বর্তমান সময়ে মানুষ সরাসরি বই পড়ার বিপরীতে হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলে, বিভিন্ন ধরনের বই ডাউনলোড করে পড়তে পছন্দ করেন।
তাই আপনি যদি অনলাইনে বই পড়ার অ্যাপ সম্পর্কে জানতে চান? তাহলে সঠিক এটি আর্টিকেলে চলে এসেছেন।
বর্তমান সময়ে google সার্চ করলে অনেক ধরনের বাংলা বইয়ের ই-বুক পাওয়া যায়। সেই সকল বই ডাউনলোড করে মোবাইল বা কম্পিউটারে অ্যাপ আকারে ইন্সটল করে, পড়তে পারবেন।
এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন google এ আমরা শুধুমাত্র কিছু সংখ্যক বই সংগ্রহ করতে পারব। অন্যদিকে আপনি যদি অনলাইনে বই পড়তে চান সে ক্ষেত্রে গুগল প্লে স্টোরে অসংখ্য পরিমাণের বই পড়ার অ্যাপ পেয়ে যাবেন।
কারন প্লে স্টোরে এমন কতগুলো বই পড়ার এপ্স রয়েছে, যেগুলো আপনারা নিজে নিজে পড়ার পাশাপাশি, অ্যাপ দ্বারা পরিয়ে নিতে পারবেন যা আপনি শুধু শুনতে পারবেন।
বাংলা অডিও বুক গুলোর মাধ্যমে আপনি বিভিন্ন বাংলা গল্পের বই, প্রেরণামূলক বই, তথ্য সংক্রান্ত ইত্যাদি ধরনের বইগুলো আপনারা অডিও হিসেবে শুনতে পারবেন।
তাই আসুন আর সময় নষ্ট না করে, অনলাইনে বই পড়ার সেরা পাঁচটি অ্যাপ সম্পর্কে জেনে নেয়া যাক।
অনলাইনে বই পড়ার সেরা ৫ টি অ্যাপস – Best 5 Free Book Reading App
আমরা এখন আপনাদের অনলাইনে বই পড়ার যে অ্যাপস গুলো সম্পর্কে বলব সেগুলো গুগল প্লে স্টোর থেকে একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।
কিন্তু অনলাইনে আরও অসংখ্য বাংলা বই রয়েছে, যেগুলো পেইড ভাবে টাকা দিয়ে ক্রয় করে পড়তে হয়। তবে আপনি যদি সাধারণভাবে কিছু বই পড়তে চান? সেক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে ফ্রি অ্যাপ গুলো ডাউনলোড করলেই চলবে।
আপনার ফ্রি অ্যাপ গুলো ব্যবহার করার মাধ্যমে সকল প্রকার বই পড়ার সুযোগ পাবেন এবং শুনতে পারবেন। তাই চলুন জনপ্রিয় অনলাইনে বই পড়ার অ্যাপ গুলো সম্পর্কে জেনে আসি। যার প্রতিটি গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।
01. Boitoi: Popular Bangla eBooks
Boitoi: Popular Bangla eBooks অ্যান্ড্রয়েড এপটি ব্যবহার করে বাংলা বই পড়ার জন্য জনপ্রিয় একটি মাধ্যম। এই অ্যাপ ব্যবহার করে আপনারা পাঁচ হাজারের বেশি বাংলা বই রয়েছে এবং সেখানে তিনশোর বেশি ফ্রি বই পড়ার সুযোগ পাবেন।
আপনি যদি নিজে নিজে বই পড়তে ইচ্ছা বোধ না করেন। সেক্ষেত্রে আপনারা অডিও হিসেবে বইগুলো শুনতে পারবেন।
এই একা থাকা সকল প্রকার বই ডাউনলোড করার সুবিধা রয়েছে। এখন বই ডাউনলোড করার অ্যাপস হিসেবে এই অ্যান্ড্রয়েড অ্যাপটি ব্যবহার করতে পারেন।
Boitoi: Popular Bangla eBooks অ্যাপ সেট জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই গুগল প্লে স্টোরে এই অ্যাপটির নাম লিখে সার্চ করলেই সেটি মোবাইলে ইন্সটল করে নিতে পারবেন।
02. Amar Library: Bangla eBook
Amar Library e-book store অ্যাপ ব্যবহার করে আপনারা ১১ হাজারের বেশি ই-বুক পেয়ে যাবেন। এই অ্যাপে প্রায় ৭০০র বেশি লেখক এবং ৯০ এর বেশি প্রকাশক বইগুলো প্রকাশ করে থাকে।
অনলাইনে বই পড়ার এইটা ব্যবহার করে আপনার পছন্দের যে কোন বই পড়তে পারবেন।
কারণ এখানে বই পড়ার জন্য ক্যাটাগরি সংযুক্ত করা রয়েছে। আপনারা ক্যাটাগরিতে বেছে বেছে আপনার পছন্দের বইটি খুঁজে পড়তে পারবেন।
এছাড়া আপনার পছন্দের বইটি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে যতগুলো বাংলা বই রয়েছে। তার সবগুলোই আপনারা ফ্রিতে পড়তে পারবেন।
03. Sheiboi : Largest Bangla eBook
Sheiboi হচ্ছে বাংলা ইবুক এর সব থেকে বড় একটি ই বুক স্টোর। এখানে ৫০০ এর বেশি লেখক এবং ৫০ এর বেশি প্রকাশক সহ 2800 বেশি বই সংরক্ষিত রয়েছে।
এখানে থাকা প্রিমিয়াম বইগুলো পড়ার জন্য আপনাকে কিছু পরিমাণের টাকা দিয়ে কিনতে হবে।
কিন্তু চিন্তার কোন কারণ নাই এখানে আপনারা পাঁচশোরও বেশি, ফ্রিতে বই পেয়ে যাবেন যেগুলো পড়ার জন্য কোন প্রকার টাকা ইনভেস্ট করতে হবে না।
এখন আপনি চাইলে এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেন।
04. Boighor – eBooks & audiobooks
Boighor App ব্যবহার করে আপনারা বাংলা এবক গুলোর পাশাপাশি বাংলা অডিও ই-বুক গুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন।
তাছাড়া এখান থেকে প্রতিদিন নতুন নতুন বই সংযুক্ত করার আশ্বাস দেয়া হয়েছে। সর্বকালের সর্ববৃহৎ বাংলা বইয়ের লাইব্রেরী হিসেবে এই অ্যাপটি জনপ্রিয়তা অর্জন করেছে।
তাই আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে বাংলা বই পড়তে চান, তাহলে এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।
05. ShunBoi – Bengali Audiobook
আমাদের আজকের আলোচনার সর্বশেষ একটি অনলাইনে বই পড়ার অ্যাপ সম্পর্কে জানাতে যাচ্ছি। আর সেটি হল- ShunBoi app.
আপনারা এই বই পড়ার অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে, নিজে করার পাশাপাশি অডিওতেও শুনতে পারবেন।
এখন আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে, বাংলা বই পড়তে আগ্রহী থাকেন। তাহলে এটি সরাসরি ডাউনলোড করে নিতে পারেন।
শেষ কথাঃ
তো বন্ধুরা গুগল প্লে স্টোরে এমন অসংখ্য অনলাইনে বই পড়ার অ্যাপস রয়েছে। তার মধ্যে আমরা জনপ্রিয় কিছু বই পড়ার অ্যাপ সম্পর্কে জানিয়েছি।
এই অ্যাপগুলো ডাউনলোড করে আপনারা ক্যাটাগরি অনুযায়ী হাজার হাজার বই পড়তে পারবেন।
আর আপনি যদি কিছু পরিমাণের টাকা খরচ করে, বই পড়তে চান, তাহলে এই অ্যাপ গুলোই ডাউনলোড করে, একাধিক বই পড়ার সুযোগ পাবেন।
এখন এই আর্টিকেল সম্পর্কে আপনার যদি আরো কিছু জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন।
ধন্যবাদ।