পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে ফেলেছেন। তাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমি আপনাদের বলে দেবো পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে, কিভাবে সেটি পুনরুদ্ধার করতে পারবেন।

পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে করণীয় কি
পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে করণীয় কি

তো আর্টিকেলের শুরুতেই বলে রাখছি, পাসপোর্ট এর ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে, আপনার অতিরিক্ত চিন্তা করার কারণ নেই। আমরা জানি সব পরিস্থিতিতেই কোন না কোন উপায় রয়েছে।

ঠিক তেমনি ভাবে, আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে, সেটি পুনরায় ফিরে পাওয়ার উপায় রয়েছে।

পাসপোর্ট ডেলিভারী স্লিপ কি?

পাসপোর্ট ডেলিভারি স্লিপ হলো- পাসপোর্ট বই সংগ্রহ করার একটি অফিসিয়াল ডকুমেন্ট। এ ডকুমেন্টটি প্রমাণ করে, আপনি উক্ত পাসপোর্টের জন্য একটি আবেদন করেছেন।

এক্ষেত্রে পাসপোর্ট আবেদনের সকল তথ্য ইংরেজিতে প্রিন্ট করা হয়। আপনারা হয়তো জানেন বর্তমানে ই পাসপোর্ট আবেদন অনলাইন এর মাধ্যমে করতে হয়।

অনলাইনের মাধ্যমে আবেদন করার পরে আবেদন আপনার সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসের সংরক্ষিত হয়ে যায়।

পাসপোর্ট আবেদন জমা দেয়ার পর, পাসপোর্ট অফিসে আপনার বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হয়। যেমন- ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ এর ছবি ও আপনার ছবি সংগ্রহ করে পাসপোর্ট এর এন্ডরোলমেন্ট সম্পন্ন করে।

এক্ষেত্রে সঠিকভাবে আবেদন গ্রহণ এবং বায়োমেট্রিক তথ্য নেওয়ার পরে, একটি পাসপোর্ট ডেলিভারি স্লিপ প্রদান করা হয়। সে ডেলিভারি স্লিপ দেখিয়ে পরবর্তীতে আপনাকে পাসপোর্ট বই সংগ্রহ করতে হবে।

এক্ষেত্রে আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে যাওয়া অস্বাভাবিক কোনো ঘটনা না। অনেক মানুষের সাথে এমন ঘটনা ঘটতে পারে।

তাই চিন্তা না করে সমাধান খুঁজতে হবে কিভাবে, পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে পুনরুদ্ধার করা যায়।

পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে করণীয় কি?

আপনার যদি পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে যায়। সে ক্ষেত্রে সর্বপ্রথম নিকটস্থ থানায় একটি হারানোর বিষয়ের সাধারণ ডায়েরি/ জিডি করতে হবে।

আপনার জিডিতে অবশ্যই পাসপোর্ট আবেদনের সময় যে নাম, ঠিকানা এবং জাতীয় পরিচয় পত্রের নম্বর সেই সাথে মোবাইল নম্বর, পাসপোর্ট এর মেয়াদ এবং পৃষ্ঠা সংখ্যা এবং এপ্লিকেশন আইডি নম্বর উল্লেখ করতে হবে।

তারপর, যত তাড়াতাড়ি সম্ভব পাসপোর্ট অফিসে জানাতে হবে। আপনার নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি কপি সংগ্রহ করে পাসপোর্ট অফিস থেকে আপনাকে পাসপোর্ট ডেলিভারি স্লিপ দিতে পারে।

এছাড়া জিডির কপি দেখিয়ে নতুন একটি ডেলিভারি সংগ্রহ করে নিতে পারবেন।

পাসপোর্ট এর ডেলিভারি স্লিপ হারানোর বিষয়ে থানায় ডেডি করতে গেলে, আপনার যে প্রয়োজনীয় তথ্যগুলো দরকার হবে।

সেগুলো হলো-

  • পাসপোর্ট আবেদনের অ্যাপ্লিকেশন আইডি নাম্বার/ পাসওয়ার্ড ডেলিভারি স্লিপ এর নাম্বার যেকোনো একটি।
  • আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের নম্বর এবং জন্ম নিবন্ধনের নম্বর যা পাসপোর্ট আবেদনের সময় ব্যবহার করেছেন।
  • পাসপোর্ট আবেদনের সময় ব্যবহার করা মোবাইল নাম্বার।
  • আপনার অন্য নাম এবং ঠিকানা।

আপনারা উপরে থাকা কাগজপত্র সংগ্রহ করে, পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে যাওয়ার বিষয়ে একটি জিডি করতে পারবেন।

এক্ষেত্রে আপনার কাছে যদি পাসপোর্ট এর অ্যাপ্লিকেশন আইডি নাম্বার মনে না থাকে। সেক্ষেত্রে ই পাসপোর্ট এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, আপনার পাসপোর্ট একাউন্ট প্রোফাইল লগইন করে দেখতে পারবেন।

তো অ্যাপ্লিকেশন আইডি নাম্বার জানার জন্য এই epassport.gov.bd অফিসিয়াল ওয়েবসাইটে সাইন ইন করুন।

তারপর উপরে দেয়া প্রয়োজনীয় যে কাগজ পত্র গুলো লাগবে। সেগুলো সংগ্রহ করে, আপনার নিকটস্থ কোন কম্পিউটার দোকান থেকে বা সরাসরি হাতে রেখে জিলির কপি থানায় জমা দিতে পারবেন।

পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারানোর জিডি আবেদন লেখার নমুনা

আপনার যারা পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে ফেলেছেন। তারা উপরে দিয়া কাগজপত্র সংগ্রহ করে, নিচে থাকে পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারানোর gd আবেদন লেখার নমুনা অনুসরণ করে থানায় আবেদন দাখিল করতে পারেন। যেমন-

তারিখঃ ২১/১০/২০২৩ ইং

বরাবর
অফিসার ইনচার্জ
এখানে থানার নাম
এখানে উপজেলা, জেলা।

বিষয়ঃ সাধারন ডায়েরির জন্য আবেদন।

মহোদয়,

বিনীত নিবেদন এই যে, আমি (এখানে আপনার নাম লিখবেন), পিতার নাম/ স্বামীর নামঃ (এখানে পিতা বা স্বামীর নাম লিখবেন), মাতার নামঃ (এখানে আবেদনকারীর মাতার নাম লিখবেন), গ্রামঃ (আপনার গ্রামের নাম লিখবেন), ডাকঘরঃ (আপনার ডাকঘরের নাম লিখবেন), উপজেলাঃ (এখানে উপজেলার নাম হবে), জেলাঃ (আপনার জেলার নাম লিখবেন)। আমি থানায় হাজির হয়ে এই মর্মে লিখিতভাবে জানাচ্ছে যে, গত ২০/১০/২০২৩ ইং তারিখে আমার নিজ বাসা থেকে একটি নির্দিষ্ট জায়গায় যাওয়ার পথে স্থানে আমার পাসপোর্ট এর ডেলিভারি স্লিপ হারিয়ে যায়।

ডেলিভারি স্লিপের তথ্য-

  • পাসপোর্ট এর ডেলিভারি স্লিপ নাম্বার, এপ্লিকেশন আইডি নম্বর লিখুন।
  • আবেদনকারীর নাম লিখুন।
  • আবেদনকারের জাতীয় পরিচয় পত্র নাম্বার লিখুন।
  • আবেদনকারীর মোবাইল নাম্বার লিখুন।

সম্ভাব্য কিছু জায়গায় অনেক খোঁজাখুঁজি করার পরও পাসপোর্ট ডেলিভারি সিলেটে পাওয়া যায়নি। এমতাবস্থায় এ বিষয়ে সাধারণ ডায়েরিভুক্ত করা একান্ত প্রয়োজন।

অতএব, মহোদয় সমীপে আকুল আবেদন ওপরে উল্লিখিত বিষয়ে সাধারণ ডায়েরিভুক্ত করতে আপনার মর্জি হয়।

নিবেদক

আবেদনকারীর স্বাক্ষর

(এখানে আবেদনকারীর আপনার নাম)

মোবাইল নাম্বার

ঠিকানাঃ

শেষ কথাঃ

আপনারা যারা পাসপোর্ট আবেদন করার পর, ডেলিভারি স্লিপ পেয়েছিলেন, সেটি কোন কারণবশত হারিয়ে ফেলেছেন। এখন পাসপোর্ট বই সংগ্রহ করতে পারছেন না।

তারা উপরে উল্লেখিত আলোচনা অনুসরণ করে, পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে, উপরোক্ত নিয়ম অনুযায়ী থানায় সাধারণ ডায়রির মাধ্যমে, পুনরায় পাসপোর্ট ডেলিভারি স্লিম ফিরে পাবেন।

ধন্যবাদ।

আপনার জন্য আরও আর্টিকেল

Leave a Comment