সহজ লোন আইএফআইসি ব্যাংক : বর্তমান সময়ে, আইএফআইসি ব্যাংকের অসংখ্য পরিমাণের গ্রাহক রয়েছে। এক্ষেত্রে আইএফআইসি ব্যাংকের গ্রাহকরা অন্যান্য সাভার পাশাপাশি ব্যাংক লোন নিতে আগ্রহী।
তাই অনেকে গুগল সন্ধান করে জানতে চায়, আইএফআইসি ব্যাংক লোন সম্পর্কে। আই এফআইসি ব্যাংক এর অনেক গুলো লোন প্রকল্প রয়েছে। সে সকল প্রকল্পের মধ্যে আপনার পছন্দমত লোন সার্ভিসটি বেছে নিতে পারেন।

তাই আপনারা যারা ব্যক্তিগত কাজ করার জন্য, আইএফআইসি ব্যাংক থেকে সহজ লোন গ্রহণ করতে চান? তারা আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে পড়তে থাকুন।
বর্তমান সময়ে আইএফআইসি ব্যাংক হতে, পাঁচটি হাতে লোন সার্ভিস গ্রহণ করতে পারবেন। আর প্রতিটি সেক্টর থেকে লোন নেওয়া অনেক সহজ।
আরো পড়ুনঃ
- টাকা আয় করার রিয়েল বিদেশি ওয়েবসাইট
- টাইপিং করে টাকা ইনকাম করার সেরা উপায়
- মাসে ১ লক্ষ টাকা আয় করার উপায়
আপনারা আইএফআইসি ব্যাংক থেকে যে ক্যাটাগরি লোন নিতে পারবেন। সেগুলো হচ্ছে-
- আমার এসি অডি।
- স্যালারি লোন।
- অটো লোন।
- পার্সোনাল লোন।
- সিকিউর লোন ব্যাংক।
উপরের তালিকায় আপনারা যে, আইএফআইসি সহজ ব্যাংক লোন দেখতে পারছেন। আপনার প্রয়োজনমতো লোন গ্রহন করতে পারবেন। তো এই তালিকা থেকে আপনি কোন বিষয়ে লোন গ্রহন করবেন।
সেটি পুরোপুরি আপনার উপর নির্ভর করবে তাই চলুন এ বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়ে নেই।
আমার এসি অডি লোন
আইএফআইসি ব্যাংক এ আমার অ্যাকাউন্ট হোল্ডার এর জন্য, ব্যাংক ফেসিলিটি মূলত আইএফআইসি ব্যাংক থেকে প্রদান করে থাকে। তাই আপনি যদি এই লোন গ্রহন করতে চান অবশ্যই সহজ লোনের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে।
আইএফআইসি ব্যাংক আমার এসি অডি লোনের বৈশিষ্ট্যঃ
আপনারা আইএফআইসি ব্যাংক হতে সহজ লোন হিসেবে আমার এসি অডি লোন সর্বোচ্চ (৫ লাখ) টাকা পর্যন্ত নিতে পারবেন।
- এখানে ১০০% টাকা উত্তোলনের প্রক্রিয়া রয়েছে।
- তাছাড়া এই লোনের টাকা গুলো কোন ধরনের চার্জ ছাড়াই আপনি উত্তোলন করতে পারবেন।
- ডেবিট ব্যালেন্স হতে আপনার জন্য ইন্টারেস্ট পর্যন্ত প্রযোজ্য হবে।
- আবার কোন বছর ভিত্তিক সেটেলমেন্ট প্রয়োজন হবে না।
সহজ লোন নেয়ার ডকুমেন্ট
আইএফআইসি ব্যাংক হতে আমার এসি অডি লোন নেওয়ার জন্য জাতীয় পরিচয় পত্রের ফটোকপি লাগবে।
- লোন আবেদনকারীর ২ কপি ছবি লাগবে।
- স্যালারি সার্টিফিকেট লাগবে।
- ই-টিন সার্টিফিকেট লাগবে।
- লোনের গ্যারান্টের ব্যক্তির জাতীয় পরিচয় পত্র ও এক কপি ছবি লাগবে।
- আবার গ্যারান্টের ব্যক্তির ভিজিটিং কার্ড লাগবে। (যদি থাকে)।
আইএফআইসি ব্যাংক স্যালারি লোন
আপনি যদি আইএফআইসি ব্যাংক হতে স্যালারি লোন নিতে চান? এক্ষেত্রে আপনাকে অবশ্যই জানতে হবে, আইএফআইসি ব্যাংক হতে কত টাকা স্যালারি লোন প্রদান করা হয়। এছাড়া আরো অন্যান্য বিষয়গুলো সম্পর্কে। তাই চলুন জেনে নেয়া যায়।
আইএফআইসি ব্যাংক স্যালারি লোন বৈশিষ্ট্যঃ
- স্যালারি লোন হিসেবে আপনারা সর্বনিম্ন ৫০ হাজার টাকা হতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত লোন গ্রহন করতে পারবেন।
- সেলারি লোন নেওয়ার পর ১২ মাস হতে ৬০ মাস এর মধ্যে পরিশোধ করে দিতে হবে।
- আবার লোনের ওপর নির্দিষ্ট পরিমাণ এর ইন্টারেস্ট রয়েছে।
- স্যালারি লোন নেওয়ার পর আপনারা ১২ মাস হতে ৬০ মাস পর্যন্ত মেয়াদের আগে লোন পরিশোধ করতে পারবেন।
আইএফআইসি ব্যাংক হতে স্যালারি লোন গ্রহনে কি কি কাগজ পত্র প্রয়োজন তা আমরা উপরেই একবার জানিয়ে দিয়েছি।
আইএফআইসি ব্যাংক অটো লোন
আইএফআইসি ব্যাংকের আরও একটি জনপ্রিয় লোন এর নাম হচ্ছে অটো লোন। আপনারা এই লোনটি গ্রহণ করতে পারবেন নতুন যানবাহন কেনার জন্য। তাই চলুন এই অটো লোনের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেয়া যায়।
আইএফআইসি ব্যাংক অটো লোন বৈশিষ্ট্যঃ
- সহজ লোন হিসেবে অটো লোন সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত গ্রহণ করতে পারবেন।
- অটো লোন আপনারা ১২ মাস হতে ৬০ মাসের মধ্যে পরিশোধ করতে পারবেন।
- অটো লোন গ্রহনে নির্দিষ্ট পরিমাণের সুদ প্রদান করতে হবে।
- অটো লোন প্রসেসিং ফি প্রদান করতে হবে ২০০০ টাকা।
- এছাড়া অটো লোনের ক্ষেত্রে গোপনীয় কোন চার্জ নেই।
আইএফআইসি ব্যাংক পার্সোনাল লোন
আই এফআইসি ব্যাংকের আরও একটি প্রয়োজনীয় লোন এর নাম হচ্ছে পার্সোনাল লোন। আপনারা এই ব্যক্তিগত কাজের জন্য গ্রহণ করতে পারবেন।
আইএফআইসি ব্যাংক পার্সোনাল লোন এর বৈশিষ্ট্যঃ
- আইএফআইসি ব্যাংকের যে কোন গ্রাহক এই লোন গ্রহন করতে পারবে।
- আপনারা চাইলে আপনার পছন্দের মত লোনের পরিমাণ নির্ধারণ করে নিতে পারবেন।
- লোন প্রসেসিং এর জন্য অল্প পরিমাণে ফ্রি প্রদান করতে হবে।
- এছাড়া লোন গ্রহণের জন্য এক্সটা কোন চার্জ নেই।
আইএফআইসি ব্যাংক সিকিউর লোন
আপনারা আইএফআইসি ব্যাংক হতে দ্রুত টাকা গ্রহণের জন্য সিকিউরিটি লোন গ্রহণ করতে পারবেন।
আইএফআইসি ব্যাংক সিকিউরিটি লোনের বৈশিষ্ট্যঃ
- লোন গ্রহনে আপনি ১০০% ও সুরক্ষিত লোন গ্রহন করতে পারবেন।
- ফিক্স বা অন্যান্য নগদ জমার 90% সুবিধা পাবেন।
- উক্ত লোন গ্রহনে দ্রুত কাজ সম্পন্ন করা যায়।
- এ লোন গ্রহন করতে গেলে অবশ্যই কিছু নির্দিষ্ট সুদ প্রদান করতে হবে।
- আপনার প্রয়োজন মত লোনের টাকা কমাতে ও বাড়াতে পারবেন।
তো বন্ধুরা উপরে দেওয়া আইএফআইসি সহজ লোন সম্পর্কে জানতে পারলেন। এর সঙ্গে লোন গ্রহনে কি কি ডকুমেন্ট প্রয়োজন সে বিষয়ে জানিয়ে দেয়া হয়েছে।
তবে, যেকোনো লোন গ্রহনে অতিরিক্ত কাগজ প্রয়োজন হলে, অবশ্যই ব্যাংক শাখায় যোগাযোগ করে, সে কাগজ পত্র গুলো সংগ্রহ করতে হবে।
শেষ কথাঃ
তো বন্ধুরা আপনারা যারা আইএফআইসি ব্যাংকের গ্রাহক রয়েছেন। তারা ব্যাংক থেকে সহজ লোন গ্রহন করতে চাইলে উপরোক্ত যে কোন খাতে নুন গ্রহন করতে পারেন।
আর আই এফআইসি ব্যাংক সহজ লোন সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ।