ব্লগারদের জন্য গুরুত্বপূর্ণ কিছু এক্সটেনশন টুলস | একদম ফ্রিতে।

ব্লগারদের জন্য গুরুত্বপূর্ণ কিছু এক্সটেনশন টুলস নিয়ে আজকের এই আর্টিকেল। আমরা এখানে যে সকল এক্সটেনশন গুলো সম্পর্কে বলব। যা একজন ব্লগারের কাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

সেই সঙ্গে আমরা ব্লগারদের জন্য গুরুত্বপূর্ণ যে এক্সটেশন টুলস সম্পর্কে জানাবো, সেগুলো একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তাই আপনি যদি একজন ব্লগার হয়ে থাকে। তাহলে আজকের এই পোস্ট শুধু আপনাদের জন্য।

ব্লগারদের জন্য গুরুত্বপূর্ণ কিছু এক্সটেনশন টুলস | একদম ফ্রিতে।
ব্লগারদের জন্য গুরুত্বপূর্ণ কিছু এক্সটেনশন টুলস | একদম ফ্রিতে।

তো চলুন আর সময় নষ্ট না করে, জেনে নেওয়া যাক। ব্লগারদের জন্য গুরুত্বপূর্ণ কিছু এক্সটেশন টুলস সম্পর্কে বিস্তারিত।

ব্লগারদের জন্য গুরুত্বপূর্ণ কিছু এক্সটেনশন টুলস

এমনিতে, অনলাইনে অসংখ্য এক্সটেনশন টুলস রয়েছে। তবে ব্লগারদের নিত্যদিনের কাজে যেসকল টুলস গুলো ব্যবহার করার দরকার হয়। সেই সকল জনপ্রিয় এক্সটেনশন টুলস ও ওয়েবসাইট সম্পর্কে জানিয়ে দেব।

উক্ত এক্সটেনশন টুলস গুলো ব্যবহার করে, আপনার ব্লগিং সেক্টরের ব্লগ বা ওয়েবসাইট গুলো কে সফলতার দিয়ে নিয়ে যেতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক।

Surfer keyword extension (সার্ফার কীওয়ার্ড এক্সটেনশন)

Surfer keyword extension ব্যবহার করে, আপনার ব্লগ বা ওয়েবসাইট এর জন্য হাই ভলিউম কিওয়ার্ড গুলো রিসার্চ করতে পারবেন।

এই কিওয়ার্ড এক্সটেনশন দিয়ে একদম ফ্রিতে গুগল ক্রোম এক্সটেনশনে কানেক্ট করে কিওয়ার্ড সার্চ ভলিউম এবং সার্চ ফলাফল রিলেটেড তথ্য জানতে পারবেন।

Mozbar extension (মোজবার এক্সটেনশন)

Mozbar extension দিয়েও আপনারা সাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এটি কিওয়ার্ড রিসার্চ করার জন্য জনপ্রিয় একটি টুলস। আপনারা চাইলে এই Mozbar extension টি প্রিমিয়াম টুল হিসেবেও ব্যবহার রকতে পারবেন।

Mozbar extension টুলস প্রিমিয়াম ভার্সন ছাড়াও ফ্রিতে অনেক তথ্য প্রদান করে থাকে। যেমন- ওয়েবসাইট এর DA/ PA, ওয়েবসাইটের লিংক কত আছে। কে কে কোন লিংক দিয়েছে, সেগুলো সহজেই চেক করতে পারবেন।

Similerweb chrome extension

উপরে যে এক্সটেনশন টুলসটি দেখতে পারছেন। এই টুলস ব্যবহার করে, আপনার ওয়েবসাইটের জনপ্রিয়তা সম্পর্কে ধারণা নিতে পারবেন। উক্ত এক্সটেনশন যেকোন ওয়েবসাইটের মাসিক ট্রাফিক ভলিউম দেখার সুযোগ প্রদান করে।

এছাড়া কোন সোর্স হতে ওয়েবসাইটে ট্রাফিক আসে সেটিও জানিয়ে দেয়।

Grammarly chrome extension

আপনার ওয়েবসাইটে আর্টিকেল লেখার সময় বিভিন্ন বানান এবং গ্রামার ভুল হয়ে যায়। তো আপনি চাইলে এই এক্সটেনশনটি ইনস্টল করে রাখলে ব্লগারদের জন্য অনেক ভালো হবে।

লেখালেখি কাজ করার সময় কোন বানান ভুল হলে সঙ্গে সঙ্গে সংশোধন করে নিতে পারবে।

Ultimate Enable Right Click Chrome Extension

আমরা ব্লগিং এর ক্ষেত্রে, কিওয়ার্ড রিসার্চ করার জন্য জানতে চাই, যারা টার্গেট কিওয়ার্ড এর উপর র‌্যাংকিং করছে। তাদের আর্টিকেল গুলো কত শব্দের উপরে।

তবে অনেক সাইট ভিজিট করার ফলে দেখা যায় তারা কপি প্রটেক্ট দিয়ে রেখেছে। যার ফলে তাদের আর্টিকেল গুলো কপি করে কত ওয়ার্ড জানা যায় না।

তাই আপনি চাইলে গুগল ক্রোম ব্রাউজারে উক্ত এক্সটেনশন টুলসটি ব্যবহার করতে পারেন। যার ফলে যেকোন সাইটের পোস্টে কত শব্দ বিশিষ্ট্য লেখা হয়েছে।

Duplichecker plagiarism Tools

ব্লগিং সেক্টরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো Plagiarism. কারণ আপনার সাইটে যদি Plagiarism থাকে। এক্ষেত্রে আপনার ইনকাম হবে না। এবং নতুন অবস্থায় এডেসেন্স আবেদন করলে অনুমোদন হবে না।

তাই আপনার সাইটের পোস্ট গুলো লেখার পরে কত % ইউনিক তা জানতে উক্ত Plagiarism চেকার টুলসটি ব্যবহার করতে পারেন।

Google Docs

গুগল ডকস ব্লগারদের কাছে অনেক প্রয়োজনীয় একটি টুলস। যার মাধ্যমে  সহজেই আর্টিকেল লিখে সেটি পাবলিশ করার যাবতীয় কাজ সম্পন্ন করে নেওয়া যা।

গুগল ডকস এর জনপ্রিয়তা বাড়ার সবচেয়ে বড় কারণ হলো এখানে ভয়েজ এর মাধ্যমে টাইপিং করার সুবিধা রয়েছে। পুরোপুরি নিখুত ভাবে সাজিয়ে আর্টিকেল লেখা যায়।

Tinypng

ব্লগারদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ টূলস হলো- TinyPng. কোন ব্লগ বা ওয়েবসাইটে আর্টিকের লেখার সময় সেই আর্টিকের রিলেডেট অনেক ইমেজ ব্যবহার করতে হয়।

কিন্তু আমরা যে সকল ইমেজ ব্যবহার করে, সেগুলোতে অনেক বেশি এমবি থাকে। যার ফলে আমাদের সাইটের লোড হয়ে যায়।

তাই পোস্ট লেখার সময় ইমেজ গুলো ব্যবহার করতে চাইলে। ইমেজের এমবি সাইজ কমিয়ে নেওয়ার জন্য উক্ত টুলসটি ব্যবহার করা প্রয়োজন হয়। যার মাধ্যমে যেকোন ইমেজের কোয়ালিটি ঠিক রেখে এমবির সাইজ কমানো সম্ভব হয।

Canva.com

আপনি যদি ব্লগ বা ওয়েবসাইট নিয়ে কাজ করেন। সেক্ষেত্রে আপনার পোস্ট পাবলিশ করার আগে অবশ্যই পোস্ট রিলেটেড থাম্বানেইল তৈরি হবে।

আর থাম্বনেইল তৈরি করার জন্য এখন আর এত কষ্ট করে, ফটোশপ ব্যবহার করতে হয় না। কারণ অনলাইন টুলস হিসেবে ক্যানভা ব্যবহার করে, মাত্র ১ মিনিটের মধ্যেই আপনার পছন্দের মতো থাম্বানেইল তৈরি করে নিতে পারবেন।

শেষ কথাঃ

বর্তমান সময়ে আপনারা যারা নতুন ব্লগিং পেশায় আসছেন। তারা উক্ত আলোচনা অনুসরণ করে, প্রতিটি টুলস একদম ফ্রিতে ব্যবহার করা শুরু করতে পারেন।

যার ফলে আপনি দ্রুত ব্লগিং সফলতা অর্জন করতে পারবেন। তো আজকের পোস্ট সম্পর্কে আপনার যদি কোন প্রশ্ন থাকে। অবশ্যই কমেন্ট করে জানাবেন।

ধন্যবাদ।

আপনার জন্য আরও আর্টিকেল

Leave a Comment