ব্রাউজার এক্সটেনশন কি? ক্রোম ব্রাউজারে কিভাবে Extension install করবেন?

ব্রাউজার এক্সটেনশন কি : আপনারা হয়তো অনেকবার ব্রাউজার এক্সটেনশন বিষয়ে শুনেছেন। তবে একটি ব্রাউজার এর এক্সটেনশন কি সেটি আপনার মাথায় হয়তো এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি।

এই সময়ে বেশির ভাগ মানুষ কিন্তু গুগল ক্রোম ব্রাউজারের এক্সটেনশন বা প্লাগিন ব্যবহার করা থাকে। কারণ সব থেকে বেশি গুগল ক্রোম ব্রাউজার মানুষের মাঝে প্রচলিত রয়েছে।

ব্রাউজার এক্সটেনশন কি? ক্রোম ব্রাউজারে কিভাবে Extension install করবেন?
ব্রাউজার এক্সটেনশন কি? ক্রোম ব্রাউজারে কিভাবে Extension install করবেন?

গুগল ক্রোম ব্রাউজারে আপনারা প্রয়োজন মতো যে কোন, এক্সটেনশন ব্যবহার করতে পারবেন।

তাই আপনারা যারা ব্রাউজার এক্সটেনশন কি? এবং কিভাবে গুগল ক্রোম ব্রাউজারে এক্সটেনশন ইনস্টল করবেন সে বিষয়ে জানতে চান?

তারা আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন।

ওয়েব ব্রাউজারে এক্সটেনশন কি ?

বর্তমানে সময়ে, অনেকেই মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোম ব্রাউজারে বিভিন্ন ধরনের প্লাগ-ইন অ্যাসটেনশন ব্যবহার করে নিজের অনলাইনের কাজগুলো সহজ করে নিচ্ছে।

তার জন্য আপনি এই ধরনের প্লাগিন বা একটা টেনশন নিজের গুগল ক্রোম ব্রাউজারে ইন্সটল করে, কাজ করার জন্য ফাংশন বাড়িয়ে নিতে পারবেন।

তবে এই কাজটি করার আগে আপনার এক্সটেনশন গুলো কি এবং কিভাবে কাজ করে এ বিষয়ে জেনে নিতে হবে।

ব্রাউজার এক্সটেনশন এমন একটি টেকনিক যার মাধ্যমে, আপনারা নিজের ওয়েব ব্রাউজারকে কাস্টমার করে, ফাংশন বৃদ্ধি করে নিতে পারবেন। আপনার ব্রাউজারকে ইমপ্রুভ করে সেখানে কিছু আলাদা আলাদা কার্যকারিতা সংযুক্ত করতে পারবেন।

মূলত যখন আপনারা ব্রাউজারে কোন টেনশন ইন্সটল করবেন সেসময় ওয়েব ব্রাউজার এর ফাইল গুলো কাস্টমাইজ হয় সেখানে আলাদা আলাদা html, জাভেস্ক্রিপ্ট, সিএসএস ফাইল তৈরি হয়ে যায়।

উক্ত html, java স্ক্রিপ্ট এবং সিএসএস ফাইল গুলো আপনারা ব্রাউজার অ্যাসটেনশনের সাথে জড়িত ফাংশন গুলো যোগ করে দেবে।

এরকম ভাবে আপনারা যে, কোন এক্সেটেনশন গুগল ক্রোম ব্রাউজারে ইন্সটল করে নেবেন।

তো গুগল ক্রোম ব্রাউজারে কিভাবে এক্সটেনশন ইন্সটন করবেন এবং কি কি এক্সটেনশন ব্যবহার করা যায় সে বিষয়ে আমরা একটু ধারনা দেয়ার চেষ্টা করছি।

গুগল ক্রোম ব্রাউজারে অনেক প্রচলিত এক্সটেনশন ব্যবহার করা যায়। যার একটি জনপ্রিয় এক্সটেনশন এর নাম হচ্ছে- Lastpass. আপনারা এধরনের এক্সটেনশন ব্যবহার করে, যেকোনো ওয়েবসাইটের পাসওয়ার্ড সেভ করে সংরক্ষিত করে রাখতে পারবেন।

আপনি যদি গুগল ক্রোম ব্রাউজার থেকে যেকোনো অ্যাকাউন্ট লগইন বা সাইন ইন করেন তখন সেই লগইন আইডির পাসওয়ার্ড আপনারা ব্রাউজারে এই lastpass  এক্সটেনশন ব্যবহার করে সেভ করে রাখতে পারবেন।

যার ফলে বারবার আপনার প্রয়োজনীয় একাউন্ট গুলো ব্যবহার করার জন্য পুনরায় পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে না। এছাড়া আপনি যদি কোন কারণে পাসওয়ার্ড ভুলে যান। সে ক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটি এই এক্সটেনশন ব্যবহার করে সেটিং থেকে খুঁজে নিতে পারবেন।

এই ধরনের এক্সটেনশন গুগল ক্রোম ব্রাউজারে অসংখ্য পরিমাণে রয়েছে। যা আপনার কাজের গতিকে আরও সহজ করে দিবে। আপনি যে কোনো গুগল ক্রোম ব্রাউজারে এক্সটেনশন ইন্সটল করতে চাইলে একই নিয়মে ইনস্টল করতে পারবেন।

ক্রোম ব্রাউজারে কিভাবে Extension install করবেন?

আমরা জানি মজিলা ফায়ারফক্স এবং অন্যান্য ওয়েব ব্রাউজারে বিভিন্ন ধরনের ব্রাউজার এক্সটেনশন ইন্সটল করার অপশন রয়েছে।

কিন্তু আমরা গুগল ক্রোম ব্রাউজারে সব থেকে বেশি পরিচিত। কারণ এই গুগল ক্রোম ব্রাউজারে হাজার হাজার এক্সটেনশন পাওয়া যায়।

আমি আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে কিভাবে এক্সটেনশন ইন্সটল করতে হয় সে বিষয়ে ধারণা দিয়ে দেবো। আপনারা একটি নিয়ম ফলো করে, গুগল ক্রোম ব্রাউজারে যেকোনো ধরনের ব্রাউজার এক্সটেনশন ইন্সটল করে নিতে পারবেন।

ধাপ- ১

গুগল ক্রোম ব্রাউজারে, ব্রাউজার এক্সটেনশন ইনস্টল করার জন্য, সর্বপ্রথম আপনাকে Extensions অপশনে যেতে হবে। এক্সটেনশন অপশনে প্রবেশ করার পর, আপনার প্রথমে ক্রোম ব্রাউজারের উপরে থাকা থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে।

তারপর, আপনারা More tools অপশনে গিয়ে, এক্সটেনশন অপশন এ ক্লিক করতে হবে।

ধাপ- ২

এখন আপনাদের ফরম ব্রাউজার এক্সটেনশন পেজে নিয়ে যাওয়া হবে সেখানে বাম পাশে থাকা থ্রি ডট লাইনে একটি আইকন দেয়া থাকবে। এক্সটেনশন লেখার বাম পাশে থাকা থ্রি লাইনে ক্লিক করতে হবে।

ধাপ- ৩

তারপর আপনার একটি নতুন পেজ দেখতে পারবেন। সেখানে একটু নিচে গেলে Open chrome web store নামে একটি লিংক দেখতে পারবেন। আপনারা সরাসরি সে লিংকে ক্লিক করে দিবেন।

ধাপ- ৪

তারপর আপনারা ফ্রম ওয়েব স্টোর এক্সটেনশন পেজ দেখতে পারবেন। যেখানে অসংখ্য পরিমাণের এক্সটেনশন ব্রাউজার প্লাগিন সংরক্ষিত আছে।

আপনারা সেই extension থেকে আপনার প্রয়োজনীয় এক্স টেনশন বাছাই করে, নিতে পারবেন।

ধাপ- ৫

আপনার বেছে নেওয়া ব্রাজিল এক্স টেনশনে ক্লিক করে সেই এক্সটেনশন টি ইন্সটল হওয়ার আগে আপনাকে দুটি কনফার্মেশন মেসেজ দেখানো হবে।

আপনারা সরাসরি Add to chrome এর অপশনে ক্লিক করে দিবেন।

ধাপ- ৬

তারপর আরো দুইটি মেসেজে add to chrome অপশনটিতে ক্লিক করার পর আপনার গুগল ক্রোম ব্রাউজার এর সেই এক্সটেনশন টি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে।

অল্প কিছু সময়ের মধ্যে ফর্ম ব্রাউজারে আপনার বেছে নেওয়া এক্সটেনশনটি পুরোপুরি ভাবে ইন্সটল হয়ে যাবে।

ব্রাউজারে, এক্সটেনশন ইনস্টল হয়ে যাওয়ার পর, আপনি ব্রাউজার এর উপরে ডান পাশে থাকা সেই অ্যাক্সটেনশনের আইকন গুলো দেখতে পারবেন। সেই এক্সটেনশন গুলোতে ক্লিক করে প্রয়োজনীয় সেটিংগুলো সম্পন্ন করে নিবেন।

তো আপনারা যদি গুগল ক্রোম ব্রাউজারে এক্সটেনশন ইন্সটল করে, জটিল জটিল কাজ গুলো সহজ করে নিতে চান? তাহলে উপরে দেওয়া পদক্ষেপ অনুযায়ী কাজ করুন।

তো শেষ মুহূর্তে আমি আপনাকে একটি কথা বলতে চাই, আপনারা গুগল ক্রোম ব্রাউজারের যেকোনো এসটেনশন শুধুমাত্র কম্পিউটার এবং ল্যাপটপ ডিভাইসে ব্যবহার করতে পারবেন। এটি আপনারা মোবাইলে ব্যবহার করতে পারবেন না।

শেষ কথাঃ

আপনারা যারা ব্রাউজার এক্সটেনশন কি? এবং ক্রোম ব্রাউজারে কিভাবে এক্সটেনশন ইন্সটল করতে হয় এই সম্পর্কে জানতে চেয়েছিলেন। তারা উপরে উল্লেখিত ধাপগুলো অনুসরণ করে যে কোন প্রয়োজনীয় এক্সটেনশন ইন্সটল করে নিতে পারেন।

আর ব্রাউজার এক্সটেনশন সম্পর্কে আপনার যদি আরো কোন কিছু জানার থাকে। তাহলে আমাদের কমেন্ট করে, জানিয়ে দিবেন। ধন্যবাদ।

আপনার জন্য আরও আর্টিকেল

Leave a Comment