Nid সংশোধন আবেদন বাতিল করার নিয়ম (কিভাবে করবেন জেনেনিন)

এনআইডি কার্ড সংশোধন এর আবেদন করার পর, আপনার যদি মনে হয় যে, আপনার এনআইডি কার্ড সংশোধন করার প্রয়োজন নেই।

তবে কি করবেন। এক্ষেত্রে, অবশ্যই আপনার Nid সংশোধন এর আবেদন বাতিল করতে হবে।

আপনি যদি এনআইডি কার্ড সংশোধন করার জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্ট সাবমিট করে দেনে। তাহলে কিভাবে এনআইডি কার্ড সংশোধন আবেদন বাতিল করবেন। বাতিল করার বিষয়ে বুঝতে পারছেন না।

Nid সংশোধন আবেদন বাতিল করার নিয়ম (কিভাবে করবেন জেনেনিন)
Nid সংশোধন আবেদন বাতিল করার নিয়ম (কিভাবে করবেন জেনেনিন)

তারা সঠিক একটি পোস্টে, এসেছেন। আমরা এখানে আপনাদের সুবিধার জন্য, এনআইডি কার্ড সংশোধনের আবেদন কিভাবে বাতিল করবেন সেই বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব।

তো বিস্তারিত তথ্য পেতে আমাদের দেওয়া আর্টিকেলটি শেষ পর্যন্ত ধৈয্য দিয়ে পড়ুন।

আপনারা যে কারণেই এনআইডি কার্ড সংশোধনের আবেদন করেন না কেন। আবেদন করার পরে, যদি আপনার মনে হয়। এনআইডি সংশোধন না করলেও চলবে। শুধু শুধু আবেদন করে ফেলেছেন।

এই পরিস্থিতি তে হতাশায় আছেন। আপনার সংশোধন আবেদন হয়ে গেলে তো আরোকটি ঝামেলার সৃষ্টি হবে। এই বিষয়ে আপনি সরাসরি উপজেলা নির্বাচন কমিশনের অফিসে যোগাযোগ করবেন।

উপজেলা নির্বাচন অফিস থেকে আপনাকে অবশ্যই সঠিক পরামর্শন দেবে। তবে সেই পরামর্শ পেয়ে আরো চিন্তায় পড়ে যাবেন।

তার কারণ সেখান থেকে আপনাকে বলা হবে। আপনি একটি আবেদন করেন। আমরা আপনাদের এনআইডি কার্ড সংশোধনের আবেদন বাতিল করে দেব। তবে আপনি কি আবেদন করবেন? কি আবেদন করবেন, সেটিই তো ভালো ভাবে বুঝে পারবেন না।

আপনি যদি যদি এই সমস্যার সম্মুখিন হোন। তাহলে আমরা আপনাকে সহজ প্রক্রিয়া বলে দেব। যা নিচের আলোচনা অনুসরণ করে কাজ করুন।

Nid সংশোধন আবেদন বাতিল করার নিয়ম

NID সংশোধন আবেদন বাতিল করতে চাইলে আপনি উপজেলা নির্বাচন অফিসার বরারবর একটি আবেদন করতে পারবেন। আর সেই আবেদন পত্রে উল্লেখ থাকতে হবে। আপনি আপনার এনআইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করেছেন। সেটি এখনও চলমান/ প্রক্রিয়াধিন অবস্থায় আছে।

তবে আপনি এখন এনআইডি কার্ড থেকে কোন প্রকার তথ্য সংশোধন করতে চাচ্ছেন না। তাই এনআইডি সংশোধন আবেদন বাতিল করতে চান? এই নিয়ে একটি আবেদন পত্র তৈরি করে জমা দিবেন।

এক্ষেত্রে, Nid সংশোধন আবেদন বাতিল করার জন্য আপনাকে একটি A4 Size এর সাদা কাগজে হাতে লেখা বা কম্পিউটারাইজ করে, কিংবা আবেদন ফরম ডাউনলোড করে আবেদন সাবমিট করতে পারবেন।

আমরা আপনাদের সুবিধার জন্য এখানে nid সংশোধন আবেদন বাতিল করার নিয়ম অনুযায়ী একটি নমুনা প্রস্তুত করেছি। যেখানে আপনার নাম ও ঠিকানা উল্লেখ করে আবেদন পত্র উপজেলা নির্বাচন অফিসারের বরাবর দরখাস্ত করতে পারবেন। যেমন-

তারিখ : ২৯ আগস্ট ২০২৩ ইং

বরাবর

উপজেলা নির্বাচন অফিসার

এখানে, অফিসের ঠিকানা লিখুন।

বিষয়ঃ এনআইডি কার্ড (Nid Card) সংশোধনের আবেদন বাতিল করা প্রসঙ্গে

জনাব,

যথা বিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোঃ/ মোছাঃ আবেদনকারীর নাম লিখুন। পিতাঃ মোঃ/ মৃত- আবেদনকারীর পিতার নাম লিখুন। গ্রামঃ আবেদনকারীর গ্রামেরর নাম লিখুন। ডাকঘরঃ আবেদনকারীর ডাকঘর এর নাম লিখুন, উপজেলার নামঃ আবেদনকারীর সংশ্লিষ্ট উপজেলার নাম লিখুন, জেলাঃ আবেদনকারী যে জেলায় বসবাস করেন তার নাম লিখুন।

আমি গত ২৫ জুলাই ২০২৩ ইং তারিখে অনলাইন এর মাধ্যমে আর জাতীয় পরিচয় পত্র/ এনআইডি কার্ড/ ভোটার আইডি কার্ড সংশোধন এর জন্য আবেদন করেছি। এনআইডি কার্ডের নম্বর- 1234567810। আমার আবেদন পত্রটি এখনো অনুমোদন করা হয়নি পেন্ডিং এ আছে। এমতাবস্থায়, আমি আমার এনআইডি কার্ড সংশোধ এর আবেদন পত্রটি বাতিল করতে আগ্রহী। আমি যে সমস্যার জন্য এনআইডি কার্ড এর তথ্য সংশোধনের আবেদন করেছি, তা সমাধান হয়েছে বিধায় আমার জাতীয় পরিচয়পত্র সংশোনের আবেদন বাতিল করা প্রয়োজন।

অতএব, মহোদয় সমীপে আকুল আবেদন যে, আমার এনআইডি কার্ড সংশোধন এর আবেদনটি বাতিল করে, পুনরায় কার্ড টি ব্যবহার করার সুযোগ দিতে আপনার সু-আজ্ঞা হয়।

বিনীত নিবেদন /  নিবেদিকা

আবেদনকারীর নাম

এনআইডি নং- 1234567910

মোবাইল নম্বরঃ 019******11

উক্ত দরখাস্ত/ আবেদন প্রক্রিয়া অনুসরণ করে, হাতে বা কম্পিউটার টাইপ করে, সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার বরাবর দরখাস্ত জমা দিলে, তিনি আপনার এনআইডি সংশোধনের আবেদন বাতিল করে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন।

এনআইডি কার্ড সংশোধন আবেদন বাতিল করার জন্য, অবশ্যই আবেদনকারীকে নিজে স্ব-শরীরে উপস্থিত হয়ে আবেদন পত্র জমা দিতে হবে। এর জন্য অন্য কেউ আবেদন জমা দিলে আবেদন পত্রটি উপজেলা নির্বাচন অফিসার গ্রহণ করবেন না।

শেষ কথাঃ

আপনি যদি উপরে উল্লেখিত আলোচনা অনুসরণ করেন। তাহলে আশা করা যায় আবেদন করার নমুনা অনুসরণ করে, খুব সহজেই Nid সংশোধন আবেদন বাতিল করে নিতে পারবেন।

এছাড়া, Nid সংশোধন আবেদন বাতিল করার নিয়ম সম্পর্কে আরো কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

ধন্যবাদ।

আপনার জন্য আরও আর্টিকেল

Leave a Comment