গুগল এডসেন্স ইনকাম কিভাবে বাড়াবেন ? (জেনেনিন গোপন টিপস)

গুগল এডসেন্স ইনকাম কিভাবে বাড়াবেন : আমি নিজে গত কয়েক বছর থেকে ব্লগিং করছি, ব্লগিংয়ের ক্ষেত্রে, গুগল এডসেন্স বিষয়ে অনেক কিছু শিখেছি।

বর্তমান সময়ে আমাদের মধ্যে এমন অসংখ্য নতুন ব্লগার রয়েছে, যাদের ওয়েবসাইটে, পর্যাপ্ত পরিমাণের ভিজিটর থাকা সত্ত্বেও এডসেন্স থেকে তেমন ইনকাম হয় না।

গুগল এডসেন্স ইনকাম কিভাবে বাড়াবেন ? (জেনেনিন গোপন টিপস)
গুগল এডসেন্স ইনকাম কিভাবে বাড়াবেন ? (জেনেনিন গোপন টিপস)

মোটকথা তাদের ওয়েবসাইটে হিউজ পরিমাণের ভিজিটর থাকার ফলেও এডসেন্স সিপিসি ও ক্লিকের পরিমাণ অনেক কম হওয়ার ফলে ইনকাম কম হয়।

তাই আমাদের আজকের এই আর্টিকেলে, এমন কিছু গোপন টিপস জানিয়ে দেবো। যা অনুসরণ করে, আপনারা এডসেন্সের অফিসিয়াল মাধ্যমে, গুগল এডসেন্সের ইনকাম আগের তুলনায় ৫০% বাড়িয়ে নিতে পারবেন।

তাই, গুগল অ্যাডসেন্স ইনকাম কিভাবে বাড়াবেন। এ বিষয়ে সঠিক ধারণা পেতে, আমাদের লেখাটির শেষ পর্যন্ত ধৈর্য সহকারে সম্পন্ন পড়ুন…

কিভাবে এডসেন্স ইনকাম বাড়াবেন ?

আপনি যদি ব্লগিং সেক্টরে যুক্ত থাকেন, এবং google এডসেন্স দ্বারা সাইড পরিচালনা করেন সেক্ষেত্রে আপনার ইনকাম যদি না হয়।

কিভাবে এডসেন্স ইনকাম বাড়াবেন, সে বিষয়ে আমরা সঠিক ধারণা দেব।

আমরা কিন্তু এমনি এমনি এই ধারণা গুলো দেব না। আমরা এর সুবিধা গুলো পেয়েছি, বিধায় আপনাকে শেয়ার করছি।

তাই আপনি যদি আমাদের গোপনীয় পরামর্শ অনুযায়ী কাজ করতে পারেন। তাহলে আপনার এডসেন্সের ইনকাম ৫০% থেকে ৬০% বাড়িয়ে নিতে পারবেন।

আর বেশি সময় অবচয় না করে জেনে নেই। গুগল এডসেন্সের বিজ্ঞাপনের সিপিসি এবং ক্লিক কিভাবে বাড়াবেন। গুগল এডসেন্সের সিপিসি ও ক্লিক বাড়লে আপনার ইনকাম অটোমেটিক লিভ বৃদ্ধি হবে।

কিভাবে গুগল এডসেন্স ইনকাম বাড়াবেন অফিসিয়াল মাধ্যমে ?

আমরা আপনাকে এমন কিছু গোপন টিপস জানিয়ে দেবো। যা ব্যবহার করে, আপনারা আগের তুলনায় ৫০ পার্সেন্ট বেশি ইনকাম করতে পারবেন। তাই আমাদের লেখা গুলো অবহেলা না করে স্টেপ বাই স্টেপ দেখুন।

এক্ষেত্রে আপনারা অবশ্যই মনে রাখবেন এডসেন্সের ইনকাম বাড়িয়ে নেয়ার জন্য, প্রথমে কিছু বিষয়ের উপর নজর রাখতে হবে।

বিশেষ করে, এডসেন্সের বিজ্ঞাপন প্লেসমেন্ট, অটো এট এর ব্যবহার, একটি আর্টিকেলে কয়টি করে অ্যাড শো করছে, কোন ধরনের অ্যাড প্লেসমেন্ট করেছেন।

আপনি যদি এ বিষয় গুলো সঠিকভাবে নির্ধারণ করতে পারেন। তাহলেই আশা করা যায় এডসেন্সের ইনকাম আগের তুলনায় অনেক গুণ বাড়িয়ে নিতে পারবেন।

Ad placement (এডস প্লেসমেন্ট)

প্রথমে আপনারা মনে রাখবেন, বিজ্ঞাপন পেজে সর্বোচ্চ তিন থেকে চারটি অ্যাড ব্যবহার করা। এক্ষেত্রে অ্যাড গুলো প্লেসমেন্ট করবেন প্রথম প্যারাগ্রাফে একটি, ডিসপ্লে এড অবশ্যই দিবেন।

টার্গেট ও ইউজার ফোকাস এপস ব্যবহার করলে, বিজ্ঞাপন ক্লিক বেশি হবে। এবং এই সকল বিজ্ঞাপন গুলোতে ক্লিক করলে সিপিসি বেশি থাকবে। যার ফলে আপনার এডসেন্সের ইনকাম আগের তুলনায় বৃদ্ধি পাবে।

Auto ads (অটো এডস)

গুগল এডসেন্সে অটো এড নামে একটি ফাংশন সংযুক্ত রয়েছে। আপনারা সেটি একটিভ করলে, ওয়েবসাইটের প্রতিটি আর্টিকেলে নিজে নিজে প্রয়োজনীয় জায়গায় বিজ্ঞাপন শো করবে।

আপনারা google এডসেন্সের বিজ্ঞাপন ওয়েবসাইটে অটো এড হিসেবে- vignette ads, In article ads, Display এবং Text এড ব্যবহার করতে পারবেন।

আপনি যখন এই অ্যাডগুলো ব্যবহার করবেন। তখন অবশ্যই আগের তুলনায়, এডসেন্সের ইনকাম বৃদ্ধি পাবে আশা করা যায়। কারণ অটো অ্যাড ব্যবহার করলে এ্যাসেন্সের সিপিসি অনেক হাই হয়।

বিজ্ঞাপনের (এডস) প্রকার

আপনারা অবশ্যই মনে রাখবেন, ওয়েবসাইটের প্রতিটি কনটেন্টে তিন থেকে চারটি বিজ্ঞাপন ব্যবহার করলে সেখানে অবশ্যই দুটি ডিসপ্লে এড এবং tech unit ব্যবহার করবেন।

আর বাকি যে দুইটি অ্যাড থাকবে সেগুলো আপনারা লিংক এড ব্যবহার করবেন। এই অ্যাড গুলো আর্টিকেলের ওপরে এবং পোষ্টের মাঝামাঝি অংশ গুলোতে, প্লেসমেন্ট করার চেষ্টা করবেন।

আপনি যখন এই কাজটি সঠিক ভাবে করতে পারবেন তখন দেখবেন। এডসেন্সের এড ক্লিক বেশি হচ্ছে এবং ক্লিক সিপিসি বেশি পাচ্ছেন। যার ফলে, আপনার ইনকাম আগের তুলনায় অনেক বেড়ে যাবে।

তো বন্ধুরা আপনারা যারা গুগল এডসেন্সের ইনকাম বাড়ানোর চিন্তা করছেন। তারা এডসেন্সের অফিসিয়াল নিয়ম, অনুসরণ করে, কাজ করতে পারলে। আগের তুলনায় ৫০% বেশি ইনকাম করতে পারবেন।

এডসেন্স ইনকাম বাড়ানোর জন্য অপটিমাইজেশন ব্যবহার করুন

গুগল এডসেন্স এর নতুন একটি ফিচার সংযুক্ত হয়েছে, অপটিমাইজেশন + Ad balance. এড ব্যালেন্স অপনে প্রবেশ করে, আপনারা নিজের ওয়েবসাইটে দেখানো। এডসেন্স এর এড পরিমাণ কমিয়ে, বেশি টাকা দামের অ্যাড গুলো সংযুক্ত করতে পারবেন।

আপনারা এডসেন্সের অপটিমাইজেশনে গেলে, এড ব্যালেন্সে যে এড গুলো থাকবে সেগুলো আপনার প্রতিটি পোস্টে শুরু করাতে পারলে ইনকাম আগের তুলনায় বৃদ্ধি পাবে।

আর মজার বিষয় হচ্ছে এই বিজ্ঞাপন গুলো আপনার আর্টিকেলে ব্যবহার করলে, ভিজিটরদের অসুবিধা হবে না বিশেষ করে হাই সিপিসি পাওয়া যাবে।

এড ব্যালেন্স বিজ্ঞাপন অপটিমাইজেশন কিভাবে করবেন?

তো বন্ধুরা আপনারা যারা ব্লগে হিউজ পরিমানের ভিজিটর নিয়ে আসছেন, কিন্তু তেমন ইনকাম পাচ্ছেন না। তারা চাইলে, এডসেন্সের এড ব্যালেন্স বিজ্ঞাপন অপটিমাইজেশন করে আগের তুলনাই ৫০ থেকে ৬০% ইনকাম বাড়িয়ে নিতে পারবেন।

তো এড ব্যালেন্স অপটিমাইজেশন করার জন্য আপনাকে কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে।

সেগুলো হচ্ছে-

পদক্ষেপ- ১

সর্ব প্রথম আপনাকে প্রবেশ করতে হবে, এডসেন্সের অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর লগইন করতে হবে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে।

এরপর এডসেন্স একাউন্ট ড্যাশবোর্ডের বাম পাশে, Optimizations নামে একটি অপশন দেখতে পারবেন। অপটিমাইজেশনে ক্লিক করার পরে আপনারা আরো কিছু অপশন দেখতে পারবেন।

সেখান থেকে আপনাকে সরাসরি Experiments অপশনটিতে ক্লিক করতে হবে।

পদক্ষেপ- ২

তারপর আপনারা আরো দুটি অপশন দেখতে পারবেন। যেমন- 1. Blocking Controls, 2. Ad Balance. এখান থেকে আপনারা সিলেক্ট করবেন এড ব্যালেন্স অপশনটি।

পদক্ষেপ- ৩

এডব্যালেন্স অফ সনে যাওয়ার পর আপনারা আরো কিছু অপশন দেখতে পারবেন। যেমন-

  1. Current setting.
  2. Experiment settings.

আপনাদের এই অপশনের শুধুমাত্র, Experiment settings + ad fill rate 70%-80% সংযুক্ত করতে হবে তারপর নিচে থাকা Create বাটনে ক্লিক করতে হবে।

পদক্ষেপ- ৪

ক্রিয়েট অপশন এ ক্লিক করা হয়ে গেলে- Ad balance Experiment এর স্ট্যাটাস দেখানো হবে। আপনার ইছামত যে কোন বিজ্ঞাপন সাইটে যুক্ত করতে পারবেন।

আপনি যখন এই পদক্ষেপ গুলো সম্পন্ন করে কাজ করতে পারবেন। তখন আপনার প্রতিটি বিজ্ঞাপনে ক্লিক করলে, হাই সিটিসি মানে বেশি টাকা পাওয়া যাবে।

শেষ কথাঃ

তো বন্ধুরা আপনারা যারা ব্লগিং করছেন কিন্তু এডসেন্সের ইনকাম বাড়াতে পারছেন না। তারা উপরের আলোচনা অনুসরণ করে সঠিক পদক্ষেপ গুলো মাথায় রেখে কাজ করুন।

তাহলে আশা করা যায়, আগের তুলনায় google এডসেন্সের ইনকাম ৫০% বাড়িয়ে নিতে পারবেন।

এছাড়া গুগল এডসেন্স থেকে ইনকাম করার বিষয়ে আরো অন্যান্য তথ্য জানতে চাইলে নিয়মিত ভিজিট করুন।

ধন্যবাদ।

আপনার জন্য আরও আর্টিকেল

Leave a Comment