অনলাইনে এনআইডি কার্ড সংশোধন এবং কার্ড উত্তোলনের ফি কত টাকা হিসাব করার উপায়

বর্তমানে জাতীয় পরিচয় পত্রের সকল কার্যক্রম অনলাইনে ভিত্তিক হয়েছে। আপনার চাইলে নিজের মোবাইল বা কম্পিউটার দিয়ে এনআইডি কার্ড সংশোধ এবং কার্ড উত্তলণ করার ফি কত টাকা হিসাব করতে পারবেন।

এনআইডি কার্ড সংশোধন বা হারানো, নষ্ট হয়ে যাওয়ার ভোটার আইডি কার্ড উত্তোলনের আবেদন করতে পারবেন।

অনলাইনে এনআইডি কার্ড সংশোধন এবং কার্ড উত্তোলনের ফি কত টাকা হিসাব করার উপায়
অনলাইনে এনআইডি কার্ড সংশোধন এবং কার্ড উত্তোলনের ফি কত টাকা হিসাব করার উপায়

তবে সাধারণ নাগরিক ভোটার আইডি কার্ড সংধোন, হারানো বা নষ্ট হয়ে যাওয়া আইডি কার্ড উত্তোলণ করার ফি সম্পর্কে জানেন না।

তো এই ফি এর পরিমান সব সময় সবার জন্য একই রকম থাকবে না। ফি’র পরিমান আপনার যা হবে সেটি আরেক জনের জন্য তা নাও হতে পারে।

তো এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড সংশোধন এর বা ভোটার আইডি কার্ড উত্তোলনের পূর্বে অবশ্যই ফি কত টাকা জমা করতে হবে সেটি হিসাব করে নিতে হবে।

অনলাইনে এনআইডি কার্ড সংশোধন এবং কার্ড উত্তোলনের ফি কত টাকা হিসাব করার সহজ উপায়

এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড সংশোধন, হারানো বা নষ্ট হয়ে যাওয়া এনআইডি কার্ড পুনরায় উত্তোলণের জন্য কত টাকা পরিশোধ করতে হবে।

সেটি জানতে আপনারা যে, কোন ডিভাইস অর্থাৎ মোবাইল বা কম্পিউটার দিয়ে যেকোন একটি ওয়েব ব্রাউজারে দিয়ে ভিজিট করতে পারেন services.nidw.gov.bd এই ওয়েবসাইট টি।

আপনারা উক্ত ওয়েবসাইটে প্রবেশ করার পরে, নিচে দেওয়া ছবির মতো একটি ওয়েবসাইট ড্যাশবোর্ড শো হবে। এইটিই মূলত বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট।

উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে, মেনু বার থেকে ‘ফিস’ অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে জাতীয় পরিচয় পত্র/ এনআইডি কার্ড সংশোধন বা উত্তোলনের ফি হিসাব করতে প্রয়োজনীয় তথ্য গুলো সংযুক্ত করতে হবে। নিচের ছবিটি দেখুন।

উক্ত ছবিতে প্রতিটি অপশন সঠিক ভাবে পুরণ করতে হবে। তার জন্য নিচে দেওয়া তথ্য গুলো অনুসরণ করুন। যেমন-

প্রথমে, জাতীয় পরিচয় পত্র নম্বর অপশন টাইপ করতে হবে। এনআইডি নম্বর দেওয়া জন্য আপনাকে অবশ্যই ১৭ ডিজিট বা ১০ ডিজিট এর নম্বর টাইপ করতে হবে।

এক্ষেত্রে, আপনার এনআইডি কার্ডে যদি ১৩ ডিজিট থাকে। তাহলে সেখানে প্রথমে আপনার জন্য সাল তারপে এনআইডি নম্বর লিখুন।

আবেদনের ধরন- এই অপশন টি সঠিক ভাবে পূরণ করতে হবে। তার কারণ আবেদন এর ধরণ অনুযায়ী আপনার ফি’র পরিমাণ কত সেটি হিসাব করতে হবে।

আবেদনের ধরন থেকে সিলেক্ট করুন অপশনে ক্লিক করার পরে, ‘জাতীয় পরিচয় পত্র সংশোধন’, ‘অন্যান্য তথ্য সংশোধন’, ‘জাতীয় পরিচয়ত্র এবং অন্যান্য তথ্য সংশোধন’ এবং ‘রি-ইস্যু’ এই অপশন গুলো আসবে। সেখান থেকে আপনি কি ধরণের তথ্য সংশোধন করেছেন সেটি সিলেক্ট করতে হবে।

জাতীয় পরিচয় পত্র সংশোধন

আপনি যদি উক্ত জাতীয় পরিয়পত্র সংশোধন নির্বাচন করে ফি হিসাব করতে চান বা ফি জাম দিতে চান? তবে এনআইডি কার্ড এর ছবি, স্বাক্ষর, বাংলাতে নাম, ইংরেজিতে নাম, জন্মতারিখ, পিতা-মাতার নাম, এনআইডি কার্ডের পিছনে থাকা ঠিকানা, জন্ম স্থান ইত্যাদি সংশোধন করতে পারবেন।

যদি এগুলোর মধ্যে একটি বা একাধিক তথ্য সংশোধন করার দরকার হয তবে, জাতীয় পরিচয় পত্র সংশোধন অপশন সিল্টে করে দিন।

আপনার যে তথ্য গুলো ভোটার আইডি কার্ডের উপরে লেখা থাকে। সেগুলো পরিবর্তন বা সংশোধন করর জন্য জাতীয় পরিচয় পত্র সংশোধন নির্বাচন করে ফি জমা দিতে হবে।

অন্যান্য তথ্য সংশোধন

অন্যান্য তথ্য সংশোধন নির্বাচন করে, হিসাব করলে, আপনারা যে সকল তথ্য সংশোধন করতে পারবেন। সেগুলো হলো- লিঙ্গ, পাসপোর্ট নাম্বার, আইডি নম্বর, পিতা-মাতার আইডি নং, পিতা-মাতার মৃত্যুর তারিখ, বৈবাহিক অবস্থা, স্বামী ও স্ত্রীর নাম, ধর্ম, জন্ম নিবন্ধন নম্বর, পেশা, ড্রাইভিং লাইসেন্স নম্বর, মোবাইল নম্বর ইত্যাদি তথ্য সংশোধন করে নেওয়া যায়।

আপনি উক্ত অন্যান্য তথ্য সংশোধন অপশনে ক্লিক করে, ফি হিসাব করে নিতে পারবেন।

জাতীয় পরিচয় পত্র ও অন্যান্য তথ্য সংশোধন

জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য তথ্য সংশোধন অপশন থেকে আপনি ফি হিসাব করে জমা দিলে ১ নং ও ২ নং ক্রমিক উল্লেখিত সকল তথ্যাদি সংশোধন এর অপশন চালূ হবে।

মানে কোন ব্যক্তির নিজের নাম থেকে শুরু করে সকল তথ্য ভুল থাকলে সেগুলো সংশোধন করে নিতে পারবেন। এবং প্রতিটি তথ্য সংশোধন করতে কত টাকা ফি লাগবে তা জানতে পারবেন।

রি-ইস্যু

রি-ইস্যু অপশনটি নির্বাচ করে, আপনার হারানো বা নষ্ট হয়ে যাওয়া এনআইডি কার্ড উত্তোলণ ফি হিসাব করতে পারবেন। তাই রিইস্যু অপশন নির্বাচন করতে পারেন।

বিতরণের ধরন

জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য বিতরণের ধরণ এর মধ্যে সাধারণ ও সাধারণ স্মার্ট কার্ড অপশন নেওয়া হবে। কিন্তু বিতরণের ধরণ সাধারণ রাখা উত্তম।

সংশোধন এর আবেদন করার প্রেক্ষিতে সাধারণ স্মার্ট কার্ড বিতরণ এখনও চালু হয়নি। কিন্তু পরর্তীতে চালু হইতে পারে। তাই আপনারা সাধারণ সিলেক্ট করে দিবেন।

এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড সংশোধন, হারানো বা নষ্ট হয়ে যাওয়া, ভোটার আইডি কার্ড উত্তোলনের জন্য ফি কত টাকা হয়, সেটি উক্ত নিয়ম অনুযায়ী হিসাব করে নিতে পারবেন।

আপনার সংশোধের ধরন অনুযায়ী সংশোধ ফি কত টাকা জানিয়ে দেওয়া হবে।

শেষ কথাঃ

অনলােইনে এনআইডি কার্ড সংশোধন এবং কার্ড উত্তোলনের ফি কত টাকা সেই, বিষয়ে আপনারা নির্বাচন কমিশনের অফিসিয়াল সাইট থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে উক্ত নিয়ম অনুযায়ী কাজ করে, জেনে নিতে পারবেন।

এছাড়া এই ওয়েবসাইট থেকে অনলাইন এনআইডি কার্ড সম্পর্কে আরো নতুন কিছু জানতে চাইলে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।

ধন্যবাদ।

আপনার জন্য আরও আর্টিকেল

Leave a Comment