গুগল মিট কি : আপনারা যারা ফ্রিল্যান্সিং করেন, নিজের বাড়িতে বসে ক্লায়েন্টদের সাথে মিট করতে চান? সেক্ষেত্রে google made অ্যাপ আপনার জন্য অনেক কার্যকরী হবে।
বর্তমান সময়ে নিজের ঘরে বসে পড়াশোনা করার জন্য শিক্ষার্থীরা এবং শিক্ষকেরা এই গুগল মিট ব্যবহার করছেন। google মিট মূলত গুগল দ্বারা তৈরি করা হয়েছে, ভিডিও কনফারেন্স করার জন্য।

তাই আপনি যদি গুগল মিট সম্পর্কে জানতে চান। তাহলে আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
আমরা এখানে আপনাদের সুবিধার জন্য জানাবো। গুগল মিট কি? কিভাবে গুগল মিট ব্যবহার করবেন। তো আপনি যদি এই গুগল মিট সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে পারেন।
তাহলে আশা করা যায়। আপনারা বেশি সময় এর কাজ গুলো অল্প সময়ের মধ্যেই শেষ করতে পারবেন। তাই আর কথা না বলে, চলুন মুল আলোনায় ফিরে যাওয়া যাক।
গুগল মিট কি?
গুগল মিট হলো ভিডিও কনফারেন্সিং প্লাটফর্ম। যার মাধ্যমে আপনারা সর্বোচ্চ ১০০ জন ব্যক্তির সঙ্গে এক ঘন্টা ভিডিও কল এর মাধ্যমে, কনফারেন্সিং করতে পারবেন।
কোন কোম্পানি কিংবা প্রতিষ্ঠানের মিটিং কিংবা স্কুল- কলেজের শিক্ষার্থীদের বাড়িতে বসে লেখা পড়া করার জন্য এই ধরণের গুগল মিট সফটওয়্যার প্রফেশনাল ভাবে তৈরি করা হয়।
গুগল উক্ত গুগল মিট অ্যাপটি কে ভিডিও ‘র সাহায্যে কমিউনিকেশন এর জন্য প্রস্তুত করেছে।
উক্ত গুগল মিট ব্যবহার করার জন্য শুধু একটি জিমেইল/ ইমেইল একাউন্ট দিয়ে লগইন করে, যে কোন ব্যবহারকারী গুগর মিট ব্যবহার করার সুযোগ পাবে।
জিমেইল একাউন্ট কিভাবে তৈরি করতে হয়। তা আমাদের এই ওয়েবসাইট ভিজিট করলেই পেয়ে যাবেন।
গুগল মিট-এ আইডি কিভাবে তৈরি করবেন?
আপনার যদি কোন জিমেইল একাউন্ট থাকে। তাহলে আপনি সেই একাউন্ট ব্যবহার করে, গুগল মিট অ্যাপ এর মধ্যে সাইন ইন করে, উক্ত গুগল মিট ব্যবহার করা শুরু করতে পারবেন।
এক্ষেত্রে, যদি G-Suite User হোন তাহলে, G-Suite এর মাধ্যমে সরাসরি গুগল মিট অ্যাপে প্রবেশ করতে পারবেন।
গুগল Meet এর সুবিধা
গুগল মিট এপ্লিকেশন এর মাধ্যমে আপনি নিজের ঘরে বসে যে কোন কোম্পানি বা প্রতিষ্ঠানের যে কোন মিটিং এ যুক্ত হতে পারবেন।
কোন কোম্পানির মালিক এর যদি জরুরী কোন মিটিং করার প্রয়োজন হয়। তবে তিনি বিদেশে থাকা অবস্থায় তার স্টাফের সাথে মিটিং এ যুক্ত হতে পারবে।
এছাড়া আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন। তাহলে এই গুগল মিট সফটওয়্যার ব্যবহার করে, অনলাইন ক্লাস করতে পারবেন।
Google meet অ্যাপস কিভাবে করবেন?
গুগল মিট ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি এন্ড্রয়েড মোবাইলের গুগল প্লে স্টোরে গিয়ে Google Meet লিখে সার্চ করবেন। তারপ সেখান থেকে গুগল মিট অ্যাপটি খুজে বের করে, ইনস্টল বাটনে ক্লিক করবেন।
তারপরে, সঙ্গে সঙ্গে অ্যাপটি আপনার মোবাইল ডাউনলোড হয়ে, ইনস্টল হয়ে যাবে।
আবার আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপ ইউজার হয়ে থাকেন। তাহলে, meet.google.com এই লিংকে প্রবেশ করে ডাউনলোড করতে পারবেন। আবার চাইলে আপনারা সরাসরি উক্ত সাইটে মিটিং এর জন্য একাউন্ট তৈরি করে নিতে পারবেন।
কিভাবে google meet অ্যাপ ব্যবহার করবেন ?
গুগল মিট ব্যবহার করার জন্য আপনারা দুইটি পদ্ধতি অবলম্বন করতে পারবেন। এক্ষেত্রে আপনি যদি মোবাইল ইউজার হোন তাহলে গুগল মিট এপস অন্যদিকে কম্পিউটার বা ল্যাপটপ ইউজার হলে, গুগল মিট ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন।
- তো গুগল মিট ব্যবহার করার জন্য সর্বপ্রথম আপনাকে অ্যাপটি চালু করতে হবে।
- তারপরে, আপনার সামনে, কিছু অপশন দেখানো হবে।
- সেখান থেকে New Meeting অপশনে ক্লিক করে মিটিং শুরু করতে পারবেন।
- তারপরে, Join With A Code অপশন থেকে মিটিং এর কোন ইনভাইটেশন কোড এর সাহায্যে কোন মিটিংএ জয়েন দিতে পারবেন।
উক্ত নিয়মে আপনারা গুগল মিট ব্যবহার করতে পারবেন।
গুগল মিট-এ নতুন মিটিং কিভাবে শুরু করবেন ?
আপনারা মোবাইল অ্যাপস বা ওয়েবসাইটে New Meeting অপশনে ক্লিক করলে, কিছু অপশন দেখতে পারবেন। সেখানে আপনি নতুন কোন মিটিং শুরু করার আগে, মিটিং এর লিংক কপি করে, আরো অন্যান্যদের যুক্ত করতে পারবেন।
উক্ত মিটিং লিংক টি আপনার অফিস স্টাফ বা স্টুডেন্টদের দিয়ে দিবেন। নিচের ছবিটি দেখুন।
উক্ত লিংক এর মাধ্যমে সকলেই একসাথে যুক্ত হতে পারবে।
তারপরে, আপনারা নিম্নোক্ত ছবি তে যে, ২য় অপশনটি দেখতে পারছেন। মানে Start an instant meeting এই অপশনটি ব্যবহার করে, আপনাকে মিটিং এ জয়েন হতে হবে।
উক্ত Start an instant meeting ক্লিক করার সাথে সাথে গুগল মিট এর মাধ্যমে, মিটিং এ জয়েন হতে পারবেন। জয়েন হওয়ার পরে আপনাকে নিচে দেওয়া ছবির মতো ইন্টারফেস এ নিয়ে যাওয়া হবে।
যেখানে প্রবেশ করে, আপনারা একাধিক ইমেইল যুক্ত করে, আরো অনেক সংখ্যক লোক কে যুক্ত করতে পারবেন লিংক শেয়ার করে।
উক্ত ছবিতে বিভিন্ন অপশন দেওয়া আছে। যা ব্যবহার করে, আপনারা মিটিং এর কার্যসম্পাদন করতে পারবেন।
শেষ কথাঃ
তো বন্ধুরা আপনারা যারা গুগল মিট কি? কিভাবে Google Meet ব্যবহার করবেন। তারা উপরে উল্লিখিত বিষয়ে, জেনে নিয়ে, গুগল মিট ব্যবহার করতে পারবেন।
আর গুগল মিট এর মাধ্যমে আপনারা সকল প্রকার মিটিং এ যুক্ত হলে চাইলে, সর্বোচ্চ 100 জন মিলে মিটিং করতে পারবেন। এছাড়া, গুগল মিট আপনারা মোবাইল এবং কম্পিউটার ও ল্যাপটপ ব্যবহার করে গুগল মিট এ জয়েন হতে পারবেন।
আর এই আর্টিকেল সম্পর্কে আপনার যদি কোন কিছু জানার থাকে। তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ…