কিভাবে প্রোফেশনাল ইউটিউব থাম্বনেইল ডিজাইন করা যায় : বর্তমান সময়ে, একটি ইউটিউব চ্যানেলে ভিডিও কি পরিমানের ভিউ হবে তা পুরোপুরি নির্ভর করে একটি ভিডিও থাম্বনেইল এর ওপর ভিত্তি করে।
তার কারণ ইউটিউবের ভিডিও গুলো সম্পূর্ণ দেখার আগে, youtube এ কি বিষয় নিয়ে ভিডিও রয়েছে। তা লোকেরা ইউটিউব থাম্বনেইল দেখেই বুঝতে পারে।
মোটকথা ইউটিউবের ভিডিও বেশি বেশি ভিউ করার জন্য আপনাকে অবশ্যই আকর্ষণীয় করে প্রফেশনাল ইউটিউব থাম্বনেইল ডিজাইন করতে হবে।

তো কিভাবে আপনারা প্রফেশনাল ইউটিউব থাম্বনেইল ডিজাইন করবেন। সে বিষয়েই আজকের এই আর্টিকেলকে প্রস্তুত করা হয়েছে।
কিন্তু আমাদের মধ্যে এমন কত গুলো নতুন নতুন ইউটিউবার যারা ইউটিউব থাম্বনেইল কে গুরুত্ব দেয় না। যার ফলে তারা বিভিন্ন সময় প্রশ্ন করে থাকে আমাদের ভিডিও গুলো ভিউ হয় না কেন।
এর উত্তরে আমি আপনাকে বলব। আপনার ভিডিও গুলোতে, তেমন ভালো কোন ইউটিউব থাম্বনেইল নেই। যার ফলে ভিউ হচ্ছে না।
তো নতুন অবস্থায় একটি ইউটিউব চ্যানেলকে গ্রো করার জন্য, ইউটিউব থাম্বনেইল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
কারণ আমরা আগেই বলেছি আপনার ইউটিউব ভিডিওর জন্য, ভালো করে থাম্বনেইল তৈরি করলে সেখানে ক্লিক পড়ার চান্স অনেক সংখ্যায় বেশি।
তো এখন পর্যন্ত যে সকল ইউটিউবাররা সফলতা অর্জন করছে, তারা কিন্তু এমনি এমনি সফলতা অর্জন করতে পারেনি। তারা অনেক শ্রম দিয়ে তাদের youtube চ্যানেল গুলো দাঁড় করিয়েছেন। আর তার মধ্যে সবথেকে বড় একটি কাজ হল ইউটিউব থাম্বনেইল ডিজাইন করা।
তো আশা করি আপনারা ইউটিউব থাম্বনেইল কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে কিছু হলেও ধারণা পেয়েছেন। এখন চলুন আর বেশি কথা না বলে ইউটিউব থাম্বনেইল সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেয়া যাক। বিশেষ করে, কিভাবে ইউটিউব থাম্বনেইল ডিজাইন করবেন সে বিষয়ে।
ইউটিউব থাম্বনেইল কি?
ইউটিউব থাম্বনেইল হচ্ছে আমরা যখন ইউটিউব চ্যানেল গুলোতে ভিডিও আপলোড করি। সে সময় সরাসরি আমাদের ভিডিও গুলোর উপরের যে, ছবিটি দেখা যায়, তাকে মূলত ইউটিউব থাম্বনেইল বলা হয়।
আপনার ভিডিওতে একটি ইউটিউব থাম্বনেইল থাকা মানে ইউটিউব এলগরিদম বুঝতে পারে আপনি কি বিষয় নিয়ে ভিডিওটি তৈরি করেছেন।
বিশেষ করে, youtube ভিজিটররা খুব সহজেই বুঝতে পারে, আপনার ভিডিওটি নিয়ে বানানো হয়েছে। তারা কি কি তথ্য জানতে পারবেন।
তো এটিই হচ্ছে- ইউটিউব থাম্বনেইল এর কারিশমা। আপনারা যখন একটি প্রফেশনাল ভাবে, ইউটিউব থাম্বনেইল বানাতে পারবেন খুব দ্রুত সেগুলো সার্চ ফলাফলে খুঁজে পাওয়া যাবে।
ইউটিউব চ্যানেলের ভিডিও গুলোতে থাম্বনেইল ছাড়া আপলোড করলে, তার কোন মূল্যই থাকেনা। তাই সব সময় মাথায় রাখবেন এটি জনপ্রিয় করে, প্রফেশনালি ইউটিউব থাম্বনেইল তৈরি করা।
ইউটিউব থাম্বনেইল সাইজ কত দিতে হয়?
বর্তমানে অনেক নতুন ইউটিউবার রয়েছে যারা ইউটিউব থাম্বনেইল ডিজাইনের সাইজ নিয়ে সমস্যায় পড়ে থাকেন। তার কারণ যতক্ষণ না পর্যন্ত আপনি ইউটিউব থাম্বনেইল সঠিক ফাইল সম্পর্কে জানতে না পারছেন। ততক্ষণ আপনি প্রফেশনালি ইউটিউব থাম্বনেইল তৈরি করতে পারবেন না।
বর্তমান সময়ে, ইউটিউবের ১৬.৯ Ratio ’র থাম্বনেইল গুলো সাপোর্ট করে। এর মানে ইউটিউবের ভিডিওতে আমরা 1280*720 এই যে, সকল সাইজের ভিডিও আপলোড করি। সেই ভাবে ভিডিও থাম্বনেইল তৈরি করার জন্য আপনাকে 1280*720 কিংবা 16.9 Ratio সাইজে রাখতে হবে।
আপনি যদি নির্দিষ্ট সাইজ অনুযায়ী থাম্বনেইল না তৈরি করেন। সে ক্ষেত্রে কিন্তু সেটি ভিডিওতে সাপোর্ট করবে না। আশা করি বুঝতে পারলেন, কত সাইজ দিয়ে থাম্বনেইল তৈরি করতে হয়।
ইউটিউব থাম্বনেইল কেন ব্যবহার করবেন?
বর্তমান সময়ে অনেক নতুন ইউটিউবারও প্রশ্ন করে থাকেন যে, থাম্বনেইল কেন ব্যবহার করতে হয়। থাম্বনেইল না ব্যবহার করলে সমস্যা কি?
এই প্রশ্নের উত্তর হিসেবে আমি আপনাকে উপরের আলোচনায় জানিয়ে দিয়েছি। তারপরও আবারও বলছি। আপনি যখন একটি ইউটিউব ভিডিও তৈরি করবেন।
তখন সেই রিলেটেড থাম্বনেইল না তৈরি করলে, ভিজিটরা বুঝতে পারবে না আপনি কি বিষয় নিয়ে ভিডিও তৈরি করেছেন।
আর ভিজিটের যখন আপনার ভিডিও সম্পর্কে না জানতে পারবে, তখন কিন্তু সেই ভিডিওতে প্রবেশ করবে না।
এছাড়া আপনি যদি ভিডিও রিলেটেড থাম্বনেইল না তৈরি করেন তাহলে, youtube এলগরিদম আপনার ভিডিও সম্পর্কে ধারণা পাবে না। যার ফলে ভিডিওগুলো রেংকিংও হবে না।
তাই আপনাকে অবশ্যই ইউটিউবে ভিডিও আপলোড করার সময় থাম্বনেইল তৈরি করে আপলোড করতে হবে।
কিভাবে প্রফেশনাল ইউটিউব থাম্বনেইল ডিজাইন করা যায়
তো উপরোক্ত আলোচনা অনুসরণ করে অনেকের প্রশ্ন হতে পারে যে, কিভাবে প্রকাশনালী ইউটিউব থাম্বনেইল ডিজাইন করতে হয়।
তো তাদের প্রশ্নের উত্তর হিসেবে আমি আপনাকে বলব, আপনারা অনলাইন সেক্টরে এমন কতগুলো ফ্রি ওয়েবসাইট/ অনলাইন টুলস পেয়ে যাবেন।
যেগুলোতে প্রফেশনাল ভাবে ইউটিউব থাম্বনেইল তৈরি করে ডাউনলোড করতে পারবেন। আমরা আপনার সুবিধার জন্য এখানে, youtube থাম্বনেইল তৈরি করার মোবাইল অ্যাপ, কম্পিউটার সফটওয়্যার এবং অনলাইন টুলস গুলোর নাম বলে দেব। যেমন-
মোবাইলে ইউটিউব থাম্বনেইল তৈরি করার অ্যাপস
আপনি যদি একজন মোবাইল ইউজার হয়ে থাকেন। সেক্ষেত্রে আপনারা চাইলে, ইন্টারনেট থেকে অসংখ্য পরিমাণের থাম্বনেইল তৈরি করার অ্যাপস পেয়ে যাবেন। আর সেই এপ্স গুলো আপনারা একজন বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
তার মধ্যে আমি বাছাইকৃত এমন কিছু অ্যাপস সম্পর্কে জানাবো। সেগুলো হচ্ছে-
- Picsart : থাম্বনেইল ডিজাইন করার অ্যাপস।
- PixelLab : থাম্বনেইল ডিজাইন করার অ্যাপস।
- Photoshop Touch : থাম্বনেইল ডিজাইন করার অ্যাপস।
উপরের যেকোনো অ্যাপ ব্যবহার করে আপনারা সহজেই ফ্রিতে, থাম্বনেইল ডিজাইন করে নিতে পারবেন।
কম্পিউটারে ইউটিউব থাম্বনেইল তৈরি করার সফটওয়্যার
আপনি যদি একজন কম্পিউটার বা ল্যাপটপ ইউজার হয়ে থাকেন। সে ডিভাইস দিয়ে ইউটিউব চ্যানেল পরিচালনা করেন। আপনারা চাইলে অনলাইনে থাকা এমন কত গুলো থাম্বনেইল বানানোর ফ্রি সফটওয়্যার ব্যবহার করতে পারবেন।
সে জনপ্রিয় সফটওয়্যার গুলো আমি আপনাকে এখানে জানিয়ে দিচ্ছি। যেমন-
- Adobe Photoshop : থাম্বনেইল ডিজাইন করার সফটওয়্যার।
- Adobe illustrator : থাম্বনেইল ডিজাইন করার সফটওয়্যার।
অনলাইন থেকে ইউটিউব থাম্বনেইল তৈরি ওয়েবসাইট
আপনারা যারা মোবাইল দিয়ে এবং কম্পিউটার দিয়ে থাম্বনেইল তৈরি করতে অসুবিধা মনে করেন। সে ক্ষেত্রে আপনার জন্য সবথেকে জনপ্রিয় মাধ্যম হবে, অনলাইন ওয়েবসাইট বা টুলস।
অনলাইনে এমন কতগুলো ফ্রি ওয়েবসাইট রয়েছে। যে ওয়েবসাইট গুলোতে, প্রবেশ করে আপনারা প্রফেশনাল ভাবে থাম্বনেইল ডিজাইন করতে পারবেন।
তো সর্বপ্রথম আমি আপনাকে অনলাইন থেকে থাম্বনেইল তৈরি করার জন্য সেরা ওয়েবসাইট হিসেবে জানাবো canva.com। ক্যানভা ডটকম ব্যবহার করে আপনারা খুব সহজেই থাম্বনেইল তৈরি করে নিতে পারবেন।
আমরা নিজেরাও এই অনলাইন ফ্রী টুল ব্যবহার করে, ওয়েবসাইটের জন্য এবং ইউটিউব চ্যানেলের জন্য থাম্বনেইল ক্রিয়েট করে থাকি।
অনলাইন ক্যানভা ফ্রি টুল ছাড়াও আরো অসংখ্য টুলস রয়েছে। সেগুলো হলো-
- PicMonkey : থাম্বনেইল ডিজাইন করার ওয়েবসাইট।
- Fotor : থাম্বনেইল ডিজাইন করার ওয়েবসাইট।
- Snappa : থাম্বনেইল ডিজাইন করার ওয়েবসাইট।
শেষ কথাঃ
আপনি যদি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে থাকেন। সেক্ষেত্রে কিভাবে প্রফেশনাল ইউটিউব থাম্বনেইল ডিজাইন করবেন। ডিজাইন বিষয়ে আপনার যদি কোন অভিজ্ঞতা না থাকে।
সেক্ষেত্রে উপরে দেওয়া মোবাইল অ্যাপ, কম্পিউটার সফটওয়্যার এবং অনলাইন ওয়েবসাইট গুলো ব্যবহার করে, থাম্বনেইল ডিজাইন করে নিতে পারবেন।
প্রফেশনাল ভাবে থাম্বনেইল ডিজাইন তৈরি করার বিষয়ে, আপনার যদি আরো কোন প্রশ্ন থাকে। তাহলে আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ…