প্রত্যয়ন পত্র english কিভাবে লিখতে হয়

আপনারা যারা প্রত্যায়ন পত্র লেখার নিয়ম জানতে চান? তারা সঠিক একটি আর্টিকেলে প্রবেশ করেছেন। আমরা আজকে প্রত্যয়ন পত্র english এ কিভাবে লিখতে হয় সে বিষয়ে জানান।

আমরা পূর্বের একটি আর্টিকেলে প্রত্যয়ন পত্র বাংলায় কিভাবে লিখতে হয়। সে বিষয়ে সঠিক ধারণা দিয়েছি, আপনারা চাইলে সেটি ভিজিট করে পড়ে নিতে পারেন।

বর্তমান সময়ে মানুষের জীবনধারায় বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে। আর এই পরিবর্তনের মাঝে বিভিন্ন অফিস আদালতে, প্রত্যয়ন পত্র প্রদান করতে হয়। আর এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে প্রত্যয়ন পত্র english দাখিল করতে হয়।

প্রত্যয়ন পত্র english কিভাবে লিখতে হয়
প্রত্যয়ন পত্র english কিভাবে লিখতে হয়

কিন্তু আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে। যারা প্রত্যয়ন পত্র english কিভাবে লিখতে হয়, সে বিষয়ে জানেনা। তাই তাদের সুবিধার জন্য আমরা আজকে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব।

একটি প্রত্যয়ন পত্র আপনার স্কুল জীবন থেকে শুরু করে, চাকরি ক্ষেত্র পর্যন্ত প্রয়োজন হতে পারে। তাই বাংলায় প্রত্যয়ন পত্র লেখার পাশাপাশি ইংরেজিতে কিভাবে লিখতে হয় সে বিষয়ে জানা থাকতে হবে।

কোন মানুষ যখন কোন প্রতিষ্ঠানে ভর্তি হয়, নতুন কোন চাকরি প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্ত হয়। তখন সেই ব্যক্তির কাছে আশে পাশের পরিবেশ যেমন- নতুন মনে হয়। ঠিক তেমনি সেই প্রতিষ্ঠান গুলোতে, নিয়োগকর্তাদের কাছে আপনাকে তাদের নতুন বলে মনে হয়।

তাই নতুন পরিবেশে আপনি যেমন ঘাবড়ে যেতে পারেন। ঠিক তেমনি নতুন পরিবেশে আপনাকে দেখেও অনেকে ঘাবড়ে যেতে পারে।

তাই আপনার দক্ষতা এবং আপনার নিজের বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহ করতে হবে, আপনার বিষয়ে ভালো ভাবে জানানোর জন্য।

তাই কোন জায়গায় নিজেকে প্রমাণ করতে, চাইলে অবশ্যই প্রত্যয়ন পত্র গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে প্রমাণিত হবে। একটি প্রত্যয়ন পত্র লেখার পর আপনারা সেটি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্বাক্ষরিত করে নিতে পারবেন।

বিশেষ করে আপনার প্রত্যয়ন পত্র স্কুল বা কলেজ থেকে হতে পারে। আবার কোন চাকরি ক্ষেত্রে থেকে হতে পারে। যেখান থেকে হোক না কেন আপনাকে প্রত্যয়ন পত্র লেখার নিয়ম সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে।

প্রত্যায়ন পত্র কি?

প্রত্যয়নপত্র এমন একটি পত্র যেখানে, সরকারি কোন অফিসের গেজেটেড কর্মকর্তা করতে স্বাক্ষর যুক্ত একটি নথি। মূলত প্রত্যয়ন পত্র আমাদের দৈনন্দিন জীবনে অনেক প্রয়োজনীয় ডকুমেন্ট।

কারণ এই প্রত্যয়ন পত্রের মাধ্যমে আপনাকে ব্যক্তিগত জীবন বা কর্মজীবনে অনেক কিছু নির্ধারণ করে দেবে।

তো প্রত্যয়ন পত্রের বাংলা শব্দের অর্থ হচ্ছে, সত্যায়ন। এই প্রত্যয়ন পত্রটি একটি দলিল স্বরূপ যা আপনার ব্যক্তি জীবনের বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা হয়। তাই প্রত্যয়ন পত্র কিভাবে লিখতে হয়। সে বিষয়ে আমাদের লেখাগুলো অনুসরণ করুন।

প্রত্যয়ন পত্র ইংলিশ মিনিং কি ?

আমাদের সকলের জীবনে বিভিন্ন কাজে প্রয়োজন পরে একটি প্রত্যয়ন পত্র। প্রত্যয়ন পত্র ছাড়া কোনভাবেই নিজেকে সত্যায়ন করা সম্ভব হয় না। তাই অনেকেই প্রত্যয়ন পত্র ইংলিশ মিনিং কি এ বিষয়ে জানতে আগ্রহী।

আমি আপনাদের সুবিধার জন্য প্রত্যয়ন পত্র বাংলা শব্দ হলেও এটির ইংরেজি শব্দ প্রস্তুত করেছি। আর প্রত্যয়ন পত্রের ইংরেজি নাম হচ্ছে, Atasstation.

একটি প্রত্যয়ন পত্র এ কি কি থাকে?

আপনি বাংলাতে বা ইংরেজিতে প্রত্যয়ন পত্র লিখতে চাইলে, সেখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংযুক্ত করতে হবে। বিশেষ করে, প্রত্যয়ন পত্রে উল্লেখ থাকতে হবে।

আপনার নিজের নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা- গ্রাম, পোস্ট অফিস, উপজেলা, জেলার নাম এবং শিক্ষা ক্ষেত্রে হলে, স্কুল কলেজের নাম, রোল নাম্বার, ইত্যাদি।

আবার আপনি যদি কোন কর্ম ক্ষেত্রে জন্য প্রত্যয়ন পত্র ব্যবহার করেন, সে ক্ষেত্রে প্রত্যয়ন পত্রে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের ঠিকানা ইত্যাদি।

আপনি যখন বাংলাতে একটি প্রত্যয়ন পত্র লিখবেন, এবং ইংরেজি প্রত্যয়ন পত্র লিখবেন। তখন এই সকল তথ্য প্রত্যয়ন পত্র তে সংযুক্ত করতে হবে।

প্রত্যয়ন পত্র english কিভাবে লিখতে হয়

আপনারা যারা বাংলার পাশাপাশি প্রত্যয়ন পত্র english লেখার নিয়ম জানতে চান? তারা আমাদের এই আর্টিকেল থেকে প্রত্যয়ন পত্র ইংরেজিতে লেখার নমুনা জানতে পারবেন। যা আপনারা শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ব্যবহার করতে পারবেন।

তো চলুন প্রত্যয়ন পত্র ইংলিশ কিভাবে লিখতে হয়। সেই নমুনা জেনে নেয়া যাক।

Date : 13/6/2023

To :
Ref :

This is to certify notify that name : shojib, father name : lutful kabir, mother name : samsunnher is a regular students of Ideal School and College. He/ She is a student of class : 9, Roll no : 13, Section : ‘A’ and 2023 season. As far as i know, his/ her behavior is very good.

I wish her every success in life.

Signature.

শেষ কথাঃ

তো আপনারা যারা যারা বাংলা প্রত্যয়ন পত্রের পাশাপাশি। ইংরেজিতে, প্রত্যয়ন পত্র লিখতে চান? তারা উক্ত নমুনা অনুসরণ করে, প্রত্যয়ন পত্র লিখে নিতে পারেন।

উক্ত নিয়ম অনুযায়ী আপনারা যে কোন প্রতিষ্ঠানের জন্য ইংলিশে প্রত্যয়ন পত্র লিখতে পারবেন।

আর এই পোস্ট সম্পর্কে আপনার যদি কোন প্রশ্ন থাকে। তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top